Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

ইলন মাস্কের টুইটারের সিইও পদ ছাড়ার ঘোষণা

প্রকাশিত:বুধবার ২১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৯৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। এক টুইটে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার টুইটারে দেওয়া এক বার্তায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাস্ক। অবশ্য পদত্যাগের আগে এই পদের জন্য নতুন একজনকে খুঁজে বের করবেন তিনি এবং এরপরই সংস্থাটি থেকে সরে দাঁড়াবেন।

টুইটারে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, ‘এই চাকরি নেওয়ার মতো বিকল্প কাউকে খুঁজে পাওয়া মাত্রই আমি সিইও (টুইটারের) পদ থেকে পদত্যাগ করব। এরপর আমি শুধু সফটওয়্যার ও সার্ভার টিম চালাব।’ টুইটারের পাশাপাশি ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা এবং স্পেস এক্সও পরিচালনা করে থাকেন মাস্ক।

এর আগে টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিৎ কিনা- এমন প্রশ্ন সামনে এনে ইলন মাস্ক একটি জরিপ শুরু করেন। ওই জরিপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ মানুষই তাকে চলে যাওয়ার পক্ষে মত দেন।

জরিপে ৫৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতাই বলেছেন, ইলন মাস্কের উচিত টুইটারের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেওয়া। গত রোববার রাতে এই জরিপ শুরু করেন মাস্ক এবং পরে তিনি জরিপের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ জরিপে অংশ নেন।

গত অক্টোবর মাসের শেষের দিকে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর তিনি সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন এবং এরপর থেকে প্ল্যাটফর্মটিতে তার আনা নানা পরিবর্তন ব্যাপক সমালোচনার শিকার হয়েছে।


আরও খবর



নাসিরনগর থানা পুলিশের চিরুনীঅভিযানে তিন ইউনিয়ন থেকে ৩৮৬ টি অবৈধ দেশীয় অস্রউদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

আব্দুল হান্নান:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর  থানা পুলিশ একযোগে চিরুনী অভিযান চালিয়ে ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ড গ্রাম থেকে ৩৮৬ টি অবৈধ দেশীয় অস্র উদ্ধার করেছে।

২৯ মে ২০২৩ রোজ  সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপারের নির্দেশে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ হাবিবুল্লাহ সরকারের নেতৃত্বে এস আই মোঃ নুরে আলম, এএস আই শফিকুল ইসলাম, এএস আই শফিকুর রহমান সংগীয় ফোর্সসহ ধরমন্ডল ইউনিয়নে,  পুলিশ পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে এসআই আবু ইসহাক, এএসআই মহসিন আলী ও সংঙ্গীয় ফোর্সসহ  পূর্বভাগ ইউনিয়নে এবং এসআই সৈয়দ আশরাফ উদ্দিন, এএসআই মোঃ আনোয়ারুল হক  কুন্ডা ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করে,৬০ টি পল, ৩৭ টি চল, ১৪৭টি চোখা শলা, ১৩১টি বাঁশের লাঠি, ৭ টি আচরা, ১টি রামদাসহ সর্বমোট ৩৮৬ টি দেশীয় অবৈধ অস্র উদ্ধার করেছেন। অভিযান পরিচালনা শেষে ধরমন্ডল বাজারে তাৎক্ষণিক উপস্থিত লোকদের উদ্দেশ্যে অবৈধ অস্র নিজ হেফাজতে রাখার কুফল সম্পর্কে বক্তব্য প্রদান করা হয়।

বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বলেন, মারামারি, দাঙ্গা -ফ্যাসাধে না জড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বসবাস করার জন্য। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে গরু চুরি রোধ কল্পে প্রহরা এবং ঈদের জামাতকে নিয়ে যাতে কোন গন্ডগোল না হয় সে ব্যাপারেও বক্তব্য রাখেন তিনি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



করোনায় ৬৬ দিন পর দুজনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দুই মাস পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষা হয়। এ সময় ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭। সুস্থ হয়েছেন ১২ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

দেশে ৬৬ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৮ মার্চ সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল। দেশে কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার বাড়ছে। সর্বশেষ গত ২২ থেকে ২৮ মে এক সপ্তাহে করোনা শনাক্তের হার এর আগের সপ্তাহের তুলনায় ১৩৩ শতাংশ বেড়েছে। তার আগের সপ্তাহে, অর্থাৎ ১৫ থকে ২১ মে তার আগের সপ্তাহের তুলনায় শনাক্ত বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৭।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩১৩ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৮ জন। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে।


আরও খবর



হোঁচট খেয়ে আবারও পড়ে গেলেন বাইডেন (ভিডিও)

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও হোঁচট খেয়ে পড়ে গেছেন। এবার বৃহস্পতিবার কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে যান তিনি।

প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনের এভাবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন তিনি। এছাড়া বিমানের সিঁড়ি বেয়ে ওঠার সময়ও একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পড়ে যাওয়ার পর বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে সাহায্য করতে ছুটে যান। তবে প্রেসিডেন্টকে কারও সাহায্য ছাড়াই তার আসনে ফিরে যেতে দেখা গেছে।

এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রেসিডেন্ট বাইডেন করমর্দন শেষে হেঁটে তার আসনের দিকে ফিরে যাচ্ছিলেন, ঠিক সেই সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এরপর একাই উঠে হেঁটে যাওয়ার সময় তাকে বালির ব্যাগের দিকে ইশারা করতে দেখা যায়।

৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। এই বয়সে তিনি ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেছেন। এ জন্য তাকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।

অনুষ্ঠানের পর হোয়াইট হাউস প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে হালনাগাদ দিয়েছে। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট বলেন, ‘প্রেসিডেন্ট ভালো আছেন।

তিনি টুইটারে লেখেন, যখন তিনি ক্যাডেটদের সঙ্গে করমর্দন করছিলেন তখন মঞ্চে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই হোঁচট খেয়েছেন তিনি।

এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ৭৬ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পুরো জিনিসটিই উন্মত্ত’।

তিনি বলেন, ‘আমি আশা করি তিনি আঘাত পাননি। তবে এটি অনুপ্রেরণামূলক নয়।

তিনি আরও বলেন, ‘আপনি চান বা না চান। আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে।

 


আরও খবর



পদ্মায় নিখোঁজ আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

মুন্সীগঞ্জ প্রতিনিধি:পদ্মা নদীতে নিখোঁজ নুরুল হক (২৫) নামে আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সৈয়দ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ‍বিকেলে সব্যসাচী সৌম্য দাস (২৯) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সব্যসাচী সৌম্য দাস (২৯) ও নুরুল হক নাফি (২৫) পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে গোসল করতে নামেন। নদীর স্রোত বেড়ে গেলে তারা পানিতে ডুবে যান। স্থানীয়দের কাছে খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি টিম এসে উদ্ধার অভিযান চালায়। বিকেল ৪টার দিকে সৌম্য দাসের মরদেহ উদ্ধার করা হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে নুরুল হকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, সোম্য দাস ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার সরোজ কুমার দাসের ছেলে। নুরুল হক ঢাকার নতুন বাজার এলাকার শরিফুল হকের ছেলে।


আরও খবর



সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ শনিবার বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সন্ধ্যা ৭টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র।

এর আগে গত ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷

জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই মূলত সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷

প্রসঙ্গত, রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে গেলে সেখান থেকে ফিরে এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। এরপর ২৪ এপ্রিল রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


আরও খবর