Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ইংল্যান্ডের পথে মিরাজ-রনিরা

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডে বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেতে ইংল্যান্ডের পথে দ্বিতীয় ধাপে রওয়ানা দিয়েছেন মেহেদি হাসান মিরাজ-শরিফুল ইসলাম ও হাসান মাহমুদরা। আজ সোমবার সকালে ১০টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে জাতীয় দলের দ্বিতীয় বহর।

এর আগে সিলেট থেকে তিন দিনের ক্যাম্প শেষ করে ঢাকায় পৌঁছে গতকাল রোববার দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন পাঁচ ক্রিকেটার। প্রথম ভাগে কোচিং স্টাফরাও ছিলেন।

আইপিএল থেকে পারিবারিক কারণে দেশে ফেরা লিটন দাস অবশ্য দ্বিতীয় ধাপে ইংল্যান্ডে যাননি। জানা যায়, আগামী ৩ মে তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও পরে দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগারদের। এরপর আইরিশদের বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে তিন ম্যাচের সিরিজ খেলবে তামিম ইকবালের দল।


আরও খবর



ডাকাতি করতে গিয়ে ৩ নারীকে ধর্ষণ

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন তিনি নারী পরিবারের সদস্যদের সামনে। অজ্ঞাত চারজন পুরুষ বাড়িতে ঢুকে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

ভারতের হারিয়ানা রাজ্যের পানিপথ গ্রামে বুধবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে এনডিটিভি শুক্রবার (২২ সেপ্টেম্বর) এ প্রতিবেদন প্রকাশ করে।

পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার গভীর রাতে অভিযুক্তরা ছুরি ও অন্যান্য ধারাল অস্ত্রে সজ্জিত ছিল। চারজন পুরুষ বাড়িতে ঢুকে পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে ফেলে। পরে তিন নারী শ্রমিককে ধর্ষণ করার পর অভিযুক্তরা তাদের নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়।

পুলিশ আরও জানায়, একই গ্রামে আরেকটি ঘটনা বুধবার গভীর রাতে ঘটেছিল। এক বাড়িতে ঢুকে অসুস্থ নারীর ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। পরে আহত নারীর মৃত্যু হয়। এ সময় তার স্বামী আহত হন। এই ঘটনাটি ঘটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে।

হামলাকারীরা ওই দম্পতির বাড়িতে জোরপূর্বক ঢুকে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। দ্বিতীয় ঘটনায় একই ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। দুর্বৃত্তরা ওই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

পানিপথের মাতলাউদা থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, দুটি ঘটনাই একই গ্রামে ঘটেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান পুলিশ। 


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তার সহ আটক ৪

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image
শামীম হাসান, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯০ (নব্বই) কেজি তামার তারসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের  অভ্যন্তরে লেবার কলোনি এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ঐ ৪ সদস্যকে আটক করে রামপাল থানা পুলিশ।

আটকরা হলেন, উপজেলার রামপাল সদর ইউনিয়নের  শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের পুত্র মোঃ লিটন হাওলাদার(৪০), রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের বজলুর শেখের পুত্র মোঃ সোহাগ শেখ(২৩), কালিকাপ্রসাদ গ্রামের মোঃ মোজাম শেখের পুত্র মোঃ নাকির শেখ(২৩) ও গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের মালেক মোল্লার পুত্র খান জাহান মোল্লা (২৮)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বুধবার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনি এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময়ে ৯০ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের  ৪ সদস্যকে আটক করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার  মূল্য  প্রায় ৯০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ বুধবার (৩০ আগষ্ট)  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আরও খবর

রাণীশংকৈলে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




রূপগঞ্জে ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৬জন দেখেছেন

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের  উপজেলার পূর্বগ্রাম এলাকায় পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা  অনুষ্ঠিত হয়।এতে পূর্বগ্রাম মুহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্টা কর্নেল কামরুজ্জামান খান, ডাক্তার মেজবাহ উদ্দিন আহম্মেদ, সদস্য প্রফেসার শহিদুল্লা ভূঁইয়া,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেল আলী,একাডেমি কমিটির সদস্য সচিব সাইদুর রহমান প্রমুখ।পরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ দিয়ে সম্মানিত করেন শিল্পপতি নুরুজ্জামান খান।


আরও খবর



চীন ও ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:১৯তম এশিয়ান গেমসের উদ্বোধন ও ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করতে চীন ও ভারতের উদ্দেশে রওনা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে দেশ দুইটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন সেনাবাহিনী প্রধান। এছাড়াও, সেনাপ্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবগণের সঙ্গে মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানায়, চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধুভাবাপন্ন দেশসমূহের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।


আরও খবর



ফ্যানের সঙ্গে ঝুলছিল অভিনেতার মেয়ের মরদেহ

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:দুই মেয়ে এবং স্ত্রীসহ চেন্নাইতে বসবাস করতেন দক্ষিণ ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক ও অভিনেতা বিজয় অ্যান্টনি। সেখানেরই একটি প্রাইভেট স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ে তার বড় মেয়ে মীরা (১৬)। মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) ভোরে মীরার রুমে যান বিজয়। দেখেন, নিজের ওড়না গলায় পেঁচানো অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলছে মেয়ে। তাৎক্ষণিক নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মীরা আত্মহত্যা করেছেন। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দীর্ঘদিন মানসিক চাপে ভুগছিলেন মীরা। হতাশার নীল সাগরে ডুবে শেষে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

এদিকে কর্তব্যরত পুলিশ জানিয়েছে, মীরার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মীরার আত্মহত্যা নিয়েও তদন্ত শুরু হয়েছে। বড় মেয়ে মীরাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। হঠাৎ এমন ঘটনায়  হতবিহ্বল পুরো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি।


আরও খবর

পরীমণি-বুবলী একসঙ্গে খেলবেন!

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