Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

ইভিএমে ৫০ আসনে ভোটগ্রহণের সক্ষমতা আছে: সিইসি

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ ডিসেম্বর 20২২ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; নতুন করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) না কিনলে আগামী জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নতুন ইভিএম মেশিন কেনার জন্য এরইমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে। বর্তমানে জাতীয় নির্বাচনে আমাদের ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ।

সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিনদিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। আজ বিকেলে তিনি কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। আগামীকাল শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হবেন সিইসি।


আরও খবর



জাহাঙ্গীরের মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই: হাইকোর্ট

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন আইন ২০০৯) অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ঋণখেলাপি ছিলেন। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

মনোয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের রিট খারিজের লিখিত আদেশে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার ৫ পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল মনোয়নপত্র জমা দেওয়ার দিন সিআইবি রিপোর্টে জাহাঙ্গীর আলমের নাম ছিল। গত ২ মে তিনি সিআইবি রিপোর্টের ওপর স্থগিতাদেশ নিয়েছেন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন ২০০৯ এর ৯ (২) ধারা তুলে ধরে আদেশে বলা হয়েছে, এই আইন অনুযায়ী আলম মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোনো ঋণ বা কিস্তি পরিশোধে ব্যর্থ হন তাহলে ঋণগ্রহীতা ছাড়াও বন্ধকদাতা বা জামিনদার ঋণখেলাপি বলে গণ্য হবেন।

এর আগে গত ৮ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, মো. আসাদুজ্জামান মনির, ওয়ায়েস আল হারুনী, নওরোজ মো. রাসেল চৌধুরী প্রমুখ।

জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন জাহাঙ্গীর আলম। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন ফাইল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের আইনজীবী নকীব সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৭ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়। গত ৪ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা জাহাঙ্গীর আলমের আপিল নামঞ্জুর হয়।

তার আগে গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানানো হয়। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


আরও খবর



শরীয়তপুরে বাবার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে আসার সময় সড়ক দূর্ঘটনায় ছেলের মৃত্যু

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৪৭জন দেখেছেন

Image

মিরাজ মাহমুদঃশরীয়তপুর সদর হাসপাতালে বাবার মৃত্যু সংবাদ শুনে বাবার লাশ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। বেলা ১ টা ১০ মিনিটে শরীয়তপুর সদর হাসপাতালে বাবা সোহরাব সরদারের মৃত্যুর হয়। পরবর্তী ৩০ মিনিটের মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান ছেলে সোলায়মান সরদার(২৮)। ছেলের ময়নাতদন্তের পর বাবা ছেলের একসাথে জানাযা নামাজ শেষে তাদের দাফন করা হবে।

সোমবার (০৫ জুন) বেলা ১ টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটেছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের নদীর পাড় এলাকার বাসিন্দা সোহরাব সরদার তিনি বার্ধক্য জনিত কারণে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চার ছেলে মেয়ের মধ্যে সড়ক দুর্ঘনায় নিহত সোলায়মান সরদার বড়। ছোট ছেলে জলিল সরদার কৃষি কাজ করেন। দুই মেয়ে রাবেয়া আক্তার ও নুরুন্নাহারকে বিয়ে দিয়েছেন তিনি।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা সোহরাব সরদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত থাকার কারণে দুবাই প্রবাসী ছেলে সোলায়মান সরদার বাবাকে দেখতে বাড়ি এসেছিলেন। সোলায়মান সরদারের স্ত্রী শামিমা বেগম ৬ মাসের অন্তঃসত্বা। বাবার মৃত্যুর ৩০ মিনিটের মধ্যে ছেলে মৃত্যুর কারণে পরিবারের সবাই মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

নিহতদের স্বজন ফরহাদ শেখ বলেন, সোহরাব সরদার অসুস্থ্য হওয়ার পর তাকে আমরা হাসপাতালে ভর্তি করলে আজ দুপুর ১ টা ১০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর সময় সোলায়মানের স্ত্রী ও তার বাবার কাছে ছিলেন। শশুড়ের মৃত্যু সংবাদ সোলায়মানকে তার স্ত্রী শামিমা দিয়েছিল। বাবার মৃত্যু সংবাদ শুনে সোলায়মান গাড়ি না পেয়ে পায়ে হেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করছিলেন। মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ ও পল্লী বিদ্যুতের অফিসের মাঝামাঝি সড়কে এলে পেছন থেকে এসে একটি মটর সাইকেল তার গায়ে পড়লে ঘটনা স্থলেই সোলায়মান মারা যান। সোহরাব সরদারের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন অন্যরা। আমরা সোলায়মানের মরদেহ ময়নাতদন্ত হলে বাড়িতে নিয়ে যাব। তারপর একসাথে বাবা ছেলের জানাযা শেষে দাফন করা হবে। যারা এই দুর্ঘটনা ঘটিয়েছে তাদের বিচার দাবি করছি।

