Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

ইউক্রেনে রাশিয়ার ফের সিরিজ হামলা

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;ইউক্রেনে ফের সিরিজ হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দৈনিক রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ২১টি বিমান ও ৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে সবশেষ এ হামলা কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে। ইউক্রেন বলছে, স্লোভিয়ান্সক ও ক্রামাতর্স্কে হামলা চালানো হয়েছে। এতে সাততলা ভবন ও তিনটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির সেনাবাহিনী আশঙ্কা করছেন, ইউক্রেনজুড়ে রাশিয়া আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর রিপোর্ট বলছে, রাশিয়া লিমান্সকি, বাখমুতস্কি, মারিন্সকি এবং শাকতার অঞ্চলে আক্রমণে মনোনিবেশ করেছে।

ইউক্রেন বাহিনী ১২০টির বেশি হামলা প্রতিহত করেছে বলে রিপোর্টে বলা হয়েছে।


আরও খবর



টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামের একটি অংশের নাম পরিবর্তনের প্রচেষ্টা

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি ঘাটাইল (টাঙ্গাইল)

 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নবগঠিত সংগ্রামপুর (বৃহত্তর সন্ধানপুর) ইউনিয়নের ১নং ওয়ার্ডের শত বছরের পুরাতন বগা গ্রামের পূর্ব   অংশের নাম পরিবর্তন করে বগা তরফদার পাড়া করার চেষ্টা করা হচ্ছে। 


সম্প্রতি ১০ মে (বুধবার) গ্রামের পূর্ব অংশে তরফদার বংশের কিছু লোক একত্রিত হয়ে  গ্রামের পূর্ব অংশের নাম পরিবর্তন করে পাকুটিয়া থেকে দেওজানা রোডে ৩টি আলাদা আলাদা জায়গায়  ব্যানারে 'তরফদার পাড়া' লিখে নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। বগা গ্রামের পূর্ব অংশে তরফদার বংশের বসবাস। আগে বগা পূর্বপাড়া অথবা চটাপাড়া নামে পরিচিত ছিল। 


তরফদার পাড়ার পূর্ব অংশে মূলবাড়ী গ্রাম, দক্ষিণে সত্তুরবাড়ী গ্রাম, উত্তরে বগা উত্তরপাড়া  এবং পশ্চিমে বগা পুকুরচালা অবস্থিত। 


 ২০১২ সালে স্থাপিত বগা তরফদার পাড়া বায়তুন নুর জামে মসজিদ এর বারান্দার দক্ষিণ রাস্তা মুখী একটি পোস্টার, পূর্বে মজিবর তরফদারের বাড়ীর পূর্ব পাশে ব্রিজ পাড়ে, এবং পশ্চিমে আঃ ছামাদ তরফদারের বাড়ির পশ্চিমে মোট তিনটি " স্বাগতম তরফদার পাড়া, বগা পোস্টার টানানো হয়।


মূলত উত্তরে ওয়াহেদ কারী তরফদার এর বাড়ী,  পূর্বে মজিবর তরফদার থেকে পূর্ব  দক্ষিণে জুলহাস তরফদার, দক্ষিণ পশ্চিমে কামরুল তরফদার পশ্চিম উত্তরে আঃ ছামাদ তরফদার  এর বাড়ী পর্যন্ত তরফদার পাড়া নামে পরিচিত।


 এ অংশে একটি মসজিদ, মসজিদের পাশেই রয়েছে গোরস্থান এবং মাদ্রাসা নির্মাণের কাজ চলিতেছে। উল্লেখ্য তরফদারদের মূলবাড়ী গোরস্থান সহ ৪টি গোরস্থান থাকলে বর্তমানে মসজিদ গোরস্থান হচ্ছে এদের কেন্দ্রীয় গোরস্থান। 


 সজীব তরফদার সাঈম জানায়, বর্তমানে ৪৫ টির মতো পরিবারের মধ্যে মাত্র ৫/৬ টি পরিবার রয়েছে অন্য বংশের। সকলের  সন্মতিতে ২০১২ সালে মসজিদ তৈরি করে আমরা বগা তরফদার পাড়া জামে মসজিদ নামকরণ করেছি। এখন আমরা  মহল্লার পুরো অংশের নাম পরিবর্তন করা চেষ্টা চালাচ্ছি। 


 জানা যায়, বগা গ্রামটি শত বছরের পুরাতন একটি গ্রাম। গ্রামে বিভিন্ন বংশের লোক বসবাস করলে পূর্ব পাশের পুরো অংশে একটি বংশের লোক বসবাস করে আর তা হলো তরফদার বংশ। ১৮ শতকের শেষের দিকে গুমান তরফদার ভুয়াপুর উপজেলা থেকে ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের রসুলপুর গ্রামে বসবাস শুরু করে। এবং ১৯ শতকের শুরুর দিকে তার ছেলে চানঁ তরফদার ও তার চার মেয়ে ও তিন ছেলে জুলমত তরফদার, এবার উদ্দিন তরফদার ও রেফাজ উদ্দিন তরফদার কে নিয়ে পাহাড়িয়া বগা গ্রামের পূর্ব অংশে এসে বসবাস শুরু করেন। 


এরপরে বড় ছেলে জুলমত তরফদার মারা যান স্বাধীনতার পূর্বে, তাকে দাফন করা হয় তার বাড়ির পশ্চিম পাশে পুরনো গোরস্তানে। তার ২ মেয়ে ও ৩ ছেলে মাজম আলী তরফদার, হোসেন আলী তরফদার, শমসের আলী তরফদার। 


ছোট ছেলে রেফাজ উদ্দিন তরফদার মারা যান ১৯৩৮ সালে, তাকে দাফন করা হয় তার বাড়ির পাশেই। তার ২ ছেলে তোরাপ আলী তরফদার ও আরশেদ আলী তরফদার। 


 মেজো ছেলে এবার উদ্দিন তরফদার মারা যান ১৯৭৭ সালের ১৭ মার্চ রোজ বুধবার, এবং তার সহধর্মিণী আহাতন নেছা মারা যান ১৯৮৬ সালের ২৩ মে রোজঃ বুধবার। তাদের  দাফন করা হয় রেফাজ উদ্দিন তরফদারের কবরের পাশে।  তাদের ৭ ছেলে আকবর আলী তরফদার, ওয়াহেদ কারী তরফদার, জাফর আলী তরফদার, বর্তমানে জীবিত আছে ছোট চার ছেলে হলো কলিম উদ্দিন তরফদার, মজিবর রহমান তরফদার, ফজলুর রহমান তরফদার, কাজী আব্দুল আউয়াল তরফদার। 

তিন কবরের গোরস্থান বর্তমানে মজিবর ও ফজলুর তরফদারের বাহির বাড়িতে অবস্থিত। 


গুমান তরফদার থেকে শুরু করে বর্তমানে অষ্টম প্রজন্ম এখানে মিলে মিশে যুগ যুগ ধরে গ্রামের অন্য বংশের লোকজনের সাথে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। এ ছাড়াও তরফদার বংশের কিছু লোক বগা মধ্যপাড়ার মাদ্রাসার পাশে বসবাস করে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



জলঢাকায় মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের দাফন সম্পন্ন

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৪৪জন দেখেছেন

Image
শাহজাহান কবির লেলিন, জলঢাকা, (নিলফামারী) প্রতিনিধি ঃনিলফামারী জলঢাকায়  বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন  আর নেই। রবিবার (৪জুন)সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন  করা হয়।   গতকাল শনিবার (৪জুন) দুপুর ২টা ৩০ মিনিটে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি  রাজিউন)। মৃত্যু সময় তাঁর  বয়স হয়েছিল (৮০)  বছর।মরহুমের বাড়ী গোলমুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  চারআনি গ্রামে।

দেশ মাতৃকার স্বাধীনতার   মুক্তি সংগ্রামের এই অকুতোভয় বীর সেনানীর শেষ  শ্রদ্ধা  জানাতে (গার্ড অব অনার) প্রদান করেন উপজেলা প্রশাসন।প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম,থানা তদন্ত ওসি বিশ্বদেব রায়, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আমিনুর রহমান,মুক্তিযোদ্ধা মহসিন আলী, সিরাজুল ইসলাম, মজিবর রহমান,ইউপি চেয়ারম্যান মিজানূর রহমান,আব্দুর রউফ মেম্বার সহ স্হানীয় ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।   মরহুম তিস্তা টিভির চেয়ারম্যান ও মিডিয়া ব্যাক্তিত্ব এমদাদুলের পিতা।মৃত্যুকালে তিনি ৫ছেলে ২মেয়ে, নাতি -নাতনি সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত করে বিভিন সংগঠনের পাশাপাশি  সামাজিক সংগঠন ’বন্ধন' এর পক্ষ থেকে তাঁর  শোকসন্তপ্ত পরিবারের প্রতি  সমবেদনা জ্ঞাপন করে।

আরও খবর



ঢাকায় ভারতের সেনাপ্রধান

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

কূটনৈতিক প্রতিবেদক:সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে।

আজ সোমবার সকালে তিনি বাংলাদেশে আসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় হাই কমিশন।

ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুইদিনের এ সফরে জেনারেল পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। সম্প্রতি সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের ভারত সফরের অনুসরণে বাংলাদেশে এ সফর করবেন জেনারেল পান্ডে।

সফরকালে ভারতের সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে নিহত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন।

এই উচ্চ-পর্যায়ের বিনিময় উভয় পক্ষকে ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে পুনর্নবীকরণের সুযোগ করে দেয় বলে জানায় ভারতীয় হাই কমিশন।


আরও খবর



কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি বাজেটে: কৃষিমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

টাঙ্গাইল প্রতিনিধি:কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এ বছরের বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বিনামূল্যে না হলেও কৃষি যন্ত্রপাতি দিচ্ছি। মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য এই বাজেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে বিএনপি নেতারা গত ১৪ বছর ধরে বলে আসছেন- এটা উচ্চ বিলাসী বাজেট, অবাস্তব বাজেট, কল্পনাভিত্তিক বাজেট। কল্পনাভিত্তিক বাজেট হলে প্রতি বছর বিপুল পরিমাণ জাতীয় আয় হতো না। প্রতি বছর আমরা স্মার্ট ও আধুনিক বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে বাজেট দিচ্ছি। সেই লক্ষ্যে অদম্য গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। বিদেশি বিভিন্ন পত্রিকা বলে অদম্য বাংলাদেশ। আমরা এখন উন্নয়নের মহাসড়কে। এই গতিকে আমরা আরও বেগবান করব। এই বাজেটের মাধ্যমে উন্নয়নকে আর গতিময় করব।

কৃষিমন্ত্রী বলেন, কেউ স্যাংশন দিয়ে এ উন্নয়ন ব্যাহত করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে পারবে না। আপনারা যত ধরনের স্যাংশনই দেন, তা মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে।

মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।


আরও খবর



ঘুম থেকে জেগে দেখি গাছের সাথে ঝুলছে স্বামীর লাশ

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ৩ সন্তানের পিতা করিম তালুকদার(৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ। সে নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের মফেজ উদ্দিন তালুকদারের ছেলে। শনিবার ভোর ৫টার দিকে তার স্ত্রী রাশিদা বেগম ঘরের অদূরে বাড়ির সামনে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান স্বামীর মরদেহ। 

রাশিদা বেগম বলেন, 'ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। পরে দেখি ঘরের সামনে গাছের সাথে ঝুলছে আমার স্বামীর মরদেহ'।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।  করিম তালুকদারের মৃত্যুর সঠিক কারন জানতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর