Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৭০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সেই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কৃষি মার্কেটের ডানদিকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে একে একে ১৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। একপর্যায়ে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে প্রায় ৪০০ দোকান পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মার্কেট ও কাঁচাবাজারে বৈধ-অবৈধ মিলিয়ে ৭০০-৮০০ দোকান ছিল।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেছেন, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। সিটি করপোরেশন থেকে দোকান বরাদ্দ দেওয়া ছিল ৩১৭টি। এরমধ্যে পুড়েছে ২১৭টি দোকান।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ঢাকা টেস্ট: টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশর

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:সিলেট টেস্টে দারুণ জয়ের স্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাচ, মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তন আসেনি। সিলেট টেস্টের একাদশে যারা ছিলেন, তারাই খেওবেন ঢাকা টেস্টে। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে এসেছে এক পরিবর্তন। ইশ শোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে একাদশে নিয়েছে কিউইরা।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লুন্ডেল (উইকেট রক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), আজাজ প্যাটেল।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মাগুরায় হত্যা মামলার আসামীসহ ২৪ জন গ্রেফতার

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরায় হত্যা মামলার প্রধান আসামী এবং  মহম্মদপুর ও শালিখা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ২৪ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।

মাগুরার  পুলিশ সুপার  মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), এর নির্দেশনায়  মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল) এর  নেতৃত্বে একাধিক টিম গত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাগুরা জেলার মহম্মদপুর থানার হত্যা মামলার প্রধান আসামী  শিমুল সাহা ওরফে গোপাল সাহা (৩২), পিতা-শক্তি নাথ সাহা , সাং-রাজপাট, থানা- মহম্মদপুর, জেলা -মাগুরাকে গ্রেফতার করা হয়। 

সাজা ওয়ারেন্টভুক্ত দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামী  রুবেল হোসেন, পিতা-আলতাফ হোসেন, সাং-ছান্দড়া এবং সাজাপ্রাপ্ত এক বছরের বিনাশ্রম কারাদন্ড  মোঃ খায়রুল ইসলাম, পিতা-মৃত আলাউদ্দিন মোল্যা, সাং-হরিশপুর (হুগলাডাঙ্গা পাড়া) সর্ব থানা-শালিখা জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়। 

এছাড়াও মহম্মদপুর ও শালিখা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২১ জন আসামী মোট ২৪ জনকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক  আদালতে সোপর্দ করা হয়।

আরও খবর



সিলেটে দ্বিতীয় স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলো চীনা দূতাবাস

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :চীনা দূতাবাস গতকাল রোববার (৩ ডিসেম্বর২০২৩) সিলেটের সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেছে। এর মাধ্যমে বাংলাদেশে চীনা দূতাবাসের উদ্যোগ ও অর্থায়নে দ্বিতীয় স্মার্ট ক্লাস স্থাপিত হলো।   এই উপলক্ষে সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে আজ ‘চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 স্মার্ট ক্লাসরুমে হুয়াওয়ে আইডিয়াহাব-এরএকটি উন্নত লার্নিং সল্যুশনব্যবস্থা রাখা হয়েছে। এটি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উন্নত অনসাইট ও অনলাইনে শিক্ষা প্রদান এবং পড়াশোনার ক্ষেত্র তৈরিতে সহায়তা করবে। এ প্রকল্পের টেকনিক্যাল পার্টনার হিসেবে স্মার্ট ক্লাসরুমে চেয়ারটেবিলও অন্যান্য সরঞ্জামাদি দিয়ে সহায়তা করেছে হুয়াওয়ে সাউথ এশিয়া।

 

স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং। এছাড়া এই অনুষ্ঠানে চীনা দূতাবাস ও হুয়াওয়ে’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনের সময় সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে এ স্মার্ট ক্লাসরুমের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। পরেঅতিথিদের সামনে হুয়াওয়ে’র আইডিয়াহাবের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরা হয়। যেখানে একটি স্মার্ট দেশের জন্য স্মার্ট নাগরিক তৈরিতে স্মার্ট ক্লাসরুমের বিভিন্ন ফিচার তুলে ধরা হয়।

 

মোঃ জসিম উদ্দিনঅতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বলেন, “স্মার্ট ক্লাসরুম চীন-বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন। বিজয়ের এই মাসে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে একধাপ এগিয়েছি। ৫জি প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আগামী বছরে সিলেটের আরও অনেক প্রতিষ্ঠান এ ধরনের স্মার্ট ক্লাসরুম পাবে বলে আশা করছি।

 

বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বন্ধু হিসেবে চীন বাংলাদেশের জনগণকে উন্নয়নের নিয়ে যেতে চায়। এই দেশের প্রধানমন্ত্রী একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। এর জন্য আমাদের অবশ্যই স্মার্ট নাগরিকস্মার্ট মানুষস্মার্ট ছাত্র থাকতে হবে। এজন্য আমাদের স্মার্ট ক্লাসরুম আছে। এই ক্লাসরুমের সাহায্যে শিক্ষার্থীদের শেখার সর্বোত্তম সুযোগ থাকবে। শ্রেণীকক্ষকে আমরা সিলেট ও সারা দেশে ছড়িয়ে দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে পরের বছর আমরা চীন সফরের জন্য কিছু ছাত্র এবং শিক্ষক নির্বাচন করব।”

 

হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী প্যান জুনফেং বলেন, “বিশ্বব্যাপী আইসিটি অবকাঠামোর নেতৃত্বের জায়গা থেকে হুয়াওয়ে সবসময় স্থানীয় প্রতিভা বিকাশের প্রোগ্রামগুলিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমাদের প্রকল্পগুলো শিক্ষার্থীদের জন্য তাদের বৈশ্বিক দিগন্ত প্রসারিত করার জন্য অসামান্য সুযোগ প্রদান করছে। গত বছরআমরা হুয়াওয়ে আইসিটি একাডেমি চালু করেছি। এ বছর চীনা দূতাবাসের উদ্যোগে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রকল্প শুরু হয়েছে। তারই একটি অংশ হিসাবে আমরা শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ প্রদানের জন্য সবচেয়ে উন্নত এবং বহু-কার্যকরী শিক্ষাদান সরঞ্জাম সহ স্মার্ট ক্লাসরুম সরবরাহ করেছি। বাংলাদেশে আইসিটি প্রতিভা বিকাশের জন্য এটি একটি খুব ভাল এবং গুরুত্বপূর্ণ যৌথ প্রচেষ্টা।

 

সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক রশিদ আহমেদ বলেন, “আমাদের স্মার্ট ক্লাসরুম উপহার দেওয়ার জন্য আমি চীনা দূতাবাস এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চীনা বন্ধুদের এই সহায়ক হাত চিরকাল এই প্রতিষ্ঠানের সাথে থাকবে।”

 

২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশে চীনা দূতাবাস এবং হুয়াওয়ে দক্ষিণ এশিয়া চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করে।


আরও খবর



নাসিরনগরের এমপি সংগ্রামের স্ত্রীর নামে ৬৫ লাখ টাকা ও ১০০ তোলা স্বর্ণ

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image

আব্দুল হান্নানঃব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের এমপি ও বর্তমানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বি এম ফরহাদ হোসেন (সংগ্রাম) ও তার স্ত্রীর নগদ অর্থ বেড়েছে। পাশাপাশি বেড়েছে শেয়ারহোল্ডারও। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন তিনি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী, ফরহাদ হোসেন সংগ্রামের নগদ টাকার পরিমাণ ছিল ২ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৮৮৯ টাকা। তার স্ত্রীর কোনো নগদ অর্থ ছিল না।কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছেন,তার নামে নগদ ৩ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা আছে এবং তার স্ত্রীর নামে ৬৫ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।

২০১৮ সালে সংগ্রামের বন্ড ও ঋণপত্রের শেয়ার ছিল এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৮৯ টাকা এবং তার স্ত্রীর নামে ছিল দেড় লাখ টাকার শেয়ার। কিন্তু এবারের হলফনামা অনুযায়ী সংগ্রামের শেয়ার হোল্ডিং ৪ কোটি ও শেয়ার এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৪৬৭ টাকা হয়েছে। তার স্ত্রীর শেয়ার হোল্ডিং দেড় লাখের স্থলে গত ৫ বছরের দাঁড়িয়েছে মোট এক কোটি ৩০ লাখ টাকার। এছাড়া ২০১৮ সালে সংগ্রামের স্ত্রীর কোনো স্বর্ণালঙ্কার না থাকলেও গত পাঁচ বছরে ১০০ তোলা স্বর্ণালঙ্কারের মালিক হয়েছেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সংগ্রামের অন্য বিনিয়োগ ছিল ৯ লাখ ৫০ হাজার ৮০০টাকা। এবারের হলফনামায় তার অন্য মূলধন ৬ লাখ ৮৫ হাজার ৯৬৯ টাকা ও অন্য বিনিয়োগ ৩৪ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।

এছাড়া ২০১৮ সালে সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রামের দায় ছিল ৭৬ লাখ ৯৮ হাজার ৮১৮ টাকা। এবার নির্বাচনে দাখিল করা হলফনামায় তার মার্জিন লোন ২২ লাখ ৩১ হাজার ৭৯৭ টাকা ও অফিস ভাড়া বাবদ দায় ৩৭ লাখ ৪২ হাজার ৮৯৮ টাকা।নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা থেকে এ সব তথ্য জানা গেছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



তানোরে চাচীকে দাতা সাজিয়ে মায়ের আট বিঘা জমি রেজিস্টি

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে :রাজশাহীর তানোরে চাচীকে দাতা সাজিয়ে মায়ের আট বিঘা জমি জালিয়াতি করে রেজিস্ট্রি করা হয়েছে বলে নিশ্চিত করেন সাব রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম। চলতি বছরের মাঝামাঝি সময়ের  দিকে সাব রেজিস্ট্রি অফিসের মুহুরী রাজ্জাক অধিক টাকার বিনিময়ে এমন জালিয়াতি রেজিস্ট্রি করার ঘটনা ঘটে। রাজ্জাক মুহুরীর বাড়ি তালন্দ ইউপির মোহরগ্রামে। রেজিস্ট্রির প্রায় কয়েক মাস পর জমির মালিক বয়োজ্যেষ্ঠ  ফাতেমা বেওয়া জানতে পারেন। ফাতেমার বাড়ি উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামে। সে মৃত সমির মোল্লার স্ত্রী। তার একমাত্র ছেলে জাহাঙ্গীর আলম ওরফে রাসেল আপন চাচী আরজান বেগমকে দাতা সাজিয়ে আট বিঘা জমি রেজিস্ট্রি করে নেয়। আরজান বেগমের স্মামীর নাম সামির মোল্লা। বাড়ী চিমনা গ্রামে। এমন জালিয়াতি করে জমি রেজিস্ট্রি নেয়ার খবর জানতে পেরে বিধবা মাকে বাড়িতে রাখেননি  সন্তান রাসেল এবং বাড়িতে গেলে মেরে ফেলবে এমন হুমকি দিচ্ছেন। এতে করে বয়োজ্যেষ্ঠ  বিধবা ফাতেমা বেওয়া বিচারের আসায় ও জমি ফেরত পেতে সাব রেজিস্ট্রারের দ্বারে দ্বারে ঘুরেও কোন কিনারা পাচ্ছেন না। ফলে জালিয়াতি করা মুহুরী রাজ্জাক ও সহযোগী এবং  দলিল সম্পাদন কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সাব রেজিস্ট্রারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

বুধবার দুপুরের দিকে জমির মালিক ফাতেমা বেওয়া জমি ফেরতের জন্য সাব রেজিস্ট্রারের কাছে যেতে চাইলে নকল নবিশ সমিতির সভাপতি জাহাঙ্গীর বাধা প্রদান করেন। পরে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যেতে সক্ষম হন ওই মহিলা। তাকে সাব রেজিস্ট্রার বলেন আপনাকে কোর্টে মামলা করতে হবে, থানায় অভিযোগ হয়েছে। থানায় অভিযোগ করতে গেলে কো পিষ্ট বা নকল নবিশ জাহাঙ্গীর অভিযোগ করতে দেয়নি। সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর কে নির্দেশ দেন থানায় নিয়ে গিয়ে অভিযোগ করিয়ে দিবেন।

