Logo
আজঃ শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

কানাডায় সড়ক দুর্ঘটনা: শুক্রবার দেশে আসবে এক শিক্ষার্থীর মরদেহ

প্রকাশিত:রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২১৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ ২৪ ফেব্রুয়ারি দেশে পৌঁছাবে। আজ শনিবার সকালে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিক্ষার্থীর মরদেহ আনার সব ধরনের প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি দুজনের মরদেহ দেশে আনতে বেশ কিছুদিন সময় লাগবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকমিশনের পক্ষ থেকে দুটি ফিউনারেল হোমের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠাতে বেশ কিছু জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মৃত্যসনদসহ বেশ কিছু কাগজপত্র জোগাড়ের জন্য হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে কানাডার টরন্টোর দুনদাস স্ট্রিট ওয়েস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হন। নিহতরা হলেন অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়া, আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার খান। ওই ঘটনায় গুরুতর আহত হন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়। তিনি টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা এখন কিছুটা ভালোর দিকে। তিনিই গাড়ি চালাচ্ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত ছেলেকে দেখতে কানাডায় গেছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী।


আরও খবর



বর্হিবিশ্বে মানবতার আরেক নাম সিরাজগঞ্জের সন্তান সুলতানা লায়লা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান বিশ্বের আলোচিত লিথুয়ানিয়া,লাটভিয়ায়,পোল্যান্ডে,ইউক্রেনসহ কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশীদের কাছে মানবতার আরেক নাম সুলতানা লায়লা।

এছাড়াও তিনি পোল্যান্ড, ইউক্রেন,লিথুয়ানিয়া,লাটভিয়ায় দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে মরক্কোয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি লস অ্যাঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্বও পালন করেছেন। সুলতানা লায়লা পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি অর্জন করেছেন।এছাড়া কর্মজীবনে তিনি নয়াদিল্লি ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবেও কাজ করেছেন।ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় দেশটি থেকে বাংলাদেশিদের উদ্ধার তৎপরতায় বিশেষ অবদান রেখেছেন সুলতানা লায়লা। তিনি এর আগেও ২০১১ সালে লিবিয়া সংকটের সময়ও প্রায় ৪০ হাজার বাংলাদেশি নাগরিকদের  ফেরত আনতে কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে অবদান রেখেছেন।

আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




‘চান তারা জোসনা’ নিয়ে আসছেন সুমি শবনম

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:সুমি শবনম এই সময়ে বাংলা গানের এক আলোচিত নাম। পরপর একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতা মনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই শিল্পী। আর এই কারণেই শ্রোতাদের প্রতি বেড়েছে তার দায়বদ্ধতা সেই সাথে নতুন নতুন গান তৈরির আগ্রহ। এরই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন গান ‘চান তারা জোসনা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম । গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটির ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন ও আনফি সিনহা। কোরিওগ্রাফী করেছেন রোহান বিল্লাল। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নতুন গান ‘চান তারা জোসনা’ নিয়ে এই গায়িকা জানান, ‘এই গানটি একটু ব্যতিক্রমী গান । মানে অতি সম্প্রতি আমি যে গানগুলো করেছি তার থেকে আলাদা। আমি আমার শ্রোতাদের একটু ভিন্ন ধারার গান উপহার দিচ্ছি।

অবশ্য শ্রোতাদরে কথা চিন্তা করে, পর্যাপ্ত সময় নিয়ে গানটি করেছি । তাই আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আর গানটির ভিডিওটাও একটু ভিন্ন ভাবে করা হয়েছে। যা দর্শক- শ্রোতাদের দোলা দিয়ে যাবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৩ নভেম্বর সোমবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘চান তারা জোসনা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ।


আরও খবর

"এক বউয়ের দুই স্বামী "

বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩




সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৩০জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের ৪ লাখ ৮৯ হাজার ৩৬১ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসূল। ২ হাজার ১২৭টি কেন্দ্রে এসব টিকা খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য জানান। 

তিনি বলেন, ১৫ টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৬ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসূল খাওয়ানো হবে। 

