Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

হিরো আলমের ৯ আইডি কে হ্যাক করেছেন, জানা গেল

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ৪২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি আইডি হ্যাক করা হয়েছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম গণমাধ্যমকে জানান, ‘আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাক হওয়ার কারণে আমার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাই অভিযোগ জানিয়েছি। আশা করছি এখন উদ্ধার হবে।

হিরো আলমের দাবি, দেশের বাইরে থাকা মিঞা আসকর নামের এক ব্যক্তি তাঁর এসব আইডি হ্যাক করেছেন।তিনি বলেন, ‘মিঞা আসকর নামের যিনি আমার আইডিগুলো হ্যাক করেছেন, তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার মনে হয়, একশ্রেণির লোক আমাকে থামিয়ে দেওয়ার জন্য এটা করিয়েছেন। মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনের কিছু লোক এর পেছনে জড়িত আছেন। আমি যাতে কোনো ধরনের যোগাযোগ কারও সঙ্গে করতে না পারি।’

কারা তারা, এমন প্রশ্নে হিরো আলম বললেন, ‘ওই যে একশ্রেণির লোক, যারা আমাকে দেখতে পারেন না।’

আজ ডিবি কার্যলয়ে প্রবেশের আগে হিরো আলম বলেন, ‘কয়েক দিন আগে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আর সেটি কে করেছে তাও আমার জানা। আলী আসকর নামের একজন প্রবাসী এই কাজটি করেছে। তার সঙ্গে আমাদের দেশের অনেকেই জড়িত আছে। বিষয়টি আমি হারুন স্যারকে জানিয়েছি। তিনি বলেছেন আসার জন্য। তার সঙ্গে দেখা করতেই এখন ডিবিতে যাচ্ছি।


আরও খবর



মিরাজ-শান্তর জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এদিন ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। নাঈমের ব্যাটে শুরুটা দুর্দান্ত হলেও ২৮ (৩২) রানের বেশি বড় করতে পারেননি ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিন তাওহীদ হৃদয়ও হতাশ করেন রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মেহেদী মিরাজ খেলেন বেশ দেখে শুনে। হৃদয়ের বিদায়ের পর নামেন শান্ত। এরপর শান্ত-মিরাজ জুটি আভাস দিচ্ছে দারুণ কিছুর। শুরুতে ধীর ব্যাটিং করলেও সময়ের সঙ্গে মিরাজ রানে ফিরেছেন দ্রুতই। 

৬৫ বলে ফিফটি করতে মিরাজ হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। শান্তও হাঁটছেন অর্ধশতকের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজ-শান্তর জুটি থেকে এসেছে ১০৮ বলে ৮৮ রান। মিরাজ অপরাজিত আছেন ৬৫ (৮৪) আর শান্ত ৪৪ (৫৫) রানে। বাংলাদেশ সংগ্রহ করেছে ২৯ ওভারে ২ উইকেটে ১৫৬ রান।

এর আগে ওপেনিং জুটিতে মিরাজ-নাঈম জুটি ভাঙ্গে ৬০ বলে ৬০ রান যোগ করে। নাঈমকে বোল্ড করে জুটি ভাঙেন মুজিব উর রহমান। তাওহীদ হৃদয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন গুলবাদিন নাঈবের বলে।


আরও খবর

সাকিব কবে মাঠে ফিরবেন, জানা গেল

রবিবার ০১ অক্টোবর ২০২৩




এক ব্যক্তির ইচ্ছায় আদালতের কার্যক্রম চলে: রিজভী

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে এক অদ্ভুত শাসন বিরাজমান। এটি এমন এক দুঃশাসন যেখানে এক ব্যক্তির ইচ্ছায় আদালতের কার্যক্রম চলে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এখানে ন্যায়বিচার, বিধিবদ্ধ আইনী প্রক্রিয়ায় কোনো কাজ হয় না। সকল মামলায় জামিন পাওয়ার পরেও এবং আর কোনো মামলা দায়ের না করার উচ্চ আদালতের নির্দেশনার সত্ত্বেও যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মুক্তি দেওয়া হয়নি। ইতোপূর্বে নানাভাবে তাকে আটকিয়ে রাখার যে বেআইনী কার্যক্রম দেশব্যাপী প্রত্যক্ষ করা হয়েছে তা নজীরবিহীন। 


আরও খবর



৪ কোটি ডিম আসছে ভারত থেকে

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আসছে ৪ কোটি ডিম। দেশের চার প্রতিষ্ঠানকে আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাজার নিয়ন্ত্রণে ডিম আমদানির কথা জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো– মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

এদিকে সোমবার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে চার কোটি ডিম আদামিনর অনুমতি দেওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেওয়া হবে। 

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা। বাণিজ্যমন্ত্রীর ডিম আমদানির এ ঘোষণার পর  চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমোদনের জন্য আবেদন করে।