এর আগে সকালের দিকে  কোপিষ্ট জাহাঙ্গীর ওই বয়োজ্যেষ্ঠ মহিলার সাথে খারাপ ব্যবহার করে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেেন।কোপিষ্ট জাহাঙ্গীর বলেন, আমার আত্মীয় হয়, আমি কেন থানায় যাব। তার জামাইকে খবর দেয়া হয়েছে তিনি আসলে কোথায় যাবে জানিনা। এর আগে নাকি আপনি থানায় অভিযোগ করতে দেননি ও জমি রেজিস্ট্রির সাথে আপনি নাকি জড়িত জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন জমি রেজিস্ট্রির পর ওই বয়োজ্যেষ্ঠ মহিলা এবং তার জামাই জমির খাজনা দিতে গেলে সাব জানিয়ে দেয় হোল্ডিংয়ে কোন জমি নাই।

সাব রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম বলেন গত অক্টোবর মাসে বিষয় টি জানতে পেরে মুহুরী রাজ্জাককে শোকজ করা হয়েছে এবং আদালতে দলিল বাতিলের মামলা করলে জমি ফেরত পাবে। কিভাবে শুনানি করে জমি রেজিস্ট্রি করা হল জানতে চাইলে তিনি জানান, মুহুরীর বিরুদ্ধে ক্রিমিনাল কোর্টে মামলা করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে ও তার সনদ নবায়ন হবে না।জানা গেছে, উপজেলার চিমনা ও চিনাশো মৌজায় আট বিঘা জমি রয়েছে মৃত সমির মোল্লা ও তার স্ত্রী ফাতেমা বেগমের নামে। সেই জমি নিতে মরিয়া হয়ে উঠেন ছেলে জাহাঙ্গীর ওরফে রাসেল। রাসেল ছাড়াও তার দু বোন রয়েছে। সবাইকে বাদ দিয়ে মুহুরী জালালের যোগসাজশে মুহুরী রাজ্জাক তার সনদ নম্বর দিয়ে ও মোটা টাকার বিনিময়ে রেজিস্টি করে দিয়েছেন  । 

বিধবা বয়োজ্যেষ্ঠ ফাতেমা কাঁদতে কাঁদতে বলেন, জমি রেজিস্ট্রির বিষয়ে জানার পরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমনকি ধাক্কা দিয়ে ফেলে আমার শিনা ভেঙ্গে দিয়েছে  । আমি ভয়ে বাড়িতে যেতে পারছিনা। বাড়িতে গেলে মেরে ফেলবে। খাব কোথায় থাকব কোথায়। থাকা খাওয়ার জায়গা নেই আর মামলা কিভাবে করব। নিজে চলতে পারিনা, এবয়সে এসে সবাই জালিয়াতি করে আমার জমি রেজিস্ট্রি করে নিল।  সাব রেজিস্ট্রারও তিন মাস ধরে জমি ফেরতের কথা বলে আসছে কিন্তু কোন কাজ করছেনা। সাব রেজিস্ট্রার কেমন করে শুনানি করল যে, মালিক ছাড়াই জমি সম্পাদন হয়ে গেল। আমার দুই মেয়ে আছে কোন কিছু না জেনে শুধু টাকার বিনিময়ে এমন জালিয়াতি করে রেজিস্ট্রি করা হয়েছে। এখন আমার মরা ছাড়া কোন উপায় নাই বলে সাব রেজিস্ট্রি অফিসেই হাওমাও করে কেঁদে ফেলেন।  তার কান্নায় পুরো অফিস ভারি হয়ে পড়ে। এমনকি দলিলে ফাতেমা বেওয়ার পরিবর্তে রাসেলের চাচী আরজান বেগমের ছবি দেয়া আছে।

অনেকে জানান, সাব রেজিস্ট্রি অফিসে এক বড় সিন্ডিকেট তৈরি হয়ে আছে। বিশেষ করে এমন ভয়াবহ জালিয়াতির সাথে সরাসরি জড়িত মুহুরী জালাল, রাজ্জাক ও কোপিষ্ট জাহাঙ্গীর। কারন এখনো ৬ জন কোপিষ্ট ও কয়েক মুহুরী নানা অনিয়মে শোকজ হয়ে আছেন। 

থানার ওসি আব্দুর রহিম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর