Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

কেউ ভোট দিতে না পারলে চিৎকার দিতে বললেন সিইসি

প্রকাশিত:রবিবার ১১ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:কেউ ভোট দিতে না পারলে চিৎকার দিলে সিসি ক্যামেরা দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার দুপুরে সিলেট নগরের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘সিলেট সিটি নির্বাচনের ভোটকেন্দ্রগুলো থাকবে সিসি ক্যামেরার আওতায়। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না। কেউ যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারেন, তাহলে চিৎকার দেবেন। আমরা সিসি ক্যামেরায় তা দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

প্রার্থীদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারা এমন কিছু করবেন না, যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেব।

পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার টানানো ও তা অপসারণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এত নিষ্ঠুর হতে পারব না। এটা নিয়ে আইন আছে। পুলিশ চাইলে পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলতে পারে।  এটা (পলিথিন) বৈশ্বিক সমস্যা। তাই সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার লাগানো যাবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ।


আরও খবর



রাস্তার পরিপক্ব সরকারি গাছ নিধন ক্ষুব্ধ তানোরবাসী! হয়নি ব্যবস্থা

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে এতিম খানা ও মাদ্রাসার দোহায় দিয়ে  সরকারি রাস্তার তরতাজা  পরিপক্ব কিছু আম গাছ কাঁটার অভিযোগ উঠেছে  শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির)  মালশিরা গ্রামে বুধবার সকালের দিকে ঘটে গাছ কাটার ঘটনাটি। গাছ কাটার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা, সেই সাথে গাছ নিধন কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে। গাছ নিধন কারী শিক্ষকের নাম হাবিবুর রহমান।    
 
জানা গেছে, বুধবার সকালের দিকে  উপজেলার মালশিরা গ্রামের মালশিরা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান পরিপক্ব তিন চারটি আম গাছ শ্রমিক দিয়ে কেটে রাস্তার পাশে ফেলে রাখেন। গাছ নিধনের বিষয় টি বিএমডিএর সহকারী প্রকৌশলীকে অবহিত করলে তিনি   ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে কাটা গাছগুলো জব্দ করেন। কিন্তু গাছ নিধন কারীকে ছেড়ে দেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। 

গাছ নিধন কারী শিক্ষক হাবিবুর রহমানের মোবাইলে ফোন দিয়ে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা না বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।স্থানীয়রা জানান, উপজেলাটি খরা প্রবন ও বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে গাছপালা বন জঙ্গল প্রচুর পরিমানে ছিল। কিন্তু দিনের দিন গাছপালা বন জঙ্গল উজাড় হতেই আছে। একারনে সামান্য খরতাপ সহ্য করা যায় না। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলার জন্য সরকারি ভাবে গাছ রোপন করা হয়। কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক কিভাবে কার অনুমতিতে তরতাজা পরিপক্ব প্রকাশ্যে গাছ কেটে ফেললো সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা না নিলে নিধন হতেই থাকবে। যেখানে সরকার আইন করেছে নিজস্ব গাছ কাটতে হলেও সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিতে হবে। তাহলে মাদ্রাসা শিক্ষক হাবিবুর কার ইশারায় গাছ কাটলেন। যে অনুমতি দিয়েছেন এবং যিনি কেটেছেন উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া একান্ত দরকার। নচেৎ তাদের দেখাদেখি আরো গাছ নিধন হতেই থাকবে। 

১ নম্বর ওয়ার্ডের মেম্বার কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক বলেন, গাছ কাটার বিষয়ে আমার কিছুই জানা নেই। আমি পরিষদের মিটিংয়ে আছি।বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে, নিলামে বিক্রি করা হবে। কোন অনুমতি ছাড়াই গাছ কেটেছেন যিনি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান,প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এটাই ব্যবস্থা বলে দায় সারেন ।


আরও খবর



ডোমারে নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে জরিমানা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডোমারে নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের দায়ে জরিমানাসহ জল ধংস করেছে করা ভ্রাম্যমান আদালতের বিচারক। গত রবিবার দুপুরে উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় রাকিব ইসলাম নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটোয়ারী পাড়া গ্রামে অভিযান পরিচালনা করলে ১২টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালের ৪ এর (ক) এর ১ ধারা লংঘনের দায়ে ৫ এর (২) এর খ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চায়না জালসহ অবৈধ সকল জাল ক্রয়, বিক্রয় ও ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মামুনুর রশিদ। অভিযানে সহযোগিতা করেন ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।


আরও খবর



বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র উপদেষ্টা এবং বিএনপি'র সাবেক সাংস্কৃতিক সম্পাদক মরহুম গাজী

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র উপদেষ্টা এবং বিএনপি'র সাবেক সাংস্কৃতিক সম্পাদক মরহুম গাজী মাজহারুল আনোয়ারের ১ম মৃত্যু বার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবেদন।


আরও খবর



সিরাজগঞ্জে মেডিকেল হাসপাতালে রাত হলেই ডাক্তার নার্সদের দেখা মেলে না

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪৭জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাত হওয়ার সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দেখা মেলা না। আজ রাত ২টার দিকে মীর মোঃ মুন্নার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এমন ঘটনা ছড়িয়ে পড়লে জেলার সচেতন মানুষ বিস্মিত হয়ে কমেন্টসের নানান বিষয় মন্তব্য করতে শুরু করেন।

দিনের বেলা ঠিক থাকলেও রাতের শিফট্ ভাগ হলে ডাক্তার তেমন থাকে না। ডাক্তার না পেয়ে গতকাল রাতে তাড়াশ থেকে নিয়ে আসা এক রোগীকে পাশ্ববর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এমনটাই বলেছেন ভর্তি হওয়া সুমনার স্বামী রাকিব।সোমবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাত ২টার দিকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সরকার দলীয় কাজে উল্লাপাড়া থেকে আসার সময় হঠাত অসুস্থ হয়ে পরে। শিয়ালকোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর মোঃ মুন্নাকে অবহিত করলে তিনি শহীদ এম.মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ছুটে আসেন এবং কর্তব্যরত চিকিৎসকের খোঁজাখুঁজি শুরু করেন। রোগীর অবস্থা আরো জটিলতা দেখা দিলে মীর মুন্নার আত্মচিৎকার ও ডাকাডাকিতে দরজার শিকল খুলে নার্স এগিয়ে এসে ডাক্তার নাই বলে চলে যেতে থাকে এমন সময় তাকে রোগীর অবস্থা বললে কর্তব্যরত ডাক্তারকে ফোন দেয়। দায়িত্বে থাকা ডাক্তারের নাম জানতে চাইলে তিনি বলেন আজকে ডাঃ আলামিন স্যার থাকার কথা কিন্তুু তিনি বাসায় আছেন। বারবার ফোন দিচ্ছি তিনি ধরছেন না পরে ফোন নাম্বার নিয়ে পুনরায় ফোন দিলে তার ফোনটি কেটে দিয়ে বন্ধ করে রাখে।ডাক্তার ও নার্সদের অবহেলার বিষয়ে জানতে চাইলে পরিচালক সাইফুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা কোন ভাবেই কাম্য নয়। আমি এর সত্যতা পেলে জড়িত ডাক্তারের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবো।উপ-পরিচালক ডাঃ কৃষ্ণ কুমার পাল বলেন, আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম তবে এটি খুবই দুঃখজনক। এখানে জরুরী বিভাগে ২৪ঘন্টা সেবা দেওয়া হয়ে থাকে। ডাক্তার ও নার্সদের থাকার জন্য এসিসহ অন্যান্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। আমাদের করা নির্দেশনা দেওয়া আছে কোন ধরনের ডাঃ অসাধুপায় অবলম্বন করলে ইতিপূর্বে ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো নেওয়া হবে।

আরও খবর

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল গবেষণা

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

দেশে ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




ফ্যানের সঙ্গে ঝুলছিল অভিনেতার মেয়ের মরদেহ

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:দুই মেয়ে এবং স্ত্রীসহ চেন্নাইতে বসবাস করতেন দক্ষিণ ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক ও অভিনেতা বিজয় অ্যান্টনি। সেখানেরই একটি প্রাইভেট স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ে তার বড় মেয়ে মীরা (১৬)। মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) ভোরে মীরার রুমে যান বিজয়। দেখেন, নিজের ওড়না গলায় পেঁচানো অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলছে মেয়ে। তাৎক্ষণিক নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মীরা আত্মহত্যা করেছেন। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দীর্ঘদিন মানসিক চাপে ভুগছিলেন মীরা। হতাশার নীল সাগরে ডুবে শেষে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

এদিকে কর্তব্যরত পুলিশ জানিয়েছে, মীরার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মীরার আত্মহত্যা নিয়েও তদন্ত শুরু হয়েছে। বড় মেয়ে মীরাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। হঠাৎ এমন ঘটনায়  হতবিহ্বল পুরো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি।


আরও খবর

পরীমণি-বুবলী একসঙ্গে খেলবেন!

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