Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১০

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের জম্মু ও কাশ্মীরে একটি বাস সেতুর ওপর থেকে গভীর খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৫ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কজনক।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি।

খবরে বলা হয়, অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার সময় জম্মু-শ্রীনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি ছিটকে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলেও জানিয়েছে এনডিটিভি। 


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন তার পরিবারের পক্ষ থেকে করা হয়নি। আর বিদেশের চিকিৎসার বিষয়ে আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয়।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে।তবে বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন তার পরিবার করেনি। বিদেশের চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই, এ ক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দেবেন।

মার্কিন ভিসানীতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ভিসানীতির আওতায় থাকা কোনো তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে, কাকে দেবে না সেটি তাদের এখতিয়ার বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। 


আরও খবর



রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর জানতে পেরে ভোর ৪টার দিকে প্রথম ইউনিট আসে। এরপর ধারাবাহিকভাবে ইউনিট আসতেই থাকে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

এদিকে ঘটনাস্থলে পানির সঙ্কট দেখা দিয়েছে। যার জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

আর ঘটনাস্থলে উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজে কিছুটা ব্যাহত হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার সাড়ে ৬টা পর্যন্ত আগুন জ্বলছে বলে জানা যায়। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আরও খবর



ডিএমপি ওয়ারী বিভাগের শ্রেষ্ঠ এস.আই নির্বাচিত মোস্তাফিজার রহমান

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননায়  ভূষিত হয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মো. মোস্তাফিজার রহমান। গত আগস্ট মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা পেলেন তিনি। সামগ্রীক কর্মতৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে ডিএমপি ওয়ারী বিভাগের উপ-কমিশনার।

বুধবার সকালে ডিএমপির ওয়ারী বিভাগের উপ কমিশনার জিয়াউল আহসান তালুকদার এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই মোস্তাফিজার রাহমান বলেন, সিনিয়র অফিসারদের সার্বিক নির্দেশনায় ও টিমের সকলে সহায়তায় প্রতিনিয়ত মানবকল্যাণে কাজ করে যাচ্ছি সামনে আরো ভালো কাজের মাধ্যমের মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। আর এই সম্মাননা আমার কাজে আরো উৎসাহ দিবে। এজন্য আমার সকল স্যার এবং সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

এর আগে চলতি বছরে ডিএমপির ৫০ থানার মধ্যে মার্চ ও মে মাসে দুইবার ভিকটিম উদ্ধারের শ্রেষ্ট এসআই হিসেবে নির্বাচিত হন মোস্তাফিজার এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সম্মাননা পান।

এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 


আরও খবর



নবীনগরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা জাহান উপজেলার বীরগাও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কৃষ্ণনগর ইউনিয়ের গৌরনগর গ্রামের মাসুম নামের এক বখাটে ছেলেকে ইভটিজিং এর অপরাধে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এসময় ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় মোবাইল জব্দ করা হয়েছে। এছাড়া ০৬ মাস কারাদণ্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও কোনো ইভটিজিং এর ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবগত করুন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪১জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন, পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের ফিরোজ মুন্সির ছেলে শাহাবুল, সদর উপজেলার খনজনপুর মিশন রোডের তানসেন আলীর ছেলে সুমন ও নতুনহাট শেখপাড়ার মৃত ছামছদ্দীনের ছেলে লিটন শেখ। এছাড়া ১০ বছর দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আকবর মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুলাই পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে ৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ শাহাবুল ও সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ২০২২ সালের ১৩ এপ্রিল পাঁচবিবির দমদমা পল্লী বিদু্ৎ এলাকায় ২০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ লিটন শেখকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০১৮ সালের ২৬ আগস্ট বাগজানা এলাকা থেকে ৫৪ পিস ইনজেকশনসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

আরও খবর