Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ঝড়বৃষ্টির সঙ্গে বাড়বে তাপমাত্রা

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;দেশের সাত বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

গতকাল শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে এবং ঢাকায় সর্বোচ্চ ছিল ৩৩ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে।


আরও খবর



মাগুরায় প্রশিক্ষনার্থীদের মাঝে কম্পিউটার ও ড্রাইভিংয়ের সনদপত্র বিতরন

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরায় ৩ শতাধিক অসহায় প্রশিক্ষনার্থীর  মাঝে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের  সার্টিফিকেট ও সন্মানী  বিতরণ করেছে বহুমুখী মানব কল্যাণ সংস্থা ।বুধবার ৩০ আগস্ট সকালে মাগুরা শহরের সৈয়দ  আতর আলী সড়কে  বহুমুখী মানব কল্যান সংস্হার কার্যালয়ে প্রশিনার্থীদের  মাঝে  সার্টিফিকেট বিতরণ করা হয়। সংস্হার নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক বিপুল আশরাফ  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আসাদুল হক। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বহুলুল কবীর,  সিনিয়র সাংবাদিক রুপক আইচ, সংস্থার ডেপুটি ম্যানেজার আব্দুল আওয়াল প্রিন্সসহ অন্যরা ।

 প্রতিষ্ঠানটি ইতিমধ্যে  মাগুরা   জেলার ১ হাজার  ২৩০ জন নারী ও পুরুষকে  কম্পিউটার ও ড্রাইভিং কোর্স সম্পন্ন করিয়েছে ।

আরও খবর



ঢাকায় বন্ধ পেট্রোল পাম্প

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তেলের ডিপো বন্ধ থাকায় ঢাকায় অধিকাংশ পেট্রোল পাম্পও বন্ধ রয়েছে। মালিকদের একাংশের ধর্মঘটে রোববার (৩ সেপ্টেম্বর) পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। এ ধর্মঘট চলতে থাকলে দেশে তেলের সংকট দেখা দেবে। ফলে যে কটি খোলা আছে, সেগুলোও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, সব পেট্রোল পাম্প খোলা আছে; কিন্তু তেলের ডিপো বন্ধ করে রাখা হয়েছে। এ মুহূর্তে ধর্মঘট প্রত্যাহার না করলে দেশে তেলের সংকট দেখা দেবে।

তিনি বলেন, এখন যারা ধর্মঘটের ডাক দিয়েছে তারা এই সংগঠন থেকে বহিষ্কৃত। তারা আমাদের সংগঠনের কেউ না। আপনারা দেখবেন দেশের আর কোথাও ধর্মঘট চলছে না। ঢাকার পাম্পগুলোর ডিপো হচ্ছে নারায়ণগঞ্জে। সেখানে বহিষ্কৃত সংগঠনের নেতারা আশেপাশের লোকজনকে টাকা দিয়ে তেল দেওয়া বন্ধ করে রেখেছে। ঢাকার পাম্পগুলোতে অলরেডি তেল শেষ। কারণ শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকে। আজও বন্ধ রয়েছে।

পেট্রোল পাম্পের গাড়ি ডিপোতে ঢুকতে দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, তেল নিতে না পারলে, পাম্প বন্ধ করে দিতে হবে। যারা ধর্মঘট ডেকেছে, তাদের দাবি যৌক্তিক। তবে সরকারকে সময় না দিয়ে ধর্মঘট ডেকে মানুষকে বিপদে ফেলা অযৌক্তিক।

সভাপতি বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের দাবি ও লাইসেন্সের ঝামেলা মেটানো হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তাই মন্ত্রণালয়কে সময় দেওয়া উচিত।

 এদিকে বিপিসির জয়েন্ট সেক্রেটারি অনুপম বড়ুয়া গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জে যেসব গাড়ি ডিপোতে আটকে আছে সেখানে তেল সরবরাহ ঠিক রাখতে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। এছাড়া জেলা প্রশাসককে চিঠি দেওয়া হবে ডিপোর নিরাপত্তা রক্ষার জন্য। 

 যারা ধর্মঘট ডেকেছেন তাদের তিনটি দাবির দুটি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরেকটি দাবি এক মাসের মধ্যে মেনে নেওয়া হবে। এ অবস্থায় ধর্মঘট ডাকতে পারে এটা বিপিসির ধারণার বাইরে ছিল।

রোববার মধ্যে ধর্মঘট প্রত্যাহার না করলে আগামীকাল (সোমবার) বিপিসি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানান অনুপম বড়ুয়া।

এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে থাকা একাংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। আর পেট্রোল পাম্প মালিকদের অন্য একটি অংশ ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে। ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখতে এ হরতাল ডাকে তারা। 


আরও খবর



র‌্যাব-১১, অভিযানে গাঁজা ও ফেনসিডিল’সহ ২ জন গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

