Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

কক্সবাজার সমুদ্র সৈকতে ২৭০ টি কাছিমের বাচ্চা অবমুক্ত

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১৬১জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে ২৭০টি সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার সময় কক্সবাজার সমুদ্র সৈকতের প্যাঁচার দ্বীপ এলাকায় ১-৩ দিন বয়সী এ বাচ্চাগুলোকে অবমুক্ত করা হয়।চলতি বছর হ্যাচারিতে ফোটানো প্রথম সামুদ্রিক কচ্ছপের বাচ্চা ছাড়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে ইউএসএআইডির অর্থায়নে নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) ইকো লাইফ প্রকল্পের কাছিম হ্যাচারিতে বাচ্চাগুলো ফোটানো হয়।

ডিমগুলো ৬০ থেকে ৬৫ দিন হ্যাচারিতে রাখার পর ডিম থেকে বাচ্চা ফুটে। কাছিমের বাচ্চাগুলো সমুদ্রে অবমুক্ত করার সময় অন্তত ৩০টি মারা যায়৷কাছিমের বাচ্চাগুলো সমুদ্রে অবমুক্ত করেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম, নেকম-ইকো লাইফ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান প্রমুখ।নেকমের কক্সবাজারের ব্যবস্থাপক আবদুল কাইয়ুম জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের প্যাঁচার দ্বীপ, শীলখালী দ্বীপ ও শাহপরীর দ্বীপে ৩টি কচ্ছপের হ্যাচারিতে এ বছর ৭ হাজার ৫২৮টি ডিম সংগ্রহ করা হয়েছে। সৈকতের ৫৮টি স্পটে কচ্ছপ ডিম পেড়েছে।

আরও কয়েক দিন ডিম দিতে আসবে কচ্ছপ। এর মধ্যে প্যাঁচার দ্বীপে ১৮টি কচ্ছপ দুই হাজার ৩০টি ডিম দিয়েছে, শীলখালীতে ৯টি কচ্ছপ ১ হাজার ২৩৯টি ও শাহপরীর দ্বীপে ৩১টি কচ্ছপ ৪ হাজার ২৫৯টি ডিম দিয়েছে।ধীরে ধীরে কাছিমের ডিম পাড়ার হার বাড়ছে বলে দাবি করেছেন নেকম-ইকো লাইফ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান। তিনি জানান , গত তিন বছরের তুলনায় এ বছর কচ্ছপ ডিম বেশি দিয়েছে। ২০২২ সালে ৫৪টি স্পটে কচ্ছপ ডিম দিয়েছিল ৫ হাজার ৭৬৩টি। এর আগের বছর ২০২১ সালে ডিম দেয় ৪ হাজার ৭১৩টি। ডিম থেকে বাচ্চা ফোটানোর হার ৮৬ শতাংশ। আরও খবরএল সালভাদরে স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মৃতদের সবার বয়স ১৮ বছরের বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলছিল। সেই সময়ে এ পদদলনের ঘটনা ঘটে। এরপরে ম্যাচ বাতিল করা হয়েছে।

স্টেডিয়ামের দরজা বন্ধ করে দেওয়ার পরও বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামটিতে ঢোকার চেষ্টা করলে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে 

স্থানীয় গণমাধ্যমের দেওয়া বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের প্রবেশপথে থাকা ব্যারিকেড সরানোর চেষ্টা চালাচ্ছে সমর্থকরা। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেছেন, স্টেডিয়ামে কী ঘটেছে তার বিস্তৃত তদন্তে পুলিশ নামছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেছেন, দায়ী যারাই হোক, তাদের ছাড়া হবে না।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি জানান, কাছাকাছি হাসপাতালগুলো থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, আহতদের বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের সংখ্যা ৯০ জনের বেশি বলে জানান তিনি।


আরও খবরপাকিস্তানের বেলুচিস্তানে ব্যাপক গোলাগুলি, ৩ সেনা নিহত

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের মার্গেট অঞ্চলের জারঘুনে দেশটির নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সন্ত্রাসী ও আরও তিনজন সেনা নিহত হয়েছে। আজ শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর চেক পোস্টে হামলা চালায়। এর পরেই সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গুলি বিনিময় শুরু হয়। আইএসপিআর জানায়, ব্যাপক গোলাগুলির সময় তিনজন সেনা শহীদ হয়েছেন।  

নিহত সেনাদের মধ্যে রয়েছেন, সিপাহী জামীর আহমেদ, সিপাহী মুদাসসির শাহীদ এবং ল্যান্স নায়েক আব্দুল কাদির। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।

অর্থনীতিতে নাজুক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা ও টালমাটাল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পাকিস্তান এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন পার করছে।

এরমধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার ঘিরে দেশটিতে আরও বাজে পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।


আরও খবররবিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্টিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় আগামী রোববার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব। এবারের আসরে পুরুষ সদস্যরা দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রিজ, কল ব্রিজ (একক), অ্যাথলেটিক্স (৪০০ ও ২০০ মিটার), গোলক নিক্ষেপ, টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), সাঁতার, আরচ্যারি ও শুটিং এবং নারী সদস্যরা অ্যাথলেটিক্স, ক্যারম (একক ও দ্বৈত), লুডু, ব্যাডমিন্টন (একক), শুটিং ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এছাড়া সদস্য সন্তানরা অ্যাথলেটিক্সের ১০০ ও ২০০ মিটার স্প্রিেিন্ট এবং সদস্যদের স্ত্রীরা মার্বেল দৌড়ে অংশ নেয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার দুপুরে ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী, সহ-সভাপতি দীপু সারোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।


