

সোমবার ২৯ মে ২০২৩
সোমবার ২৯ মে ২০২৩
আদালত প্রতিবেদক:প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় একদিনের রিমান্ড শেষে জামিন পেয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।
এদিন দুপুর ১২টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির জামিন মঞ্জুর করেন।
গত ২০ মে আদালত জামিন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন
প্রতারণার অভিযোগে গত ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নোবেল তাদের রাজধানীর থানাধীন হিরাঝিল হোটেলের দ্বিতীয় তলায় যেতে বলেন। গত ২৫ মার্চ মামলার বাদী সাফায়েত ইসলাম ও তার বন্ধু হাবিবুর রহমান দুজন সেখানে যান এবং অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়ে আলোচনা হয়।
আলোচনার পর গান গাওয়ার জন্য মোট এক লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়। তখন নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এ সময় নোবেল অনুষ্ঠানের আগে অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে বলে জানান এবং তার ব্যাংক অ্যাকাউন্ট দেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩০ মার্চ সিটি ব্যাংক এটিএম বুথ শরীয়তপুর শাখা থেকে ৪৭ হাজার টাকা পাঠানো হয়। এরপর গত ১৪ এপ্রিল একই শাখা থেকে এক লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে মোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। ব্যাংক থেকে টাকা তুলে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তবে নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।
মঙ্গলবার ৩০ মে ২০২৩
মঙ্গলবার ৩০ মে ২০২৩
বিনোদন প্রতিবেদক: অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। সাফটা চুক্তির আওতায় আগামী শুক্রবার (১২ মে) ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। এই সিনেমার মধ্যদিয়ে দেশের বাজারে বছরে ১০টি বিদেশি সিনেমা মুক্তির সূচনা হচ্ছে। যা বদলে দিবে এই শিল্পকে- এমনটাই মনে করছেন অনেকে।
‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘আমরা সব হলে ছবিটি দিচ্ছি না। যেসব সিনেমা হলের মান ভালো, সেখানেই একমাত্র “পাঠান” চলবে। আর হলগুলো নিয়ন্ত্রণ হবে একটি সার্ভারের মাধ্যমে। এর মধ্যে সিনেপ্লেক্স গুলোতে নিয়ন্ত্রণের বিষয়টি আগে থেকেই আছে।
তবে দেশের যেসব হলে এই প্রযুক্তিটি নেই, সেখানে আমরা নিজস্ব সার্ভার বসাচ্ছি। আর যারা ছবিটি চালাতে চাচ্ছে তাদের বলেছি, হলের পরিবেশটি সুন্দর করার। আশা করি, দেশের দর্শকরা আগামীতে ভালো কিছু পাবে।’
এই নির্মাতা জানান, ‘পাঠান’র পর দেশের বাজারে আসছে বলিউড ভাইজানের নতুন সিনেমা। ফরহাদ সামজি পরিচালিত সালমান খানের ‘কিসিকা ভাই কিসিকা জান’ আনার চেষ্টা চলছে। যার ঘোষণাও আসবে খুব শিগগিরই।
এ প্রসঙ্গে মামুন বলেন, ‘সরকার দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে বিদেশি ছবি আমদানির অনুমতি দিয়েছে- আশা করি, এই সময়ের মধ্যেই দেশের হলগুলো ঘুরে দাঁড়াবে। আর ১০টি ছবির অনুমতি দিয়েছে। “পাঠান” আসার পর তো আরও ৯টি ছবি থাকছে। আমরা এরই মধ্যে পরবর্তী ছবির বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এরপর দর্শক দেখবে সালমান খানের “কিসিকা ভাই কিসিকা জান”। এভাবে বছরজুড়েই থাকছে নতুন ছবি।
এদিকে, ‘পাঠান’র বিপরীতে ওপার বাংলায় যাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’। অনেকেই ইতিমধ্যে নতুনের সঙ্গে পুরোনো সিনেমার আমদানি-রপ্তানির বিষয়টি নিয়ে কথা তুলেছে।
এ প্রসঙ্গে মামুন বলেন, ‘আমরা ২০১৯ সালে আবেদনটি করি। সেসময় “পাঙ্কু জামাই”-ই নতুন ছবি ছিল। আর এর বিপরীতে কথা হয়েছিল জয়া আহসানের “বিনিসুতোয়”র। সেসময় “পাঙ্কু জামাই” সেখানে মুক্তিও পায়। এরপর আমাদের আনার পালা ছিল। তার মধ্যেই তো করোনা চলে আসল। এখন আমরা “পাঠান” আনছি। তো এখানে নতুন-পুরোনোর কি আছে? আর “পাঠান” নিয়ে কিন্তু দর্শকদের দারুণ সাড়া পাচ্ছি। এরই মধ্যে প্রায় ৮০% টিকিট বিক্রি হয়ে গেছে। এমনটি চলতে থাকলে, দেশের বাজারে অন্যরাও বিদেশি সিনেমা আনতে আগ্রহী হবেন। শুধু তাই না, দেশেও ভালো সিনেমা নির্মাণ হবে।’
