Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

কোনো যাত্রী রেজিস্ট্রেশন ছাড়া টিকিট পাবে না

প্রকাশিত:বুধবার ০১ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে আন্তঃনগরে এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তী সময়ে এটি বিস্তৃত করা হবে।

আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘‘টিকিট যার, ভ্রমণ তার’- এ স্লোগানে যাত্রীরা যেন কিছু সুবিধা পেতে পারে এবং টিকিটপ্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো পাওয়া যেত, আমরা নিজেরাও বিভিন্ন সময় তা সমাধানের চেষ্টা করেছি। বিনা টিকিটেও ভ্রমণ করেছে। টিকিট পাওয়া যেন আরও সহজলভ্য করা যায়। কোনো রকম অভিযোগ ছাড়াই যাত্রীদের সেবা পৌঁছে দেওয়া যেতে পারে সেই চেষ্টা করছি এবং এটিই শেষ নয়।


আরও খবর



কদমতলীর শিল্পাঞ্চলে মিললো অটো রিকশাচালকের মরদেহ

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

 শফিক আহমেদ চৌধুরী 

রাজধানীর কদমতলীতে মোঃ সিজান হোসেন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ। পেশায় তিনি একজন অটো রিক্সাচালক।


কদমতলী থানার এস আই মহোর আলী জানান, রবিবার (৩০এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটের দিকে কদমতলীর শিল্প এলাকার বড়ইতলা রেলগেইট তাজ ইন্ডাষ্ট্রীজ (প্রাঃ) লিঃ এর সামনে পাকা রাস্তার ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।


মৃত যুবকের মাথার দুই পাসে থেঁতলানো  আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে দুষ্কৃতিকারীরা তার মাথায় আঘাত করে  অটো রিক্সাটি নিয়ে গেছে। নিহত সিজারের ভাই রুবেল জানায়, ২২ সালে রাজশাহী আদিল কলেজ থেকে এইচ এস সি পাস করেছে তার ভাই। সংসারের দারিদ্র তাকে পারটাইম রিক্সা চালিয়ে রোজগার করতো। দিনের বেলায় অটো রিক্সা পুলিশে ধরার কারণে রাতে গাড়ি চালাতো সে। কামরাঙ্গীর চর এলাকার আলী নগরের গোলাম আজমের গ্যারাজের রিকশা চালাইতো।


গত রাত ১০ টায় রিক্সা নিয়ে বেরহয়, ১২ টায় বাবার সাথে কথা হয়তার। রাত ১ টায় ফোন বন্ধ হয়ে যায়। এরপর তার কোন খোঁজ না মেলায় খোঁজাখুজি শুরু হয়। সকালে পুলিশের ফোন পেয়ে মর্গে এসে লাশ স্বনাক্ত করেন বাবা রবিউল।লাশ ময়নাতদন্তের জন্য  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) মর্গে পাঠিয়েছে পুলিশ। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ তার পিতার নাম  রবিউল ইসলাম।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বাংলাদেশের প্রেক্ষাগৃহে অবশেষে ‘পাঠান’

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: একের পর এক নাটকীয়তার পর অবশেষে আজ শুক্রবার দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’। আর এর মধ্য দিয়ে আট বছর পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে কোনো হিন্দি সিনেমা।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় স্পাই থ্রিলার সিনেমাটি আমদানি করেছে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অনন্য মামুন জানান, ৪১টি সিনেমা হলে প্রথম সপ্তাহে পাঠান–এর ২০৬টি শো রয়েছে।

ভারতে মুক্তির চার মাস পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

২০১৫ সালের ২৩ জানুয়ারি ঢাকার সিনেমা হলে সালমান খানের ‘ওয়ান্টেড’ মুক্তির পর হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলেন শিল্পী ও নির্মাতারা। সেই আন্দোলনের পর দেশের সিনেমা হলে আর কোনো হিন্দি চলচ্চিত্র মুক্তি পায়নি।

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। যা বলিউড ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে অন্যতম। সিনেমাটি ইতিমধ্যে আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপি। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’–এর (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) সাবেক এজেন্ট পাঠান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ আরও অনেকে।