মন্ত্রীর ঘোষণার পর প্রতিক্রয়ায় ব্যবসায়ী ও পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা বলেন, ডিমের দাম নির্ধারণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে এ দামে বিক্রি করতে হলে খামারিদের উৎপাদন খরচ, পাইকারি, আড়তদার এবং খুচরা ব্যবসায়ীরা কে কত লাভে বিক্রি করবে তা নির্ধারণ করা উচিত ছিল।

ডিমের দাম নির্ধারণকে স্বাগত জানালেও আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, ডিম আমদানি করলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে। পরে আরও বেশি দামে ডিম খেতে হবে।


আরও খবর



চারাগাঁও সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও পাথর পাচাঁরের অভিযোগ

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তে লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিরাতে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথরসহ চিনি, সুপারী ও মাদকদ্রব্য পাচাঁর করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল সোমবার (২৫ সেপ্টেম্ভর) রাত ১১টা থেকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্ভর) ভোর ৫টা পর্যন্ত জেলার চারাগাঁও সীমান্তের লামাকাটা, জঙ্গলবাড়ি, কলাগাঁও, চারাগাঁও এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে একযোগে কয়লা, চুনাপাথর, চিনি, সুপারী ও মাদকদ্রব্য পাচাঁর করে অর্ধশতাধিক ইঞ্জিনের নৌকা বোঝাই করে পাটলাই নদী দিয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা নিয়ে গেছে স্থানীয় চোরাকারবারীরা। পরে পাচাঁরকৃত প্রতিনৌকা (২০মেঃটন) অবৈধ মালামাল থেকে বিজিবি ক্যাম্পের নামে, সোর্স পরিচয়ধারী চোরাচালান মামলার আসামী আইনাল মিয়া তার সহযোগী সাইফুল মিয়া ৫হাজার টাকা চাঁদা নেওয়াসহ থানা-পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে সোর্স পরিচয়ধারী চোরাচালান মামলার আসামী রফ মিয়া ২০হাজার টাকা করে চাঁদা নেয়। এই চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য করে সোর্স ও তাদের গডফাদার গত ২ বছরে কোটিকোটি টাকা মালিক হয়েগেছে বলে জানা গেছে। এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানী কারক আবুল বাশার খান নয়ন বলেন- সীমান্তের যেদিকে যাই শুধু তোতলা আজাদের নাম শুনতে পাই। তার নেতৃত্বে চোরাকারবারী নেকবর আলী চোরাই কয়লার ব্যবসা করছে, আর রফ মিয়া সোর্স পরিচয় দিয়ে ওপেন চাঁদাবাজি করছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছে। তাই এব্যাপারে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্মার ও আমদানী কারক রাশিদ মিয়া বলেন- আমার ওয়ার্ডের জঙ্গলবাড়ি, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে প্রতিদিন রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা ও পাথর পাচাঁর করা হচ্ছে। জানতে পারছি হাবিব সারোয়ার তোতলা আজাদ মিয়া পার্টনার শিপে চোরাই কয়লার ব্যবসা করছে। সে বললে কয়লা পাচাঁর হয় আর না করলে বন্ধ থাকে। আর আমরা সরকারের রাজস্ব দিয়ে বৈধ ভাবে কয়লা আমদানী করে বিক্রি করতে পারিনা। চারাগাঁও ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তাজুল ইসলাম বলেন- বিজিবির চোখে ফাঁকি দিয়ে এলাকার মানুষ কয়লা ও পাথর পাচাঁর করে। তবে সামনে পড়লে কাউকে ছাড়বনা। পাচাঁরকৃত অবৈধ মালামাল থেকে বিজিবি, পুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন নামে চাঁদা উত্তোলনের খবর শুনতে পাই। কিন্তু সরাসরি কাউকে খোঁজে পাইনা। তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন- আমি এখানে নতুন এসেছি, তাই অনেক কিছুর সম্পর্কে জানিনা। তবে লোকজনের মুখ থেকে আজাদের নাম শুনতে শুনতে মুখস্থ হয়েগেছে। সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজিসহ সকল অন্যায় কর্মকন্ডা বন্ধ করার জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।


আরও খবর



লক্ষ্মীপুরের এমপি শাহজাহান কামাল মারা গেছেন

প্রকাশিত:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৫১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ. কে. এম. শাহজাহান কামাল মারা গেছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শাহজাহান কামালের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। রাতে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে শাহজাহান কামালের মৃত্যুর তথ্যটি জানানো হয়।

এ কে এম শাহজাহান কামাল ১৯৫০ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. ফরিদ আহমেদ এবং মাতা মাসুমা খাতুন। তার স্ত্রী ফেরদৌসি কামাল। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।

এ কে এম শাহজাহান কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে প্রথম সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি লক্ষ্মীপুর জেলায় গণআন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি নবগঠিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এমধ্যে ২০১৮ সালে প্রায় এক বছর তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 


আরও খবর