অন্যদিকে, ‘পাঠান’ মুক্তির মধ্যদিয়ে চলচ্চিত্র শিল্পে আশার আলো দেখছে হল মালিকরা। তাদের কথায়, দেশের প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি পেলে এই শিল্প ও সরকার দু’জনেই লাভবান হবে।
আরও পড়ুন: বিদেশি সিনেমার মুক্তি পেছাতে সংবাদ সম্মেলন
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ভালো ছবি চললে দর্শক হলে আসবেই। আমরা কিন্তু “পরাণ” ও “হাওয়া’র বেলায় বিষয়টি দেখেছি। বিদেশি ছবি যখন বাংলাদেশে আসবে তখন ভালো গল্পের সিনেমা নির্মাণের প্রতিযোগিতাও বাড়বে। ভালো সিনেমা হলে মানুষ হলমুখী হবেই- এটা নিশ্চিত।’
যমুনা ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এ আই রাজু বলেন, ‘বাংলাদেশে দর্শকদের কমতি নেই। যার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। ভালো ভালো সিনেমা দেশে মুক্তি পেলে মানুষ হলে আসবেই। আরেকটা বিষয়, দর্শকরা এখন উৎসব কেন্দ্রিক হলে আসছে। অনেক সিনেমা হলও ঈদকে কেন্দ্র করে চালু হয় আর ঈদ উৎসবের পর তা বন্ধ হয়ে যায়। এখন যদি নিয়মিত বিদেশি সিনেমা দেশে আসে, তাহলে সেই বন্ধ হয়ে যাওয়া হলগুলো পুরোদমে চালু হয়ে যাবে। আর দেশের প্রযোজক ও নির্মাতারা ভালো সিনেমা নির্মাণের সাহস পাবে।’
সোমবার ২৯ মে ২০২৩
ভোলা (বিশেষ) প্রতিনিধি : দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে নেমে কাঙ্খিত ইলিশ পাচ্ছেনা ভোলার জেলেরা, চরম হতাশা ও অভাব অনটনের মধ্যে দিন জেলেদের। চলছে ইলিশের আকাল। নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক জেলে। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ইলিশের অভয়াশ্রম ভোলার ইলিশা থেকে চরপিয়ালের ৯০ কিলোমিটার, ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ স্বীকারে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ।
নিষেধাজ্ঞা শেষে ৩০ এপ্রিল মধ্যরাত থেকে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নদীতে নামে ভোলার জেলেরা। কিন্তু নদীতে নেমে মাছ না পাওয়ায় হতাশ তারা, যে মাছ পায় তা বিক্রি করে তেল খরচই উঠছে না। ভোলার তুলাতুলি ও ভোলার খাল মাছঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায় শুনশান নীরবতা মাছঘাটগুলোতে। নেই জেলে, পাইকার, আড়তদারদের হাকডাক। অনেকটা অলস সময় পার করছেন ইলিশের সাথে সম্পৃক্তরা। তুলাতুলি এলাকার জেলে মুছা মাঝি বলেন, ৬ জন মাঝিমাল্লা নিয়ে নদীতে গেছি ইলিশ মাছ ধরতে। নদীতে ২ বার জাল ফেলে ১ হাজার ৯ শ’ টাকার মাছ পাইছি। তেলের টাকা দিয়ে ভাগে ২শ’ টাকা করে পরছে। হতাশা নিয়ে তিনি আরো বলেন, কিভাবে কি করবো বুঝতেছিনা। তার মতো একই অবস্থা ভোলার বেশিরভাগ জেলের।
তুলাতুলির অপর জেলে আবু বলেন, এনজিও থেকে লোন নিয়ে জাল আর নৌকা বানিয়েছি। এখন নদীতে গিয়ে আশানুরূপ মাছ পাইনা, যা পাই তা বিক্রি করলে নিজেদের খরচই চলেনা। এনজিওর কিস্তি দিবো কিভাবে ? এনজিও ওয়ালারা বাড়িতে গিয়ে বসে থাকে কিস্তির টাকার জন্য। ভোলার খালের জেলে সহিজল বলেন, অভিযানের সময় ধার-দেনা করে চলছি। অভিযান শেষ হইছে আশা করছি নদীতে গিয়ে বড় বড় মাছ পামু। সেই মাছ বিক্রি করে বিগত দিনের ধার-দেনা শোধ করমু, কিন্তু অভিযানের পরে এখন নদীতে গিয়ে মাছ পাইনা। তুলাতুলি মাছঘাটের আড়ৎদার মো: মঞ্জু বলেন, ঢাকা, যশোর, খুলনার মোকাম থেকে দাদন এনে জেলেদের দিয়েছি, জেলেরা নদীতে মাছ আশানুরূপ মাছ পাচ্ছেনা, আমরাও মোকামে মাছ সরবরাহ করতে পারছিনা। মোকামের খুব চাপে আছি। ইলিশ সম্পদসহ মাছের অভয়াশ্রমে ২ মাসের অভিযান শতভাগ সফল হয়েছে। এতে মাছের উৎপাদন বাড়বে বলে দাবি করছেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, নদীতে মাছ কম হওয়ার কারণ হলো পর্যাপ্ত বৃস্টিপাত না হওয়া। তবে জুনের দিকে ইলিশসহ সকল ধরনের মাছ প্রচুর পরিমানে ধরা পড়বে বলেও আশাবাদী তিনি।
সোমবার ২৯ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক:প্রতারণার মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আজ শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘নোবেলের নামে একটা প্রতারণার মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যান নাই, যার ফলে তারা বাদী হয়ে মামলা করেছেন। সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ।
রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ‘ডিএমপি মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২২’ এ ৯৩৩ জন পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
এর আগে ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ নোবেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নোবেলের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ আছে। এ ছাড়া তার বিরুদ্ধে মামলা আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্যই ডিবি কার্যালয়ে আনা হয়েছে।’
সম্প্রতি একটি অনুষ্ঠানে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়।
জানা যায়, গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ব্যাচ ২০১৬’র প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। ১৭ মে আদালত মামলা আকারে এজাহার গ্রহণ করেছেন।
এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।
প্রসঙ্গত, নিজেকে ‘নোবেল ম্যান’ হিসেবে পরিচয় করানো নোবেল ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন। সম্প্রতি কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি।কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন শিল্পীর দিকে। ওই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
মঙ্গলবার ৩০ মে ২০২৩
মঙ্গলবার ৩০ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্পকলা কিংবা সাহিত্যে অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে সফল হওয়ার সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রিয়জনের মন পেতে হলে পছন্দ অনুযায়ী উপহার দিন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশ যাত্রায় হাতছাড়া হওয়া সুযোগ ফিরে আসতে পারে। কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চললে আপনারই ভালো। কেনাকাটায় সতর্ক থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। যাবতীয় কেনাকাটায় সতর্ক থাকুন। দূরের যাত্রায় না যাওয়ায় ভালো।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে। পাওনা আদায়ে কুশলী হোন। স্বাস্থের প্রতি যত্ন নিন। কেনাকাটায় বাড়তি কিছু ক্রয়ের প্রবণতা পরিহার করুন। জনসমাগম এড়িয়ে চলা উচিত।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুক দেখুনÑ কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। কেনাকাটায় সতর্ক থাকলে আপনার ভালো হবে। তীর্থ ভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। দূরের যাত্রায় না যাওয়ায় ভালো।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চাইতে ভালো চাকরি পেতে পারেন। ফেসবুকে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাবেন। কেনাকাটা করুন ভেবেচিন্তে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পাবেন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। দূরের যাত্রায় যাওয়া ঠিক হবে না।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষার্থীদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। জনসমাগম এড়িয়ে চললে আপনারই ভালো। কেনাকাটায় বাড়তি কিছু কিনবেন না।
শনিবার ২৭ মে ২০২৩
মঙ্গলবার ২৩ মে 20২৩