Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

কোনাপাড়ায় দ্যা ড্রীম লাউন্জ রেষ্টুরেন্ট উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৭৯জন দেখেছেন

Image

মুসফিকুর রহমান:

রাজধানীর যাত্রাবাড়ি-ডেমরা কোনা পাড়ার আশপাশের এলাকার ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে চালু হয়েছ নতুন রেস্তোরাঁ দ্যা ড্রীম লাউন্জ। নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই রেস্তোরাঁ।কোনাপাড়া প্রধান সড়ক পলিক্যাবলস এর বিপরীতে এম.এস টাওয়ারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো রেস্তোরাঁটির। এটি হবে মূলত চাইনিজ,ফাষ্টফুড এবং বাংলা খাবারের কম্বিনেশন। ভোজন রসিক মানুষের জন্য এটি একটি নতুন ধরনের খাবার দোকান। আজ ৩০ ডিসেম্বর শুক্রবার এটির শুভ উদ্বোধন হয়।


দ্যা ড্রীম লাউন্জ রেস্টুরেন্টটির বিশেষ আকর্ষণ হচ্ছে মুখরোচক পিজা,বার্গার,স্যুপ,নুডুলস,কাচ্চি বিরিয়ানিসহ সকালের নাস্তা এবং দুপুরের খাবার। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দীর্ঘ সময়ে রকমারি চাইনিজ এবং বাংলাদেশি স্বাদে ক্রেতারা পাবেন নানা স্বাদের খাবার। তিন বেলা পৃথক পৃথক মেন্যুর সাথে থাকছে আপনার পছন্দনীয় সব ধরনের খাবারের বিশাল তালিকা।এছারাও ১০০ আসন বিশিষ্ট দ্যা ড্রীম লাউন্জ রেস্টুরেন্টটি পার্টি সেন্টার হিসেবে যে কোন অনুষ্ঠান যেমন বিয়ে গায়ে হলুদ,জন্মদিন,বিবাহ বার্ষিকীর যে কোন অনুষ্টানের জন্য সেবা দিতে প্রস্তত।আকর্ষনীয় ইন্টেরিয়র এবং পেশাদার ওয়েটারর সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশে রেস্তরাটি সকলের চাহিদা পুরন করতে পারবে।


এখানে থাকবে দোসা, রাজকাচুরি, দই ফুচকা, বাসমতী চালের কাচ্চি, মোরগ পোলাও, সরিষা ইলিশ, বিভিন্ন ধরনের কাবাব সহ হরেক প্রকার খাবারের বিশাল সমারোহ। সম্পূর্ণ দেশীয় পাঁচক দ্বারা প্রস্তুতকৃত এই খাবারের স্বাদ, আমেজ ও আতিথেয়তা পেতে নিমন্ত্রণ রইলো এই নতুন রেস্তোরাঁতে। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন নতুন সব অফার এবং রেসিপির খবর জানতে দ্যা ড্রীম লাউন্জ রেস্টুরেন্টটিতে ঘুরে আসতে পারেন


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ রোববার

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ড সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪টি বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাদের। তিনি বলেন, চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। রোববারের মধ্যে ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করতে পারব। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। জয়ী হবে এমন প্রার্থী বাদ দেয়া হয়নি।

তিনি বলেন, আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি, ভিন্নভাবে, জেলা বা বিভাগওয়ারি প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




