আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের আপত্তি খারিজ
রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। ফলে জাতিসংঘের আদালতে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার বিচারকাজ এগিয়ে নিতে আর কোনো বাধা থাকলো না।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) শপথগ্রহণ করেন তিনি। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেওয়া হলো। এর আগে জানা যায়, শ্রীলঙ্কায় একযোগে পদত্যাগ করা আগের মন্ত্রিসভাই আবারও শপথ নিতে চলেছে। শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে শপথ নেওয়ার কথা তাদের। জাতীয় সরকার গঠনের আগ পর্যন্ত বহাল থাকবে এই মন্ত্রিসভা এবং পরে তাতে রদবদল আনা হবে।
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই) ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৭ জন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি শত্রু বাহিনীর একটি বিমান হামলা চালিয়েছে দখলকৃত সিরিয়ার গোলানের দিকে। হামলায় তিন সেনা নিহত ও সাতজন আহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা বিমান কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
শ্রীলঙ্কায় বিক্ষোভস্থলে সেনা অভিযান, শতাধিক আটক
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় মূল বিক্ষোভস্থলে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা যেসব তাঁবুতে থাকতেন সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছিলেন, নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পর শুক্রবার বিকেলের মধ্যে এলাকাটি খালি করে দেবেন তারা। কিন্তু তার আগেই অভিযানে নামেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
লুকিয়ে মক্কায় প্রবেশ ইসরায়েলি সাংবাদিকের, ব্যবস্থা নিচ্ছে সৌদি
মুসলিমদের পবিত্রতম নগরী মক্কায় অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের খবর সংগ্রহ করতে গিয়ে লুকিয়ে মক্কায় ঢুকে পড়েন এক ইসরায়েলি সাংবাদিক। এ নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বে, শুরু হয় সমালোচনার ঝড়। বিতর্কের মুখে ওই ইসরায়েলি পরে মুসলিমদের কাছে ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। তাকে মক্কায় প্রবেশে সাহায্য করা এক সৌদি নাগরিককে এরই মধ্যে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ।
আমেরিকায় বদলে যাচ্ছে অভিবাসনের গতিপথ
গত মাসে টেক্সাসে একটি ট্রেলারের ভেতর শ্বাসরোধ হয়ে মারা যান ৫৩ অভিবাসনপ্রত্যাশী। এটি আরও দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিচ্ছে যে, মানুষজন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে কী পরিমাণ ঝুঁকি নিচ্ছে। ওই ঘটনায় মৃতদের মধ্যে ২৭ জনই ছিল মেক্সিকান নাগরিক, বাকিরা মধ্য আমেরিকার বিভিন্ন দেশের। আমেরিকাজুড়ে এ ধরনের অভিবাসনপ্রত্যাশীরা পুরোনোর পাশাপাশি নিত্যনতুন কৌশল অবলম্বন করছে।
উচ্চতায় বুর্জ খলিফাকে হার মানাবে ‘স্কাই মাইল টাওয়ার’
যদি বলা হয়, বিশ্বের উচ্চতম স্থাপনা কী? চোখ বুজেই বলা যায়, দুবাইয়ের বুর্জ খলিফা অথবা চীনের সাংহাই টাওয়ার। তবে এবার সেই দিন ফুরাতে চলেছে। জাপান এমন একটি টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে যা হবে বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন। এর নামকরণ করা হয়েছে ‘স্কাই মাইল টাওয়ার’। এর উচ্চতা ১ হাজার ৭০০ মিটার (৫ পাঁচ হাজার ৫৭৭ ফুট)। উচ্চতার নিরিখে বুর্জ খলিফাকেও পার করবে স্কাই মাইল। কারণ বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। এই টাওয়ার নির্মাণ হবে জাপানের রাজধানী টোকিওতে। বিশ্বের অন্যতম স্থাপত্য নির্মাণ সংস্থা কোহন পেডেরসেন ফক্স অ্যাসোসিয়েটস এই টাওয়ার তৈরি করবে।
বোস্টনে সেতুর ওপর ট্রেনে আগুন
যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি সেতু পার হওয়ার সময় ট্রেনে আগুন লেগেছে। এসময় জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন অনেক যাত্রী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দুইশজনকে উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ যাত্রী ট্রেনের জানালা দিয়ে বেরিয়ে যান। প্রাণ বাঁচাতে এক নারী নদীতে ঝাঁপিয়ে পড়েন।
৭ ঘণ্টার বৃষ্টিতে ২০ বছরের রেকর্ড ভাঙলো পাকিস্তানে
মাত্র সাত ঘণ্টা বৃষ্টিতেই ২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো পাকিস্তানের লাহোরে। বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে সর্বোচ্চ ২৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন লাহোরে প্রবল বর্ষণের পাশাপাশি বজ্রবৃষ্টি দেখা দেয়। বৃষ্টির পানিতে তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চলের বহু বাড়িঘর। ডুবে যায় রাস্তাঘাট, বিঘ্নিত হয় গাড়ি চলাচল। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎসংযোগ। ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে ডুবেছে শহরের প্রায় অর্ধেক এলাকা।