
মুশফিকুর রহমানঃ
সংবিধান সমুন্নত রক্ষার স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন বিকল্প নাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চ-এর সমন্বয়ক আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু।
সভাপতির বক্তব্যে গণতন্ত্র বিকাশ মঞ্চ-এর সমন্বয়ক আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে। গণতন্ত্র বিকাশ মঞ্চ এই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার জন্য সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সাম্যের রাজনীতি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র বিকাশ মঞ্চ ৩০০আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি আরো বলেন,আমরা উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাস করি। আন্দোলনের নামে ধংসাত্মক কর্মকাণ্ড, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা-অপপ্রচার এবং অপরাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তির রাজনীতি, দেশের উন্নয়ন ও মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাসী।
তিনি বলেন, ‘আমরা মনে করি নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। জনগণ যদি ভোট কেন্দ্রে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে। আমরা গণতন্ত্র বিকাশ মঞ্চ সেই লক্ষ্যে কাজ করছি।’
উক্ত আলোচনায় আরো অংশগ্রহণ করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও গনতন্ত্র বিকাশ মঞ্চ এর স্টিয়ারিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, পিপলস পার্টি (এনপিপি) মহাসচিব ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর মহিউদ্দিন আহমেদ বাবলু, এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মিসেস আয়েশা সিদ্দিকা, সৈয়দ মাহমুদুল হক আক্কাস, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর মুখপাত্র সাবের আহাম্মদ কাজী (ছাব্বির), প্রেসিডিয়াম সদস্য ইকবাল হাসান স্বপন, জামাল উদ্দিন,মোঃ ইমরুল কায়েস, ইসলামী ঐক্য ফ্রন্টের সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য হাফেজ মাওলানা মুফতি মোঃ শাহাদাত হুসাইন, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (ডিপিবি)র চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর স্টিয়ারিং কমিটির সদস্য এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন (বিজিএ) এর চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকারআন্দোলনের সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চ স্টিয়ারিং কমিটির সদস্য খাজা মহিব উল্লাহ শান্তিপুরী, নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চ এর স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ শহিদুন্নবী ডাবলু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি)র চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ আনিসুর রহমান দেশ, ভাইস চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ, ন্যশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানীর মহাসচিব মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোহম্মদ এমদাদুল হক রানা, জাকির হোসেন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার কে এম শামসুল আলম মিশুক, ন্যাশনাল পিপল শ্রমিক পার্টির সভাপতি মোঃ আবুল কালাম জুয়েল, ধর্মবিষয়ক সম্পাদক ও ন্যাশনাল পিপলস ওলামা পার্টির সভাপতি মাওলানা মোঃ লোকমান সাইফি, মোহাম্মদ আরিফুর রহমান সুমন সহ অনেকে।