

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের বিপরীতে চার দিনে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। এতে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
চার দিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এদিকে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
ইয়ানূর রহমান:মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ি ইয়াকুব শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত নয়টায় যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে শার্শার মাহিষাকুড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইয়াকুবকে নিজ এলাকা থেকে আটক করে। একই সাথে তার কাছ থেকে ২শ’পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির এসআই সেকেন্দার আবু জাফর তদন্ত করে ইয়াকুব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় পাশ করেছে ২৮৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২৭ জন। পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৪৪। অকৃতকার্য হয়েছে ৩০১ জন। এবার কোন কলেজই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি। সোমবার (২৬ নভেম্বর) এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হিসেবে সবচেয়ে ভালো করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাত্র ১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৭৮ আর জিপিএ-৫ পেয়েছে ২৫৪ জন। এরপর ভালো ফলাফল করেছে লায়ন্স স্কুল এন্ড কলেজ। এই কলেজের ৩৮৭ জনের মধ্যে ৩৮৫ জন পাশ করেছে। পাশের হার ৯৯.৪৮ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৫ জন পাশ করায় পাশের হার ৯৮.৭৮, জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। বরাবর সেরা হওয়া প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ এবার জিপিএ-৫ প্রাপ্তিতে আগের মত থাকলেও পাশের হারে বেশ পেছনে পড়েছে। এখান থেকে পাশ করেছে ২২৩ জন। পরীক্ষার্থী ছিল ২২৬ জন। পাশের হার ৯৮.৬৭, জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন।
এরপর ভালো করেছে সৈয়দপুর আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজ। নারী শিকার এই কলেজ থেকে পাশ করেছে ১১৯ জনের মধ্যে ১১৭ জন। পাশের হার ৯৮.৩২, জিপিএ-৫ পেয়েছে ৯ জন। আরেক নারী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের পাশের হার ৯৪.৪৯। মোট ১২৭ পরীক্ষার্থীর ১২০ জন পাশ করেছে, তবে কেউ জিপিএ-৫ পায়নি।
সৈয়দপুর সরকারি ডিগ্রি কলেজের পাশের হার ৯৪.০১। এই কলেজ থেকে ৪৫১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ। এই কলেজের ২৯৮ জনের মধ্যে পাশ করেছে ২৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন, পাশের হার ৮২.৫৫।
গ্রামের কলেজগুলোর মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে হাজারীহাট স্কুল এন্ড কলেজ। এবার এই প্রতিষ্ঠানের ২ জন জিপিএ-৫ পাওয়াসহ পাশ করেছে ১২৭ জন, ফেল করেছে ২৩ জন, পাশের হার ৮৪.৬৭। এরপর রয়েছে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ। এই কলেজের ২১২ জনের মধ্যে ১৭৪ জন পাশ করেছে। পাশের হার ৮২.০৮, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
এছাড়া কামারপুকুর ডিগ্রি কলেজের পাশের হার ৭৫.৮৮। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন। এই প্রতিষ্ঠানের ১৯৯ জনের মধ্যে পাশ করেছে ১৫১ জন। সাতপাই হাইস্কুল এন্ড কলেজের মাত্র ৪ জন পরীক্ষার্থীর ৩ জন পাশ করেছে। পাশের হার ৭৫.০০।
শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে খারাপ করেছে কয়া গোলাহাট হাইস্কুল এন্ড কলেজ। এই কলেজের ১৭২ জন পরীক্ষার্থীর ৭৫ জনই ফেল করেছে। পাশের হার ৫৬.৪০। আর খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের ৩৯ জনের মধ্যে ১৮ জন ফেল করায় পাশের হার দাঁড়িয়েছে ৫৩.৮৫। শেষের তিনটি কলেজ থেকে কেউই জিপিএ-৫ পায়নি।
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :নভেম্বর মাসে ৫৬৬ টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত, ৬০৫ জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৩১ টি দুর্ঘটনায় ২৩ জন নিহত, ২৫ জন আহত হয়েছে। নৌ-পথে ০৬ টি দুর্ঘটনায় ০৫ জন নিহত, এবং ০১ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬০৩ টি দুর্ঘটনায় ৫০৩ জন নিহত এবং ৬৩০ জন আহত হয়েছে। এই সময়ে ১৪৭ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত, ৮৫ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ২৫.৯৭ শতাংশ, নিহতের ৩০.৫৬ শতাংশ ও আহতের ১৫.