Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের কারাদণ্ড

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭০৬জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক ;আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, হেলেনা জাহাঙ্গীরের আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, টেলিভিশনের সমন্বয়ক সানাউল্লাহ নূরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান

এর আগে ১৪ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায়ের জন্য এ দিন ঠিক করেন। জয়যাত্রা টিভির ভোলা জেলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন ২০২১ সালের ২ আগস্ট পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, জয়যাত্রা টিভির স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ভোলার আবদুর রহমান তুহিনের কাছ থেকে ৫৪ হাজার টাকা নেন হেলেনা জাহাঙ্গীর। প্রতিবেদক হিসেবে আবদুর রহমান কয়েক মাস কাজ করলেও কোনো বেতন পাননি। অন্যদিকে তার কাছ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা নেয় টেলিভিশন কর্তৃপক্ষ।

২০২১ সালের ২১ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম।

২০২২ সালের ১৮ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।



আরও খবর



কারামুক্ত বিএনপি নেতা আবু সাইদ চাঁদ ফুলেল শুভেচ্ছায় সিক্ত

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কারামুক্ত হওয়ার পর তানোরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। চাঁদকে পবিত্র রমজান মাসে শান্তিপূর্ণ কর্মসূচী থেকে বর্তমান সরকারের পুলিশ বাহিনীর  গ্রেফতার করেন। দীর্ঘ ৩২ দিন কারাভোগের পর গত ২ মে মুক্ত হন জেলা আহবায়ক। মুক্তির পর তানোর উপজেলার বিএনপিসহ অঙ্গ সংঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে ছুটে যান বানেশ্বর সদর এলাকায় তার নিজস্ব বাস ভবনে।গত বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন পর্যায়ের নেতারা শুভেচ্ছা জানিয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র রমজান মাসের প্রথম দিকে রাজশাহীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলা অবস্থায় জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ ৩২ দিন কারাভোগের পর ২ মে মঙ্গলবার জামিনে মুক্তি পান তিনি। এর আগে রমজান মাস জুড়ে উপজেলা বিএনপি বিভিন্ন সভায় কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়ে আসছিল। 

গত বৃহস্পতিবার তানোর উপজেলা বিএনপি ও যুবদল এবং কৃষকদলের নেতাকর্মীরা চাঁদের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগামীর আন্দোলনের কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল জানান, শান্তিপূর্ণ আন্দোলন থেকে জেলা বিএনপির আহবায়ককে আওয়ামী পুলিশলীগ গ্রেফতার করেন। রোজা থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। পবিত্র রমজান মাসের রোজা ও ঈদ কারাগারে করেন তিনি। মুক্তি পেয়ে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, ফ্যাসিষ্ট দানব সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনের বিজয় হবেই। কারন আপামর দেশ বাসী এই সরকারকে আর দেখতে চায় না। এজন্য প্রতিটি ঘরেঘরে আন্দোলনের বার্তা পৌছে দিয়ে সাধারন জনগণকে সম্পৃক্ত করতে হবে। জেল খানা ও আদালত বাড়ি  মনে করতে হবে। যে ভাবেই হোক নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারা জনগণের কথা ভাবেনা, প্রতিনিয়ত নিত্যপণ্যে দাম বাড়তেই আছে। এসব চিন্ত না করে এই অবৈধ সরকার বিএনপিকে দমাতে নানা কার্যক্রম পরিচালনা করছেন। গায়েবি মামলায় শতশত নেতাকর্মীরা কারাগারে রয়েছেন। এমনকি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছেন না। 

