Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ইভিএমে ভূত-পেত্নী দেখতে পেলে আদালতে যান: সিইসি

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কেউ ভূত-পেত্নী দেখে থাকলে আদালতে যেতে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে সংশয় থাকলে আদালতে যান। আমাদের বলবেন না। আমরা ইভিএমে ভূত-পেত্নী দেখিনি। আপনারা দেখতে পেলে আদালতে যান। ইভিএম নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে সরাসরি আদালতে পেশ করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না। এটি একটি স্বাধীন সংস্থা।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন আচরণ বিধিমালা প্রার্থীদের মেনে চলতে হবে। তা না হলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দেরি করবে না।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহীর পুলিশ সুপার মাসুদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান, রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।


আরও খবর



আগামী পাঁচদিন সারা দেশেই বৃষ্টি থাকবে

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: সারা দেশেই বৃষ্টি থাকবে আগামী পাঁচদিন। গত কয়েক দিনের অসহ্য তাপমাত্রা আজকের মধ্যেই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ (সোমবার) এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তাপপ্রবাহ ছিল। এছাড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, যশোর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল জেলায় তাপপ্রবাহ ছিল। 

তবে আজকে এখান থেকে বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ কমে যাবে। বিশেষ করে রাজশাহী ও রংপুরের কোথা কোথাও তাপপ্রবাহ থাকলেও বেশিরভাগ জায়গায় কমে যাবে। তার মানে আগামী পাঁচদিন সারাদেশসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর বা মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি তুলনামূলক দুর্বল হবে। কারণ, লঘুচাপের থেকে এটির বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। আজ বিকেলে অথবা আগামীকাল সকালে এটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখনও এই তথ্য প্রকাশ করিনি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৯৭ মিলিমিটার এবং চট্টগ্রামের আরও অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

১৮ সেপ্টেম্বর কোথায় কোথায় বৃষ্টি হবে- খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

১৯ সেপ্টেম্বর দেশের যেসব জায়গায় বৃষ্টি হবে-ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।


আরও খবর



এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কাওলা অংশে ফলক উন্মোচন করে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এরপর কাওলা প্রান্তের টোল প্লাজায় গাড়ি প্রতি ৮০ টাকা হারে প্রথম টোল দিয়ে ফলক উন্মোচন মঞ্চে ওঠেন সরকারপ্রধান। পরে বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধনের পর মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মো. মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার দ্বার খুললেও এ সড়কে যান চলাচল শুরু হবে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে।


আরও খবর



বিমানবন্দর থেকে সোনা চুরির মামলায় গ্রেপ্তার ৮

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে সোনা চুরির মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আগেই হেফাজতে নেওয়া হয়েছিল।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের উপকমিশনার আকরামুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেপ্তার হওয়া আটজন হলেন- বিমানবন্দরের ভেতরের ওই গুদামের দায়িত্ব পালনকারী চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম ও আকতার শেখ। অন্য চারজন সিপাহি। তারা হলেন রেজাউল করিম, মোহাম্মদ মোজাম্মেল হক, আফজাল হোসেন ও নিয়ামত হাওলাদার।

সোনা চুরির ঘটনায় ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন।


আরও খবর



তানোরে যানজটে নাকাল জনজীবন

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর পৌর সদর থানা মোড় ও গোল্লাপাড়া এবং তালন্দ বাজারের যানজটে নাকাল হয়ে পড়েছে জনজীবন। সরু রাস্তা ও দুপারে অটোরিকশা, ভ্যান রাখার কারনেই এমন যানজটের কবলে পড়তে হচ্ছে। বিশেষ করে সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার গোল্লাপাড়া হাটের দিন হওয়ার কারনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও তালন্দ ও কালিগঞ্জ হাটের দিনেও তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব যানজটের কারনে জনসাধারণের দূর্ভোগের শেষ নাই। শুধু হাটের দিন না প্রতি নিয়তই যানজট লেগেই থাকছে। যত্রতত্র ভ্যান অটোরিকশা রাখার কারনেই এমন যানজটের সৃষ্টি লেগেই থাকছে বলে মনে করছেন স্থানীয়রা।জানা গেছে, উপজেলার প্রান কেন্দ্র বলতেই থানা মোড় ও গোল্লাপাড়া বাজারকেই বোঝাই। থানা মোড়ে বাস, সিএনজি, ভ্যান ও অটোরিকশার স্ট্যান্ড।  শহর থেকে বাস এসে থামে থানা মোড়ের জনতা স্টুডিওর সামনে। মুন্ডুমালা থেকে বাস এসে থামে থানার গেট সংলগ্ন উত্তর, তার সাথেই রয়েছে সিএনজি স্ট্যান্ড। থানা মোড় থেকে সিনেমা হলের মোড় পর্যন্ত যত্রতত্র ভাবে রাস্তার দু পাশে রাখা হয় চার্জার ভ্যান ও অটোরিকশা। মঙ্গলবার ছিল গোল্লাপাড়া হাটের দিন। হাটে বাজার করতে আসেন শামিম, মোস্তফা, এন্তাজ, মফিজ সহ অনেক বলেন, হাটে বাজার করে রাস্তায় থাকা ভ্যানে  থানা মোড়ে যেতেই ১৫/২০ মিনিট সময় লাগে। এজন্য বাজারে রাখা ভ্যানে না উঠে থানার মোড়ে থাকা ভ্যানে উঠে বাড়িতে যেতে হচ্ছে। আবার শহর থেকে বাস আসলে বাজারের এমাথা থেকে থানা মোড় পর্যন্ত লাইন হয়ে দাড়িয়ে থাকতে হচ্ছে। কোন ভাবেই যানজট দুর হয়না। এদিকে শীবনদীর সংযোগ সড়ক ও থানা মোড় থেকে এবং মেডিকেল মোড়, তিন দিক থেকে আসে যানবাহন। এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা ১০/১৫ মিনিট দাড়িয়ে থাকতে হয়। এছাড়াও মুল সড়কের দুপাশ বেপরোয়া ভাবে দখল করে রাখা হয়েছে । এটাও যানজটের অন্যতম কারন বলে মনে করছেন জনসাধারণ। থানা মোড়টি তিন মাথার মোড় হিসেবে পরিচিত। দক্ষিণে গোল্লাপাড়া হাট ও উত্তরে উপজেলা ক্যাম্পাস এবং পশ্চিমে মুন্ডুমালা, পূর্বে থানা। থানা মোড়কেই ঘিরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং এবং প্রাইভেট সেন্টার গড়ে উঠেছে একাধিক। প্রতিনিয়তই শতশত শিক্ষার্থী যাতায়াত করেন। বিশেষ করে ছাত্রীদের কে প্রতিনিয়তই ইভটিজিংয়ের শিকার হতে হয়। কারন মোড়ের তিনদিকেই ভ্যান অটো ও সিএনজির চালকরা থাকেন।