০১ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১৮৩ টি সড়ক দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ১৩৮ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে ২২ টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আজ ০৫ ডিসেম্বর মঙ্গলবার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২১ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৩ জন চালক, ৫৪ জন পথচারী, ২০ জন পরিবহন শ্রমিক, ৬৭ জন শিক্ষার্থী, ০৩ জন শিক্ষক, ৬৪ জন নারী, ৪৪ জন শিশু, ০২ জন সাংবাদিক, ০২ জন চিকিৎসক , ০১ জন আইনজীবী, ০ ২ জন প্রকোশলী, ০১ জন মুক্তিযোদ্ধা, এবং ১২ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে- ০৪ জন পুলিশ সদস্য, ০২ জন চিকিৎসক , ০২ জন সাংবাদিক, ০১ জন আইনজীবী, ০১ জন মুক্তিযোদ্ধা, ০২ জন প্রকোশলী, ১০৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ৪৫জন পথচারী, ৫১ জন নারী, ৩২ জন শিশু, ৩৬ জন শিক্ষার্থী, ১৩ জন পরিবহন শ্রমিক, ০৩ জন শিক্ষক, ও ০৭ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৮২৭ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২০.৭৯ শতাংশ মোটরসাইকেল, ২৭.৪৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ৩৪.৬২ শতাংশ বাস, ১০.৫১ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৬.৫২ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৫.৫৬ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫.৩২ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।
সংগঠিত মোট দুর্ঘটনার ৪০.৮১ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ১৩.৯৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১০.২৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৩৪.৬২ শতাংশ বিবিধ কারনে, এবং ০.৩৫ ট্রোন-যানবাহনের সংঘর্ষে ঘটে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এ মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪২.৫৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ১৯.৭৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২১.৫৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ১৩.০৪ শতাংশ ঢাকা মহানগরীতে, ২.৬৫ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৩৫ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।
বিভাগ.
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণসমূহ :
১. ট্রাফিক আইনের অপপ্রয়োগ, দুর্বল প্রয়োগ, ট্রাফিক বিভাগের অনিয়ম দুর্নীতি ব্যাপক বৃদ্বি।
২. মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা ও তিন চাকার যানের ব্যাপক বৃদ্ধি ও এসব যানবাহন সড়ক মহাসড়কে অবাধে চলাচল।
৩. সড়ক-মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কে বাতি না থাকা । রাতের বেলায় ফক লাইটের অবাধ ব্যবহার।
৪. চলতি বর্ষায় সড়ক মহাসড়কের ছোট বড় গর্তের সৃষ্টি।
৫. যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা।
৬. উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাদাঁবাজি।
৭. অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়াভাবে যানবাহন চালানো।
দুর্ঘটনার প্রতিরোধে সুপারিশসমূহ :
১. জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও র্স্মাট গণপরিবহন গড়ে তোলার বিষয়ে অঙ্গীকার রাখা ।
২. মোটরসাইকেল ও ইজিবাইকের মতো ছোট ছোট যানবাহন আমদানী ও নিবন্ধন বন্ধ করা।
৩. দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহন, ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস প্রদান।
৪. রাতের বেলায় বাইসাইকেল ও মোটরসাইকেল চালকদের রিফ্লেক্টিং ভেস্ট পোশাক পরিধান বাধ্যতামূলক করা।
৫. সড়কে চাদাঁবাজি বন্ধ করা, চালকদের বেতন ও কর্মঘন্টা সুনিশ্চিত করা।
৬. রাতের বেলায় চলাচলের জন্য জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পর্যাপ্ত আলোক সজ্জার ব্যবস্থা করা।
৭. চলতি বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তার মাঝে সৃষ্ট ছোট বড় গর্ত দ্রুত অপসারন করা।
৮. গণপরিবহন বিকশিত করা, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা। মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেইফটি অডিট করা।
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে এক সরকারি সফরে সৌদি গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (২৫ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
সফরকালে আগামী ২৬-২৭ নভেম্বর তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সৌদি আরবে অনুষ্ঠেয় সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করবেন।
এছাড়া, সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল এ্যাসেম্বলীতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ নভেম্বর সকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