Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা

ইভ্যালির রাসেল হাইকোর্ট থেকে জামিন পেলেন

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৯২জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করীম। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, রাসেলের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।

অন্যদিকে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, রাসেলের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।

২০২১ সালের ১৬ সেপ্টম্বর প্রতারণার অভিযোগে স্ত্রীসহ গ্রেপ্তার হন মো. রাসেল। পরে তার স্ত্রী জামিনে মুক্তি পান। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে ওই দম্পতিসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলাটি করেন।

মামলায় বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ইভ্যালির অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও ৭ মাস পেরিয়ে গেলেও তিনি তা পাননি।

চলতি বছরের ২ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস গত বছরের ১৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




মেটলাইফের বীমা সুবিধা গ্রহণ করবে পারফেটি ভ্যান মেলে বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিশ্বের অন্যতম বৃহৎ ক্যান্ডি ও চুইংগাম জাতীয় পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান পারফেটি ভ্যান মেলে এর বাংলাদেশ অফিসের কর্মীদের বীমা সুবিধা প্রদান করতে সম্প্রতি মেটলাইফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অংশ হিসেবে পারফেটি ভ্যান মেলের ৫৬০ জন কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলরা (পরিবার) চিকিৎসা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বীমা নিষ্পত্তি সেবা, বীমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করে প্রতিষ্ঠানটি। পারফেটি ভ্যান মেলের পণ্য বিশ্বের ১৫০টিরও বেশি দেশে পাওয়া যায়। এশিয়া প্যাসিফিক অঞ্চল, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকায় বেশ জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশে মেটলাইফ ৮শ’টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত ২,৭০,০০০ -এরও বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের বীমা সেবা প্রদান করছে। ২০২২ সালে মেটলাইফ এর পলিসি হোল্ডারদের প্রায় ২,৫৪৮ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। পারফেটি ভ্যান মেলের ব্যবস্থাপনা পরিচালক আশিস কাপুর বলেন, “পারফেটি ভ্যান মেলে-তে আমরা একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের সহকর্মীরা নিরাপদ ও আত্মবিশ্বাসী বোধ করবেন। আমি বিশ্বাস করি, আমাদের কর্মীরা এই অংশীদারিত্ব ও মেটলাইফের সেবা থেকে উপকৃত হবেন।” মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ বলেন, “জীবনবিমা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আমাদেরকে পারফেটি ভ্যান মেলের কর্মীদের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করার সক্ষমতা দিয়েছে বলে আমি মনে করি।” পারফেটি ভ্যান মেলের পক্ষ থেকে এর ব্যবস্থাপনা পরিচালক আশিস কাপুর; মানবসম্পদ বিভাগের পরিচালক সাইয়েদা তাহিয়া হোসেন; কোম্পানি বেনিফিট এন্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মোঃ জায়েদ বিন আতাউর এবং এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আকতারুল হাসান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেটলাইফ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; ডিএমডি ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ; ডিরেক্টর এন্ড হেড অব এমপ্লয়ি বেনিফিট মোহাম্মদ কামরুজ্জামান; ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব নিউ সেলস (এমপ্লয়ি বেনিফিটস) মো. মনিরুল ইসলাম এবং এমপ্লয়ি বেনিফিটসের ডেপুটি ম্যানেজার রায়হান চৌধুরী ও শাফায়েত ভূঁইয়া।

মেটলাইফ

MetLife Inc. (NYSE: MET), এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে আরো বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা

Our Purpose: Always with you, building a more confident future. করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন

বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.metlife.com.bd


আরও খবর



বাংলাদেশসহ ৩১ দেশকে রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশসহ ৩১টি ‘বন্ধুসুলভ ও নিরপেক্ষ’ দেশকে রুশ মুদ্রা রুবলে লেনদেনের অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রুশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, রুশ সরকার ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক ও ব্রোকারদের একটি তালিকা অনুমোদন করেছে, যাদের রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি দেওয়া হবে।

রুবলে লেনদেনের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, ব্রাজিল, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।


