Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলের আওমোরিতে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আওমোরিতে ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।

জাপানের প্রধান প্রধান সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আওমোরিতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ারে’ জাপানের অবস্থান; যে কারণে দেশটিতে ভূমিকম্প একেবারে সাধারণ ঘটনা। তীব্র কম্পনপ্রবণ এই ‘রিং অব ফায়ার’ দক্ষিণপূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত রয়েছে।

শক্তিশালী ভূমিকম্পের আঘাতেও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য জাপানে ভবন নির্মাণের কঠোর আইন রয়েছে। এছাড়া বড় ধরনের কম্পনে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের পরিমাণ কমিয়ে আনতে দেশটিতে প্রায়ই মহড়া অনুষ্ঠিত হয়।


আরও খবর



হলি আর্টিজানে হামলা: সাজা কমিয়ে ৭ আসামির আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় নব্য জেএমবির সাত সদস্যকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর ১১ অক্টোবর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ রায় দেওয়া হলো।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাত জঙ্গি হলেন- রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশীদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ। তারা এখন কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (আত্মঘাতী) সদস্যরা। এ সময় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে নিহত হন পাঁচ জঙ্গি।

এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দেন।


আরও খবর



লিজা গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা বিয়েটা গোপনেই সেরে ফেললেন! স্বামী প্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকার।বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি লিজা। তবে সবুজের সঙ্গে তার ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে বুঝিয়ে দিচ্ছে, তারা গাঁটছড়া বেঁধেছেন।

সবসময় লিজার পাশে ছায়ার মতো থাকেন সবুজ। বিভিন্ন অনুষ্ঠানে তারা একসঙ্গেই যান। এমনকি লিজার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবিটিও তার সঙ্গে।

জানা গেছে, সবুজের সঙ্গে লিজার পরিচয় যুক্তরাষ্ট্রে। সেখানে একটি শো করতে গিয়ে আলাপ হয়েছিল তাদের। এর পর প্রেমের সম্পর্কে জড়ান তারা। যুক্তরাষ্ট্রে লিজা-সবুজকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।

এদিকে বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর লিজার দাবি, তিনি প্রকাশ্যেই বিয়ে করেছেন। গায়িকা বলেন, ‘গত বছর আমাদের বিয়ে হয়েছে। ইচ্ছে ছিল সকলকে দাওয়াত দিয়ে মিডিয়ায় জানাব। তার আগেই খবর বের হলো আমি গোপনে বিয়ে করেছি। গোপনে বিয়ে মানে তো পরিবারের অসম্মতিতে বিয়ে করা। আমরা এটা তো করিনি। আমাদের বিয়েটা দুই পরিবারের সম্মতিতে আয়োজন করে হয়েছে। আর আমার হাজবেন্ডকে সবখানেই আমি নিয়ে যাই, তার সঙ্গেও আমি ঘুরছি ফিরছি। মিডিয়ার সবাই জানে।

তিনি আরও বলেন, ‘ইচ্ছা ছিল ডিসেম্বরেই বিয়ে পরবর্তী অনুষ্ঠান করার। কিন্তু এখন এটা সম্ভব হচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পর একটা স্বাভাবিক ও সুন্দর সময় দেখে অনুষ্ঠান করব।

এদিকে ২০১২ সালে ইকবাল মাহমুদ লাভলুর সঙ্গে বাগদান হয়েছিল লিজার। তবে তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। বিষয়টি নিয়ে পরে লিজা জানিয়েছিলেন, ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে গেছে এবং যার সঙ্গে বাগদান হয়েছিল তিনিও বিয়ে করে ফেলেছেন।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে লিজার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে নাম লেখান লিজা। তারপর থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে সরব বিচরণ তার। বর্তমানে লিজা ব্যস্ত আছেন একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে।


আরও খবর



গাংনী; সদ্যজাত সন্তান ও তার পাগলী মাকে নিয়ে দিশেহারা একটি পরিবার

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

মজনুর রহমান আকাশ মেহেরপুর প্রতিনিধিঃসন্তান ও সংসার কি তা বোঝে না ভবঘুরে পাগলী জোসনা (ছদ্ম নাম)। নিজের সম্পর্কেই যার কোন ধারণা নেই। অথচ মাস খানেক আগেই পাগলীটি মা হয়েছে। ফুটফুটে কণ্যাটির নাম রাখা হয়েছে ফাতেমা। সন্তান প্রসবের পরই দূর দূরান্ত থেকে আগত লোকজন কেউ জানাতে পারেনি তার পরিচয়। সেই সদ্যজাত সন্তান ও তার পাগলী মাকে নিয়ে দিশেহারা হয়ে পেড়েছে আশ্রয় দাতা কৃষক মহাসিন আলী ও তার পরিবার। একদিকে সদ্যজাত শিশুটির খাবারে অপ্রতুলতা, অন্যদিকে পাগলীর অত্যাচার। সবমিলিয়ে গোটা পরিবার এক অথৈ সমুদ্রে পড়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে।