সুন্দরগঞ্জে পাটবীজ উৎপাদনের চাষিপর্যায়ে মাঠদিবস অনুষ্টিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃবাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রানালয়ের অধিনস্ত পাট অধিদপ্তরের সুন্দরগঞ্জ উপজেলা পাট অফিস কতৃক আয়োজিত পাটবীজ উৎপাদন কারি কৃষকদের নিয়ে মাঠদিবস উৎযাপনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ধোপাডাঙ্গা ইন্দ্রিরার পাড় জামে মসজিদের সামনে পাটবীজ চাষি আদম আলীর সভাপতিত্বে  মাঠদিবস অনুষটানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন --গাইবান্ধা জেলা পাটউন্নয়ন অফিসার মাইদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মূখ্যপাট কর্মকর্তা,,মকবুল হোসেন পাটোয়ারি সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ+-সভাপতি ও পাট বীজ চাষি একেএম শামছুল হক,উপ সহকারি কৃর্ষি অফিসার আলী আজম,ফুলছড়ি উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর,ও সুন্দরগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা শরমিন আক্তার পাপ্পী প্রমুখ।মাঠ দিবস অনুষ্টানে ৫০শের অধিক চাষি উপস্হিত ছিলেন।আলোচনা পর্ব শেষে আদম আলীর নাভীপাট বীজ ক্ষেত পরিদর্শন করেন জেলা পাট উন্নয়ন অফিসার মাইদুল ইসলাম।, 


আরও খবর



এইচএসসিতে ডেমরায় সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ঈর্ষনীয় সাফল্য

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃএইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ।ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ বলে বোর্ড সূত্রে জানা গেছে।২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ৮৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে রেকর্ড গড়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসিতে মোট অংশ নেয় ১০৯৮ জন। এবার পাশের হার ৯৯.৮২ শতাংশ। এর মধ্যে ১০৯৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে ৭২৭ জন।  কৃতকার্য হয়েছে ৭২৭ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬৯৬ জন। ব্যবসায় শিক্ষায় মোট ২২৮ জন শিক্ষার্থী অংশ নেয় এবং  জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন। মানবিক শাখায় ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং । তার মধ্যে জিপিএ পেয়েছে ৬৮ জন।

প্রতিষ্ঠানের চোখ ধাঁধানো ধারাবাহিক অর্জন এইচএসসিসহ সকল পর্যায়ে। গৌরবোজ্জ্বল সাফল্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থী-অভিভাবকদের কাছে ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠেছে।  আনন্দঘন সাফল্যে শিক্ষার্থী-অভিভাবক সকলেই উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত।

ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে বলেন, শিক্ষকদের আপ্রাণ চেষ্টা ও অভিভাবকদের নিয়মিত তদারকির ফলেই ছেলে-মেয়েরা এইচএসসি পরীক্ষায় আশাব্যাঞ্জক ফল অর্জন করেছে।

এসএসসি ও এইচএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বারবার গৌরবোজ্জ্বল ফল অর্জন করে। ২০১৫ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে প্রথম হয়েছে, ২০১২ সালে হয়েছে দ্বিতীয়। ২০০৭ সালে শতকরা পাসের ভিত্তিতে এইচএসসিতে ঢাকা বোর্ডে এ প্রতিষ্ঠান প্রথম হয়। কেবল শ্রেণিকক্ষের লেখাপড়া নিয়েই এ প্রতিষ্ঠান সীমাবদ্ধ নয়, একটা বিস্তৃত সাংস্কৃতিক পরিমণ্ডলও রয়েছে।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




মিধিলির প্রভাব; দুবলার চরে শুটকি পল্লীতে ৮৫ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে সুন্দরবনের দুবলাসহ বিভিন্ন চরের শুঁটকির ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত বৃষ্টি ও রোদ না থাকায় পচে গেছে শুঁটকি তৈরির জন্য মাচা ও আড়ায় থাকা মাছ।

ঝড়ো বাতাসে মাছ শুকানোর আড়া ও মাচা ভেঙে পড়েছে। ফলে আনুমানিক ৮৫ লাখ টাকার শুঁটকি নষ্ট হয়েছে বলে দাবি জেলে, ব্যবসায়ী ও বন বিভাগের।

শুঁটকি পল্লির জেলে আবু তাহের শেখ বলেন, হঠাৎ করে দুই দিনের বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। মাচায় শুকানোর জন্য রাখা অনেক মাছ পচে গেছে।কিছু শুকনা মাছও নষ্ট হয়ে গেছে। অনেক শুকনো মাছ ঝড়ে বালুর মধ্যে পড়ে নষ্ট হয়েছে।

ব্যবসায়ী আবু হানিফ বলেন, ঝড় ও বৃষ্টিতে চরে থাকা বিপুল পরিমাণ শুঁটকি নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে আমরা বড় একটি ধাক্কা খেলাম।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, মিধিলির প্রভাবে ঝড় ও বৃষ্টিতে শুঁটকি পল্লিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। দুবলার চরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হিসাবে মিধিলায় আনুমানিক ৮০ থেকে ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে হওয়ায় এই ক্ষতি রাজস্ব আদায়ে তেমন প্রভাব পড়বে না। পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূল থাকলে, ক্ষতি পুষিয়ে নিতে পারবেন জেলেরা বলে দাবি করেন এই কর্মকর্তা।


আরও খবর



তাহিরপুর সীমান্তে তৈরি করা হয়েছে শতাধিক গুহা : দেখার কেউ নাই

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কয়লা পাচাঁরের জন্য তৈরি করা হয়েছে শতাধিক গুহা। এসব চোরাই গুহা (মৃত্যুর কূপ) থেকে কয়লা আনতে গিয়ে সম্প্রতি ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারপরও গত ২দিনে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ও চোরাকারবারীরা প্রায় ২হাজার মেঃটন কয়লা পাচাঁর করেছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের একাধিক মামলার আসামী ইয়াবা কালাম মিয়া,তার সহযোগী লাকমা গ্রামের হোসেন আলী,একই গ্রামের রতন মহলদার, কামরুল মিয়া,মোক্তার মিয়া,মানিক মিয়া,বাবুল মিয়া,দুধের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া ও মনির মিয়াগং বালিয়াঘাট সীমান্তের লালঘাট বড় মসজিদ থেকে শুরু করে লাকমা হয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির পিছন পর্যন্ত প্রায় ২কিলোমিটার এলাকা জুড়ে গভীর গর্ত করে শতাধিক চোরাই কয়লার গুহা (মৃত্যুর কূপ) তৈরি করেছে। এসব চোরাইগুহা দিয়ে প্রতিদিন ভোর থেকে একদল চোরাকারবারী মাথায় ও কাঁদে বহন করে এক বস্তা (৫০ কেজি) করে কয়লা পাচাঁর করে টেকেরঘাট বিজিবি ক্যাম্প সংলগ্ন নিলাদ্রী লেকপাড়ে অবস্থিত ডিপুতে নিয়ে বিক্রি করে। তবে মাঝে মধ্যে বিজিবির পক্ষ থেকে অভিযান চালিয়ে ৫-১০বস্তা আটক করা হয়। কিন্তু সোর্স পরিচয়ধারী ইয়াবা কালাম,হোসেন আলী,রতন মহলদার,কামরুল মিয়া,জিয়াউর রহমান জিয়া ও মনির মিয়া রাত ১১টার পর পুলিশ,বিজিবি ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে একবস্তা চোরাই কয়লা থেকে ৩শ টাকা চাঁদা নিয়ে ঠেলাগাড়ি ও লড়ি বোঝাই করে শতশত মেঃটন কয়লা ভারত থেকে পাচাঁর করে, পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে বিজিবি ক্যাম্প সংলগ্ন বড়ছড়া শুল্কষ্টেশনের বিভিন্ন ডিপুতে নিয়ে মজুত করে।

