Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

ইংলিশ তারকা ব্রাডম্যানের ৯৩ বছরের রেকর্ড ভাঙলেন

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৯১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৬৬ বলে ১৫০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যান। এতদিন লর্ডসে সেটিই ছিল দ্রুততম ১৫০ রানের রেকর্ড। দীর্ঘ ৯৩ বছর পর তার সেই রেকর্ড ভাঙলেন ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট।

গতকাল শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন ডাকেট ১৫০ রান তুলেন ১৫০ বলে। অর্থাৎ, এই মাইলফলকে পৌঁছাতে ব্রাডম্যানের চেয়ে ১৬ বল কম খেলেছেন ডাকেট। যদিও ডাবল সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই ইনিংস খেলার পথে আরও একটি রেকর্ড গড়া হয়ে গেছে ডাকেটের। ১৯২৪ সালের পর তিনিই প্রথম ক্রিকেটার লর্ডসে লাঞ্চের আগেই যিনি সেঞ্চুরি করেছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কেমন ব্যাটিং করেছে ডাকেটের ইনিংস সেটিরই নমুনা। প্রথম ইনিংসে আইরিশদের ১৭২ রানের জবাবে ৪ উইকেটে ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ডাকেট ডাবল সেঞ্চুরি বঞ্চিত হলেও সেই মাইলফলক ছুঁয়েছেন ওলি পোপ। তিনে নেমে ২০৮ বল খেলে ২২ চার ও ৩ ছক্কায় ২০৫ রানের ইনিংস খেলেন তিনি।

ওপেনিংয়ে ১০৯ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে ২৫২ রানের জুটি গড়েন ডাকেট ও পোপ। ৩৬১ রানে ডাকেটের বিদায়ের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন জো রুট। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০৭ রানের বিদায় নেন রুট। এরপর ৫২৪ রানের মাথায় পোপ বিদায় নিলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৭ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড।


আরও খবর

সাকিব কবে মাঠে ফিরবেন, জানা গেল

রবিবার ০১ অক্টোবর ২০২৩




পার্লার থেকে সেজে ছিনতাই করতে বের হতেন মুক্তা

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পার্লার থেকে সেজে ছিনতাই করতে বের হতেন মুক্তা নামের ৪০ বছরের এক নারী। তিনি মার্কেটে গিয়ে কোনো তরুণীর সঙ্গে শুরুতে ঝগড়া বাধিয়ে দিতেন, এরপর সুযোগ বুঝে মোবাইল ও টাকা হাতিয়ে পালিয়ে যেতেন। এবার আর শেষ রক্ষা হলো না। 

রোববার (২৪ সেপ্টেম্বর) ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন। এরপর ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে ১০নং সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পুলিশ জানায়, পার্লারে সেজে অভিনব পদ্ধতিতে ছিনতাই করতে বের হন মুক্তা। তিনি মার্কেটে গিয়ে কোনো তরুণীর সঙ্গে শুরুতে ঝগড়া বাধিয়ে দেন, এরপর সুযোগ বুঝে মোবাইল ও টাকা হাতিয়ে পালিয়ে যান। গ্রেপ্তার মুক্তা তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি সাতবার গ্রেপ্তারও হয়েছেন।

পুলিশ আরও জানায়, মুক্তা প্রথম তার মায়ের কাছ থেকে চুরি করা শেখেন। তার মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হলে নিজেই দল গড়েন মুক্তা। সঙ্গে একজনকে নিয়ে পুরো ঢাকা শহরে ছিনতাই শুরু করেন। মানুষের সন্দেহ এড়াতে তিনি অভিনব এক কৌশল গ্রহণ করেন। প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসেন তিনি। তার সাজ দেখে উচ্চবিত্ত নারী মনে হওয়ায় সহজেই তাকে কেউ সন্দেহ করেন না। আর এই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই করছিলেন মুক্তা।

রোববারও একই কায়দায় শাওন আফরোজ নামের এক তরুণীর মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুক্তা। কিন্তু ভুক্তভোগী তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন এসে মুক্তাকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।