তবে উপজেলা সমাজ সেবা অফিস বলছে, পাগলী ও তার সন্তানকে আদালতের মাধ্যমে ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। গৃহকর্তা মহসিন আলী জানান, মাসখানেক আগে রাস্তায় ঘুরছিলো পাগলিটি। ছেলেমেয়রা উত্যক্ত করছিলো তাকে। বিষয়টি দেখে পাগলীকে তার বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন। শারিরিক গঠন দেখে সন্তান সম্ভবা বুঝতে পেরে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিক্ষা নিরিক্ষা করার পর অন্তঃস্বত্মার ‍বিষয়টি নিশ্চিত হয়। গত (১২ অক্টেবর) ওই পাগলী ফুটফেটে সন্তান জন্ম দেয়। সে সময় অনেকেই যতসামান্য টাকা পয়সা দিয়ে যাই অসহায় পরিবারটিকে। আবারও অনেকেই আগ্রহী হয় সন্তানটিকে দত্ত্বক নেওয়ার। কিন্তু সে সময় দেয়া হয়নি। অপেক্ষা করা হয়েছিল পাগলীর পরিবারের সন্তানের। কিন্তু গেল এক মাসেও পাগলীর পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। এদিকে পাগলী ও তার সন্তানের খাবারের ব্যবস্থা করার দুঃসাধ্য হয়ে পড়েছে। শুধু তাই নয়, আগে পাগলীটি শান্ত ছিল কিন্তু এখন তার অত্যাচার বেড়েছে। বাড়ির লোকজনকে মারধর ছাড়াও সন্তানটিকে গলাটিপে ধরে মেরে ফেলতে চাই। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা সমাজ সেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। ইতোমধ্যেই সমাজ সেবা অফিসার ঘটনাস্থান পরিদর্শন করেন

ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থান পরিদর্শন করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রসাশক মোহদয়কে জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী পাগলীগে আদালতের মাধ্যমে ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করা হবে।


আরও খবর



যশোরে বাহিনী প্রধান জিয়া ফকির বোমা হামলায় নিহত

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image
নিজস্ব প্রতিবেদক:যশোরের অভয়নগরে শুক্রবার রাতে বোমা হামলায় বাহিনী
প্রধান জিয়া ফকির নিহত হয়েছেন। তিনি অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া
মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত
সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
একটি বোমা তার শরীরে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীরা জানান, নিহত জিয়া ফকির তার বাহিনী দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে
নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। তার নামে হত্যাসহ বেশ
কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। মাস
তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন,
ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে।ককটেলটি তার পেটে বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও খবর



বিএনপি-জামায়েত জোটের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি মুকুল

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃহরতাল অবরোধের নামে দেশব্যাপী বিএনপি জামাতের জোটের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে উপজেলা সড়কে শান্তি সমাবেশে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা প্রদান করে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি মুকুল বলেন, আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে বোরহানউদ্দিন ও দৌলতখানের আওয়ামীলীগ অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে নিরলস ভাবে কাজ করছি। তিনি আরও বলেন, বিএনপি-জামায়েত জোট অবরোধের নামে আবারোও অগ্নি সন্ত্রাসে মেতে উঠেছে। বাংলার মানুষ তাদের অবরোধ প্রত্যাখ্যান করছে। বাংলার মানুষ শেখ হাসিনার সরকার কে আবারোও ক্ষমতায় দেখতে চায়। তিনি আরও বলেন, আওয়ামীলীগ এর নেতাকর্মীদের কে সজাগ থাকতে হবে বিএনপি-জামায়েত জোটের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ সহ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার হাজারো নেতাকর্মী।এর আগে দুপুরে এমপি মুকুলের নেতৃত্বে ভোলা ইলিশঘাট হতে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার হাজারো আওয়ামীলীগ এর নেতাকর্মীরা উন্নয়ন শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।


আরও খবর