আরও খবর



নবীনগর বাড়িখলা গ্রামে পুকুরে পানিতে ডুবে ভেসে উঠল দুই বোন

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৫৩জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার রাইসা (৪) নামে আপন দুই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ৯ সেপ্টম্বর শনিবার দুপুরে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ওই দুই বোন বাড়িখলা দক্ষিণ পাড়ার সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুল এর সন্তান।সরেজমিনে গিয়ে জানাযায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলেন দুই বোন জান্নাতুল রাইসা(৫) ও রাইকা আক্তার মাইশা (৪) সেখানে থেকে হঠাৎ করে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন বাড়ির উঠানে।

কিছুক্ষণ পর তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। দীর্ঘাক্ষণ খুজে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা টেনশনে পাড়ে প্রতিবেশীদের ডাক দেন।সবাই মিলে অনেক খোঁজাখুঁজি ও মার্কিং শুরু করেও কোন ফল পাচ্ছিলেন না। পরে তারা নিকটস্থ রাধানগর গ্রামের কয়েকজন জেলেকে বাড়িতে নিয়ে আসেন,এমন সময় তারা বাড়ির পাশে জলাশয়ে ফুটবল ভাসছে দেখে সন্দেহ করে পানিতে নেমে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।মুহুর্তের মধ্যে মৃত্যু দুই বোনের লাশ দেখে ওই বাড়িতে কান্নার রোল নেমে আসে।

স্থানীয়দের ধারণা, ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যাওয়ার কারণে নিশ্চয়ই তারা দুই বোন একে একে বলটি আনতে গিয়ে জলাশয়ে নামেন। এরপর পিছলিয়ে সেখানে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাহাবুবুর রহমান সাইফুল এর স্ত্রী রূপালি আক্তার গ্রামে বসবাস করতেন। হঠাৎ করে আদরের দুই মেয়েকে হারিয়ে তিনি সহ পুরো পরিবার বাকরুদ্ধ।হঠাৎ করেই গ্রামে এ ঘটনায় বাড়িখলা গ্রামে শোকে মাতম হয়ে আছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ মাঠে গড়াবে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে প্রথম দুই ওয়ানডে থেকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এ ছাড়া মুশফিক-মিরাজ-তাসকিনদের মতো জাতীয় দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকেও প্রথম দুই ওয়ানডের দলে রাখা হয়নি। তাদের পরিবর্তে রিজার্ভ বেঞ্চে থাকা মাহমুদউল্লাহ, সৌম্যদের সুযোগ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটনের নেতৃত্বে এ সিরিজে মাঠে নামবেন টাইগাররা।

মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ নিক পোথাসকে। শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে দেখা যাবে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

২০০৮ সালের পর (২০১০-২০১৩) দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ৭ ওয়ানডের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরেছিলেন ব্ল্যাক ক্যাপসর

যেমন হতে পারে প্রথম ম্যাচের একাদশ: তামিম ইকবাল,লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব


আরও খবর

বাংলাদেশ সিরিজ হারল নিউজিল্যান্ডের কাছে

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




ইরানে বিষাক্ত মদ পানে ১৭ মৃত্যু, ৪ বিক্রেতার মৃত্যুদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বিষাক্ত মদ বিক্রির দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। তাদের বিক্রি করা মদ পানে জুন মাসে ১৭ জনের মৃত্যু এবং প্রায় ২০০ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ করা হয়েছে। এরপর থেকে দেশটিতে মদের বিশাল অবৈধ বাণিজ্যের জন্ম হয়েছে, যার মধ্যে বিষাক্ত মিথানলও রয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি বলেছেন, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশে বিষাক্ত মদ বিতরণের জন্য ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকিদের এক থেকে পাঁচ বছর মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।দোষীরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

জুন মাসে কর্তৃপক্ষ বলেছিল, তারা একটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে ছয় হাজার লিটারের বেশি অবৈধ মদ জব্দ করেছে।

এদিকে অ্যালকোহলযুক্ত নকল পানীয় সেবনের কারণে এ বছর মার্চ পর্যন্ত ৬৪৪ জন মারা গেছে। ইরানের ফরেনসিক ইনস্টিটিউট জানিয়েছে, এ সংখ্যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।

এছাড়া ২০২০ সালে করোনা মহামারির সময় অন্তত ২১০ ইরানি অবৈধ মদ পান করার পর মারা গিয়েছিল।

প্রসঙ্গত, ইরানের খ্রিস্টান, ইহুদি ও জরথুস্ট্রিয়ান সংখ্যালঘুরা শুধু মদের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিপ্রাপ্ত।

সূত্র: এএফপি।


আরও খবর