Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১০৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল ৩টায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এ ফোরামে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশ্লেষকরা। বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলার পথ খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফোরামে শেখ হাসিনা ছাড়াও অতিথি হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল-সুদানি, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদান উপস্থিত থাকবেন।

এর আগে গত মার্চে এলডিসি-৫ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর



রূপগঞ্জে খেলাপি ঋণ গ্রহিতাদের নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ২০২৩-২০২৪ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ১শ দিনের বিশেষ কর্মসূচীর সফল বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের খেলাপি ঋণ গ্রহিতাদের নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর রবিবার মুড়াপাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক রূপগঞ্জ  শাখা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও কৃষি ব্যাংক রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মাহাবুব আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের  উপ মহাব্যবস্থাপক আঃসঃমঃ বাবর, বাংলাদেশ কৃষি ব্যাংকের নারায়ণগঞ্জ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলামসহ আরো অনেকে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



সুজন-সুশাসনের জন্য নাগরিক উদ্যোগ গাবতলীতে বৃক্ষ রোপন বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

বগুড়া প্রতিনিধি:সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার স্থানীয় কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার মাঠে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন। কাগইল ইউনিয়ন কমিটির সভাপতি মনোজ কুমার মন্ডলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আল আমিন মন্ডল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক মমিনুর রশীদ সাইন, সুজন নেতা এ্যাডভোকেট কোহিনুর খানম, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সুজন ইউনিয়ন কমিটির উপদেষ্ঠা সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, সহ- সভাপত আব্দুল লতিফ, ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক ডাঃ জিল্লুর রহমান, নির্বাহী সদস্য বাপ্পী কুমার মহন্ত, আতাউর রহমান নুহু, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহীম খলিলুল্লাহ খলিল, উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হারুনুর রশিদ বাবু, সদস্য মানিক মিয়া, সমাজসেবক নুহু আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহ-সুপার আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন, আইযুব আলী, আবু শাহীন, প্রদীপ কুমার, রাফিউল ইসলাম, তরিকুল ইসলাম, আইনুন নাহার, সানজিদা বেগম এবং ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।



আরও খবর



গোসল করতে নেমে দিনাজপুরে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৪৪জন দেখেছেন

Image

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরে পৃথকভাবে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোসলে নেমে দিনাজপুরের চিরিরবন্দরের সাতনালা ইউপির খামার সাতনালা গ্রামের ঝাড়ুয়ার বিলের পানিতে মেহেদী হাসান এবং ফুলবাড়ীর শিবনগর ইউপির ঘাটপাড়ে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকার পানিতে হাসমত হাসু ডুবে মারা যায়। মৃতরা হলেন, মেহেদী হাসান (১৫) উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের মাছুয়াপাড়ার মিজানুর রহমানের ছেলে এবং নশরতপুর পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অপরজন হাসমত হাসু (১২) ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের হোটেল শ্রমিক আইনুল হোসেনের ছেলে এবং সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, মেহেদী হাসান তার কয়েকজন বন্ধু মিলে চিরিরবন্দরের ঝাড়ুয়া বিলে গোসল করতে নামে। গোসল শেষে তার বন্ধুরা বিল থেকে উপরে উঠে এলেও মেহেদী হাসান উঠে আসেনি। এসময় তার বন্ধুরাসহ স্থানীয় লোকজন ওই বিলের পানিতে মেহেদী হাসানের সন্ধান করতে থাকে। একপর্যায়ে তাকে বিলের পানির মধ্য থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসে। পরে তাকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চিরিরবন্দর অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে, হাসমত হাসুর ভাবি শিরিন আক্তার জানান, ঘাটপাড় এলাকায় তাঁদের নতুন বাড়ি করা হয়েছে। স্কুল বন্ধ থাকায় হাসু নতুন বাড়িতে আসে। দুপুর ১২টার দিকে সমবয়সীদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় গোসল করতে নামে। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আরও খবর



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:কামারখন্দ উপজেলার আওতাধীন ৪নং রায়দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সর্বস্তরের এলাকাবাসী কর্তৃক আয়োজিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪ টা কাজিপুরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৬নং ওয়ার্ড সর্বস্তরের এলাকাবাসী কর্তৃক আয়োজিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব অছিম উদ্দিন ভূঁইয়া, এর সভাপতিত্বে
জি. এম মোস্তফা ফিরোজ, এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল ওয়াদুদ নাসির, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ আব্দুস সাত্তার শিকদার, বন ও পরিবেশ সম্পাদক, মোঃ মিজানুর রহমান দুদু, সদস্য মোঃ জিহাদ আল ইসলাম, সদস্য মোঃ জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখা মোঃ জাকিরুল ইসলাম লিমন সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখা। প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, সাধারণ সম্পাদক ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখা। প্রমুখ

আরও খবর



১ দফা দাবিতে গণঅধিকার পরিষদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাশেদ খান

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৩জন দেখেছেন


আরও খবর