আরও খবরক্ষমা চাইলেন মাশরাফি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকনড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ত মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, ‘রাজনীতি করতে এসে আমার কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে, অজান্তে কোনো ভুল হলে আমি ক্ষমা চাচ্ছি।  ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, আমি প্রতিশোধে বিশ্বাসী নই।

আজ বৃহস্পতিবার নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী দিনে এসব কথা বলেন মাশরাফি।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, ‘আমি সবচেয়ে ভালো অন্যরা খারাপ, এটা মনে করলে চলবে না। আপনার মুখে এক কথা আর বুকে অন্য কথা, এটা হবে না। আপনার মুখ আর বুক একই থাকতে হবে।

সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ রিয়াজ মাহমুদ মিশামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহসভাপতি কৃষিবিদ মো. আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. তরিকুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।


আরও খবরতানোর দুই সন্তানের পিতার আত্মহত্যা নিয়ে নানা গুঞ্জন

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে দুই সন্তানের পিতার আত্মহত্যার ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আত্মহত্যা কারীর বড় ভাই বাদি হতে চাইলে তাকে বাড়ি বন্ধি করা হয় বলেও ফেসবুক ভিডিওতে দেখা যায়। সোমবার সকাল ৯ টার দিকে পৌর এলাকার কালিঞ্জন রায়তান বড়শো গ্রামের নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহননের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করলেও ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। আত্মহত্যা কারী কালিঞ্জনহাট রায়তান বড়শো গ্রামের  মাহফিজুর রহমান পাভেল (৪২) সে মৃত আলহাজ্ব আনিসুর রহমানের পুত্র। এদিকে পাভেলের বড় ভাই রয়েল ছোট ভায়ের এমন মৃত্যুর ঘটনায় বাদি হয়ে মামলা করতে চাইলে তাকে ঘরবন্দি করে রাখা হয়। তবে সবকিছু ঠিকঠাক করার পর মৃত পাভেলের ছোট ভাই রনি তার ফেসবুক আইডি তে লিখেন একটি শোক সংবাদ কালিগঞ্জ হাট নিবাসী মৃত আলহাজ্ব আনিসুর রহমানের পুত্র মাহফিজুর রহমান পাভেল সকাল ৯ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন, তাহার জানাযার নামাজ সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। আত্মহত্যার ঘটনা ঘটে ৯ টার দিকে, আর ৬ টা ৫০ মিনিটে দেখা যায় রনি ১ ঘন্টা আগে ফেসবুকে পোষ্ট করেন। আত্মহত্যা কারী পাভেল ও বড় ভাই রয়েলকেও পাগল আখ্যায়িত করেন ছোট ভাই রনি।

জানা গেছে, পৌর এলাকার কালিগঞ্জ রায়তান বড়শো গ্রামের মৃত আলহাজ্ব আনিসুর রহমানের পুত্র মাহফিজুর রহমান পাভেলকে কোন সম্পদ না দিয়ে তার মা রনিকে সবকিছু দিয়ে দেন। এসব নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়ে আসছিল। এঅবস্থায় সকালের দিকে নিজ ঘরে গালায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পাভেল। ঘটনা জানতে পেরে পাভেলের বড় ভাই বাদি হয়ে সঠিক বিচারের দাবি করেন। এজন্য তাকে বাড়ি বন্ধি করে রাখে।

প্রতিবেশিরা জানান, পাভেলের সেচ মটর পুড়ে যায়। সংসারে নানা অভাব অনটন দেখা দেয় এবং  মা সকল কিছু রনিকে লিখে দেওয়ার কারনে পাভেল একপ্রকার মানুষিক রোগী হয়ে পড়ে। কিন্তু তার বড় ভাই রয়েল পাগল বা মানুষিক রোগী না। সে আসল ঘটনা বের করার জন্য বাদি হতে চায়, কিন্ত অজ্ঞাত চাপে তাকে বাড়ি বন্ধি করা হয়।

কালিগঞ্জ হাট এলাকার বাসিন্দা সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমেনা আহম্মেদ জানান, পাভেলের সেচ মটর পুড়ে যায় ও টাকার অভাব অনটনে পড়ে। সে দীর্ঘদিন ধরে এক প্রকার রোগী ছিলেন।  তার সংসার কিভাবে চলত জানতে চাইলে তিনি জানান শ্বশুরের এলাকায় ছোট খাটো দোকান করতো। এখন প্রশ্ন যদি পাভেল পাগল হয় তাহলে সেচ মটর ও দোকান কিভাবে পরিচালনা করতেন।

সকালে পাভেলকে ঘরে রেখে স্ত্রী  বাহিরে আসেন। কিচুক্ষন পর ঘরে গিয়ে স্বামীকে ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে। পরে পরিবার ও গ্রামের লোকজন এবং থানা পুলিশ কে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, আত্মহত্যা কারী পাগল ছিলেন। তার দুটি মেয়ে সন্তান আছে। একজনের বিয়ে হয়ে গেছে। অপরজন ছোট। তার স্ত্রী  ক্যানসারে আক্রান্ত। স্ত্রী  পাভেলকে বলতো আমি মারা গেলে সন্তানদের দেখ। কিন্তু স্ত্রী  জীবিত আর স্বামী পাভেল আত্মহত্যা করল এটা তার স্ত্রী  মানতে পারছেন না। তার স্ত্রী জীবিত সে বাদী না এজন্য ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর