Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

কী ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার ২০২৩ সালেও বিপর্যয়!

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; বিশ্বজুড়ে যে কয়েকজন ভবিষ্যৎদ্রষ্টা জনপ্রিয়, তাদের মধ্যে অন্যতম বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার এই রহস্যময় মানুষের বলে যাওয়া অনেক কথাই সত্যি হয়েছে বলে দাবি করা হয়। এজন্য তাকে বুলগেরিয়ার নস্ত্রাদামুস বলা হয়। ১২ বছর বয়সে ধুলোঝড়ে তিনি হারিয়েছিলেন চোখের দৃষ্টি। তবে তার মতে, এই ঘটনা ছিল শাপে বর। সৃষ্টিকর্তার আশীর্বাদ। কেননা তার পর থেকেই অন্তরের দৃষ্টিতে তিনি ভবিষ্যৎ চাক্ষুষ করতে পারেন বলে দাবি করা হয়। বলে গিয়েছিলেন আগামীর কথা।

রহস্যজনকভাবে তার অনেক কথাই মিলে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়। এমনকি টুইন টাওয়ার হামলার মতো ঘটনার কথাও তিনি বলে যেতে পেরেছিলেন। এই কারণেই তার ভবিষ্যৎবাণীকে গুরুত্ব দেন বহু মানুষও।

২০২৩ নিয়েও বেশ কিছু কথা বলে গেছেন তিনি। যদিও তা যে সুখবর বয়ে আনছে, এমনটা বলা যায় না। করোনা বিপর্যয় কাটিয়ে ২০২২ খানিক সুস্থির হয়েছিল। যদিও বছরের শেষভাগে এসে ফের করোনা সংক্রমণের আশঙ্কা গ্রাস করছে মানুষকে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, বাবা ভাঙ্গার কথাতেও লুকিয়ে আছে বিপর্যয়েরই ইশারা। তার মতে, প্রাকৃতিকভাবে ২০২৩-এ বহু আশ্চর্য ঘটনা ঘটবে। যার মধ্যে উল্লেখ্য হলো, পৃথিবীর কক্ষপথে পরিবর্তন। আপাতভাবে এ কথার গুরুত্ব হয়তো আমরা সেভাবে বুঝতে পারি না। তবে যদি তা হয়, তাহলে কিন্তু এর ফলে পৃথিবী বদলে যাবে অনেকটাই।

যে উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এখনই সারা পৃথিবী ত্রস্ত, তা কয়েক গুণ বেড়ে যাবে এর দরুন। তাতে পরিবর্তন আসবে জলস্তরেও, একইভাবে জনজীবনও মারাত্মকভাবে প্রভাবিত হবে। পৃথিবীর কক্ষপথের এই পরিবর্তনের কথাই বলে গিয়েছেন ভাঙ্গা বাবা। পাশাপাশি, তার অনুমান ‘সোলার সুনামি’ হতে পারে এই ২০২৩-এই। প্রায় বিরল এ ঘটনা। যা প্রযুক্তির ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া জৈব অস্ত্রের ব্যবহারের ফলে পৃথিবী যে বিপদের মধ্যে পড়তে এমনটাও ছিল তার অনুমান। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের গতিপ্রকৃতির দিকে চোখ রাখলে এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলেই মত অনেকের। সব মিলিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে ২০২৩-এর জন্য যে বিশেষ সুখবর নেই, তা বলাই যায়।


আরও খবর



জলঢাকায় ১২ টি পরিবারের ২৩ টি ঘর ভয়াবহ আগুনে পুরে ছাই

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image
শাহজাহান কবির লেলিন , জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ দেশিবাই হাজিপাড়া এলাকায় ভয়াবহ আগুনে ১২ টি পরিবারের ২৩ টি ঘর পুরে ছাই হয়েছে। জানাগেছে, বুধবার ১০ই মে দুপুরে ওই এলাকায় এ ঘটনাটি ঘটে। জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রিফাত আল মামুন  জানান, দুপুর দের টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে ১২ টি পরিবারের ২৩ টি ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ টাকা। এদিকে বিকেলে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৫ হাজার করে টাকা এবং কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক,কাঠাঁলী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ।


ক্ষতিগ্রস্তরা হলেন - মমতাজ আলী, আব্দুল কাইয়ুম, মোনাব্বেরুল ইসলাম, নুরুজ্জামান, ছাবের আলী, মমিনুর মিয়া, জোনাব আলী, আনিছুর রহমান, হবিবর রহমান, মোস্তাফিজুর, রেজাউল করিম ও হযরত আলী।

আরও খবর



অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই: রাষ্ট্রপতি

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকদেশে অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় চার দিনব্যাপী সফরের তৃতীয় দিনে আজ বুধবার সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় গণতন্ত্র ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দেশি-বিদেশি যেকোনো অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

‘জনগণই সকল ক্ষমতার উৎস’ উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব অপশক্তিকে প্রতিহত করবেন এবং তাদেরকে মাথা উঁচু করার কোনো সুযোগ দেবেন না।

গণতন্ত্রকামী দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্র যাতে তমসাচ্ছন্ন না হয়; কোনো অশুভ শক্তি যেন এখানে ভর করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু যে আশা-ভরসা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তা হলেই এই দেশ বিনির্মাণে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘আইনানুযায়ী একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই একটি নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। অনির্বাচিত সরকারের অধীনে কোনো রকম নির্বাচন হওয়ার সুযোগ নেই। দেশে  সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজনৈতিক দলগুলোকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে চলে আসার অনুরোধ জানান। তিনি সহিংসতার পথ পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের পথে ফিরে আসতে বিবাদমান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের শিখরে আজ। এ সরকার বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। বিশ্বের বুকে বাংলাদেশ গর্বে উচু করে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান এ গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