সোলায়মানের শাশুড়ি জিয়াসমিন বেগম বলেন, আমার মেয়েটা ৬ মাসের অন্তঃস্বত্তা। সোলায়মান ৮ মাস আগে দেশে এসেছিল। তার আবার ভিসা হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে সোলায়মানের বিদেশে চলে যাওয়ার কথা। যারা আমার মেয়েটাকে অল্প বয়সে বিধবা করল আমি তাদের বিচার চাই।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শারমিন আক্তার বলেন, সোহরাব সরদার বার্ধক্য জনিত কারণে হাসপাতালে মারা যাওয়ার পর আমাদের কাছে তার ছেলে সোলায়মান আসে মৃত্যু অবস্থায়। সোলায়মান সড়ক দুর্ঘনায় মারা যাওয়ার কারণে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার অভিযোগে সৌরভ দেবনাথ নামে একজনকে গ্রেপ্তার করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পালং থানা পুলিশ। সৌরভের বাড়ি নড়িয়ার মসুরা নামক স্থানে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


আরও খবর



ইজারাদারদের মদদে সরকারি হাট সেট দখলের হিড়িক

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর পৌর সদর এলাকার হাট ইজারাদারদের মদদে ও বানিজ্যে সরকার কর্তৃক নির্মিত টিন সেটে পাকা মেঝেতে বিশাল ভাবে টিনের ঘর তৈরির হিড়িক পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অথচ যারা হাটের দিনে বা অন্যদিনে খোলা ভাবে দোকান করত তারা আর পারছেনা । কিন্তু পৌরসভা থেকে ইজারাদারেরা মোটা টাকা নিয়ে ঘর নির্মানের অনুমতি দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। আর এই চক্রের সাথে ভূমি ও তহসিল অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা জড়িত। একারনে কোন ভাবেই থামছেনা ঘর নির্মানের কাজ। ফলে একেকজনের নামেও একাধিক ঘর নির্মান করে দখলে নিয়েছেন।

জানা গেছে, পৌর সদর  গোল্লাপাড়া, কালিগঞ্জ ও তালন্দ হাটে দেদারসে চলছে সরকারি সেটে টিন দিয়ে ঘিরে নির্মানের কাজ । বিশেষ করে গোল্লাপাড়া হাটে কোটি কোটি টাকা মূল্যের সরকারী সেট টিন দিয়ে ঘিরে নিচ্ছন। আবার দরদামে যারা ইজারাদারদের অধিক টাকা দিচ্ছেন তাদেরকেই অনুমতি দেওয়া হচ্ছে ঘর তৈরির।কালিগঞ্জ, তালন্দ, মুন্ডুমালা হাটের একই অবস্থা।সুত্র মতে, সরকার পাকা প্লাট ফরম করে টিন দিয়ে ছেয়ে দিয়েছেন। যাতে করে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীরা নির্বিঘ্নে দোকান করে জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্ত সেই নিয়ম ভেঙ্গে ইজারাদারেরা প্রভাবশালীদের টাকার বিনিময়ে প্লাট ফরমে টিন দিয়ে ঘিরে নিয়ে অন্যদের ব্যবসা করতে দিচ্ছেন না।

এদিকে পৌরসভা থেকে গোল্লাপাড়া, কালিগঞ্জ ও তালন্দ হাট নিলাম হয়। তিন হাট প্রায় কোটি টাকার নিলাম হয়। নিলামের ১৫% টাকা হাটের উন্নয়ন করতে হবে। কিন্তু উন্নয়নের বিপরীতে দখলে মেতে উঠেছেন মেয়র ও ইজারাদারের অনুসারীরা।বেশকিছু ক্ষুদ্র ব্যবসারীরা জানান, বেশ কয়েক বছর ধরে প্লাট ফরম ঘিরে ঘর নির্মান করছেন। সপ্তাহে শুক্রবার,  মঙ্গলবার গোল্লাপাড়া ও কলিগঞ্জ হাটের দিন এবং  রবিবার ও বুধবার তালন্দ হাট। আমরা হাটের দিন প্লাট ফরমে বসে ব্যবসা করতাম। কিন্তু দখল হওয়ার কারনে আর ব্যবসা করতে পারছিনা।