আরও খবর



ঢাকা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন


আরও খবর



কুড়িগ্রামে বৃষ্টির প্রকোপে ঘরবন্দি মানুষ বন্যার আশঙ্কায়

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৫২জন দেখেছেন

Image

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:চলতি মাসের শেষের দিকে টানা বৃষ্টি অব্যাহত থাকায় ঘরবন্দি হয়ে অসুস্তি বোধ করছেন খেটে খাওয়া অসহায় মানুষ। এলাকা ঘুরে জানা গেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরবন্দি মানুষ। গ্রামীন সড়ক গুলো চলাকালে অযোগ্য হয়ে পাড়ায় বিপাকে পড়েছেন ঘরবন্দি মানুষসহ পথ যাত্রীরা। অপরদিকে হাটবাজারেও যেতে পারছেন না হাটের ক্রেতা বিক্রেতারা। যার ফলে অনেক কষ্টকর অবস্থায় দিনাতিপাত করছেন সকল পেশার মানুষেরা। সেইসাথে বিছিন্ন জনপদের বাসিন্দাদের দাবী গ্রামীণ অবকাঠামোর দিকে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তারা আরও বলেন এসব কাচা রাস্তায়ু বের হলেই পরনের কাপড় কাদা পানির ছিটায় পরিবেশ নষ্ট হয়ে যায় যার ফলে বাড়ী থেকে রাস্তায় যাওয়ার মতো পরিবেশ নেই।এমনটি জানিয়েছেন ভুক্তভোগী এলাকার মানুষ গুলো। এমন বৃষ্টিতে নাকাল অবস্থায় চলছে রৌমারী ও রাজিবপুরের জনজীবন। খেটে খাওয়া মানুষ গুলো বৃষ্টির কারণে কর্মস্থলেও যেতে পারছেন না বিদায় অভাব অনাবিল দূর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের গুলো। অপরদিকে কয়েকদিন তাপদাহের তীব্রতায় ভোগাছিলেন এঅঞ্চলের বাসিন্দারা। কয়েকদিন আগেই রৌমারী ও রাজিবপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫/ থেকে প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ছিলো। বর্তমান তাপমাত্রা কমিয়ে নিম্ন তাপমাত্রা অবস্থান করায় দিশাহারা কৃষির উপর নির্ভরশীল কৃষকরা। এবার এই দুই উপজেলায় আমনের ব্যাপকহারে চাষ করেছেন কৃষকরা। তারা বলছেন যদি আবারও বন্যা হয় তাহলে কৃষকদের না খেয়ে মরতে হবে এই চিন্তায় দিশাহারা কৃষকরা। তারা বলছেন ঋণ দেনা করে রোপা আমন চাষ করা হয়েছে এই ফসল যদি বন্যায় খায় তাহলে আর কোন উপায় নেই। এদিকে মাস কালাই, বাদামের ব্যাপক চাষ করেছেন চরাঞ্চলের খেটে খাওয়া কৃষকেরা সবই বিনষ্ট হওয়ার পথে।এদিকে দু দফা বন্যা হওয়ার পর তারপরও হাল ছাড়েনি এঅঞ্চলের কৃষকরা, ঘুরে দ্বারাতে ব্যাপকহারে আমন, বাদাম,মাস কালাই, শাখসবজীসহ বিভিন্ন জাতের ফসলের চাষ করেছেন তারা। এই ফসলের উপর আবারও বন্যার আশঙ্কায় হতাশাগ্রস্ত কৃষকরা। বৃষ্টি কিন্তু কোনভাবেই থামছে না।


আরও খবর



চারাগাঁও সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও পাথর পাচাঁরের অভিযোগ