একাধিক শিক্ষকরা বলেন, থানা মোড় উপজেলার প্রানকেন্দ্র। আমরা মনে করেছিলাম পৌরসভা প্রতিষ্ঠা হয়েছে  হয় তো থানা মোড়ে গোল চত্বর ও ট্রাফিক ব্যবস্থা থাকবে। কিন্তু প্রতিষ্ঠার প্রায় ৩০ বছর হলেও এখনো থানা মোড়ের কোন পরিবর্তন তো ঘটেইনি বরং দিনের দিন আরো যানজট বেশি সৃষ্টি হচ্ছে।  অথচ মুন্ডুমালা পৌরসভা পরে প্রতিষ্ঠা হয়েছে এবং গোল চত্বরও নির্মাণ করা হয়ে গেছে। এখন আর মুন্ডুমালার তিন মাথার মোড়ে আগের মত যানজট নেই। তবে মুন্ডুমালা হাটবার প্রতি সোমবার, সেদিন যানজটের সৃষ্টি হয়।

এদিকে সপ্তাহে বুধবার ও রবিবার তালন্দ হাটবার। তালন্দ হাটে প্রচুর ভাবে ধান কেনাবেচা হয়। সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার কালিগঞ্জের হাটবার। সেই হাটেও প্রচুর পরিমানে ধান ও সবজি কেনাবেচা হয়।ওই হাট থেকে ১০/১২ ট্রাক সবজি দেশের বিভিন্ন স্থানে যায়। গোল্লাপাড়া, তালন্দ ও কালিগঞ্জ তিনটি হাট তানোর পৌরসভার আওতাধীন। 

বেশকিছু ভ্যান অটো চালকরা জানান, হাটের দিন ভাড়া পাওয়ার জন্য রাস্তার ধারে থাকতে হয়। এজন্য যানজটের সৃষ্টি হয়। তবে রাস্তার দুপাশে সরকারী জায়গা দখল করে ফেলেছেন। যার কারনে রাস্তা একেবারেই সরু হয়ে পড়েছে। আবার নির্দিষ্ট স্থানে গাড়ী রাখার জায়গা নেই। আর গাড়ী রাখার মত নির্দিষ্ট জায়গাও নেই হবেও না। তবে রাস্তার দুপাশ দখল মুক্ত ও থানা মোড়ে গোল চত্বর হলে কিছুটা যানজট কমে যাবে। বিশেষ করে বাস ও সিএনজি স্ট্যান্ড কোন নির্দিষ্ট জায়গায় করা সময়ের দাবি হয়ে পড়েছে। তাহলে যদি কিছুটা যানজট কমে।

মেয়র ইমরুল হক বলেন, থানা মোড়ে গোল চত্বর করার জন্য বিভিন্ন ভাবে পদক্ষেপ বা কর্তৃপক্ষের সাথে কথাবার্তা চলছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে দ্রুতই বাস্তবায়ন করা হবে।

আরও খবর



শার্শার গোল্ড নাসির অস্ত্র গুলি সহ আটক

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

যশোর প্রতিনিধি: অবশেষে শার্শার কুখ্যাত গোল্ড নাসির উদ্দিন ওরফে পিস্তল নাসির ওরফে গরু নাসিরকে আটক করেছে র‌্যাব ৬ খুলনার সদস্যরা। শনিবার সকালে শার্শার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। সে পুটখালির মৃত বুদো সর্দারের ছেলে। তার কাছ থেকে ২ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলিসহ উদ্ধার
করেছে র্যাব সদস্যরা। এঘটনায় শনিবার সন্ধ্যায় র‌্যাব ৬ খুলনা কার্যালয়ে ব্রিফিং করেছেন অধিনায়ক ফিরোজ কবির পিএিম পিএসসি।

উল্লেখ্য নাসির উদ্দিন আইনপ্রয়োগকারী সংস্থার কাছে মোস্ট ওয়ান্টেড ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। অস্ত্র, মাদক ও কয়েকটি সোনা পাচার ও সোনা উদ্ধার সংক্রান্ত মামলায় তাঁকে খুজছিল বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা।  আরো কয়েকটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে বলেও বিভিন্ন সুত্র জানায়।


আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