Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

কর্কট ব্যয় কমান, আশা পূরণ সিংহের

প্রকাশিত:সোমবার ০২ জানুয়ারী 2০২3 | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। শরীর ভালো না-ও থাকতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

মিথুন (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যয় কমানোর চেষ্টা করুন ।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্বিকতার প্রতি অনুরোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো না-ও থাকতে পারে। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর অসুস্থ হতে পারে। পাকস্থলীর কোনো জটিলতায় ভুগতে পারেন। হজমে সমস্যা হয় এমন খাবার পরিহার করুন। বন্ধুদের সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লংঘন করা ঠিক হবে না।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সম্ভাব্য ক্ষেত্রে সন্তান হতে পারে। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজের সুফল পাবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। বাড়িতে আনন্দঘন পরিবেশ তৈরী হতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মূল্যবান মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে।


আরও খবর



মুক্তির পরই পিটিআই নেতা কোরেশি ফের গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:মুক্তি পাওয়ার পরপরই ফের গ্রেপ্তার করা হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। এদিন দলটির আরেক নেতা মুসাররাত পারভেজ চিমার সঙ্গেও ঘটেছে একই ঘটনা।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফায় গ্রেপ্তারের আগে কারাগারের বাইরে কোরেশি বলেন, তিনি এখনো পিটিআইতে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এ সময় দলের কর্মীদের পাকিস্তানে ‘প্রকৃত স্বাধীনতার’ জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান কোরেশি। এর পরেই তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় পুলিশ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক গ্রেপ্তার পরবর্তী সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক ধরপাকড়ের মধ্যে পিটিআই’র শীর্ষ স্থানীয় নেতারা একের পর এক পদত্যাগের মধ্যেই এ ঘটনা ঘটল।

এর আগে ১৮ মে আন্দোলন ও সহিংসতায় কর্মীদের উসকানি দেওয়া থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকারনামা জমা দিয়েছিলেন কোরেশি। একই সঙ্গে পিটিআই-এর এই নেতাকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।

আল-কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর দলের সমর্থকদের সহিংস বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ মে ভোরে শাহ মাহমুদ কোরেশিকে গিলগিট বালতিস্তানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআই ভাইস চেয়ারম্যানকে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে কোরেশি দাবি করেন, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি এমন কোনো উসকানিমূলক বক্তব্যও দেননি যার জন্য মামলা হতে পারে। একই সঙ্গে পিটিআইর আন্দোলন লক্ষ্যে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।


আরও খবর



গয়েশ্বর, এ্যানীসহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় হিসেবে আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিদের অন্যতম হলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া মামলাটি করেছেন। বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশবক্সের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আজ বুধবার দুপুরে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু বলেন, গতকাল মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

একই সংঘর্ষের ঘটনায় এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমসহ ৫২ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, গতকাল মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় শেখ রবিউল আলমসহ ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। গতকাল সংঘর্ষের ঘটনায় ২৭ জনকে আটক করা হয়েছিল। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল নিউমার্কেট থানার সায়েন্সল্যাব ও ধানমন্ডি থানার সিটি কলেজ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। সায়েন্সল্যাব মোড়ে এসে বিএনপির কিছু নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একইসঙ্গে একটি একটি দোতলাবাসে তারা আগুন ধরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য শেখ রবিউল আলমকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


আরও খবর



মেষ,যশ-খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে, ​বৃশ্চিক আর্থিক কারণে কম চিন্তিত থাকবেন

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
মেষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর ফলে সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। আপনার যশ-খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে। সন্তানের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ ভাবে সম্মানিত হতে পারেন। ভৌতিক উন্নতির যোগ রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের সন্ধ্যার মধ্যে কোনও বিশেষ চুক্তি সম্পাদন হতে পারে। যা আপনার ব্যবসাকে উচ্চতায় নিয়ে যাবে।

আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
বৃষ রাশির ব্যবসায়ী জাতকরা নতুন পরিকল্পনায় মনোনিবেশ করবেন। কোনও স্থানের যাত্রা আপনারে মানসিক শান্তি প্রদান করবে। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সাহায্য লাভ করবেন। আইনি বিবাদে আপনারাই সাফল্য লাভ করবেন। ছাত্রের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য শিক্ষকদের সাহায্য প্রয়োজন হবে। সন্ধ্যা পর্যন্ত একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):
মিথুন রাশির জাতকরা ব্যবসায়িক কাজ পূরণে সময় ব্যয় করবেন। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকরিজীবীরা আজ নিজের পছন্দের কাজ করবেন। অধিকাংশ কাজে পরিজনদের সহযোগিতা লাভ করবেন। তারা আপনার পাশে থাকবেন। পরিবারের কোনও বিশেষ কাজের দায়িত্ব আপনার হাতে আসবে। পরিশ্রম করে সময়ের মধ্যে সেই কাজ পূর্ণ করবেন।

ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
কর্কট রাশির জাতকদের অফিসে চিন্তাভাবনা অনুযায়ী পরিবেশ গড়ে উঠবে। এতে সহকর্মীদের সাহায্য লাভ করবেন। শত্রু আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আজ যে কাজ করবেন, ভবিষ্যতে তার দ্বারা লাভ হবে। ব্যবসার অসম্পূর্ণ কাজ পূর্ণ করার জন্য পরিকল্পনা তৈরি করবেন। আলস্য ত্যাগ করলে কাজ সম্পন্ন করতে পারবেন। জীবনসঙ্গী আপনার পাশে থাকবে। প্রেম জীবনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।

আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
সিংহ রাশির জাতকরা ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ করতে ব্যস্ত থাকবেন। অধিক দৌড়ঝাপ করতে হবে, এর ফলে সন্ধ্যা নাগাদ ক্লান্তি অনুভব করবেন। ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করবেন। এর ফলে জীবনসঙ্গী আনন্দিত থাকবে। কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। রাতের বেলা কিছু বিশেষ বিষয়ে মা-বাবার সঙ্গে আলোচনা করবেন।

ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
আজ কন্যা রাশির জাতকরা পরিবারের শুভ অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে। বন্ধুকে ভেবেচিন্তে ঋণ দেবেন, কারণ তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। সংযমী ও সতর্ক হন। তা না হলে আশপাশের লোকেদের সঙ্গে বিবাদ হতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
তুলা রাশির জাতকদের কাজ ও ব্যবসা সংক্রান্ত সমস্ত বিবাদের সমাধান হবে। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলায় হতাশ হবেন। সন্তানকে সামাজিক কাজ করতে দেখে মন সন্তুষ্ট হবে। দীর্ঘদিনের পারিবারিক অবসাদ আপনার দুশ্চিন্তা বাড়াবে। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

​বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ভালো। আর্থিক কারণে কম চিন্তিত থাকবেন, কারণ আপনারা আটকে থাকা টাকা ফিরে পাবেন। এর ফলে পরিজনদের সমস্ত চাহিদা পূরণ করবেন। পরিবারে সুখ, শান্তি ও স্থায়িত্ব থাকবে। চাকরি ও ব্যবসায় নতুনত্ব আনলে পরবর্তীকালে এর দ্বারা লাভবান হবেন। সন্ধ্যায় পরিজনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

আজ ৯৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

​ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
ধনু রাশির জাতকরা আজ কোনও কাছের মানুষের জন্য টাকা জোগাড় করতে পারেন। ব্যবসায় ঝুঁকি নিলে লাভ হবে। ব্যবসায় নতুন সুযোগ পাবেন, তবে তা আপনাকেই চিহ্নিত করতে হবে। দৈনন্দিন কাজ ছাড়াও আজ নতুন কিছু করবেন। এর দ্বারা লাভবান হবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।

ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
মকর রাশির জাতকরা অংশীদারীর ব্যবসা করলে, তাতে ভালো মুনাফা লাভ করবেন। একাধিক কাজ হাতে নিলে আপনার মন বিভ্রান্ত হতে পারে। বাড়ির প্রতিদিনের কাজ পূরণ করার সুবর্ণ সুযোগ পাবেন। ছেলে-মেয়ের বিবাহ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারণ কোনও রোগ তাকে চিন্তিত করতে পারে।

ভাগ্য আজ ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

​কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
​কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কারণ দীর্ঘদিনের ক্লান্তি আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিন ভালো। লাভের নতুন সুযোগ পাবেন, তাই হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি কাজ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ছাত্রছাত্রীরা বিদেশ গিয়ে পড়ালেখার সুযোগ পাবেন। সন্তানের বিবাহে আগত বাধা দূর হবে। সামাজিক জীবনে জনপ্রিয়তা অর্জন করবেন।

৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
মীন রাশির অবিবাহিত জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। ব্যবসায় ঝুঁকি নিয়ে কোনও পরিকল্পনা তৈরি করতে পারেন, কারণ এর দ্বারা ভবিষ্যতে অত্যধিক লাভ হবে। অসহায় ব্যক্তির সাহায্য করুন। বুদ্ধি প্রয়োগ করে সমস্ত কিছু লাভ করতে পারেন। মধুর ও মৃদু ব্যবহারের সাহায্যে সন্ধ্যার মধ্যে পরিবারের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। ভাইদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

আজ ৯৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।


আরও খবর



ইজারাদারদের মদদে সরকারি হাট সেট দখলের হিড়িক

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর পৌর সদর এলাকার হাট ইজারাদারদের মদদে ও বানিজ্যে সরকার কর্তৃক নির্মিত টিন সেটে পাকা মেঝেতে বিশাল ভাবে টিনের ঘর তৈরির হিড়িক পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অথচ যারা হাটের দিনে বা অন্যদিনে খোলা ভাবে দোকান করত তারা আর পারছেনা । কিন্তু পৌরসভা থেকে ইজারাদারেরা মোটা টাকা নিয়ে ঘর নির্মানের অনুমতি দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। আর এই চক্রের সাথে ভূমি ও তহসিল অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা জড়িত। একারনে কোন ভাবেই থামছেনা ঘর নির্মানের কাজ। ফলে একেকজনের নামেও একাধিক ঘর নির্মান করে দখলে নিয়েছেন।

জানা গেছে, পৌর সদর  গোল্লাপাড়া, কালিগঞ্জ ও তালন্দ হাটে দেদারসে চলছে সরকারি সেটে টিন দিয়ে ঘিরে নির্মানের কাজ । বিশেষ করে গোল্লাপাড়া হাটে কোটি কোটি টাকা মূল্যের সরকারী সেট টিন দিয়ে ঘিরে নিচ্ছন। আবার দরদামে যারা ইজারাদারদের অধিক টাকা দিচ্ছেন তাদেরকেই অনুমতি দেওয়া হচ্ছে ঘর তৈরির।কালিগঞ্জ, তালন্দ, মুন্ডুমালা হাটের একই অবস্থা।সুত্র মতে, সরকার পাকা প্লাট ফরম করে টিন দিয়ে ছেয়ে দিয়েছেন। যাতে করে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীরা নির্বিঘ্নে দোকান করে জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্ত সেই নিয়ম ভেঙ্গে ইজারাদারেরা প্রভাবশালীদের টাকার বিনিময়ে প্লাট ফরমে টিন দিয়ে ঘিরে নিয়ে অন্যদের ব্যবসা করতে দিচ্ছেন না।