প্রেস রিলিজ:১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা ও ১০০ (একশত) বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। কামাল হোসেন (৩০), পিতা- মোঃ সেলিম মিয়া, সাং- শিবপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং ২। মান্নান মিয়া (২৩), পিতা- আলী আক্কাস, সাং- রামচন্দ্রপুর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা। ৪। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। কামাল হোসেন (৩০) এবং ২। মান্নান মিয়া (২৩) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্দবেশ ধারন করে কুমিল্লা হতে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




আমতলীতে গোলাম সরোয়ার টুকু গনসংযোগ ও পথসভা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের জেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু আমতলী পৌরশহরে গনসংযোগ শেষে এক পথসভা করেছেন। আজ সকাল ১০টায় আমতলী ফেরীঘাট থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে শুরু হওয়া গণসংযোগ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় বাধঘাট চৌরাস্তায় তিনি এক পথসভায় বক্তব্য রাখেন। বাংলাদের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আমতলী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব এবিএম আসমত আলী আকন, আমতলীর উপজেলার সাবেক সাংসদ নিজাম উদ্দিন আহমেদ তালুকদার, সাবেক সাংসদ মজিবুর রহমান তালুকার,নআমতলী উপজেলা আওয়ামী লীগ নেতা মরহুম মাহাবুবুল আলম ঝন্টু তালুকদার, আবদুল মান্নান মৃধা ও আমতলী উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি জি এম দেলওয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময়ে গোলাম সরোয়ার টুকু বলেন, আমি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হয়েছি। ছাএ রাজনীতি থেকে বেরে উঠেছি আমার স্কুল ও কলেজ জীবনে ছাএলীগের সভাপতি থেকে পরপর দ্#ু৩৯;বার বরগুনা কলেজের ভিপি নির্বাচিত হয়েছি। আমি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন শেষে বিশ্ববিদ্যালয়ে থাকার সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ফের যখন জেলা আওয়ামী লীগের রাজনিতীতে সমৃক্ত হয়েছি আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি সর্বশেষ বিগত জেলা আওয়ামী লীগের সম্মেলনে আমাকে জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরোও বলেন, উৎপাদন উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কার মনোনয়ন দেবেন আমরা তার হয়ে কাজ করব। আজকের এই কর্মসূচীতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাএলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী ও আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।


আরও খবর



নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১২ সেনা নিহত

প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যদের ওপর হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে আসা শত শত সশস্ত্র বিদ্রোহীর হামলায় নাইজারের অন্তত ১২ জন সৈন্য নিহত হয়েছে বলে পশ্চিম আফ্রিকার এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীর হামলা ও এর জেরে সৃষ্ট লড়াইয়ে সাত সৈন্য নিহত হয়েছে এবং অন্য পাঁচজন হামলার শিকার ইউনিটকে সাহায্য করার জন্য যাওয়ার পথে নিহত হয়। মূলত হামলার শিকার ইউনিটকে শক্তিশালী করার জন্য ঘটনাস্থলে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার মুখে পড়লে ওই পাঁচজন নিহত হন।

রয়টার্স বলছে, রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার (১১৮ মাইল) দূরে মালি, বুরকিনা ফাসো এবং নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত কান্দাদজিতে এই হামলার ঘটনা ঘটে। এই এলাকাটি গত কয়েক বছরে সাহেল অঞ্চলে ইসলামি বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।

এদিকে বৃহস্পতিবার একজন সিনিয়র সামরিক কর্মকর্তাসহ নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনটি সূত্র রয়টার্সকে জানায়, সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে দশজন সেনা নিহত হয়েছে। অবশ্য এই হামলায় কারা জড়িত তা এসব সূত্র বা নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি।

তবে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের স্থানীয় সহযোগীরা এই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং তারা প্রায়ই সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালিয়ে থাকে।

এছাড়া নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় একশত বিদ্রোহী নিহত হয়েছে এবং তাদের মোটরবাইক ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। এর বেশি আর কোনও বিবরণ নাইজারের এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

অন্যদিকে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নাইজারের সেনাবাহিনী স্থল সেনাদের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে পাল্টা হামলা চালিয়ে বিদ্রোহীদের আক্রমণের জবাব দেয়। হেলিকপ্টারগুলোর মধ্যে একটিতে বিদ্রোহীরা আঘাত হানলেও সেটি ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়।

রয়টার্স বলছে, নাইজারের ক্ষমতাসীন সামরিক জান্তা গত জুলাই মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। আংশিকভাবে খারাপ নিরাপত্তা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ্টির কারণে তারা অভ্যুত্থান ঘটায়। প্রতিবেশী মালি এবং বুরকিনা ফাসোতেও গত তিন বছরে দুটি করে অভ্যুত্থান হয়েছে।

এর আগে গত আগস্টের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম নাইজারে আরেকটি হামলায় অন্তত ১৭ সেনা নিহত হয়েছিল।

উল্লেখ্য, গত এক দশক ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল এবং পশ্চিম নাইজার অঞ্চল সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে। সাহেল অঞ্চলে সক্রিয় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও আইএসের সম্পর্ক রয়েছে।

সূত্র: রয়টার্স


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