Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

কারওয়ানবাজার থেকে অবশেষে সরানো হচ্ছে মার্কেট

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :রাজধানীর কারওয়ানবাজার থেকে মাছ, সবজি বাজারসহ অন্যান্য মার্কেট স্থানান্তরের কথা চলছে অনেক দিন ধরে। অবশেষে তা স্থানান্তর করা হচ্ছে। এখানে থাকা ব্যবসায়ীদের জায়গা দেওয়া হবে যাত্রাবাড়ি, মহাখালী ও আমিনবাজারে।

গতকাল বৃহস্পতিবার কারওয়ানবাজারের টিসিবি মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে সরকার। এ সভায় কারওয়ানবাজার থেকে কাঁচা বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে ১১ সদস্য কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন উত্তরের মেয়রের কাছে জমা দেবে দুই সপ্তাহের মধ্যে।

কাঁচা বাজার স্থানান্তর করা হলেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। একই রকম আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। তবে তাদের  আশ্বাসেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্যবসায়ীরা।

এ সময় এক ব্যবসায়ী বলেন, ‘যাত্রাবাড়িতে তো মার্কেট আছে। কেউ যাবে না, আমাদের ওখানে যাবে না। ক্রেতা যাবে না। তার মানে আপনারা আমাদের মেরে ফেলতে চাইছেন। এই আপনাদের পরিকল্পনা।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই মার্কেট ঝুঁকিপূর্ণ। কারওয়ানবাজার মার্কেট যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই দায়িত্ব তখন আপনাদের (ব্যবসায়ীদের) নিতে হবে।’  এ সময় ব্যবসায়ীরা মেয়রের বক্তব্যের বিরোধিতা করেন।

এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আপনারা যদি মনে করেন আমি এখানকার দোকানদার, আমি এখান থেকে সরব না। পৃথিবীর সব পরিবর্তনের সময় কিছু ভাঙচুর, নির্মাণ হয়েছে। এ বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘যা কিছু হবে, আমরা সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব। আমরা সবাই যেন উইন উইন পজিশনে থাকতে পারি। সেটা থাকতে পারলে আমরা সন্তুষ্ট থাকব।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ভোরের আলো ফুটতেই যমুনার তীরে হাক ডাকে শুরু হয় মাছের নিলাম

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি:যমুনা বিধত সিরাজগঞ্জ জেলার নদীর বড় বড় মাছের জন্য অনেকটাই খ্যাতি রয়েছে এই জেলাটির। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই যমুনার বিভিন্ন চর ও মাঝ নদী থেকে পারে আসতে শুরু করে জেলেদের মাছের নৌকা। আর ভোরের আলো ফুটতেই ক্রেতাদের হাক ডাকে শুরু হয় মাছের নিলাম। যমুনা নদীর পারে নিদিষ্ট কোনো মৎস্য আড়ত না থাকায় সিরাজগঞ্জের মতি সাহেবের বাঁশ ঘাট এলাকায় রাস্তার পাশেই ২৫ বছর ধরে বসে মাছের এই বাজার।এখানে নদীর বোয়াল, চিতল, আইড়, চিংড়ি, ট্যাংরা, গুলশা, গোচই,  বাইলা, পুঁটিসহ নানা রকমের ছোট মাছ নিয়ে ভোর থেকেই হাঁক-ডাক মুখরিত হয়ে ওঠে মাছের এই বাজার। এছাড়াও আশপাশের বেশ কিছু জায়গায় খন্ড খন্ড ভাবে বসে এই মাছের বাজার। ঢাকা সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে মাছ কিনতে ভিড় করে খুচরা ক্রেতা পাইকাররা সহ হোটেল ব্যবসায়ী,ও সাধারণ মানুষ, এছাড়াও চাকরিজীবীরাও মাছ কিনতে আসেন এই বাজারে। তবে মাছের দাম একটু বেশি হলেও বিভিন্ন ধরনের তাজা ও টাটকা মাছ নিজ চোখে দেখে কিনতে আসেন দূর-দূরান্ত থেকে অনেক ক্রেতারা। এই বেচা বিক্রি চলে ভোর সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮ টা,পর্যন্ত। বর্ষার মৌসুমে এই বাজারে বিভিন্ন ধরনের প্রায় ৭ থেকে ৮ মণ মাছ বিক্রি করা হয়। প্রতিদিন গড়ে বিভিন্ন প্রকারভেদে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি হয় এই বাজারে। মাছ বিক্রেতারা বলেন,নিলাম শেষে পাইকাররা এই মাছ নিয়ে চলে যায় শহরের বিভিন্ন বাজারে। একেক দিন একেক রকম মাছের বাজার যায়, নদীর বিভিন্ন প্রকারের বারো মিশালি মাছ বিক্রি হয় ৮০০ থেকে ১২০০ টাকা কেজি পর্যন্ত। আর নদীর বড় কোন আইড় মাছ বা বোয়াল মাছ হলে প্রতি কেজিতে বিক্রি হয় ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।