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তে লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিরাতে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথরসহ চিনি, সুপারী ও মাদকদ্রব্য পাচাঁর করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল সোমবার (২৫ সেপ্টেম্ভর) রাত ১১টা থেকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্ভর) ভোর ৫টা পর্যন্ত জেলার চারাগাঁও সীমান্তের লামাকাটা, জঙ্গলবাড়ি, কলাগাঁও, চারাগাঁও এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে একযোগে কয়লা, চুনাপাথর, চিনি, সুপারী ও মাদকদ্রব্য পাচাঁর করে অর্ধশতাধিক ইঞ্জিনের নৌকা বোঝাই করে পাটলাই নদী দিয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা নিয়ে গেছে স্থানীয় চোরাকারবারীরা। পরে পাচাঁরকৃত প্রতিনৌকা (২০মেঃটন) অবৈধ মালামাল থেকে বিজিবি ক্যাম্পের নামে, সোর্স পরিচয়ধারী চোরাচালান মামলার আসামী আইনাল মিয়া তার সহযোগী সাইফুল মিয়া ৫হাজার টাকা চাঁদা নেওয়াসহ থানা-পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে সোর্স পরিচয়ধারী চোরাচালান মামলার আসামী রফ মিয়া ২০হাজার টাকা করে চাঁদা নেয়। এই চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য করে সোর্স ও তাদের গডফাদার গত ২ বছরে কোটিকোটি টাকা মালিক হয়েগেছে বলে জানা গেছে। এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানী কারক আবুল বাশার খান নয়ন বলেন- সীমান্তের যেদিকে যাই শুধু তোতলা আজাদের নাম শুনতে পাই। তার নেতৃত্বে চোরাকারবারী নেকবর আলী চোরাই কয়লার ব্যবসা করছে, আর রফ মিয়া সোর্স পরিচয় দিয়ে ওপেন চাঁদাবাজি করছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছে। তাই এব্যাপারে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্মার ও আমদানী কারক রাশিদ মিয়া বলেন- আমার ওয়ার্ডের জঙ্গলবাড়ি, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে প্রতিদিন রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা ও পাথর পাচাঁর করা হচ্ছে। জানতে পারছি হাবিব সারোয়ার তোতলা আজাদ মিয়া পার্টনার শিপে চোরাই কয়লার ব্যবসা করছে। সে বললে কয়লা পাচাঁর হয় আর না করলে বন্ধ থাকে। আর আমরা সরকারের রাজস্ব দিয়ে বৈধ ভাবে কয়লা আমদানী করে বিক্রি করতে পারিনা। চারাগাঁও ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তাজুল ইসলাম বলেন- বিজিবির চোখে ফাঁকি দিয়ে এলাকার মানুষ কয়লা ও পাথর পাচাঁর করে। তবে সামনে পড়লে কাউকে ছাড়বনা। পাচাঁরকৃত অবৈধ মালামাল থেকে বিজিবি, পুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন নামে চাঁদা উত্তোলনের খবর শুনতে পাই। কিন্তু সরাসরি কাউকে খোঁজে পাইনা। তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন- আমি এখানে নতুন এসেছি, তাই অনেক কিছুর সম্পর্কে জানিনা। তবে লোকজনের মুখ থেকে আজাদের নাম শুনতে শুনতে মুখস্থ হয়েগেছে। সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজিসহ সকল অন্যায় কর্মকন্ডা বন্ধ করার জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।


আরও খবর



আত্রাইয়ে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

নওগাঁ:নওগাঁর আত্রাইয়ে সাবিনা বিবি (৩২) ও আফরোজা খাতুন (৯) নামে মা ও মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে থানা পুলিশ মা মেয়ের লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে  ।নিহত সাবিনা ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এবং আফরোজা আরিফুলের মেয়ে ও স্থানীয় জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী । এঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সাবিনা বিবির ভাবী ফিরোজা বিবি সাংবাদিকদের জানান,গত বুধবার ছাগলে গাছ খাওয়ার তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশি আবুল হোসেনের স্ত্রী রেখা বিবির সাথে ঝগড়ার এক পর্যায়ে সাবিনাকে বেদম মারপিট করেন। পরে স্থানীয়রা সাবিনাকে আহত অবস্থায় আত্রাই হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনা সমাধান করতে সাবিনাকে হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে বাড়িতে নিয়ে আসেন। রাতে স্থানীয় মেম্বার রুহুল আমিনের নেতৃত্বে এক সালিশ বৈঠক বসে। বৈঠকে ঘটনাটি হাত ধরে ক্ষমার মাধ্যমে সমাধান করা হয়। এর পর শনিবার সকালে সাবিনা ভাত রান্না করে পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে আরিফুল ভ্যান নিয়ে বের হয়ে চলে যায়।সকাল সাড়ে ৮টার দিকে আরিফুল বাড়িতে এসে দেখে এক রশিতে মা-মেয়ে ঘরের তীরের সাথে ঝুলছিল। খবর পেয়ে দুপুরে থানা পুলিশ এসে মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। ফিরোজা দাবি করে বলেন,প্রতিবেশি রেখারাই সাবিনা ও তার মেয়েকে হত্যা করেছে।

প্রতিবেশি রেখা বলেন,সাবিনার সাথে আমাদের যে দ্বন্দ্ব হয়েছিল তা রাতে বসে মিমাংশা হয়েছে। সাবিনার মৃত্যুর ব্যাপারে আমাদের কিছু জানা নেই। তারা আমাদের উপর অন্যায়ভাবে দোষ চাপাচ্ছে।

স্থানীয় মেম্বার রুহুল আমিন জানান, প্রতিবেশির সাথে মারপিটের ঘটনাটি আমরা স্থানীয়ভাবে সমাধান করে দিয়েছি। কিন্তু সকাল ৯টায় জানতে পারি সাবিনা এবং তার মেয়ে মারা গেছে। তবে তারা আত্মহত্যা করেছে নাকি কেউ তাদের হত্যা করেছে এটা আমরা বলতে পারছিনা।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,মা-মেয়ের মৃত্যুর খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তারা আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনা জানতে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

এঘটনায় নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) আহসানুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরও খবর