যদিও ২২ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তির পর শাহরুখ খানের অনুরাগীদের অনেকেই নানা মাধ্যমে সিনেমাটি দেখে ফেলেছেন। এরপরও ঢাকার প্রেক্ষাগৃহে টিকিট কাটতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলীসহ বেশির ভাগ সিনেমা হলেই অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।


আরও খবর



আরতি রাণীকে অবশেষে শোকজ করলেন যশোর জেলা আইনজীবী সমিতি

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : রিকশাচালককে জুতাপেটা করা সেই আরতি রাণীকে অবশেষে শোকজ করলেন যশোর জেলা আইনজীবী সমিতি। সোমবার রাতে সমিতির নির্বাহী কমিটি জরুরীসভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট। একই সাথে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার জেলা জজ আদালতের পাশে আইনজীবী আরতি রাণী ঘোষ এক রিকশাচালককে জুতাপেটা সহ বেধড়ক মারপিট করেন। এসময় পাশের কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ক্ষান্ত হননি। ওই রিকশাচালক হাত জোড় করে ক্ষমা প্রার্থনাও করেন। শেষমেষ প্রতক্ষ্যদর্শীরা একাট্টা হয়ে জোরালো অবস্থান নেন। এক পর্যায়ে আরতি রাণী ওই রিকশা চালককে ছেড়ে দেন।

এদিকে, এসব ঘটনার একটি ভিডিও ফুটেজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসে সমিতির। তারা এ ধরনের কাজ কেন করলেন তা জানতে চেয়ে শোকজ করেছেন। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর সিজালি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বর্তমানে নিজবাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।


আরও খবর



আত্রাইয়ে অগ্নিকান্ডে গরু-ছাগলসহ মালামাল ভস্মিভূত: আহত-১

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে খামারে আগুন ধরে তিনটি গরু ও তিনটি ছাগলসহ পাঁচ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।আগুন নিভাতে গিয়ে খামার মালিকের ছেলে রিমন হোসেন (২৪) অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।শনিবার রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে মজিবুর রহমানের গরুর খামারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

খামারের মালিক মজিবুর রহমান বলেন, এদিন রাত সাড়ে ১০ টার দিকে  হঠাৎ করে বাড়ি সংলগ্ন খামারের ভিতরে ছাগলের ছুটাছুটি দেখতে পাই।এসময় খামারের গেট খুলে দেখি ভিতরে আগুন জ্বলছে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। পরে আত্রাই ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রে আনে।ততক্ষণে খামারে থাকা তিনটি গরু এবং তিনটি ছাগলসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে, আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ছেলে রিমন হোসেন আহত হয়েছেন।তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডে তার প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি ধারণা করে আরও বলেন,হয়তো বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুন ধরতে পারে।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা রোকসানা হ্যাপী বলেন, অগ্নিদগ্ধ রিমন হোসেনের দুই হাত, পিঠসহ শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে।আত্রাই উপজেলা নির্বাহী কর্মকতা ইকতেখারুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ্য খামারিকে সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে।আত্রাই উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স স্টেশন কর্মকর্তা মইনুর রহমান বলেন, প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছি।এ অগ্নিকান্ডে খামারের তিনটি গরু,তিনটি ছাগল পুরে মারা গেছে।এতে ওই কামারির প্রায় ৫লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন তিনি।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর



রাজধানীতে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঢাকায় সকাল সকাল কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দেখা পেলো নগরবাসী। সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি।

এদিকে ঢাকায় গতকাল মঙ্গলবারও সন্ধ্যার পর বৃষ্টি ঝরেছে। এতে নগরবাসীর মধ্যে স্বস্তির ভাব ফিরে এসেছে। যদিও গত রোববার ঘূর্ণিঝড় মোখা উপকূল স্পর্শ করলেও বৃষ্টির দেখা পায়নি রাজধানীবাসী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল তিন মিলিমিটার।

আজ সকাল ছয়টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


আরও খবর