সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃগাইবান্ধা জেলায় যোগদানকৃত নবাগত জেলা প্রসাশকও জেলা ম্যাজিসস্ট্রেট কাজী নাহিদ রসুল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সুন্দরগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারি,রাজনৈতিক,নেতৃবিন্দু,সু-শীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক,এনজিও প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান,সচিবসহ সকল পর্যায়ের লোকজনের সাথে মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়ের শুরুতেই উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা সুমি কায়সার ওঅন্যান্য কযেকজন অফিসারের সাথে মতবিনিময় কালে তাদের দাপ্তরিক অ-দুদর্শিতা দেখে বলেন,,ফাঁকিবাজ কর্মকর্তা দিয়ে চলে এ উপজেলা। এর সাথে তিনি মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রশ্ন করেন যে,তিনি বেতন নেন কোথা থেক্কে এর উত্তরে ওই কর্মকর্তা কোন সদত্তোর দিতে পারেন নি।
জেলা প্রসাশক,কাজী নাহিদ রসুল,,,উপজেলার সকল কর্মকর্তা/দপ্তর প্রধানদের উদ্দ্যেশে বলেন,নিজ নিজ কাজের প্রতি যত্নশীল হয়ে,কাজের প্রতি আন্তরিকতা হোন,ও বড়দের কাছ থেকে অভিজ্ঞতা নিন।ইউপি চেয়ারম্যানদের মধ্যে তিনি ১২নং কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলমের কাজের প্রসংশা করেন এবং বাকিদের তার কাজের অনুসরন করতে বলেন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান,আশরাফুল আলম লেবু,ভাইচ --চেয়ারম্যান ডাক্তার শফিউল আলম,উম্মে ছালমা,উপজেলা নির্বাহী অফিসার,নুর-এ আলম,প্রমুখ।
মতবিনিময় শেষে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে,সহ সভাপতি একেএম শামছুল হক,প্রচার সম্পাদক এনামুল,সদস্য জাহিদ হাসান জিবন,আসাদ,আকাশ,সু-দীপ্ত শামিম,রানা,রাজু, ও উপজেলা প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক,এ মান্নান আকন্দ,হাবিবুর রহমান হবি,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে পৃথক, পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।