এই টিকা কার্যক্রমে ৪ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবক, পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ মাঠকর্মী এই টিকা কার্যক্রমে নিয়োজিত থাকবে। ১০৪১ জন প্রথম সারির তত্বাবধায়ক টিকাদান কেন্দ্র সরাসরি তত্বাবধান করবেন।

প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম


আরও খবর



ডেমরা থানায় আওয়ামী লীগ নেতাকে জামাত-শিবির দেখিয়ে হয়রানি মূলক মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃডেমরায় প্রতিপক্ষকে ঘায়েল করতে আওয়ামী লীগ নেতাকে জামাত-শিবির দেখিয়ে হয়রানি মূলক মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।এই বিষয়ে প্রতিকার চেয়ে হয়রানি মূলক মামলা থেকে রেহাই পেতে ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া স্বরাষ্ট্র সচিব,প্রধান মন্ত্রীর একান্ত সচিব,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব,ডিএমপি কমিশনার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক,ডেমরা থানার অফিসার ইনচার্জ বরাবর দরখাস্ত করেছেন ।

ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া পোস্টাল অপারেটর হিসেবে ঢাকা জিপিওতে কর্মরত আছেন। স্থায়ী ঠিকানা যাত্রাবাড়ি থানা এলাকার মাতুয়াইল মাঝপাড়ায়, বর্তমানে বসবাস করেন ডেমরা থানাধীন বাদশা মিয়া রোড নিউ টাউন এলাকায়।

ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া  জানান, আমি বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারী,ঢাকা জিপিওতে কর্মরত আছি, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত রেজিঃ নং -বি ২১২৯ এর জিপিও অফিসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, এছাড়াও বৃহত্তর মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের ১নং সদস্য হিসেবে মূল কমিটিতে ছিলাম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৩ নং ওয়ার্ড অন্তর্গত ইউনিট কমিটির সহ-সভাপতি পদে আছি, ডেমরা থানার বাদশা মিয়া রোডে আমার পৈতৃক সম্পত্তির উপর ভবন নির্মাণ কাজ চলছে, সেখানে শাখাওয়াত হোসেন মাসুদ, আবুল কাশেম, মোঃ আসাদুল্লাহ (আসাদ), মোহাম্মদ সাইফুল, আব্দুল সাত্তার সহ আরো কয়কজন এসে কিছুদিন পূর্বে আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে, বিষয়টি নিয়ে আমি ডেমরা থানার তৎকালীন ওসির শরণাপন্ন হই এবং জিডি করার জন্য প্রস্তাব দেই, কিন্তু তিনি বিষয়টি নাকচ করে দেন, পরবর্তীতে আমি জানতে পারি সাখাওয়াত হোসেন মাসুদ বাদী হয়ে ডেমরা থানায় ২৯(৫)২৩ নং মামলায় আমাকে ১৪ নং এবং আমার ভাইকে ১৫ নং আসামি করা হয়েছে, যা শুনে আমি মর্মাহত হই, আমি একজন মুসলমান ধর্মপ্রাণ ব্যক্তি আল্লাহর হুকুম নবীর সুন্নত মেনে মাথায় টুপি ও দাড়ি রেখেছি, দুষ্কৃতিকারীরা সেই বিষয়টিকে ইস্যু করে আমার নামের পাশে জামাত শিবির নেতা বানিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, আমার নামে এই মামলাটির রুজু হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ বিগত ২০ সেপ্টেম্বর তারিখে আমাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছে, আমার চাকরির সামান্য বেতনে বৃদ্ধ মা বাবা স্ত্রী এবং তিন ছেলে মেয়েকে নিয়ে জীবন যাপন করিতেছিলাম, ষড়যন্ত্র মামলায় জড়িত হয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিনযাপন করছি।

এই বিষয়ে কথা বললে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই, মামলা নাম্বার দিন খোঁজ নিয়ে বিষয়টি দেখব।


আরও খবর

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




মহাসমাবেশে যোগ দিতে খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

এদিন বিকেলে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসন থেকে জানা গেছে, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দুপুর পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিকে সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তৃতা করবেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউজ মাঠে জড়ো হন। এখনও বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলের উদ্দেশ্যে নেতাকর্মীদের মিছিল আসছে।

জানা গেছে, খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এই মহাসমাবেশ ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সমাবেশস্থল ও আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