Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৬২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন সুজন নামে আরও একজন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শফিকুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চাকলায়।

শফিকুলের সহকর্মী সাগর বলেন, সকালে শফিকুল সাদ্দাম মার্কেটের পাশের একটি পাঁচ তলা নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় সাটারিং খুলছিলেন। তখন একটি রড ভবনের পাশে বৈদুতিক তারের সঙ্গে লেগে শফিকুল ও সুজন বিদুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে শফিকুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে।


আরও খবর



আগুন নির্বাপণে আরও চার-পাঁচ ঘন্টা লাগতে পারে: ফায়ার সার্ভিস

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪১জন দেখেছেন


আরও খবর



ফাঁকিবাজ কর্মকর্তা দিয়ে চলে উপজেলা সুন্দরগঞ্জে জেলা প্রসাশকের মতবিনিময়

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃগাইবান্ধা জেলায় যোগদানকৃত নবাগত জেলা প্রসাশকও জেলা ম্যাজিসস্ট্রেট কাজী নাহিদ রসুল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সুন্দরগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারি,রাজনৈতিক,নেতৃবিন্দু,সু-শীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক,এনজিও প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান,সচিবসহ সকল পর্যায়ের লোকজনের সাথে মতবিনিময়ে মিলিত হন।

মতবিনিময়ের শুরুতেই উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা সুমি কায়সার ওঅন্যান্য কযেকজন অফিসারের সাথে  মতবিনিময় কালে তাদের দাপ্তরিক অ-দুদর্শিতা দেখে বলেন,,ফাঁকিবাজ কর্মকর্তা দিয়ে চলে এ উপজেলা। এর সাথে তিনি মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রশ্ন করেন যে,তিনি বেতন নেন কোথা থেক্কে এর উত্তরে ওই কর্মকর্তা কোন সদত্তোর দিতে পারেন নি। 

জেলা প্রসাশক,কাজী নাহিদ রসুল,,,উপজেলার সকল কর্মকর্তা/দপ্তর প্রধানদের উদ্দ্যেশে বলেন,নিজ নিজ কাজের প্রতি যত্নশীল হয়ে,কাজের প্রতি আন্তরিকতা হোন,ও বড়দের কাছ থেকে অভিজ্ঞতা নিন।ইউপি চেয়ারম্যানদের মধ্যে তিনি ১২নং কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলমের কাজের প্রসংশা করেন এবং বাকিদের তার কাজের অনুসরন করতে বলেন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান,আশরাফুল আলম লেবু,ভাইচ --চেয়ারম্যান ডাক্তার শফিউল আলম,উম্মে ছালমা,উপজেলা নির্বাহী অফিসার,নুর-এ আলম,প্রমুখ।

মতবিনিময় শেষে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে,সহ সভাপতি একেএম শামছুল হক,প্রচার সম্পাদক এনামুল,সদস্য জাহিদ হাসান জিবন,আসাদ,আকাশ,সু-দীপ্ত শামিম,রানা,রাজু, ও উপজেলা প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক,এ মান্নান আকন্দ,হাবিবুর রহমান হবি,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে পৃথক, পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।


আরও খবর



সোনারগাঁওয়ে সাংবাদিক রাজুর উপর হামলার ঘটনায় মামলা ও আসামিদের গ্রেফতার দাবি

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের মৃত শাহাজাহান শেখের ছেলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে'র নির্বাহী সদস্য দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম রিপোর্টার রাজু আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৩১/৪১৮। 

জানা যায়, গত ২৪ শে জুলাই মাদক, ঘনঘন চুরি ও যত্রতত্র আবর্জনা ফেলার প্রতিবাদ করায় দুধঘাটা এলাকার আলী ভূইয়া, শামসুল ভূইয়া, শাহাজালাল, হুসাইন ও আবুল ভূইয়ার নেতৃত্বে ২০ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী সাংবাদিক রাজুর উপর হামলা চালায়। ওইদিন রাত আনুমানিক পৌনে ৯ টায় সাংবাদিক নেতা রাজুকে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক নিকটস্থ একটি ফার্মেসীর ভিতরে নিয়ে যায়। টানা দেড় ঘন্টা নির্যাতন করে  হত্যার চেষ্টা করে। একপর্যায়ে রাজু আহমেদ চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে সোনারগাঁও থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাংবাদিক রাজু। পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে মামলা গ্রহন করে।

হামলার ঘটনার পরপর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডিইউজের সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম  বিবৃতি দেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আসামীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। 

হামলার বিষয়ে সাংবাদিক নেতা রাজু আহমেদ বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলার চেষ্টা করে। অল্পের জন্য আমার জীবন রক্ষা হয়েছে। আমি অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন বলেন, প্রথমে অভিযোগ ও পরে তদন্তের ভিত্তিতে ঘটনার সত্যতা পেয়ে মামলা গ্রহন করা হয়েছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।


আরও খবর



হোমনায় এমপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শনিবার বিকাল ৪ টায় উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে, নৃত্য পরিবেশনা ও ব্যান্ড বাজিয়ে এর উদ্বোধন করা হয়। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী দিনে আলীপুর একাদশ বনাম ভাষানিয়া ইউনিয়ন একাদশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আলীপুর একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে।এর আগে ইউএনও ক্ষেমালিকা চাকমা বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াস, যু্বলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহমেদ বেপারি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, তাইজুল ইসলাম মোল্লা, সাদেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর ইসলাম সুমন, আছাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামীম আহম্মেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন রনি, ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম মুন্না ও ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান  ও ধারাবর্ণনায় ছিলেন কবি দেলোয়ার।

আরও খবর



রাজধানীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড, একটি সিলগালা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন ।অভিযানে আরো অংশ নেন প্রসিকিউটর রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং সিরাজুম মুনিরা , পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে-

১) মেসার্স ইউসুফ কনফেকশনারী এন্ড গ্র্যান্ড সন্স, ২৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক, ৭ মগবাজার, রমনা, ঢাকা কর্তৃক প্রক্রিয়াজাতকৃত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিস্কুট, কেক, পাউরুটি বিক্রি ও বাজারজাত করার অপরাধে সংশ্লিষ্ট আইন এর ১৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। এপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। 

এসময় প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাত সনদ গ্রহণ এর বিষয়ে সতর্কতা প্রদান করা হয়।

২) এছাড়া ফুডল্যান্ড প্রোডাক্টস, ২৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক, ৭ মগবাজার, রমনা, ঢাকা কর্তৃক বিএসটিআই বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুট, পাউরুটি, চানাচুর, ঘি, ফার্মেন্টেড মিল্ক (দই) এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন ব্যতিত উক্ত পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত এবং নিমকি পণ্য এর মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার এর বিষয়ে মিথ‌্যা তথ্য প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন এর ৩০ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করে। একইসাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এসময় প্রাপ্ত পণ্যসমূহ এর ১(এক) টি করে নমুনা তালিকাপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়।

বর্ণিত আদালত এ ২(দুই)টি প্রতিষ্ঠানে বিএসটিআই আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।


আরও খবর