এদিকে পৌরসভা থেকে গোল্লাপাড়া, কালিগঞ্জ ও তালন্দ হাট নিলাম হয়। তিন হাট প্রায় কোটি টাকার নিলাম হয়। নিলামের ১৫% টাকা হাটের উন্নয়ন করতে হবে। কিন্তু উন্নয়নের বিপরীতে দখলে মেতে উঠেছেন মেয়র ও ইজারাদারের অনুসারীরা।বেশকিছু ক্ষুদ্র ব্যবসারীরা জানান, বেশ কয়েক বছর ধরে প্লাট ফরম ঘিরে ঘর নির্মান করছেন। সপ্তাহে শুক্রবার,  মঙ্গলবার গোল্লাপাড়া ও কলিগঞ্জ হাটের দিন এবং  রবিবার ও বুধবার তালন্দ হাট। আমরা হাটের দিন প্লাট ফরমে বসে ব্যবসা করতাম। কিন্তু দখল হওয়ার কারনে আর ব্যবসা করতে পারছিনা।

বাবু, শাহিন, জুয়েল,রফিকুলসহ অনেকে টিন দিয়ে ঘিরে নিজের দখলে রেখেছেন। আবার কেউ বাড়তি টাকা দিলে পজিশন বিক্রিও হয়। তারা জানান টাকা দিয়ে ঘিরেছি, সরকার ভেঙ্গে দিলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারন টাকা কেন নিল আর ঘিরতে কেন অনুমতি দিল। কারা কত টাকা নিয়েছেন জানতে চাইলে তারা জানান এটা বলা যাবে না। সময় হলে সব জানতে পারবেন।
বাজার বনিক সমিতির সভাপতি, সারোয়ার হোসেন জানান, বনিক সমিতি কাউকে ঘর করতে অনুমতি দেয়না। বরং ঘর করার সংবাদ পেলে বাধা দেওয়া মাত্রই নানা ভাবে ইজারাদার ও তাদের লোকজন চাপ সৃষ্টি করে। প্রশাসন ও মেয়রকেও বলে কোন কাজ হয়নি।গোল্লাপাড়া হাট ইজারাদার বাচ্চু মোল্লা জানান এসব আগে হয়েছে। গত কয়েকদিন ধরে টিন দিয়ে ঘেরা হয়েছে জানতে চাইলে তিনি জানান, আমার অজানা।কালিগঞ্জ ও তালন্দ হাট ইজারাদার রনি জানান, কালিগঞ্জ হাট আমার নামে ও তালন্দ হাট আমার স্ত্রীর নামে, হাটে প্লাট ফরম দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ব্যস্ত আছি পরে কথা বলছি। তানোর ভূমি অফিসের তহসীলদার লুৎফর রহমান জানান, আমি নিষেধ করে আসি, আবার শুনি অফিস থেকে অনুমতি নিয়ে কাজ করছে। সার্ভেয়ার বলতে পারবেন।সহকারী কমিশনার ভূমি আদিবা সিফাত জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।সদ্য যোগদানকারী  নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, আমি নতুন এসেছি মেয়রের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর



প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা তোলপাড় তানোর

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি; রাজশাহীর তানোর পৌরসভা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়( আমশো) এর প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্টুর বিরুদ্ধে ওই স্কুলের সহকারী শিক্ষক হারুন অর রশিদ ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেছেন। চলতি মাসের ৮ মে সোমবার রাজশাহী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত -১ মামলাটি দায়ের করা হয়। মামলার আসামী প্রধান শিক্ষক রবিউল ইসলামের বাড়ি আমশো মথুরাপুর গ্রামে, সে মৃত এবার তুল্লা সরদারের পুত্র। এমন চাঁদাবাজির মামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, সেই সাথে উঠেছে সমালোচনার ঝড়

জানা গেছে, তানোর পৌর সদর আমশো গ্রামে পৌরসভা উচ্চ বিদ্যালয়ে বিগত ২০০৩ সাল থেকে সহকারী শিক্ষক হিসেবে চাকুরী করেন মামলার বাদি আমশোগ্রামের মৃত চাঁন প্রামানিকের পুত্র হারুন অর রশিদ। স্কুলটি প্রথমে নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ছিল। ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত এমপিও ছিল। গত ২০২২ সালের জুলাই মাসে উচ্চ মাধ্যমিকের অনুমোদন বা এমপিও পায়। কিন্তু প্রধান শিক্ষক মামলার বাদির কাগজ বাদ রেখে এমপিও অনুমোদনের জন্য আসিরুদ্দিনের  প্রয়োজনীয় কাগজপত্র আসামীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেন। 

মামলার বাদি সহকারী শিক্ষক হারুন অর রশিদ জানান, দীর্ঘ প্রায় ২০ বছর বিনা বেতনে পাঠদান করে আসছি। সরকার উচ্চ মাধ্যমিকের অনুমোদন দেয়। কিন্তু বেতনের জন্য যাবতীয় কাগজপত্র মাধ্যমিক অফিসে জমা দিতে হয়। আমার ছাড়া শিক্ষক আসিরুদ্দিনের  কাগজপত্র আসামী গোপনে জমা দেন। আমি অন্য মারফতে বিষয়টি জানতে পারি। গত মাসের ১৩ এপ্রিল স্কুলের অফিস কক্ষে প্রধান শিক্ষক কে বিষয়টি অবহিত করা হলে তিনি আমার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কারন জানতে চাইলে প্রধান শিক্ষক সাব জানিয়ে দেয় ১০ লাখ টাকা পেলে কাজ হবে তাছাড়া হবে না।  আমি বিভিন্ন ভাবে অনুরোধ করার পরও টাকা ছাড়া কোন কাজ করবে না। নিরুপায় হয়ে  আদালতে মামলা করি। এডভোকেট রায়হানের মাধ্যমে আদালতে এজহার দাখিল করলে বিজ্ঞ আদালত আমলে নিয়ে মামলাটি রেকর্ড করেছেন। টাকা চাওয়ার রেকর্ড সংযুক্ত আছে  বলেও মামলায় উল্লেখ করা হয়।

একাধিক শিক্ষক ও স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা মানে পুরো প্রতিষ্ঠানের বদনাম। হারুন দীর্ঘ ২০ বছর ধরে বিনা বেতনে পাঠদান দিয়ে আসছে। আর এমপিও হল বেতনের জন্য ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে এটা অমানুবিক। হারুনের স্ত্রী  দীর্ঘ দিন ধরে প্যারালাইসিসে ভুগছেন। মানবেতর জীবন যাপন করছে এমনকি রান্নাবাড়াও করতে হয় হারুনকে। শিক্ষক সমাজ যদি এমন হয় তাহলে জাতি সমাজ কোথাই যাবে। এসব দূর্নীতি চাঁদাবাজ শিক্ষক দের কঠোর শাস্তি হওয়া দরকার। তাহলে অন্য শিক্ষক রা এমন কর্মকান্ডে জড়িত হতে সাহস পাবে না।

মামলার আসামী প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন,  বেতনের অনুমোদন করতে টাকা লাগে এটা সবাই জানে। সে ভাবেই তাকে বলা হয়েছিল,১০ লাখ টাকা চাওয়া হয়নি। রেকর্ড আছে  আপনি ১০ লাখ টাকা চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, টাকা চেয়েছি, তাই বলে আদালতে মামলা করতে হবে এটা কোন ধরনের কথা। এটাতো প্রতিষ্ঠানের সুনাম নষ্ট ছাড়া কিছুই না। মামলা করেছে আদালতে জবাব দেওয়া হবে।ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন বলেন, মামলার বিষয়ে শুনেছি। আগামী বৃহস্পতিবার এসব বিষয় নিয়ে স্কুলে বসা হবে এবং সমাধানের চেষ্টা করা হবে। 


আরও খবর

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