Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

হোমনায় ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎ ব্যবস্থা; রবি ফসলের ক্ষতি

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image
মোর্শেদুল ইসলাম শাজ,হোমনা (কুমিল্লা)  প্রতিনিধি: বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে কুমিল্লার হোমনায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের ব্যাপক বিপর্যয়ের ফল উপজেলার প্রায় পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।  ঝড়়ে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ভেঙে গেছে রাস্তাঘাটে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।  বিদ্যুত বিভাগের পাশাপাশি সাধারণ মানুষ রাস্তাঘাট পরিষ্কারে কাজ করেছেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ এর ডিজিএম শওকাতুল আলম জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে বিদ্যুতের মারাত্মক ক্ষতি হয়েছে। আমাদের ৭০ হাজার গ্ৰাহক রয়েছে। বিদ্যুতের তার, খুঁটি ভেঙে গিয়ে অন্তত ষাট শতাংশ ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের ১৪টি খুঁটি, ১০ টি ইনস্যুলেটর, ৬টি ক্রস আর্ম এবং অন্তত ৩০টি স্পটে তার ছিড়ে গেছে।পৌরসভা, ঘারমোড়া ও কৃষ্ণপুরসহ কয়েকটি এলাকা ব্যতীত উপজেলার সব জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় পড়ে। 

তিনি বলেন, আশা করছি- দ্রুতই সকল কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবো।উপজেলার দড়িচর গ্ৰামের কৃষক মো. আনোয়ার হোসেন বলেন, আমি এবার আট বিঘা ভুট্টা চাষ করেছি। কালবৈশাখীর ঝড়ে জমিতে পানি জমে প্রায় এক বিঘা জমির ভুট্টার ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, শুক্রবারের কালবৈশাখী ঝড়ে জমিতে পানি জমে এবং হেলে গিয়ে অন্তত ৮ থেকে ১০ ভাগ ভুট্টার ক্ষতি হতে পারে। এছাড়া মাঠে রবি ফসল তেমন নেই।
আমাদের উপজেলায় ৬শ' হেক্টর ভুট্টার আবাদ হয়েছে। কিছু কাঁচা ঘরবাড়ি এবং অনেক আম, জাম, লিচু, কাঁঠালের গাছ ভেঙ্গে গেছে। প্রকৃত তথ্য এখনও নিরূপণ করতে পারিনি। উপজেলায় বোরো আবাদ হয়েছে ৫ হাজার ৪৪২ হেক্টর। এর মধ্যে কিছু জায়গায় বোরো ক্ষেতের ধানের চারা হেলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, এখনো পুরো তথ্য পাইনি। খোঁজ খবর নিচ্ছি।


মোবাইল -01817526906
তারিখ : 25-03-2023

আরও খবর



ঘূর্ণিঝড় ‘মোখা’

রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত ৫ বোর্ডের

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান। তবে ওই দিন অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ মে রোববার অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।

অন্যান্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।


আরও খবর



বাংলাদেশ-ভারতের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না: জি এম কাদের

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘পৃথিবীর সকল ধর্মই শান্তি, সম্প্রীতি ও কল্যাণের কথা বলেছে। প্রতিটি ধর্মই মানবিক মূল্যবোধের উন্নয়ণের কথা বলেছে। বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য লালন করছে। সকল ধর্মের মানুষ যেন আত্মীয়তার বন্ধনে বাধা। দেশের মানুষের রক্তের মধ্যেই আছে ধর্মনিরপেক্ষতা। অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের শেখাতে হয় না।

আজ শনিবার দুপুরে দয়াগঞ্জের জাতীয় শিব মন্দির চত্বরে স্বামী শ্রী অধোক্ষানন্দ দেবতীর্থ মহারাজের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘ভারত হচ্ছে আমাদের সব চেয়ে কাছের এবং বড় প্রতিবেশী। ভারতের জনগণ সবসময় আমাদের পাশে ছিল। শুধু একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নয়, সকল প্রয়োজনেই ভারত বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমাদের পাশে ছিল। আমাদের সংস্কৃতি, চেহারা ও ইতিহাসে মিল আছে। বর্তমানে ভারত শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বন্ধুপ্রতিম দেশের উন্নয়নের সাথে আমরাও উপকৃত হচ্ছি। ব্যবসা, চিকিৎসা এবং শিক্ষার জন্যও ভারত আমাদের কাছে দরকারি। আমাদের স্বার্থেই ভারতের সাথে সুস্পর্ক রাখা জরুরি।