এর আগে, ডায়াবেটিক সমিতিতে পৌঁছালে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম।

পাবনা ডায়াবেটিক সমিতির আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এবং ডায়াবেটিক সমিতির সহসভাপতি ডা. মনোয়ারুল আজিজ প্রমুখ।

বাসস,


আরও খবর



যুক্তরাষ্ট্র থেকে চিনির পর এবার তেল কিনছে সরকার

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার পর এবার সয়াবিন তেল কিনছে সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে ১৪০ টাকা লিটার দরে ১ কোটি ১০ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারি এ বিপণন সংস্থার জন্য দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ১৮৩ টাকা লিটার দরে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলের পাশাপাশি দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ১০৫ টাকা কেজি দরে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনা হবে।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তেল ও চিনি কেনার অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন (স্থানীয় এজেন্ট ওএমজি লিমিটেড) থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪০ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৭০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা। লিটার প্রতি দাম পড়বে ১৮২ টাকা ৬৫ পয়সা। সিটি এডিবল অয়েল কোম্পানি থেকে এই তেল কেনা হবে।

সাঈদ মাহবুব খান বলেন, জরুরি প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩১ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৫ টাকা। ব্রান্ড শেয়ার ট্রেডিং লিমিটেড মাইডস থেকে এ চিনি কেনা হবে।

এর আগে, গত ১৭ মে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কেনার অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দেশটির এক্সেনচুয়াল টেকনোলজি ইনকরপোরেশন থেকে এ চিনি কেনা হবে। এতে খরচ ধরা হয়েছে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। প্রতি কেজি চিনির দাম ধরা হয় ৮২ টাকা ৮৫ পয়সা।


আরও খবর



গবেষণাগার থেকে করোনা ছড়ানো আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন চীনেরই সাবেক এক শীর্ষ সরকারি বিজ্ঞানী। চীনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে অধ্যাপক জর্জ গাও মহামারী মোকাবিলা এবং এর উৎপত্তি খুঁজে বের করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খবর বিবিসির।

উহানের একটি গবেষণাগারে এই রোগের উদ্ভব হতে পারে- চীনের সরকার এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে। অধ্যাপক গাও স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেছেন, ‘আপনি সব সময় যে কোনো বিষয়ে সন্দেহ করতে পারেন। এটিই বিজ্ঞান। কিছুই উড়িয়ে দেওয়া যায় না।

বিশ্বের একজন নেতৃস্থানীয় ভাইরোলজিস্ট এবং ইমিউনোলজিস্ট অধ্যাপক গাও গত বছর সিডিসি থেকে অবসর নেওয়ার পর এখন চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

চীনা সরকার যে গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ানোর তত্ত্বটিকে তাদের সরকারি বিবৃতিগুলোর চেয়ে বেশি গুরুত্বসহকারে নিয়েছে, সে লক্ষণ পাওয়া গেছে। অধ্যাপক গাও বিবিসিকে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে (ডব্লিউআইভি) এ বিষয়ে এক ধরনের আনুষ্ঠানিক তদন্ত করা হয়েছে বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকার কিছু ব্যবস্থা নিয়েছে।’ তবে এতে তার নিজস্ব বিভাগ সিডিসি জড়িত ছিল না বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে অধ্যাপক গাওকে স্পষ্ট করে জিজ্ঞেস করা হয়, এর অর্থ কি সরকারের অন্য শাখা ডব্লিউআইভিতে একটি আনুষ্ঠানিক অনুসন্ধান চালিয়েছে? তিনি উত্তর দেন, ‘হ্যাঁ, সেই ল্যাবটিতে এ-সংক্রান্ত বিশেষজ্ঞরা দুবার অনুসন্ধান করেছিলেন।

ডব্লিউআইভি চীনের শীর্ষ জাতীয় গবেষণাগারগুলোর একটি, যেটি করোনা ভাইরাস নিয়ে গবেষণা করতে কয়েক বছর অতিবাহিত করেছে বলে পরিচিত। এটি এ ধরনের প্রথম স্বীকৃতি যে চীনে এ বিষয়ে কোনো ধরনের সরকারি তদন্ত হয়েছিল।


আরও খবর



ঝিনাইদহ জেলা বিএনপির’র কর্মসূচীতে বাধা প্রদান

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

কামরুজ্জামান ঝিনাইদহ: কেন্দ্রীয় বিএনপি দেশব্যাপী ঘোষিত কর্মসূচী অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বি.এন.পির উদ্যোগে অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচীতে বাধা প্রদান করা হয়। স্থানীয় তসলিমা ক্লিনিকের সামনে অবস্থান কর্মসূচী নিয়ে অগ্রসর হলে সেই খানেই বাঁধা প্রদান করা হয়। সভাপতিত্ব করেন- জেলা বিএনপি সভাপতি এ্যাড. এম. এ মজিদ। বক্তব্য রাখেন- জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপি সভাপতি মুন্সি কামাল আজাদ, জেলা সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান প্রমুখ। পরে ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিনিধি দল বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।


আরও খবর