Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

করোনা টিকার ৪র্থ ডোজ কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল

প্রকাশিত:সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১৮০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; করোনা টিকার ৪র্থ ডোজ কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে এই ৪র্থ ডোজ প্রদান কার্যক্রমে ২ সপ্তাহ থাকছে না কোনো পর্যবেক্ষণ শর্ত। অর্থাৎ ২০ ডিসেম্বর থেকে নিয়মিতভাবেই চলবে টিকা কার্যক্রম।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক।

তিনি বলেন, ‘আগামীকাল ২০ ডিসেম্বর থেকে ঢাকাসহ সারাদেশে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু করছি। দেশের প্রতিটি কেন্দ্রেই অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজও প্রয়োগ করা হবে। এ লক্ষ্যে আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে পরীক্ষামূলকভাবে রাজধানীর ৭টি কেন্দ্রে কিছু মানুষকে ৪র্থ ডোজের টিকা প্রয়োগ করা হবে। দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণ শেষে সারাদেশেই এই টিকা কার্যক্রম শুরু হবে। তবে অন্যান্য ডোজের মতো ৪র্থ ডোজ আপাতত গণহারে দেওয়া হচ্ছে না। প্রথম ধাপে ৫ শ্রেণির মানুষ পাবে দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার বুস্টার নেওয়ার ৪ মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের ৪র্থ ডোজ দেওয়া হবে। করোনার ৪র্থ ডোজ দেওয়া ক্ষেত্রে যাদের অগ্রাধিকার দেওয়া হবে তারা হলেন-

১. ৬০ বছর এবং তদূর্ধ্বর বয়সী জনগোষ্ঠী।

২. দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী।

৩. স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী।

৪. গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মা

৫. সম্মুখসারির যোদ্ধা (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী, অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, বেসামরিক বিমান, রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, সম্মুখসারির গনমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখসারির কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি (সব ধর্মের), মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি, জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ও ফায়ার সার্ভিস এর সম্মুখ সারির সরকারি কর্মকর্তা-কর্মচারী, রেল স্টেশন, বিমান বন্দর, স্থল বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলা ও উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র- ছাত্রী।


আরও খবর



গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ২১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নোমান আল মাহমুদকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।


আরও খবর



মানুষের মৌলিক মানবাধিকারকে তোয়াক্কা করে না আওয়ামী লীগ : ফখরুল

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ‘ভয়াবহ দুঃশাসন ও অনাচার’ থেকে দেশকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় জামিনে মুক্তির পরও গতকাল মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার গণমাধ্যমে বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের ও গ্রেপ্তারের পাশাপাশি জামিনে মুক্তিলাভের পরও জেলগেট থেকে গ্রেপ্তারের জঘন্য খেলায় অবতীর্ণ হয়েছে। বর্তমান আওয়ামী সরকার দেশব্যাপী নজীরবিহীনভাবে এই ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটনের জন্য ধিকৃত হচ্ছে, নিন্দিত হচ্ছে।’

তিনি বলেন, ‘মানুষের মৌলিক মানবাধিকারকে তোয়াক্কা না করে দেশ শাসনে এক ব্যক্তির ইচ্ছা পূরণকেই অতিমাত্রায় প্রাধান্য দেওয়ার কারণে দেশ এখন গভীর সংকটে নিপতিত। বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসন ও অনাচারের করাল গ্রাস থেকে এখনই দেশকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। না হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।’

গতকাল মঙ্গলবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে গ্রেপ্তার চলমান অপসারণে নিরবচ্ছিন্ন অংশ বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

জামিনে মুক্তিলাভের পরও প্রতিনিয়ত দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের জেলগেট থেকে গ্রেপ্তার বন্ধ এবং অবিচার-অনাচার বন্ধেরও আহ্বান জানান মির্জা ফখরুল।


আরও খবর



তুরাগে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৪২জন দেখেছেন

Image

শফিক আহমেদ: রাজধানীর তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর রহমান আহত। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরের গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার  বলেন, আজ সন্ধ্যার পর মাদক মামলার আসামি রউফকে ধরতে ফুলবাড়ী এলাকায় যায় শাহিনুর রহমান। এসময় রউফ ধারালো অস্ত্র দিয়ে শাহিনুরকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, মাদক মামলার ওই আসামি নিজেই শাহিনদের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এসময় তার সাথে আরও তিন/চারজন ছিল। তবে তাদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



তানোরে ইউপি কৃষকদলের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়ন(ইউপির) কৃষক দলের ইউসুফ আলীকে আহবায়ক,  মাহবুর রশিদকে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং আব্দুর রউফকে সদস্য সচিব করে   ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এউপলক্ষে রবিবার বিকেলের দিকে ইউপির ছাঐড় বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আবুল হোসের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রশিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি বিএনপি সভাপতি খলিলুর রহমান খলিল সম্পাদক শাহিনুর রহমান ডায়মন্ড, মুন্ডুমালা পৌর আহবায়ক আবুল বাসার সদস্য সচিব আবু সাইদ, তানোর পৌর আহবায়ক আনারুল সদস্য সচিব আফজাল হোসেন,, যুগ্ন আহবায়ক আবুল হাসেম, সোহেল রানা,  ময়েন উদ্দিন ময়না, উপজেলা যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুতাল্লেব হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক রায়হানুল হক রায়হান প্রমুখ। এসময় উপজেলা কৃষকদল ইউপি কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন। আগামী ৩ মাসের মধ্যে ইউপির প্রতিটি ওয়ার্ড কমিটি করার পর সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আরও খবর



পুতিনকে গ্রেপ্তার করলেই যুদ্ধ ঘোষণা, রাশিয়ারি হুঁশিয়ারি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গত ১৭ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। এই গ্রেপ্তারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করলেও এবার হুঁশিয়ারি বার্তা দিলো রাশিয়া। আজ বৃহস্পতিবার আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশের বাইরে ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের যেকোনো ধরনের প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে মস্কো।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মেদভেদেভ। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন রাশিয়ার এ সাবেক প্রেসিডেন্ট।

গতকাল বুধবার তিনি বলেন, পুতিনকে গ্রেপ্তার করলে রাশিয়ার অস্ত্র ওই দেশে আঘাত হানবে। পুতিনের এ ঘনিষ্ঠ মিত্র আরও বলেন, কল্পনা করা যাক...এটা স্পষ্ট যে এমন একটি পরিস্থিতি যা কখনই ঘটবে না... কিন্তু তবুও এটি কল্পনা করা যাক।

মেদভেদেভ বলেন, মনে করেন পারমাণবিক রাষ্ট্রের বর্তমান প্রধান জার্মানি গেলেন এবং তাকে গ্রেপ্তার করা হলো। কী হবে? এটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।

তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যদি এটি ঘটে আমাদের সমস্ত উপায়, রকেট এবং অন্যান্য অস্ত্র জার্মানিতে গিয়ে আঘাত হানবে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন দিমিত্রি মেদভেদেভ।


আরও খবর