Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

প্রকাশিত:বুধবার ১৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৩০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১৯টি নমুনা সংগ্রহ করা হয়। ৩ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


আরও খবর



সুন্দরবনে আবারও মিলল বাঘের দেখা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের অফিস চত্বরে আবারও বাঘের দেখা পেয়েছেন বনরক্ষিরা। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবনব পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের চত্বরে  বাঘটিকে দেখতে পায় বনরক্ষিরা। 

টর্চ লাইট মেরে বাঘটির ভিডিও করেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীরা কৌশলে বাঘটিকে তাড়িয়ে দেয়। পরে রাত ১২টার দিকে আবারও বাঘটির উপস্থিতি টের পাওয়া যায়। এদিকে ঘটনার পর থেকে সন্ধ্যার পরে কোনো বনরক্ষীকে একা বের হতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান।

এ নিয়ে চলতি বছরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বিভিন্ন অফিসে চারবারে ছয়টি বাঘের দেখা পেয়েছেন বনরক্ষীরা। এর আগে ৭ অক্টোবর রাতে ধানসাগর ফরেস্ট স্টেশন অফিসের বনরক্ষীদের ব্যারাকের সামনে দুটি বাঘ দেখা গেছে। ৮ আগস্ট সকালে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে বিশাল এক রয়েল বেঙ্গল টাইগার। এ সময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন বনরক্ষীরা। 

এ ছাড়া গত ৩ ফেব্রুয়ারি দুপুরে রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়ি অফিসের পুকুরপাড়ে দেখা মেলে জোড়া বাঘের। প্রায় ২২ ঘণ্টা সেখানে অবস্থান করে বাঘ দুটি আবার বনে ফিরে যায়।

এসিএফ শেখ মাহাবুব হাসান বলেন, সন্ধ্যার দিকে অফিস চত্বরে কয়েকটি হরিণ ঘাস খাচ্ছিল। এমন সময় বনের ভেতর থেকে বিশাল একটি বাঘ এসে আক্রমণ করে হরিণের পালে। পরে ব্যারাক থেকে বনরক্ষীরাও বিষয়টি দেখতে পায় এবং কিছু ভিডিও করেন। এ সময় নানাভাবে শব্দ করে বাঘটিকে তাড়িয়ে দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে হরিণের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পান তারা। এতে ধারণা করা হচ্ছে বাঘটি গভীর রাতে আবারও ওই এলাকায় এসেছিল। বাঘ দেখার পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই হয়তো সুরক্ষার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, এর আগেও অফিসের চারপাশে বিভিন্ন স্থানে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পেয়েছি। এ থেকে বোঝা যায় এর আগেও বাঘ এসেছিল অফিস চত্বরে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম বলেন,  শরণখোলা রেঞ্জ অফিসটির পূর্ব পাশ থেকেই গহীন বন এবং পশ্চিম পাশে ভোলা নদী। তাই পূর্ব পাশ থেকেই বাঘ, হরিণসহ বিভিন্ন পন্যপ্রাণি অফিস চত্বরে সহজেই প্রবেশ করে। পূর্ব পাশের পৌনে এক কিলোমিটার এলাকা যদি কাটাতারের বেড়া দিয়ে আটকানো যায় তাহলে আর কোনো বাঘ ঢুকতে পারবে না, নিরাপদ থাকবে কর্মকর্তাসহ বনরক্ষীরা। শিগগিরই সুরক্ষার ব্যবস্থা করা হবে। মনে হচ্ছে সুন্দরবনে আগের তুলনায় বাঘ বৃদ্ধি পেয়েছে।


আরও খবর



নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশের এলাকায়। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানির কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

সকালে নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।

এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পিতার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে রোডশো

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে বর্নাঢ্য রোডশো ও পথ সভা করেছে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম আর জামিল হোসাইনের নেতৃত্বে শরণখোলা উপজেলার পাঁচরাস্তার মোড় থেকে রোডশো বের করা হয়। শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে মোরেলগঞ্জ, সাইনবোর্ড হয়ে মোটর শোভাযাত্রাটি খানজাহান আলী মাজার মোড়ে এসে শেষ হয়। সেখানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পথসভা করেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের উদ্দেশ্যে এম আর জামিল হোসাইন জানান, নির্বাচনের আগ মুহুর্তে বিএনপি জামায়াত আগুন সন্ত্রাস করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বিশৃঙ্খলা করে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে অংশগ্রহন করতে হবে। আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহনের জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান।


আরও খবর



বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন হারুন

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, ২৮ অক্টোবর নাশকতার সৃষ্টির নেপথ্যের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, বাকিদের নামও পাওয়া গেছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। আর বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে নাশতার মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




জয়পুরহাটে এলপিজি ফিলিং স্টেশনের টাঙ্কি বিষ্ফোরণে কর্মচারী দগ্ধ

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের চার মাথার মোড়র আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের গ্যাসের টাঙ্কি বিষ্ফোরণে ওই ফিলিং স্টেশনের সাইফুল ইসলাম (৫০) নামে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁর শরীরের ৯৯ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ফায়ার সাভির্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আজ রাত দশটার দিকে এ বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।আগুনে দগ্ধ ওই  সাইফুল ইসলাম আক্কেলপুর পৌরশহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান জানান, সাইফুল ইসলামের শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তাঁকে প্রাথমিক দিয়ে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হানিফ পরিবহন বাসের চালক সুরুজ আলী  বলেন, আমি বাস টার্মিনালে বসে ছিলাম।  রাত দশটার দিকে হঠাৎ করেই আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের ভেতর বিকট শব্দে মাটি কেঁপে উঠে। এলপিজি ফিলিং স্টেশনের ভেতর আগুন জ্বলতে থাকে।  আমরা দৌড়ে এসে দেখি একজনের শরীরে আগুন লেগেছে। আমরা তার শরীরের বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলি। আমরা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম  বলেন, আমার রাত নয়টার সময়  ডিউটি ছিল। সাইফুল ইসলাম  দিনের বেলায় ডিউটি করছিলেন। আমি আজকে একটু দেরিতে ফিলিং এসেছি। সাইফুল ইসলাম আমাকে দায়িত্ব বুঝে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিস্কার করছিলেন। এসময় আমি বাহিরে ছিলাম। হঠাৎ করেই  এলপিজি টাংঙ্কি বিস্ফোরিত হয়ে সাইফুলের শরীর আগুনে পুড়ে যায়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের টাঙ্কি বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনের কর্মচারী দগ্ধ হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মনজুরুল আলম বলেন, আমি খবর ঘটনাস্থলে গিয়েছিলাম। এলপিজির টাঙ্কি বিস্ফোরিত হয়ে ফিলিং স্টেশনের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। এই ফিলিং স্টেশনের অনুমোদন আছে কি তা যাচাইয়ের ফিলিং স্টেশনের মালিককে  প্রয়োজনীয় কাগজপত্র বুধবার আনতে বলেছি। কি কারণে বিষ্ফোরণের ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হবে।

আরও খবর