Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

"কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাক্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএসডাব্লিউপি ডি)" এর সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১২৬জন দেখেছেন

Image

নাজমুল হাসান: বৃহস্পতিবার ১১-মে রাজধানীর "কৃষিবিদ কনভেনশনাল হল ইনস্টিটিউট, খামারবাড়িতে" এ ষষ্ঠ বারের মত ৩ দিন ব্যাপী"রেসপেক্টটিং ডাইভার্সিটি থ্রু জয়েন্ট সোশ্যাল অ্যাকশন"  উপর একটি সম্মেলন আয়োজিত হয়। উক্ত সম্মেলনের আয়োজক ছিলেন "কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাক্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএসডাব্লিউপি ডি)" 

উক্ত সম্মেলনে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকোলজির ভাইস চ্যান্সেলর " মাননীয় প্রফসর ড.পিসি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিয়াটেশন কাউন্সিল এর সভাপতি "মাননীয় প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা থেকে উপস্থিতি ছিলেন " ডেগু কাউন্সিল অন সোসিয়াল মিডিয়ার প্রেসিডেন্ট মাননীয় সুগ প্যায়ো কিম এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. রোনাল্ড ও ডোনেল ছাড়াও বেশ কিছু গুণী ব্যাক্তি সরাসরি সম্মেলনে উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানের প্রথম দিনে হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড প্রি ম্যাচুয়ার এডভাইস ফাউন্ডেশন অংশ গ্রহণের সুযোগ লাভ করেন।

অনুষ্ঠানের শুরুতেই হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড প্রি ম্যাচুয়ার এডভাইস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তাসনুভা ইসলাম তার অর্গানাইজেশন কিভাবে ২০২১ সালে কভিডের এর সময় নিরলস ভাবে কাজ করেছে এবং ২০০ এর অধিক নারীর মিস্কারাজ হতে রক্ষা করেছে সেই বিষয়টি একটি স্লাইড এর মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে হাই রিস্ক প্রেগনেন্সি ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট ডক্টর মুহিব মোহাম্মদ কবির তাদের ফাউন্ডেশন এর পক্ষে থেকে তার একটি রিসার্চ পেপার " সিজারিয়ান সেকশন এট আ সিলেক্টেড টারটিয়ারি হসপিটাল ইন ঢাকা: ইন্ডিকেশনস অ্যান্ড ম্যাটার্নল কন্সিকোয়েন্সস" উপস্থাপন করেন। 

এইখানে মূলত সিজার কেন বাড়ছে এ বিষয় একটি আলোচনা করা হয়। আলোচনায়  প্যানেল প্রফেসর ড. দীনেশ চাওয়াল ফ্রম হারিয়ানা ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া ছাড়াও উপস্থিত ছিলেন হোক্কাআইডো  ইউনিভার্সিটি অফ জাপান এর অ্যাসোসিয়েট প্রফেসর নআকি নাকুমারা ।

প্রফেসর দীনেশ চাওয়াল প্রেজেন্টেশন শেষে তাদের এই ফাউন্ডেশনের উদ্যোগের অনেক প্রশংসা করেন, এমন একটি উদোগ নিয়ে সমাজ এ সেবার কাজ করার উদ্যোগকে সে অনেক প্রশংসা করেন। 

এছাড়াও সন্মেলনে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেলিগেট অনলাইন অফ লাইন এর মাধ্যমে জাপান,মালেশিয়া,হংকং, ভারতের সহ ১৫৪ জন তাদের  রিসার্চ পেপার প্রেজেন্ট করার জন্য সুযোগ পেয়ে থাকেন। তিন দিন ব্যাপী সম্মেলনের আজকে ছিলো প্রথম দিন।


আরও খবর



শেখ হাসিনা-মোদি বৈঠক আজ

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

কূটনৈতিক প্রতিবেদক:ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে আজ শুক্রবার বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের আসন্ন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বন্ধু প্রতিম প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠককে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এজন্য সবার দৃষ্টি এখন দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্যসূচিকে ঘিরে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে আজই নয়াদিল্লী যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার সকাল থেকে শুরু হবে জি-২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। যদিও বাংলাদেশ এই জোটের সদস্য নয়, কিন্তু আয়োজক ভারতের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া থেকে শুধু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অপর দিকে নিজের বাসভবনে শেখ হাসিনাকে আতিথেয়তা দিয়ে নরেন্দ্র মোদি সম্পর্কের আন্তরিকতার বার্তা দিতে চাইছেন বলে দিল্লীর কূটনৈতিক সূত্রের খবর।

এদিকে হাসিনা-মোদির দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ স্বার্থ-সংশ্লিষ্ট ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। তবে সূত্রের খবর, জি-২০ সম্মেলন ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম ব্যস্ত শিডিউলের কারণে সময়ের সীমাবদ্ধতা রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্যসূচি সময়ে বিবেচনায় ঠিক করা হচ্ছে। অধিকতর গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যেন আলোচনায় থাকে তা ঠিক করতে কাজ করছে দুদেশের সংশ্লিষ্টরা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে বলেন, দুই পক্ষ গুরুত্বপূর্ণ আলোচনা করবে। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে বৃহত্তর সম্পর্কের পুরো ধারাটি আলোচনায় নাও আসতে পারে।

বৈঠকে কানেক্টিভিটি, তিস্তার পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার বিষয় হতে পারে। পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশ একসঙ্গে অনেক প্রকল্পের সঙ্গে জড়িত এবং তাদের বাস্তবায়নের সমস্যা আসতে পারে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এরমধ্যে অন্যতম হচ্ছে, টাকা ও রুপির লেনদেন সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংক ও ভারতের এনপিসিআই’র মধ্যে সমঝোতা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, যে তিনটি সমঝোতা স্মারক হবে, তা হলো কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা, সাংস্কৃতিক চুক্তির মেয়াদ ২০২৩ থেকে ২৫ পর্যন্ত বাড়ানো এবং বাংলাদেশ ব্যাংক ও এনপিসিআইর মধ্যে সমঝোতা স্মারক। তিনি বলেন, ভারতের এনপিসিআই ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই হলে দুই পক্ষের মধ্যে নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে রুপি-টাকায় পারস্পরিক লেনদেনের কাজ সহজ হবে।


আরও খবর



হোমনায় হাফেজ শিক্ষার্থীকে ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেফতার

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে হেফজ বিভাগের এক শিক্ষার্থীর দুই নিতম্ব এবং পায়ের তলা পুড়িয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনে সহযোগিতার অপরাধে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করছে পুলিশ। মুহতামিম হাফেজ মো. সাইফুল ইসলাম হাবিব, গ্রেফতার শিক্ষক মো. আতিকুল ইসলামসহ আরও তিন শিক্ষার্থীর সহযোগিতায় ২৭ পারা হেফজ করা আবদুল কাইয়ুমকে গরম ইস্ত্রি দিয়ে দীর্ঘক্ষণ ধরে ছ্যাঁকা দিয়ে শাস্তি দেয়। এতে তার দুই নিতম্ব এবং পায়ের তলা ঝলসে যায়। গত ১৬ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নয়াকান্দি মমতাজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ রোমহর্ষক ঘটনা ঘটে। হেফজ বিভাগের নির্যাতিত শিশু আব্দুল কাইয়ুমের (১৮) মা সোমবার বিকেলে ছেলের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে ঘটনা প্রকাশ পায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ওই মাদ্রাসা পরিদর্শন করে ছাত্র- শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় সোমবার রাতে মা হাফেজা বেগম মূল অভিযুক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. সাইফুল ইসলাম হাবিব, সহযোগী শিক্ষক আতিকুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হোমনা থানায় মামলা করেন। মূল অভিযুক্ত মুহতামিম ও আসামী তিন শিক্ষাথী পালিয়ে গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, দেখে মনে হয়েছে, দশ-বারো দিন আগেই পুড়েছে। পোড়া দুই নিতম্বেই গভীর ঘাঁ হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সূত্রে জানা যায়, ওই মাদ্রাসাটি ২০১০ সালে প্রতিষ্ঠালাভ করে। কোনো নিবন্ধন ছাড়াই ১৩ বছর ধরে এ মাদ্রাসায় রিভিশন বিভাগ, হেফজ বিভাগ, নাজেরা বিভাগ ও নূরানী বিভাগসহ চারটি বিভাগে ছাত্রদের শিক্ষাদান চলছে। হেফজ বিভাগের ছাত্র আব্দুল কাইয়ুম উপজেলার চান্দেরচর গ্রামের বাহরাইন প্রবাসী আ. কাদির ও হাফেজা বেগমের সন্তান। এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির এক বিশেষ সভায় গতকাল মঙ্গলবার মুহতামিমকে চাকুরী থেকে বরখাস্ত করেছে।

স্থানীয় এবং শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করার সময় পরনের লুঙ্গি খুলে যায় আবদুল কাইয়ুরেম। এ কথাটিই তারা মুহতামিমকে জানালে তিনি রাতের বেলা গ্রেফতার শিক্ষক আতিকুল ইসলামসহ আরও তিন শিক্ষার্থীর সহযোগিতায় শিশু আবদুল কাইয়ুমকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন করেন। গত দশ দিন শিশু আবদুল কাইয়ুমকে একটি বদ্ধ রুমে একাকী আটকে রেখে মুহতামিম সাইফুল ইসলাম চিকিৎসা দিয়ে আসছিলেন। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে রাখার কারণে কেউ এতদিন মুখ খুলেনি। এখনও ভয়ে কেউ কিছু বলছে না। গভীর পোড়া ক্ষতের কারণে ঠিকমতো সে চলাফেরাও করতে পারছিল না। সোমবার বিকেলে কাইয়ুমের মা হাফেজা বেগম ছেলের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে প্রথমে তাকে সাক্ষাত করতে দেয়নি। পরে অনেক চেষ্টার পরে তাকে দেখতে দেওয়া হয়। অভিযুক্ত মুহতামিম হাফেজ মো. সাইফুল ইসলাম (২৮) উপজেলার নয়াকন্দি গ্রামের রেনু মিয়ার ছেলে এবং গ্রেফতার শিক্ষক আতিকুল ইসলাম (২৮) মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল গ্রামের শহিদ মিয়ার ছেলে। নির্যাতিত শিশু আবদুল কাইয়ুম জানান, ওই দিন সে তার অন্য সহপাঠীদের সঙ্গে খেলাচ্ছলে দুষ্টুমি করছিলেন। এক ফাঁকে তার পরনের লুঙ্গি খুলে যায়। এ ঘটনাটিই তারা তাদের মুহতামিমকে জানায়। এর শাস্তি হিসেবে ওই (১৬ সেপ্টেম্বর) রাতে মুতামিম অফিসে নিয়ে শিক্ষক আতিকুল এবং তিন শিক্ষার্থীর সহযোগিতায় তার নিতম্ব এবং পায়ের তলায় গরম ইস্ত্রি লাগিয়ে ছ্যাঁকা দিয়ে ঝলসে দেয়। অসহ্য যন্ত্রণায় চিৎকার করলেও সবাই ঘুমিয়ে থাকায় কেউ শুনতে পায়নি। পরে তার এমন শাস্তির বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। মা হাফেজা বেগম বলেন, সোমবার সকালে আমার ছেলের জন্য খাবার নিয়া মাদ্রাসায় গেলে সে আমাকে দেখে কাঁদতে থাকে এবং বাড়িতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। ছেলের মানসিক অবস্থা বুঝে তাক বাড়ি নিয়া যাই। বাড়িতে গিয়ে আমাকে সে তাহার জখমের জায়গা দেখিয়ে পুরো ঘটনা বলে। ছেলে ইস্ত্রির ছ্যাঁকায় গুরুতর জখম হওয়ায় তাকে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তারা আমার ছেলের প্রতি নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে। বিষয়টি আমার প্রবাসী স্বামী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে হোমনা থানায় অভিযোগ করি। ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, সোমবার বিকেলেই খবর পাই যে, নয়াকান্দি মমতাজিয়া হাফিজিয়া মাদ্রাসার ‘বড় হুজুর’ এক শিক্ষার্থীর পেছনে (নিতম্বে) ইস্ত্রি গরম করে ছ্যাঁকা দিয়ে ঝলসে দিয়েছে। সন্ধ্যায় সেখানে গিয়ে খোঁজখবর নিয়েছি। শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করেছি। ইস্ত্রি এবং মাদ্রাসার সিসি টিভির হার্ডডিস্ক খুলে নিয়ে আসা হয়েছে। এগুলো থানায় জমা আছে। পাশাপাশি এলাকাবাসীকে বলেছি, এ ঘটনায় তারা আতঙ্কিত কিনা। তাদের কাছে জেনে মাদ্রাসা কমিটিকেও বলেছি বিধি মোতাবেক ব্যবস্থা নিতে। প্রয়োজনে বরখাস্ত করা যেতে পারে। রাতে থানায় মামলা হয়েছে। আমরা নজর রাখছি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, শিশু আবদুল কাইয়ুমকে ওই মাদ্রাসার শিক্ষক কর্তৃক গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে পোড়ার ঘটনায় মুহতামিম হাফেজ সাইফুল ইসলাম, শিক্ষক আতিকুল ইসলামহ আরও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে রাতে মা হাফেজা বেগম বাদি হয়ে মামলা করেছেন। আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আরও খবর



ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

প্রকাশিত:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬ তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান। কমিশনারের বিদায়ের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এর আগে বিদায়ী কমিশনারকে বিদায়ী সালাম দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল।

গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারকে ডিএমপির কমিশনার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।


আরও খবর



ডিএমপির ২ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা দুজন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার।গতকাল শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। 

অফিস আদেশে বলা হয়, ডিএমপি সদর দপ্তরের এক আদেশে উপ-কমিশনার এ বি এম মাসুদ হোসেনকে উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাই বিভাগ-দক্ষিণ) হিসেবে এবং উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাই বিভাগ-দক্ষিণ) মোহাম্মদ ইকবাল হোসাইনকে উপ-কমিশনার (গোয়েন্দা-মতিঝিল) হিসেবে পদায়ন করা হয়েছে।


আরও খবর



বালিয়াকান্দিতে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন ও বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিধবা, স্বামী পরিত্যক্তা, হতদরিদ্র ও প্রতিবন্ধি পরিবারের মাঝে বিনামূল্যে সেমিপাকা টয়লেট স্থাপন ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের এ্যাসেড অফিস নদীর পাড়ে বাড়ীতে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ থেকে বেসরকারী সংগঠনএ্যাসেড এ বিতরণ কার্যক্রম গ্রহণ করেন। ১৬টি পরিবারকে আধাপাকা টয়লেট, টয়লেটের উপকরণ, ৬টি গরু, ২টি ছাগল, ১টি সেলাই মেশিন আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মুহা: শাহজাহান সিদ্দিক এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস। এসময় নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর, উপস্থিত ছিলেন। পরে অতিথিরা গাছের চারা রোপন করেন।


আরও খবর