জি এম কাদের বলেন, ‘প্রতিবেশী সকল দেশের সাথেই জাতীয় পার্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। ভারতের সাথে আমাদের যেমন সম্পর্ক রাখা দরকার, তেমনি আমাদের সাথেও ভারতের সম্পর্ক রাখা জরুরি। ভৌগলিক কারণেই বাংলাদেশের সাথে ভারতে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ, ভারতে নিরাপত্তা বিঘ্নিত করতে বাংলাদেশকে যেন কেউ ব্যবহার করতে না পারে। ভারতে ন্যায্য দাবি হচ্ছে, বাংলাদেশকে ব্যবহার করে কেউ যেন ভারতে নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। পরস্পরের প্রয়োজনীয়তার ভিত্তিতে বাংলাদেশ ও ভারত শক্তিশালী সম্পর্ক। তাই বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না। এমন সম্পর্কে পরস্পর এক সাথে এগিয়ে চলা সহজ হয়। ভারতের প্রয়োজনে আমরা সহায়তা দেব, আবার আমাদের প্রয়োজনে ভারত সহায়তা করবে—এটাই দুটি দেশের মানুষের প্রত্যাশা। এ কারণেই ভারতে যে সরকারই আসে তারাই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

তিনি বলেন, ‘আমরা পরস্পরের ভাই হিসেবে থাকব, একে অন্যের বিপদে পাশে থাকব। বাংলাদেশ ও ভারত একইসাথে সার্বিক উন্নয়ণের পথে এগিয়ে যাবে।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকার শ্রী রাম প্রসাদ পাল, সত্যম রায় চৌধুরী, এসকে বাদল ও তরুন চক্রবর্তী।

অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা সাভা পরিচালনা করেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুজন দে। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ঢালু ও যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব।


আরও খবর



উলিপুরে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image
সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কর্মচারীরা রাজস্ব খাতে বেতন ভাতা প্রাপ্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে l আজ ১০ মে বুধবার সকাল ১১ টায় উলিপুর উপজেলা পরিষদের সম্মুখে উপজেলায় কর্মরত প্রায় শতাধিক শিক্ষক কর্মচারী এক মানব বন্ধনে মিলিত হয় l এ সময় বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব l

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ এবং জননন্দিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার, যুব সমাজ এবং শিক্ষিত মহিলাগন আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে l এ প্রকল্পের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পূর্ণকারী শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, সাক্ষরতার হার বৃদ্ধি, সহিহ-ভাবে পবিত্র কুরআন শিক্ষা, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস এবং  জঙ্গিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে l প্রকল্পের মাধ্যমে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের বৃহৎ এ প্রকল্পটি জাতীয় স্বার্থে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য জোর দাবি জানানো হয় l মানববন্ধন শেষে উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে মউশিক নেতৃবৃন্দ l

আরও খবর



তিতাস উপজেলায় মুক্তিযোদ্ধার সন্তান এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার : আজ সকাল ১০.০০ ঘটিকায়  তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধার সন্তান তিতাস উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক,  কুমিল্লা জেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত তিতাস উপজেলার সাবেক সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শাহীনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে  মানব বন্ধন করেন তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদ।


এই সময় উপস্তিত ছিলেন তিতাস উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদের কমান্ডার ও সাবেক চেয়ারম্যান জনাব আক্তার হুসেন নিজাম। 

মুক্তিযুদ্ধা জনাব সাইদুর রহমান,বীর মুক্তিযুদ্ধা হোসেন ,বীর মুক্তিযুদ্ধা শহিদুল্লাহ ,বীর মুক্তিযুদ্ধা মুরশেদ ,বীর মুক্তিযুদ্ধা মিজান ,বীর মুক্তিযুদ্ধা মতিন ,বীর মুক্তিযুদ্ধা তাজুল ইসলাম ,বীর মুক্তিযুদ্ধা লিয়াকত ,বীর মুক্তিযুদ্ধা সিরাজ ,বীর মুক্তিযুদ্ধা জসিম সহ অনান্য মুক্তিযুদ্ধা গণ ও তিতাস উপজেলার সর্বস্তরের জনগণ।

এ সময় তারা মুক্তিযোদ্ধার সন্তান শাহিনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে  দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে নিঃস্বার্থে মুক্তির দাবি জানায়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মোরেলগঞ্জে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের (কালব্) এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আব্দুস সালাম হাওলাদার।

প্রধান অতিথি ছিলেন দাতা সংস্থা দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব্) 'গ' অঞ্চলের পরিচালক মো. আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ও অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার।

সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো হারুন-অর-রশিদ। ’সুরক্ষিত ভবিষ্যৎ অন্বেষনে ক্রেডিট ইউনিয়ন’ এ শ্লোগানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সদস্য ইসমাইল হোসেন তালুকদার, মুশফিকুর রহমান নাহার, সাংবাদিক মশিউর রহমান মাসুম ও শিক্ষক মো. শাহজাহান আলী খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর শিক্ষক হরিচাঁদ কুন্ডু।

আরও খবর