তবে মাছ ব্যবসায়ী নেতারা বলছে, বর্ষার সময় মাছের দেখা বেশি মিললেও অন্যান্য সময় খুব একটা মাছ মেলে না এই বাজারে। যদি সরকারিভাবে জেলেদের প্রনোদনা সহ প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ সকল বাজারে মাছের আমদানি আরো বাড়বে।

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিশ্ব দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ বুধবার সকাল ৯টায় রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৬ রেকর্ড করা হয়েছে, যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করছে।

এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের কলকাতা রয়েছে ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে। ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর। আর ১৪৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে কাতারের দোহা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে থাকে প্রতিনিয়ত।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




১১ বছর পর জয়পুরহাট জেলায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৪৮জন দেখেছেন

Image
মাহফুজুর রহমান রিভু জয়পুরহাট প্রতিনিধি:দীর্ঘ ১১ বছর পর জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তারেক আকন্দকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প।

র‌্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার মোঃ ইমদাদ হোসেন বিপুল এর নেতৃতে ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ০২ঃ৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ তারেক আকন্দ (২৯), পিতা-মোঃ এনামুল আকন্দ, কে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রতনপুর এলাকা হতে গ্রেফতার করেছে।

২০১২ সালের ১৩ এপ্রিল জয়পুরহাট জেলার পূরানপৈল এলাকায় ফেন্সিডিল পাচারের খবর আসে জেলা গোয়েন্দা পুলিশের ডিবর কাছে। এমন সংবাদে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তারেককে আটক করে ডিবি সদস্যরা ঐ ঘটনায় সেদিনই ডিবি পুলিমে কর্মরত এসআই মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

উক্ত মামলায় গত ২২ আগস্ট অতিঃ জেলা ও দায়রা জজ-২ আদালতে বিজ্ঞ বিচারক যাবজ্জীবনের রায় প্রদান করেন। আসামী জামিন নেওয়ার পর থেকেই পলাতক ছিল ফলে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম। 


আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:কয়েকটি পরাশক্তিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা বাংলাদেশে এমন একটি সরকার চায়, যারা তাদের পদলেহন করবে। তারা এখানে মোড়লিপনা করবে। আর এরা কারও বন্ধু হলে তার আর শত্রুর প্রয়োজন হয় না। আজ ইউক্রেনকে দেখুন। ইউক্রেন তাদের বন্ধু ভেবেছিল, এখন তারা বুঝতে পারছে।

বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সচেতন। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ আবারও আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করবে।

তিনি বলেন, উর্দি পড়ে যারা রাজনৈতিক দল গঠন করেছেন, স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের দলের নেতাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। তাদেরই পক্ষে আজ বিদেশিদের কেউ কেউ ওকালতি করছেন।

শেখ হাসিনা আরও বলেন, আজকে আমার অবাক লাগে যখন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি। যাদের রাজনীতির শুরু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যাদের রাজনীতি হত্যা-খুনকে পুঁজি করে তাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বিএনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের বুলি শোভা পায় না।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




অ্যাপল ১৫-তে যা থাকছে

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক:অ্যাপল প্রতিবছর সেপ্টেম্বরে নিয়ে আসে তাদের আইফোন সিরিজ। এরই ধারাবাহিকতায় এবার আসছে আইফোন-১৫ সিরিজ। অ্যাপেল তথ্য অনুযায়ী ১২ সেপ্টেম্বর তাদের ১৫ সিরিজ লঞ্চ করা হবে আইফোন-১৫ সিরিজ।আইফোন ১৫-তে, কী আছে এ নিয়ে বাজারে চলছে নানা গুঞ্জন। বিভিন্ন ব্লগে দাবি করা হচ্ছে নিম্নোক্ত ফিচারগুলো থাকবে এবারের আইফোন-১৫ সিরিজে।

টাইটানিয়াম ফ্রেম: ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্সে অ্যালুমিনিয়াম ফ্রেমের বদলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে বলে জানা গেছে।

অ্যাকশন বাটন: আইফোন-১৫প্রো সিরিজে একটি প্রোগ্রামেবল অ্যাকশন বাটন থাকবে। এটি দিয়ে ফোন মিউট বা সাইলেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ইউএসবি টাইপ-সি পোর্ট: অবশেষে টাইপ-সি পোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে আইফোন। ১৫ সিরিজের সব ফোনেই থাকবে টাইপ-সি। তবে শুধু প্রো মডেলগুলোয় দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি ৩ দশমিক ২ সুবিধা থাকবে। আর আইফোন-১৫ ও ১৫ প্লাসে থাকবে ইউএসবি ২ দশমিক শূন্য।

কমবে বেজেলের পরিমাণ: আইফোন-১৪প্রো সিরিজের মতো আইফোন ১৫-এর চারটি ভ্যারিয়েন্টেই ক্যাপসুল আকৃতির কাটআউটসহ ডিসপ্লে থাকবে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৫প্রো সিরিজে বেজেলের আকার আরও ১ দশমিক ৫ মিলিমিটার কমাতে নতুন এলআইপিও (লিপো) ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে।

এ-১৭ বায়োনিক প্রসেসর: অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্স নতুন এ-১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে আগের প্রজন্মের এ-১৬ চিপই থাকবে যেটি আইফোন-১৪প্রোতে ব্যবহার করা হয়েছে।

৮ জিবি র?্যাম: অ্যাপল প্রথমবারের মতো আইফোন-১৫প্রো সিরিজে ৮ জিবি র?্যাম সুবিধা দিতে যাচ্ছে। তাইওয়ানের গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স জানিয়েছে, আইফোন-১৫ ও ১৫ প্লাসে ৬ জিবি র?্যাম থাকবে। অন্যদিকে বেস ভ্যারিয়েন্ট হিসেবে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হবে আইফোন-১৫ সিরিজের সব ফোনে।

পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স: হাই-এন্ড আইফোন মডেলগুলোয় হাই রেজ্যুলেশনের ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ১৫প্রো ম্যাক্স মডেলে প্রথমবারের মতো ৫-৬এক্স অপটিক্যাল জুম লেন্সসহ একটি পেরিস্কোপ জুম লেন্স অন্তর্ভুক্ত করা হবে।

রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন: আইফোন-১৪ ও ১৪ প্লাসের সঙ্গে নতুন রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন প্রবর্তন করেছে অ্যাপল। ব্লুমবার্গের মতে, একই ডিজাইনের ফলে ১৫ সিরেজের সব ফোনেই ব্যাক প্যানেল, ব্যাটারি ও ডিসপ্লে সহজেই পরিবর্তন কিংবা রিপেয়ার করা যাবে।

ওয়াইফাই সিক্স-ই: আইফোন-১৫প্রো ও ১৫প্রো ম্যাক্সে থাকছে কোয়ালকমের শক্তিশালী ওয়াইফাই সিক্স-ই। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে শুধু ওয়াইফাই প্রযুক্তি থাকবে।

আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ: বলা হয়, অ্যাপল একটি নতুন এবং আরও দক্ষ আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে আরও ভালোভাবে অ্যাপল ইকোসিস্টেম উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

লিডার স্ক্যানার: আইফোন-১২ সিরিজের পর থেকে প্রতিটি প্রো মডেলের সঙ্গে লিডার স্ক্যানার প্রযুক্তি দিয়ে আসছে অ্যাপল। এর মাধ্যমে আরও ভালো পোর্ট্রেট শট এবং এআর অ্যাপের অভিজ্ঞতা পেতে পারেন ব্যবহারকারীরা।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