Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

জয়কালী মন্দির সুইপার কলোনিতে আগুন, হানিফ ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারী এলাকার জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কলোনির প্রায় ২০টি ঘর পুড়ে গেছে এবং দগ্ধ হয়েছেন অন্তত চারজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রাজু (৩৬), তার মা কান্তা (৬০), গিতা রানি দে (৬৫) ও আফজাল।

গতকাল রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ সোমবার ভোররাত সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, রাতে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় একে একে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আগুন নিয়ন্ত্রণে আসার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের পিলার ও কংক্রিটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুইপার কলোনিতে টিনশেড ঘরে অনেকেই বসবাস করেন। তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন। তা ছাড়া এখানে অনেক দাহ্য পদার্থ ছিল। যে কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ফায়ার সার্ভিসের সর্বাত্মক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যারা ফ্লাইওভারের নিচে বসবাস করেন তাদের সরিয়ে নিতে হবে।


আরও খবর



দূর্দান্ত সব অফার নিয়ে এলো স্যামসাংয়ের ঈদ ক্যাম্পেইন ‘জমজমাট খুশির হাট’

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকআসন্ন ঈদ-উল-আযহার আনন্দকে আরো বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য দূর্দান্ত সব অফার নিয়ে এসেছে শীর্ষ অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড স্যামসাংয়ের বিশেষ ঈদ ক্যাম্পেইন – জমজমাট খুশির হাট! আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক, গিফট বক্স এবং এক্সচেঞ্জ অফার-সহ নানা সুবিধা দিয়ে গ্রাহকদের ঈদের প্রস্তুতিকে আরো সুন্দর করে তুলতে চালু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩০ জুন পর্যন্ত।

জমজমাট খুশির হাট ক্যাম্পেইনের আওতায় স্যামসাংয়ের বিভিন্ন মডেলের ফ্রিজ, টেলিভিশন, এবং ওয়াশিং মেশিন কিনে গ্রাহকরা চমৎকার অফারগুলো উপভোগ করতে পারবেন। ক্রেতারা রেফ্রিজারেটর, টেলিভিশন এবং ওয়াশিং মেশিনের নির্ধারিত মডেল ক্রয়ে যথাক্রমে ৯ হাজার, ১১ হাজার এবং ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন৷ এক্সচেঞ্জ অফারে স্যামসাং ফ্রিজে ২৩ হাজার, টেলিভিশনে ২০ হাজার এবং ওয়াশিং মেশিনে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা থাকছে। চলতি অফারে স্যামসাংয়ের অন্যতম জনপ্রিয় ৭০০ লিটারের RS72 সাইড বাই সাইড রেফ্রিজারেটরের দাম ১ লক্ষ ৭৫ হাজার ৯ শ’ থেকে কমে মাত্র ১ লক্ষ ৪৯ হাজার টাকায় এবং ওয়াশিং মেশিন মডেল (WA13J5)-এর দাম ৬৩ হাজার ৯ শত টাকা থেকে কমে মাত্র ৫৫ হাজার ৯ শত টাকায় নেমে এসেছে। সেই সাথে, স্যামসাংয়ের ৪৩-ইঞ্চি BU8000 টেলিভিশনের ক্রেতাদের জন্যও থাকছে ১১ হাজার টাকার আকর্ষণীয় মূল্যছাড়।

রেফ্রিজারেটর ক্রেতারা ক্যাম্পেইনের আওতায় ৮ আইটেমের ফুড স্টোরেজ বক্স এবং সুদৃশ্য পানির গ্যালন সম্বলিত একটি চমৎকার গিফট বক্স উপহার পাচ্ছেন।  ক্যাম্পেইন চলাকালীন, স্যামসাং কোনো চার্জ ছাড়াই হোম ডেলিভারি, ইন্সটলেশন এবং হোম সার্ভিস সুবিধা দিচ্ছে। সেই সাথে থাকছে নির্ধারিত মডেলের অ্যাপ্লায়েন্সে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা, সুতরাং নিজ সুবিধামত কিস্তিতে অর্থ প্রদানের সুযোগ চাইলে সামস্যাংয়ের সেরা মানের অ্যাপ্ল্যায়েন্স কেনার এটিই সেরা সুযোগ!

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিক্স বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদ-উল-আযহাকে সামনে রেখে নতুন এই ক্যাম্পেইন নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, গ্রাহকরা স্যামসাংয়ের এই আকর্ষণীয় অফারগুলো উপভোগ করবেন এবং প্রযুক্তি ক্ষেত্রে স্যামসাংয়ের প্রতিশ্রুত বিশ্বমানের উদ্ভাবনী অভিজ্ঞতা লাভ করবেন”।

আগ্রহী গ্রাহকরা দেশজুড়ে স্যামসাংয়ের অনুমোদিত বিক্রয়কেন্দ্র সমূহ থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পছন্দসই স্যামসাং রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার, এবং এয়ার পিউরিফায়ার কিনতে পারবেন ।


আরও খবর



গাজীপুরের মতো সব নির্বাচন সুষ্ঠু হবে: ইসি আলমগীর

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি

আলমগীর বলেন, ‘আমরা বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। সামনে আরও চারটি সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। সিটি করপোরেশন নির্বাচনসহ আগামী জাতীয় নির্বাচন গাজীপুরের মতো সুষ্ঠু হবে।

বর্তমান কমিশনের অধীনে ‘সব নির্বাচন সুষ্ঠু হয়েছে’দাবি করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার মতো আমাদের সক্ষমতা সব সময় ছিল এবং এখনো আছে।

গাজীপুরে ‘সুষ্ঠু নির্বাচন’অনুষ্ঠানের পেছনে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির প্রভাব আছে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, এই নির্বাচনের সঙ্গে মার্কিনভিসা নীতির সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ‘এমনিতেই সব নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আগামী দিনেও হবে। আমাদের কাজ হলো যেকোনো পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা। নির্বাচনের আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করব আমরা।’

ইভিএমে নেওয়া ভোটের ফলাফল দেরিতে প্রকাশের কারণ ব্যাখ্যা করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘অনেক প্রার্থী ছিলেন সিটি করপোরেশন নির্বাচনে। এ জন্যই নির্বাচনে ফলাফল দিতে সময় লেগেছে।


আরও খবর



"কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাক্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএসডাব্লিউপি ডি)" এর সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

নাজমুল হাসান: বৃহস্পতিবার ১১-মে রাজধানীর "কৃষিবিদ কনভেনশনাল হল ইনস্টিটিউট, খামারবাড়িতে" এ ষষ্ঠ বারের মত ৩ দিন ব্যাপী"রেসপেক্টটিং ডাইভার্সিটি থ্রু জয়েন্ট সোশ্যাল অ্যাকশন"  উপর একটি সম্মেলন আয়োজিত হয়। উক্ত সম্মেলনের আয়োজক ছিলেন "কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাক্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএসডাব্লিউপি ডি)" 

উক্ত সম্মেলনে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকোলজির ভাইস চ্যান্সেলর " মাননীয় প্রফসর ড.পিসি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিয়াটেশন কাউন্সিল এর সভাপতি "মাননীয় প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা থেকে উপস্থিতি ছিলেন " ডেগু কাউন্সিল অন সোসিয়াল মিডিয়ার প্রেসিডেন্ট মাননীয় সুগ প্যায়ো কিম এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. রোনাল্ড ও ডোনেল ছাড়াও বেশ কিছু গুণী ব্যাক্তি সরাসরি সম্মেলনে উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানের প্রথম দিনে হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড প্রি ম্যাচুয়ার এডভাইস ফাউন্ডেশন অংশ গ্রহণের সুযোগ লাভ করেন।

অনুষ্ঠানের শুরুতেই হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড প্রি ম্যাচুয়ার এডভাইস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তাসনুভা ইসলাম তার অর্গানাইজেশন কিভাবে ২০২১ সালে কভিডের এর সময় নিরলস ভাবে কাজ করেছে এবং ২০০ এর অধিক নারীর মিস্কারাজ হতে রক্ষা করেছে সেই বিষয়টি একটি স্লাইড এর মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে হাই রিস্ক প্রেগনেন্সি ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট ডক্টর মুহিব মোহাম্মদ কবির তাদের ফাউন্ডেশন এর পক্ষে থেকে তার একটি রিসার্চ পেপার " সিজারিয়ান সেকশন এট আ সিলেক্টেড টারটিয়ারি হসপিটাল ইন ঢাকা: ইন্ডিকেশনস অ্যান্ড ম্যাটার্নল কন্সিকোয়েন্সস" উপস্থাপন করেন। 

এইখানে মূলত সিজার কেন বাড়ছে এ বিষয় একটি আলোচনা করা হয়। আলোচনায়  প্যানেল প্রফেসর ড. দীনেশ চাওয়াল ফ্রম হারিয়ানা ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া ছাড়াও উপস্থিত ছিলেন হোক্কাআইডো  ইউনিভার্সিটি অফ জাপান এর অ্যাসোসিয়েট প্রফেসর নআকি নাকুমারা ।

প্রফেসর দীনেশ চাওয়াল প্রেজেন্টেশন শেষে তাদের এই ফাউন্ডেশনের উদ্যোগের অনেক প্রশংসা করেন, এমন একটি উদোগ নিয়ে সমাজ এ সেবার কাজ করার উদ্যোগকে সে অনেক প্রশংসা করেন। 

এছাড়াও সন্মেলনে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেলিগেট অনলাইন অফ লাইন এর মাধ্যমে জাপান,মালেশিয়া,হংকং, ভারতের সহ ১৫৪ জন তাদের  রিসার্চ পেপার প্রেজেন্ট করার জন্য সুযোগ পেয়ে থাকেন। তিন দিন ব্যাপী সম্মেলনের আজকে ছিলো প্রথম দিন।


আরও খবর



রূপগঞ্জে উপ-নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃআগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন এ ওয়ার্ডের প্রার্থীরা।


এ  ওয়ার্ডে ১৬ জন  প্রার্থী  থাকলেও নির্বাচনে লড়াই হবে ভ্যান গাড়ী প্রতীকের শাহাবুদ্দিন, হাতি প্রতীকের সমসের খান, লাটিম প্রতীকের জয়নাল আবেদীন, হাঁস প্রতীকের রবিন ও টিউবওয়েল প্রতীকের মোঃ নূর আলম মুন। তবে প্রচারণার শীর্ষে রয়েছে ভ্যান গাড়ী প্রতীকের শাহাবুদ্দিন। তিনি সকাল থেকে রাত পর্যন্ত এ ওয়ার্ডের প্রতিটি অলিতে গলিতে নির্বাচনী প্রচার প্রচারণা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে ভ্যান গাড়ী প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

সাংবাদিকদের একান্ত স্বাক্ষাতকারে ভ্যান গাড়ী প্রতীকে প্রার্থী শাহাবুদ্দিন বলেন, তিনি এ নির্বাচনে জয় লাভ করলে তার প্রথম কাজ হবে এলাকায় মাদক নির্মুল করা। ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা। এ ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



রাজধানীর ধানমন্ডি লেকে ভাসছিল কিশোরের মরদেহ

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

ঢামেক প্রতিবেদক:রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

উদ্ধারের সময় ওই কিশোরের পরনে ছিল জিন্সের প্যান্ট। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিন কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ৭ নম্বর রোডের পাশে লেক থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আজ সকালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, কালো শার্ট ও জুতা খুলে রেখে লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও ধানমন্ডি থানার উপপরিদর্শক আব্দুল্লাহ বিন কাসেম।


আরও খবর