Logo
আজঃ বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩
শিরোনাম

হজের খরচ কমাতে হাইকোর্টে রিট

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৩৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের হজ প্যাকেজ সংশোধন করতে ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। হাবিবুর রহমান, আব্দুল আজিজ ও আব্দুল হাই নামে তিন আবেদনকারীর পক্ষে আজ রোববার এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

নোটিশে বিমানভাড়া কমানোসহ হজ প্যাকেজ সংশোধন, পরিবর্তন ও পুনর্নির্ধারণ করে নতুন প্যাকেজ ঘোষণার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য করা হয়। যা যাত্রীদের স্বাধীনতা খর্ব করা হয়। এ নিয়মেও পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে।

নোটিশটি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বলাকা বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়।

এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী আল মামুন রাসেল।

এর আগে গত ৬ মার্চ হজ প্যাকেজ সংশোধন করে সর্বোচ্চ ৪ লাখ টাকা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ পাঠিয়েছিলেন।


আরও খবর



মাগুরায় বেঞ্চ আকারে গণশুনানী নেন জেলা প্রশাসক

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: ১০ মে ২০২৩ তারিখ বুধবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেঞ্চ আকারে গণশুনানি নেন মাগুরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,  মোহাম্মদ আবু নাসের বেগ। বুধবার ১০ মে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

 জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অনুষ্ঠিত এ গণ শুনানী কালে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার,   মো: তোফাজ্জল হোসেন; জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), মাগুরা  মো: ফরিদুজ্জামান; মেয়র, মাগুরা পৌরসভা  খুরশীদ হায়দার টুটুল; অতিরিক্ত জেলা প্রশাসক, (রাজস্ব)  প্রশান্ত কুমার বিশ্বাস; উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর  মো: আশাদুল ইসলাম প্রমুখ।

গণশুনানিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিভিন্ন বিষয় যেমন: জায়গা-জমি সংক্রান্ত, আইনশৃঙ্খলা সংক্রান্ত, অভিযোগ সংক্রান্ত, আর্থিক বা অন্যান্য সাহায্য সংক্রান্ত সমস্যা সমাধানে সংকট নিরসনের জন্য জেলা প্রশাসকের নিকট হাজির হয়।

বেঞ্চ আকারে গণশুনানি নেয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন যে, সাধারণ জনগণ প্রায় সময় এমন ধরনের সমস্যা নিয়ে আসেন যেগুলোর সাথে অন্যান্য দপ্তরের সংশ্লিষ্টতা রয়েছে। সাধারণ জনগণের এই ধরনের  সমস্যা লাঘবে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বেঞ্চের মাধ্যমে গণশুনানি নেন। গণশুনানিতে উপস্থিত দপ্তরপ্রধানগণ তাদের দপ্তর সংশ্লিষ্ট সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর আশু সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে করে সাধারণ জনগণ অতি দ্রুত তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে।

উন্মুক্ত পরিবেশে বেঞ্চ আকারে গণশুনানি নেয়ার ব্যাপারে জেলা প্রশাসক আরও বলেন যে, প্রায় সময় দেখা যায় কিছু মানুষ আছেন যারা বার্ধক্যজনিত কারণে বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে দোতলায় উঠে জেলা প্রশাসকের অফিসকক্ষ পর্যন্ত যেতে পারেন না বা যেতে পারলেও অনেক কষ্ট করতে হয়। তাদের এই কষ্টের প্রতি সহানুভূতিশীল হয়েই তিনি অফিস প্রাঙ্গণে গণশুনানি নেন যাতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা যায়।

তিনি আরও উল্লেখ করেন যে, উন্মুক্ত পরিবেশে বেঞ্চ আকারে গণশুনানি নেয়াটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে করে সাধারণ জনগণের কাছে খুব সহজেই তাদের প্রাপ্য সেবাটা পৌঁছে দেয়া যায়।

আরও খবর



জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজের আগামীকাল রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৪ মে রোববার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

তার আগে একই কারণে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া সারা দেশে এ দিনের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত থাকবে। তবে অন্য বোর্ডগুলোর রোববারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে মন্ত্রণালয়।


আরও খবর



কোন ষড়যন্ত্রে কাজ হবেনা তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে পড়ুন: আব্দুল আওয়াল মিন্টু

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: এখনো সময় আছে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরে পড়ুন।  দেশের জনগন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গন আন্দোললনের মাধ্যমে তানেক জিয়াকে দেশের মাটিতে এনে এ সরকারের পতন ঘটিয়ে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনবে আর গনতান্ত্রীক সরকার প্রতিষ্ঠা করবে কেন ষড়যন্ত্রে কাজ হবেনা।  চলমান আন্দোলনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপি ঘোষিত ১০দফা দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপি আয়োজিত  গন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এ কথা বলেন। তিনি বলেন দেশের জনগন আর দেরি করবেনা তারা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি আদায় করে ঘরে ফিরবে। সময় হয়ে গেছে স্বৈরাচার সরকারের পতনের ঘন্টা বেজে গেছে, শুধু সময়ের ব্যাপার এ সরকারের বিদায় তরান্বিত করতে তিনি দেশ প্রেমিক জনগনকে সামনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহবান জানান। দেশ বিদেশ আর এ সরকারকে দেখতে চায়না। জোর করে আর ক্ষমতায় থাকা যাবেনা বুঝতে পেরে তারা আবোল তাবোল বকছে। তাদের আর কোন সুয়োগ দেয়া যাবেনা। শান্তিপূর্ণ আন্দোলনেই তাদের পতন হবে।

১৯ মে শুক্রবার বিকেল তিনটায় জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ সভাপতিত্ব করেন।জেলা বিএনপি সদস্য সচিব মোঃ আখতার হোসেনের সঞ্চালনায় বিশাল এ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নেওয়াজ হালিমা আরলী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওবায়দুল হক চান্দ, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবাক আহসান হাবীব কিশোর, যুগ্ম আহবায়ক , খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক,  মিঠুন রায় চৌধুরী এড রোনুজ্জামান খান,, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল, বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলার শ্রীপুর,মহম্মদপুর,শালিখা উপজেলা বিএনপির,নেতৃবুন্দ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, জেলা যুব দলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।


আরও খবর



তানোর পৌরসভা মহিলালীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিউলি সভাপতি নাসিমা সম্পাদক

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর: রাজশাহীর তানোর পৌরসভা মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিউলি রানীকে সভাপতি ও নাসিমা বেগমকে সম্পাদক করা হয়েছে। সোমবার বিকেলের দিকে পৌরসভা মহিলালীগের আয়োজনে গোল্লাপাড়া ফুটবল মাঠে সম্মেলন উদ্বোধন করেন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সোনিয়া সরদার। পৌরসভা মহিলালীগের সভাপতি শিউলি রানীর সভাপতিত্বে  অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এমপি ওমর ফারুক চৌধূরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মারজিনা পারভীন, সম্পাদক এডভোকেট নাসরিক আক্তার মিতা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ সরকার( প্রদিপ), উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, উপজেলা কৃষকলীগের সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,  তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি ফজলো রাব্বি ফরহাদ, কলমা ইউপির সেচ্ছাসেবকলীগ সভাপতি তানভীর রেজা প্রমুখ।

সকল অতিথি সম্মেলন স্থান ত্যাগ ও সন্ধ্যার  পর মহিলারা নব মনোনীত সভাপতিকে ধরে বসেন এই বলে যে আমাদেরকে জনপ্রতি ১০০ টাকা করে দেওয়ার কথা, আমাদেরকে টাকা দিতে হবে নইলে স্বামী মারপিট করবে। এক প্রকার বাধ্য হয়ে সবাইকে ৫০ টাকা করে দেয় সভাপতি। কিন্তু যারা একাধিক মহিলাকে সম্মেলনে নিয়ে আসেন সে মোতাবেক টাকা না পেয়ে গালমন্দ করে চলে যান।

উপজেলা সভাপতি সোনিয়া সরদার জানান, আমাকে কোন লোড নিতে হবে না, কিন্তু সবাই চলে গেছে, আমি মঞ্চ, ডেকোরেশন ও মহিলাদের কিভাবে টাকা দিব। আমাকে দায়িত্ব দিলে এমন বিশৃঙ্খলা হত না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় পৌর এলাকার মহিলালীগ ও আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন। 


আরও খবর



বাগেরহাট আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নির্মান হচ্ছে “ন্যায় কুঞ্জ”

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে আসা বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায় কুঞ্জ” নামের ভবন নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা  জজ আদালত প্রাঙ্গণে এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হাইর্কোট বিভাগের বিচারপতি মোঃ খায়রুজ্জামান। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ সাইফুল ইসলাম, নারী ও শশিু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মোঃ মঈন উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গনী, পুলিশ সুপার কে এম আরফিুল হক উপস্থিত ছিলেন।আইন মন্ত্রনালয়ের র্অথায়নে গনর্পূত বিভাগ প্রায় ৫৩ লক্ষ টাকা ব্যয়ে  নির্মান করবে “ন্যায় কুঞ্জ” নামের এই বিশ্রামাগা ভবন। এই ভবনে ২ টি পয়নিস্কাশন কক্ষ, ১টি মাতৃদুদ্ধ কর্নার, ১টি ক্যান্টিন ও প্রয়োজনীয় ফ্যান থাকবে।

এক সাথে একই সময়ে ৮০ থেকে ১০০ জন বিশ্রাম নিতে পারবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন গনপূর্ত বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর সিদ্দিক। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিচারপরতি মোঃ খায়রুজ্জামান বলেন, প্রধান বিচারপতি মহোদয়ের অভিপ্রায়ে দেশের প্রতিটি আদালতে “ন্যায় কুঞ্জ” নামের বিশ্রামাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে।  এর ধারাবাহিকতায় বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে “নায় কুঞ্জের” ভিত্তি প্রস্তর স্থাপন করা হল। এই বিশ্রামাগারে বিচারপ্রার্থীরা যেমন বিশ্রাম নিতে পারবেন। তেমনি বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ নিস্পত্তিতে ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিচারপতি। পরে তিনি জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে বাগরেহাট জেলা ও দায়রা জজ আদালত এবং ম্যাজিষ্ট্রেট আদালতে র্কমরত বিচার বিভাগীয় র্কমর্কতাদের সাথে বিচারাধীন মামলাসমূহ নিস্পত্তি করার বিষয়ে মতবিনিময় সভা করেন।


আরও খবর