বাবু, শাহিন, জুয়েল,রফিকুলসহ অনেকে টিন দিয়ে ঘিরে নিজের দখলে রেখেছেন। আবার কেউ বাড়তি টাকা দিলে পজিশন বিক্রিও হয়। তারা জানান টাকা দিয়ে ঘিরেছি, সরকার ভেঙ্গে দিলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারন টাকা কেন নিল আর ঘিরতে কেন অনুমতি দিল। কারা কত টাকা নিয়েছেন জানতে চাইলে তারা জানান এটা বলা যাবে না। সময় হলে সব জানতে পারবেন।
বাজার বনিক সমিতির সভাপতি, সারোয়ার হোসেন জানান, বনিক সমিতি কাউকে ঘর করতে অনুমতি দেয়না। বরং ঘর করার সংবাদ পেলে বাধা দেওয়া মাত্রই নানা ভাবে ইজারাদার ও তাদের লোকজন চাপ সৃষ্টি করে। প্রশাসন ও মেয়রকেও বলে কোন কাজ হয়নি।গোল্লাপাড়া হাট ইজারাদার বাচ্চু মোল্লা জানান এসব আগে হয়েছে। গত কয়েকদিন ধরে টিন দিয়ে ঘেরা হয়েছে জানতে চাইলে তিনি জানান, আমার অজানা।কালিগঞ্জ ও তালন্দ হাট ইজারাদার রনি জানান, কালিগঞ্জ হাট আমার নামে ও তালন্দ হাট আমার স্ত্রীর নামে, হাটে প্লাট ফরম দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ব্যস্ত আছি পরে কথা বলছি। তানোর ভূমি অফিসের তহসীলদার লুৎফর রহমান জানান, আমি নিষেধ করে আসি, আবার শুনি অফিস থেকে অনুমতি নিয়ে কাজ করছে। সার্ভেয়ার বলতে পারবেন।সহকারী কমিশনার ভূমি আদিবা সিফাত জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।সদ্য যোগদানকারী  নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, আমি নতুন এসেছি মেয়রের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর



টানা চতুর্থবার বর্ষসেরা কিলিয়ান এমবাপ্পে

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:দুর্দান্ত মৌসুম কাটানো কিলিয়ান এমবাপ্পে টানা চতুর্থবারের মতো ফরাসি লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পিএসজির এই ফরোয়ার্ড সতীর্থ লিওনেল মেসিকে হটিয়ে পুরস্কারটি জেতেন।

১৯৯৪ সাল শুরু হওয়া এই পুরস্কারে প্রথমবারের মতো কোনো ফুটবলার টানা চারবার জিতলেন। এর আগে পিএসজির সাবেক ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ টানা তিনবার জিতেছিলেন।

এই মৌসুম শেষ হতে এখনো এক ম্যাচ বাকি। তবে ইতোমধ্যে ২৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন এমবাপ্পে।

পুরস্কার জয়ের পর এই ফরোয়ার্ড বলেন, ‘এটা আনন্দের বিষয়, আমি সবসময়ই জিততে চাই, লিগের ইতিহাসে নিজের নাম লিখতে চাই। কিন্তু এতো দ্রুত জিততে পারব বলে আশা করিনি। আমি আগামী মৌসুমে আবার এখানে আসব।’

বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন লসের ফ্রাঙ্ক হাইস। তিনি গত দুই দশকের মধ্যে প্রথমবার ক্লাবটিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তুলে এনেছেন। সেরা গোলরক্ষকের পুরস্কারও গিয়েছে লসের ঘরে। এবারের আসরে ১৫ টি ম্যাচে কোনো গোল হজম করেননি ক্লাবটির গোলরক্ষক ব্রাইস সাম্বা।

এছাড়া সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন পিএসজির লেফট-ব্যাক নুনো মেন্ডেস।


আরও খবর



রূপগঞ্জে বস্ত্র মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃনারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান বাবু চন্দন শীল‌কে সংবর্ধনা, বৃক্ষ‌রোপন, আওয়ামীলী‌গ ও সহ‌যোগী অঙ্গসংগঠ‌নের কার্যালয় উ‌দ্বোধন করা হয়েছে। গত ৩ জুন রবিবার বিকেলে  উপ‌জেলার পূর্বাচ‌ল উপশহ‌রের জয়বাংলা চত্ত্ব‌র এলাকায় এ অনুষ্ঠান হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আনসার আলী।

সভায় বক্তব্য রাখেন  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক,  নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান বাবু চন্দন শীল‌,  আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজা‌হিদুর রহমান  হে‌লো সরকার, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন,  রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া।

রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ  ছালাউ‌দ্দিন ভুঁইয়া, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক হা‌বিবুর রহমান হা‌রেজ, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য সীমা রাণী পাল শীলা,  মোহাম্মদ মাসুম আহ‌মেদ,  আবু নাঈম ও রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর