Logo
আজঃ শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

জয়পুরহাটে অগ্নিকান্ডে ১০ ঘর পুড়ে ছাই

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

এস এম শফিকুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌর শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় বসতবাড়িতে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও ¯’ানীয়দের দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  সিরাজুলইসলাম  জানান, শনিবার বেলা ১১টার দিকে  পৌর শহরের  নতুনহাট  শেখ পাড়া মহল্লার  আবু ছালাম নামে  এক ব্যাক্তির টিনশেড  বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস  কর্মী ও পুলিশ  ঘটনা¯’লে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  এসময়  মুহুর্তে আশপাশের ১০টি ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণের কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক হতে পারে বলে দাবী ক্ষক্তিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসাবধানতা বশত আাগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে  বলেও  জানান ওসি। 




আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image
বাগেরহাট প্রতিনিধি:"পরিবর্তনশীল ও শান্তিপূ্র্ণ সমাজ গঠনেসাক্ষরতার প্রসার" এইপ্রতিবাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে জেলাপ্রশাসন ও উপ আনুষ্ঠানিকশিক্ষা বুরোর আয়োজনে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলাপ্রশাসক মোহা: খালিদ হোসেন। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজআসাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইদুররহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহআলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানরিজিয়া পারভিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষকও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় ঝরে পড়া এবং বয়স্কদেরবাধ্যতামূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানান বক্তারা।

আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫২জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আওতাধীন ১নং ভদ্রঘাট ইউনিয়ন সর্বস্তরের এলাকাবাসী কর্তৃক আয়োজিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর (শনিবার ) বিকেলে ১নং ভদ্র ঘাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও সর্বস্তরের এলাকাবাসী কর্তৃক আয়োজিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 মোঃ আনিসুর রহমান ভূইয়া এর সভাপতিত্বে
এবং টি এম মোস্তফা জয় সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল ওয়াদুদ নাসির, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ আব্দুস সাত্তার শিকদার, বন ও পরিবেশ সম্পাদক, মোঃ মিজানুর রহমান দুদু, সদস্য মোঃ জিহাদ আল ইসলাম, সদস্য মোঃ জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখা মোঃ জাকিরুল ইসলাম লিমন সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখা। প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, সাধারণ সম্পাদক ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখা। প্রমুখ,

আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




ইসলামপুরে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:কেন্ন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করা লক্ষে জামালপুর ইসলামপুরে আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা করা হয়েছে।

শুক্রবার বিকালে ডাকবাংলো হলরুমে আওয়ামী যুবলীগ ইসলামপুর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্যক্রম উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। 

উপজেলা যুবলীগ সভাপতি মোঃ হারুনুর রশীদ সভাপতিত্ব এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম,সহ সসভাপতি আঃ রাজ্জাক লালমিয়া,সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,আঃ খালেক আকন্দ, কোষাদক্ষ মোর্সেদুর রহমান খান মাসুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন যুব লীগের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী প্রতিটি ইউনিটের সভাপতি,সম্পাদকের হাতে নবায়ন ফরম তুলে দেন।

আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কেএমপি'তে কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্স" প্রশিক্ষণ ১২ তম ব্যাচের সমাপনী

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরার আয়োজনে এক সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের "দক্ষতা উন্নয়ন কোর্স" এর ১২ তম ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কেএমপি'র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় প্রশিক্ষণার্থীদের মাঝে এক সপ্তাহ মেয়াদী "দক্ষতা উন্নয়ন কোর্স" এর ১২ তম ব্যাচের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।
উক্ত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব সোনালী সেন, পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ-সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।

আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




আমরা সন্তুষ্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের আলোচনা খুবই উৎসাহজনক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ আলোচনা নিয়ে আমরা সন্তুষ্ট।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১-এর হামলার ২২তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুঃখের সঙ্গে নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করছি। যে মর্মান্তিক ঘটনায় দুই হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল, যার মধ্যে ছয়জন বাংলাদেশের এবং তিনজন আমার নিজের জেলা সিলেটের লোক ছিল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আশা করছি এমন ঘটনা যেন আর কোনো সময় না ঘটে।

আব্দুল মোমেন বলেন, বর্তমানে দেশে সন্ত্রাসী হামলার কারণে কোনো বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং মৃত্যুর ভয়ের ঘটনা ঘটেনি। আর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির কারণেই এমন হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অজুহাতে ২০০১ থে‌কে ২০০৬ সালের মতো সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা দেখতে চাই না আমরা।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