একই ভাবে বরুঙ্গাছড়া ও রজনীলাইন এলাকা দিয়ে রুস্তম মিয়া,নুরজামাল,ফাইজু মিয়াগং কয়লা পাচাঁর করে জয়বাংলা বাজারের কাঠের ব্রিজের পাশের ডিপুতে মজুত করে বিক্রি করে। কিন্তু এসব অবৈধ কয়লা ও চাঁদা উত্তোলনকারী সোর্সদের আটকের জন্য নেওয়া হয়না কোন পদক্ষেপ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সোর্স পরিচয়ধারীরা কয়লার বস্তার ভিতরে করে ভারত থেকে অবাধে আনছে মদ, গাঁজা ও ইয়াবাসহ নানান মাদকদ্রব্য। আর এই চোরাচালান করতে গিয়ে চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে ও যাদুকাটা নদীতে ডুবে গত ১০বছরে স্কুলছাত্রসহ শতাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানাগেছে- প্রায় ৩বছর আগে সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে তাহিরপুর থানার সাবেক ওসি আব্দুল লতিফ তরফদার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরাই কয়লা ও মাদকসহ সোর্স পরিচয়ধারী ও অর্ধশতাধিক চোরাকারবারীকে গ্রেফতার করে মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়ে ছিলেন। কিন্তু তারা অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর সোর্স ও চোরাকারবারীরা জামিনে এসে তাদের গডফাদার তোতলাকে নিয়ে সিন্ডিকেড তৈরি করে গত ২বছরের বেশি সময় ধরে পার্টনারশীপের কয়লা ও মাদকের ব্যবসা করে হয়েগেছে কোটিপতি। এছাড়াও বর্তমানে উপজেলার লাউড়গড় সীমান্তে সোর্স পরিচয়ধারী বায়েজিদ মিয়া,জসিম মিয়াগং, চাঁনপুর সীমান্তে আবু বক্কর,আলমগীর,রফিকুল,শহিদ মিয়া,জামাল মিয়াগং, চারাগাঁও সীমান্তে রফ মিয়া,আইনাল মিয়া,সাইফুল মিয়া,আনোয়ার হোসেন বাবলু,শরাফত আলী,শামসুল মিয়াগং, বীরেন্দ্রনগর সীমান্তে লেংড়া জামাল,হযরত আলী ও নেকবর আলীগং অবাধে কয়লা,পাথর,চিনি,সুপারী,কাঠ,বিড়ি,গরু,ছাগল ও মাদকদ্রব্যসহ কসমেটিকস পাচাঁর করার পর সাংবাদিক,পুলিশ ও বিজিবির নাম ভাংগিয়ে প্রতিদিন লাখলাখ টাকা চাঁদাবাজি করলেও দেখার কেউ নাই।

এব্যাপারে উত্তর বড়দল ইউনিয়নের বর্তমান মেম্মার কফিল উদ্দিন বলেন- গত ২বছর যাবত সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও গরুসহ মাদকদ্রব্য ওপেন পাচাঁর করা হচ্ছে। আমি এসব অন্যায় কাজের প্রতিবাদ করেছি বলে, চোরাকারবারীরা প্রাণনাসের হুমকি দিয়েছে। এজন্য থানা সাধারণ ডায়রি করেছি। সীমান্তের লাকমা গ্রামের সোর্স পরিচয়ধারী হোসেন আলী বলেন- আমি কালাম মিয়ার নির্দেশে ভারত থেকে চুরি করে আনা কয়লার বস্তার হিসাব রাখি। পরে বিজিরি নামে কালাম আর পুলিশের নামে রতন ও কামরুল চাঁদা তুলে। এব্যাপারে তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন- কেউ পুলিশের সোর্স পরিচয় দিয়ে চাঁদা উত্তোলন করলে তাকে গ্রেফতারের জন্য সীমান্তের টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানীর কমান্ডার আনোয়ার হোসেন বলেন- পাচাঁরকৃত চোরাই কয়লা থেকে বিজিবির নামে কেউ চাঁদা নেয় কিনা তা খোঁজ নিয়ে দেখব, তবে কয়লা চোরাচালান বন্ধের জন্য আমরা চেষ্টা করছি।


আরও খবর