
নিজস্ব প্রতিবেদক: কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ ২৪ ফেব্রুয়ারি দেশে পৌঁছাবে। আজ শনিবার সকালে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিক্ষার্থীর মরদেহ আনার সব ধরনের প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি দুজনের মরদেহ দেশে আনতে বেশ কিছুদিন সময় লাগবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাইকমিশনের পক্ষ থেকে দুটি ফিউনারেল হোমের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠাতে বেশ কিছু জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মৃত্যসনদসহ বেশ কিছু কাগজপত্র জোগাড়ের জন্য হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।
গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে কানাডার টরন্টোর দুনদাস স্ট্রিট ওয়েস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হন। নিহতরা হলেন অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়া, আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার খান। ওই ঘটনায় গুরুতর আহত হন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়। তিনি টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা এখন কিছুটা ভালোর দিকে। তিনিই গাড়ি চালাচ্ছিলেন।
দুর্ঘটনায় গুরুতর আহত ছেলেকে দেখতে কানাডায় গেছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী।