Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

কোনো দলের ব্যাপারে ‘হস্তক্ষেপ’ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় দেশটি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এর মুখপাত্র ম্যাথিউ মিলার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মার্কিন ভিসায় বিধিনিষেধ আরোপের যে নীতিগ্রহণ করা হয়েছে, সেটাকে সরকার স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্র খুশি। সে কারণে আগামী দিনে সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে উন্মুখ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক দলের কী করা উচিত বা কী করা উচিত নয়, সে বিষয়ে আমি কোনো কথা বলব না। যেটা বলব, তা হচ্ছে– যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে। এ কারণেই আমরা বাংলাদেশের নির্বাচন ঘিরে নতুন ভিসানীতি ঘোষণা করেছি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার

 

ম্যাথিউ মিলার বলেন, ‘গতকাল মার্কিন সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আমরা দিয়েছি সেটাকে সরকার স্বাগত জানানোয় আমরা খুবই আনন্দিত হয়েছি। গণতন্ত্রকে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার অগ্রগতির জন্য সবচেয়ে স্থায়ী উপায় বলে আমরা বিশ্বাস করি।

নতুন ভিসা নীতি ঘোষণার পর গত বুধবার জাস্টনিউজবিডির সম্পাদক ও বিএনপির সাবেক সদস্য মুশফিকুল ফজল আনসারী বলেন, আওয়ামী লীগ সরকার ‘অসাংবিধানিক পন্থায় সংবিধান সংশোধন করে’ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করেছে। সুশীল সমাজসহ সব রাজনৈতিক দল এই ব্যবস্থার অধীনে নির্বাচন দাবি করছে। যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানাবে কি না।

জবাবে মিলার বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তার এই প্রতিশ্রুতিকে উল্লেখ করে বলতে চাই, আজ যে বিধিনিষেধের ঘোষণা দেওয়া হয়েছে, তা নির্বাচনের এই প্রক্রিয়াগুলোকে বাস্তবায়ন করারই অংশ।

তিনি বলেন, ‘বাংলাদেশের বন্ধু হিসেবে আমি শেষ যে কথাটা বলবো তা হলো- যেসকল বিষয়গুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকারকে খর্ব করেছে সেগুলো নিয়ে আমরা উদ্বেগ জানিয়ে দিয়েছি।

নতুন ভিসানীতি নিয়ে করা এক জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘এটি বাংলাদেশের জনগণের জন্য একটি সিগন্যাল যে আমরা কেবল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করবে। এক্ষেত্রে যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এই নীতি অনুযায়ী, ভোটের অনিয়মের সঙ্গে জড়িত কোনো বাংলাদেশিকে ভিসা দেবে না দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের বিষয়ে নতুন এ ভিসা নীতি ঘোষণা করেছেন।

এতে বলা হয়েছে- ‘আজ, আমি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা ২১২ (এ)(৩)(সি)(থ্রিসি) এর অধীনে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি।


আরও খবর



রূপগঞ্জে র‍্যাবের উপর হামলা করে আসামী ছিনতাই

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৯০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাবের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র‍্যাবের হাতে আটকের পর তাকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা।গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় র‍্যাবের ৪ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ছিনিয়ে নেওয়া হানজালা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

 রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‍্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়।

এ সময় হামলায় আহত হয় র‍্যাব সদস্য হাবিলদার মো. মুসফিকুর রহমান, করপোরাল মো. আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া ও কন্সটেবল তুষার আহম্মেদ বাপ্পি।

হামলায় আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় র‍্যাব-১এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাতে প্রধান আসামি করে ২৭ জন নামীয় সহ ২২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।


আরও খবর



ডোমারে টানা ৫দিনের বৃষ্টিতে ৩০টি পরিবার পানি বন্দি

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডোমারে টানা ৫দিনের বৃষ্টিতে ৩০টি পরিবার পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করতে দেখা গেছে। সোমবার দুপুরে এমন দৃশ্যটি চোখে পড়ে ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামে। বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ডোমার থানা দক্ষিণে পাটগুদাম থেকে শুরু করে দেলু ও ওলিয়ার ড্রাইভার, ওছমান গণি, নমিজুল, নুরল হক, শাহাজানসহ প্রায় ৩০টি পরিবারের বাড়ির উঠানে হাটুজল জমে আছে। তারা বাড়ি থেকে বের হতে না পারায় কাজ কর্ম সব বন্ধ হওয়ায় অতি কষ্ঠে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। পানির কবল থেকে রেহাই পাইনি জুম্মাপাড়া জামে মসজিদ। মুসুল্লিরা নামাজ পড়তে যেতে পারছে না। মানুষের পাশাপাশী গরু ছাগলের খাবার নিয়ে চলছে সংকট, চরম দূভোর্গের শিকার হচ্ছে সাধারণ মানুষ। কোন রকম দিন কাটলেও রাত হলে শুরু হয় পোকামাকড়ের আতংক, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ রয়েছে চরম বিপদে। অপর দিকে জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসনের পক্ষথেকে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় ক্ষোপ প্রকাশ করেন পানী বন্দি অসহায় মানুষেরা। এ বিষয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, কর্তৃপক্ষকে বার বার বলার পরেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। অসহায় পানী বন্দি মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।


আরও খবর



নবীনগর নারুই গ্রামে ড্রাগন ফল ও মাল্টা চাষে সফল উদ্যোক্তা ,রিপন মিয়া

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৭৯জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি:বাড়ির আঙিনায় চারদিকে সবুজের সমারোহ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ড্রাগন ফল অর  মাল্টা ফলের বাগান । বাগানে সবুজ গাছে শোভা পাচ্ছে গোলাপি, লাল আর সবুজ ফলের  পরিপাটি এ বাগানটি গড়ে তুলেছেন ,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর  ইউনিয়ন নারুই গ্রামে ড্রাগন ও মাল্টা চাষ  করে সাফল্য পেয়েছেন,স্পাইডার গ্রুপের ম্যানেজিং ডাইরেক্ট বিশিষ্ট শিল্পপ্রতি,ব্রাহ্মণহাতা(নারুই) গ্রামের কৃতি সন্তান রিপন মিয়া ।

কয়েক বছর আগেও দেশের মানুষ জানতো ড্রাগন একটি বিদেশি ফল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশে এর চাষ এতোটা বেড়েছে যে, এখন এটি দেশি ফল বলেই মানুষের কাছে পরিচিত।তাছাড়াও বর্তমানে আমাদের দেশে অনেক জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল হচ্ছে মাল্টা। এ ফলটি সারা বছরই পাওয়া যায়।

শিল্পপতি রিপন মিয়া তিনি বলেন, ড্রাগন ফলের বৈজ্ঞানিক নাম হাইলোসেরিয়াস। এটি ক্যাকটাস জাতীয় একটি মিষ্টি ফল। যাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার ও এন্টিঅক্সিডেন্ট আছে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ ও আর্থাইটিস রোগ নিরাময়ে দারুণ উপকার করে ,পাশাপাশি বিভিন্ন ভিটামিনসহ মাল্টার অনেক পুষ্টিগুণও রয়েছে।

বহুমুখী পুষ্টি গুণে সমৃদ্ধ বিদেশি এক ফলের নাম ড্রাগন। দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে এই ফলের জন্ম হলেও বর্তমানে থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন এবং ভারত সহ দিন দিন সাড়া পৃথিবী জুড়ে এই ফলের জনপ্রিয়তা বেড়েই চলছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানেও এই পুষ্টিকর ফল ড্রাগনের চাষ দিন দিন বেড়ে চলছে। 

তাই এই সফলতার দেখে অনুপ্রাণিত হয়ে ড্রাগন চাষ করেছেন স্পাইডার গ্রুপের ম্যানেজিং ডাইরেক্ট বিশিষ্ট শিল্পপতি রিপন মিয়া ।

ব্রাহ্মণহাতা(নারুই) গ্রাম এলাকায় ৪৫ বিঘা জমিতে ড্রাগন ও  মাল্টা ফলের বাগান তৈরি  করেছেন , এছাড়াও তার বাবার বসত বাড়ির বাগানে ৬ প্রজাতির ড্রাগন ফল, ৩ প্রজাতির মালটা, ২৬ প্রজাতির দেশি-বিদেশি আম, ২ প্রজাতির কমলা, লেবু, পেঁপে ও লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের বাগান চাষ করে এলাকায় সকলের নজর কেড়েছে ।

বাগানে সারিবদ্ধ বারি-১ থাইল্যান্ড জাতের মাল্টা ও  বাউ  ড্রাগন ফলের  গাছে প্রতিটি গাছের সবুজ পাতার ফাঁকে ডালে ঝুলে রয়েছে আধাপাকা মাল্টা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। 

মাল্টা ও ড্রাগন চাষ করে সফল হয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন স্পাইডার গ্রুপের ম্যানেজিং ডাইরেক্ট বিশিষ্ট শিল্পপতি রিপন মিয়া। তার বাগানে থাকা প্রত্যেক গাছেই ঝুলছে থোকা থোকা মাল্টা অর ড্রাগন ।

আমাদের প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হেদায়েতুল্লাহ ,সরেজমিনে গিয়ে এই বাগানের শ্রমিকদের নিকট জানতে পায় , যে এই বাগানে অনেক বেকার যুবক কাজ করে সংসার চালাচ্ছেন। 

মাল্টা চারা লাগানোর ৩ বছরের মাথায় ফলন আসা শুরু হয়েছে। আমার চাষ করা অধিকাংশ মাল্টা এলাকার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী এসে 

যেমন, নবীনগর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে ক্রেতারা এসে বাগান থেকেই ফল কিনে নিয়ে যায়। এই বাগানে ফলের চাহিদাও অনেক।

-খবর প্রতিদিন/ সি.ব

আরও খবর

সৈয়দপুরে আগাম শীতকালীন সবজি চাষের ধুম

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




সজীব ওয়াজেদ জয় কোথায় আছেন, স্পষ্ট করলেন আরাফাত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কোথায় আছেন এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে আছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

তিনি লেখেন, বিএনপি-জামায়াতি গুজববাজ গোষ্ঠী গত বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা বলছে, সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কারণ তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি এবং মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা এবং মিথ্যাচারের আবর্তে।

আরাফাত আরও জানান, সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। গত বছর আমি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন তার সাথে আমার দেখাও হয়েছিল। ৩ মাস আগেও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকেই।

তিনি আরও জানান, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায়ই অবস্থান করছেন। জয় তার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবেন তার নিজের বাসায়।


আরও খবর



ইসরায়েলে বন্দুক হামলায় পরিবারের ৫ সদস্যসহ নিহত ৬

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আলাদা বন্দুক হামলায় এক আরব পরিবারের পাঁচ সদস্য ও এক ব্যবসায়ীসহ নিহত হয়েছেন ছয় জন। হাইফার বেদুইন অধ্যুষিত শহরে স্থানীয় সময় বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ও বিকেল তিনটায় দুটি ঘটনা ঘটে।

সকালে গাড়িতে থাকা এক ব্যবসায়ীর ওপর নির্বিচারে গুলি চালায় দুই হামলাকারী। এদের একজনের হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র। মহাসড়কে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে থামতে বলে দুই হামলাকারী। পরে খুব কাছ থেকে অতর্কিতভাবে গুলি চালিয়ে তাকে ঝাঝরা করে দেয়া হয়। খবর সিনহুয়া।

বিকেল ৩টায় আরেক ঘটনায় এক বেদুইন পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করা হয়। এদের মধ্যে রয়েছে মা, তিন ছেলে ও তাদের এক ঘনিষ্ঠ আত্মীয়। পরে দুই হামলাকারী মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর আগে গত ৭ জুন, ইসরায়েলে ৫ আরব পরিবারের সদস্যকে গুলি করে হত্যা করা হয়।

দেশটির নাজারেথের নিকটবর্তী আরব শহর ইয়াফা আন-নাসেরিয়েতে একটি গাড়ি ধোয়ার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। যা কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, স্থানীয় অপরাধী চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, দুই পরিবারের মধ্যে বিবাদের সঙ্গে সম্পর্কিত হতে পারে ঘটনাটি।


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