Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

কর্মস্থলের ঝামেলা এড়ান কন্যা, সুনাম ও মর্যাদা বৃদ্ধি বৃষের

প্রকাশিত:বুধবার ২৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৯৭জন দেখেছেন

Image

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের চাকরির প্রচেষ্টা জোরদার করুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

ভ্রমণের সুযোগ পেতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। মন ভালো থাকবে। উচ্চশিক্ষার জন্য সময় অনুকূল থাকতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকি নিয়ে কিছু করা যাবে না। সামাজিক সংকট এর উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর খুব একটা ভালো যাবে না। খাওয়া-দাওয়া সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। পড়াশোনায় মন বসার চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মায়ের শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আধ্যাত্বিকতার প্রতি অনুরোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। কাজকর্ম উৎসাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন।। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্তাকে অবহেলা করবেন না। ব্যয় বৃদ্ধি পেতে পারে।


আরও খবর



মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের কারাদন্ড

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান:মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ি ইয়াকুব শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত নয়টায় যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে শার্শার মাহিষাকুড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইয়াকুবকে নিজ এলাকা থেকে আটক করে। একই সাথে তার কাছ থেকে ২শ’পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির এসআই সেকেন্দার আবু জাফর তদন্ত করে ইয়াকুব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরও খবর



বাউফলে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার ঘটনায় মামলা করায় বাদীকে হুমকী

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা আল-আমিন মৃধা (৩৫) খুন হওয়ার ঘটনায় মামলার বাদীকে প্রাণনাশের হুমকী দিচ্ছে আসামী পক্ষ।  এঘটনায় শামীম মৃধা বাদী  হয়ে বাউফল থানায়  একটি মামলা দায়ের করে। প্রতিপক্ষ ক্ষেপ্ত হয়ে মামলার বাদী ও বাদীর লোকজনকে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামের হাতেম মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আল-আমিন একই গ্রামের মো. শানু মৃধার ছেলে।

 ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে আল-আমিন মিলঘর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে হাতেম মৃধার বাড়ির সামনে পৌঁছালে তার গতিরোধ করে আপন চাচা ও চাচাতো ভাইসহ কয়েকজন যুবক। পরে তারা আল-আমিনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে কুপিয়ে আহত করে। পরে আল-আমিন এর চিৎকারে স্থানীয়রা, এগিয়ে এসে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষ এই হত্যাকারীদের বিচার চায়

 আল-আমিন এর পরিবারের দাবি, জমিজমা নিয়ে বিরোধের সূত্র ধরে একই বাড়ির চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই মো. জাফরের নেতৃত্বে আল-আমিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।


আরও খবর



শশুরবাড়ী ফেরা হল না পাইকগাছার নববধু আয়শা খাতুন

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image
আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃখুলনার পাইকগাছায় শশুরবাড়ী  ফেরার সময় সড়ক দূর্ঘটনার নববধু আয়শা খাতুনের (১৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০.৩০ মিনিটের দিকে উপজেলার আগড়ঘাটা ভেদামারী মোড়ে। সে উপজেলার প্রতাপকাটী গ্রামের কাকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের স্ত্রী। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঘটনার দিন আয়শা খাতুন ও স্বামী মটর সাইকেল যোগে রাড়ুলী বাবার বাড়ী থেকে শশুর বাড়ী প্রতাপকাটী যাচ্ছিল। পথিমধ্যে পাইকগাছা উপজেলার ভেদামারী মোড় নামক স্থানে তারা দূর্ঘটনার স্বীকার হয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা আয়শা খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে। একই সময়ে পাইকগাছা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস যার নম্বর সাতক্ষীরা-জ ০৪-০০৬১ এসে আয়শা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার স্বামী অপর পাশে পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেলেও সে গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় সেখানে উপস্থিত উৎসুক জনতা তাৎক্ষণিক ঘাতক বাসটিসহ চালক ও হেলপারকে আটক করে। খবর পেয়ে পাইকগাছা থানা ও কপিলমুনি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার পূর্বক জনতার হাতে আটক বাস, বাসের চালক ও হেলপারকে আটক করে কপিলমুনি ফাঁড়িতে নিয়ে আসে। সর্বশেষ এ ঘটনায় নিহতের বাবার বাড়ী ও শশুর বাড়ীতে শোকের মাতম চলছে।

আরও খবর



ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরনের উদ্বোধন

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস কর্তৃক বর্তমান রবি মৌসুমে উপজেলা ৫৭৭০ জন ক্ষুদ্র ও প্রান্তি চাষিদের মাঝে ফসলের বীজ ও উপকরণ বিতরনের উদ্বোধন।রবিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষকদের মাঝে ফসল ভিত্তিক বীজ ও রাসায়নিক সার বিনামূলে বিতরণ করা হয়। এই মৌসুমে কৃষক প্রতি ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করেন। কৃষি প্রনোদনা বিতরন অনুষ্ঠানে উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। এ সময় তিনি বলেন, দেশের মানুষের খাদ্যের চাহিদা মিটাতে বর্তমান সরকারের উদ্যোগে এই ফসলের বীজ ও সার বিতরন করা হচ্ছে। যাতেকরে কৃষকেরা সহজেই ফসল উৎপাদন করে দেশ ও জাতীর জন্য খাদ্য যোগানে ভূমিকা রাখতে পারে।

উক্ত কৃষি প্রনোদনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার। তিনি বলেন, চলতি অর্থ বছরে সরিষা, গম, ভুট্টা, সূর্যমূখি, পেয়াজ, মুকডালের বীজ ৭টি ইউনিয় ও পৌরসভায় মোট ৫৭৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদির্ঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কৃষকগন। পরিশেষে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) কে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীগন সম্মাননা ক্রেস প্রদান করেন। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সংবাদিকবৃন্দ উপস্থিতছিলেন।


আরও খবর



ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর যা বললেন পিটার হাস

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি অবস্থান না নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে।

বুধবার (১৫ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এসব কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, এ রাষ্ট্রদূত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সকালে বৈঠকে বসেন। আজ (বুধবার) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। পরে মন্ত্রীর দপ্তরে বৈঠক শুরু হয়।


আরও খবর