পরে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়। মিজান, বলেন পুরো রমজান মাস জেলে থাকার পর তিল পরিমান ভেঙ্গে পড়েনি আবু সাইদ চাঁদ। তার একটাই কথা আন্দোলন শুরু হয়েছে জেল জুলুম নির্যাতন যতই আসুক বিজয় হবেই। দেশের মানুষ আর এই দাবনকে দেখতে চায়না। তাদের মেগা প্রকল্পে মেগা দূর্নীতি ঢাকতে বারবার বিদ্যুৎ, তেল, গ্যাস এমনকি প্রতি কেজি সারের ৫ টাকা করে দাম বাড়িয়েছে। দেশ পরিচালিত হচ্ছে আমলাদের মাধ্যমে। তাদের প্রতি নির্ভর সরকার। আগামীতে আন্দোলন বেগবান করতে এবং কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সে মোতাবেক আন্দোলন সংগ্রাম করতে হবে। সরকার ভালো করেই জানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের কি অবস্থা ঘটবে।  রাজশাহীসহ পাঁচ সিটিতে নির্বাচন হচ্ছে। তাদের দলের যারা বিদ্রোহী প্রার্থী তারাই নির্বাচনের প্রতি আস্থা নেই। ভোটের কোন আমেজ বলতে কিছুই নেই। সরকার আবারো এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। সুতরাং তাদের নির্বাচন নির্বাচন খেলায় বা ফাঁদে পা বা কোনভাবে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।  তারা অনেক লোভনীয় অফার দিবেন, কোন কর্নপাত করা যাবে না।এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর



ইসির ক্ষমতা খর্ব হয়নি: রাশেদা সুলতানা

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব হয়নি। প্রচলিত আইনে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত গাইবান্ধার মতো একটি আসনের পুরো ভোট বন্ধ করতে পারবে ইসি।

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, নতুন আইনে ফলাফল ঘোষণার পরও নির্বাচন বাতিলের ক্ষমতা চেয়েছিল ইসি। সেটা সম্ভবত সরকার দিচ্ছে না। তবে কেন্দ্রের ফল প্রকাশের পরও ভোট বাতিল করতে পারবে কমিশন। সুতরাং ইসির ক্ষমতা খর্ব হয়নি বরং কিছুটা বেড়েছে।  

ইসি রাশেদা বলেন, নির্বাচনের ফলাফলের তিনটা পর্যায় আছে। সহকারী রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে একটা রেজাল্ট দেন, এই রেজাল্ট চারটা কপি করা হয়। একটা প্রার্থীদের জন্য, একটা সাঁটানোর জন্য, একটা রিটার্নিং কর্মকর্তার জন্য, আরেকটা কপি করতে হয়। এগুলো করার পর সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান। সেই রেজাল্ট হলো প্রাইমারি রেজাল্ট, চূড়ান্ত নয়। ওটার ওপর কে জিতল তার কার্যক্রম শুরু হবে না। শুরু হবে তখন, যখন কমিশন থেকে গেজেট হবে।

তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা কমিশনে ফলাফল পাঠানোর সময় কিছু অভিযোগ আসে। কিন্তু এই অভিযোগের বিষয়ে কমিশনের হাতে কোনো ক্ষমতা নেই। সেই অভিযোগের বিষয়ে কমিশন কিছু করতে পারে না। তাকে গেজেটটা করে দিতে হয়। তখন কমিশনের প্রতি অভিযোগকারীদের একটা অনাস্থা থেকে যায়।  একটা ক্ষোভ কিন্তু তৈরি হয়। এই জায়গা আমরা নতুন প্রস্তাবনা পাঠালাম সংশোধনীতে, যেটা মন্ত্রিপরিষদে গেছে। আমরা চেয়েছিলাম কোনো অভিযোগ আসলে কমিশন সেই গেজেট নোটিফিকেশনটা স্থগিত রাখবে। এরপর তদন্ত করে যদি অভিযোগটার সত্যতা প্রমাণিত হয় তাহলে  আসনটার ভোট বাতিল করার। মন্ত্রিপরিষদ পুরো আসনের কথাটা বাদ দিয়ে অনুমোদন দিয়েছে। আমরা পুরোটা কপি এখনো দেখিনি।

গাইবান্ধার ভোট প্রসঙ্গে এই কমিশনার বলেন, ‘গাইবান্ধায় আমরা যখন সিসি ক্যামেরায় নানা ধরনের অনিয়ম দেখছিলাম, গোপন কক্ষের মধ্যে ভোটার ভোট দেওয়ার আগেই অন্য কেউ দিয়ে দিচ্ছেন। তখন আমরা ৯১ (ক) অনুচ্ছেদের ক্ষমতা বলে নির্বাচন বন্ধ করেছি। এখন আমরা চাচ্ছি, এক বা একাধিক কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার পর এবং গেজেট হওয়ার আগ পর্যন্ত, এই মধ্যবর্তী সময়ে অভিযোগ এলে যেন তদন্ত করে বন্ধ করতে পারি। তখন সেখানে নতুন করে ভোট হবে। 

সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। তারপরই বিতর্ক ওঠে নির্বাচন কমিশন  পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা হারাতে যাচ্ছে।


আরও খবর



ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডে মেইন হোলের ঢাকনা উধাও, মশার উপদ্রব,ড্রেনে উপচেপড়া ময়লায় জন সাধারণের ভোগান্তি

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নাজমুল হাসান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সড়কের মেইন হোলের ঢাকনা উধাও সহ মশার উপদ্রবে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ডিএসসিসির নবগঠিত ৬৫ নং ওয়ার্ডের অন্তর্গত আলী মোহাম্মদ খান রোড আদর্শ বাগ এলাকায় নির্মিত নতুন সড়কটি মেরামতের কয়েক মাস যেতে না যেতেই  ড্রেনেজ লাইনে প্রায় ৩টি ,বানিয়ারবাগে ৩টি, মাতুয়াইল মেডিকেল থেকে মাতুয়াইল চৌরাস্তা পর্যন্ত ৭ টি ম্যানহোলের ঢাকনা নেই। সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার লোকজন।৭ ফুট গভীরতার বড় বড় ম্যানহোলগুলো খোলা থাকায় অহরহ দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থার  সিষ্টেম ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান নালা ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে,ড্রেনগুলোতে জমে থাকা পানির মধ্যে মশার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে পানিনিষ্কাশন,ড্রেনেজ লাইনের উপড় মেইন হোলের ঢাকনা উধাও এবং মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে,৬৫ নং ওয়ার্ডে লক্ষাধিক লোক বসবাস করে বর্তমানে মেইন হোলের ঢাকনা উধাও, নর্দমার জলজট, মশার উপদ্রব সব কিছু মিলিয়ে কঠিন দুঃসময় পার করছি।

অটোরিকশাচালক ইকবাল জানান, এক সপ্তাহ আগের চার-চারটি ম্যানহোলে ঢাকনা ছিল না। এখন দেখি অনেকগুলোতে নাই। যাত্রী নিয়ে চলতে অনেক অসুবিধা হচ্ছে। রাতে বেশি আতঙ্কে থাকতে হয়।

৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনাম আহমেদ এনাম জানান, মেইন হোলের ঢাকনা গুলো ভারী যানবাহন চলাচল করার কারণে ভেঙ্গে গেছে, সেই ভাঙ্গা ঢাকনাগুলো রাতের 

আঁধারে চুরি করে নিয়ে গেছে। অনেক দিন যাবত ভোগান্তিতে রয়েছে  ওয়ার্ডবাসী। 

অনেকে অভিযোগ দিয়েছেন। স্থানীয় কাউন্সিলর কে বিষয়টি অবগত করেছি। মেরামতসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।


আরও খবর



ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার বেলা সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।

সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫ মে পাবনা যান রাষ্ট্রপতি। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তার প্রথম সফর।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাকে বিদায় জানান।

রাষ্ট্রপতির পত্নী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।


আরও খবর



উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুরে: ইসি আলমগীর

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি করপোরেশনে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘উপমহাদেশে যত ভোট হয়, সেসব ভোটের চেয়ে গাজীপুরের ভোট সর্বশ্রেষ্ঠ হবে। গাজীপুরের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। ভোটে অনিয়ম হলে গাইবান্ধার চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে গাড়ি ভাঙচুরের প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

আরপিও সংশোধনের বিষয়ে ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন চলাকালীন অনিয়ম পেলে ইসি অথবা রিটার্নিং কর্মকর্তা অথবা প্রিজাইডিং কর্মকর্তা তার কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারেন। আগে আইনে ইসির যে সুযোগ-সুবিধা ছিল, তা এখনো আছে। আগের সুযোগ-সুবিধার সঙ্গে আরও কিছু যুক্ত করে আমরা আরপিও সংশোধনের জন্য পাঠিয়েছিলাম। আরপিও সংশোধনের বিষয়টি এখনো আমাদের কাছে আসেনি। আমরা হাতে পেলে বিস্তারিত জানাব।


আরও খবর