
আন্তর্জাতিক ডেস্ক:ভারতের জম্মু ও কাশ্মীরে একটি বাস সেতুর ওপর থেকে গভীর খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৫ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি।
খবরে বলা হয়, অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার সময় জম্মু-শ্রীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি ছিটকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলেও জানিয়েছে এনডিটিভি।