Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম
সংবাদ সম্মেলনে হারুন অর রশীদ

গুদামে ব্যবহারের পেস্টিসাইড স্প্রে করায় ২ শিশুর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় তেলাপোকা মারার স্প্রে করার পর দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, ওই বাসাটিতে অ্যালুমিনিয়াম ফসফেট সমৃদ্ধ পেস্টিসাইড স্প্রে করা হয়েছিল। বড় গার্মেন্টস, গুদাম বা অনাবাসিক জায়গাতে এই পেস্টিসাইড স্প্রে করা যায়। কিন্তু ঘরে এটা ব্যবহার করা যায় না। করলেও আবাসস্থল ৭২ থেকে ৯৬ ঘণ্টা ব্যবহার সম্পূর্ণ বন্ধ রাখতে হয়।

আজ বৃস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে  তিনি এ সব কথা বলেন।

হারুন অর-রশীদ বলেন,  এই পেস্টিসাইডে রাসায়নিক আইটেম সঠিক অনুপাতে ছিল না বলেই ধারণা করা হচ্ছে। কীটনাশক মানব জীবনের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষত তীব্র দাবদাহের এই সময়ে বিষয়টি উপলব্ধি করা দরকার ছিল পেস্টিসাইড কোম্পানির কর্মকর্তাদের। কিন্তু অর্থের লোভে কোম্পানির মালিক-কর্মচারীরা স্বাস্থ্য ঝুঁকির এই বিষয়টি উপলব্ধি করেনি। তারা পরিবারের সদস্যদেরকে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার উপদেশ না দিয়েই আনাড়ি, কর্মচারীদের দিয়ে এই কীটনাশক স্প্রে করিয়েছেন। যার ফলশ্রুতিতে দুইটি শিশুর জীবন ঝরে যায় অকালে। অসুস্থ হন পরিবারের অন্য সদস্যরা। এ ঘটনায় গত ৫ জুন ভাটারা থানায় একটি মামলাও হয়েছে।

ডিসিএস অর্গানাইজেশন লি. কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামান ও ম্যানেজিং ডিরেক্টর ফরহাদুল আমিন

তিনি বলেন, ঘটনার পরই মূল আসামি ডিসিএস অর্গানাইজেশন লি. কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং কোম্পানিটি ম্যানেজিং ডিরেক্টর ফরহাদুল আমিন গা ঢাকা দেন। আজ সকাল পৌনে ৮টার দিকে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে এই বিষাক্ত পণ্য কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয়েছে, এর অনুমোদন ছিল কি না, এর রাসায়নিক অনুপাত সঠিক ছিল কি না, মানবদেহের জন্য এগুলো কতটা ক্ষতিকর তা যাচাই-বাছাই করা হবে।

পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ২ জুন বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুদিন পর ভুক্তভোগী পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৪ জুন ভোরে প্রথমে শাহিল মোবারত জায়ানের মৃত্যু হয়। পরে রাত ১০টায় মারা যায় শায়ান মোবারত জাহিন (১৫)। দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেনও বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। 


আরও খবর



ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর প্রধানমন্ত্রী সারা বিশ্বের নন্দিত নেতা তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান তিনি। 

শনিবার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএর নতুন ভবন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এখনও অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমাদেরকে পিছে ফেলা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। তারপরেও দেশের অর্থনীতি অনেক এগিয়েছে। এজন্য শিল্প মালিকদের অনেক অবদান রয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে বদলে দিয়েছেন। ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে, তখন অনেকে হেসেছে। এখন সেই ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। প্রধানমন্ত্রী সারা বিশ্বের নন্দিত নেতা। আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় দেশে ২৮ শতাংশ দরিদ্র ছিল এখন তা নেমে এসেছে মাত্র ৫ শতাংশে। ২০৪০ সালে এটি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশে শিক্ষার হার ১০০ শতাংশে পৌঁছবে৷

মন্ত্রী আরও বলেন, এক সময় শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে কারখানা পুড়িয়ে দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প পুলিশ প্রতিষ্ঠা হয়। এখন মালিক শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে শিল্প পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেন, যেখানেই গেছি। কাপড়টা উল্টাইলে দেখি মেড ইন বাংলাদেশ। তখন গর্বে বুকটা ভরে যায়। নিট সেক্টরের পর ওষুধ সেক্টর ও আইসিটি সেক্টরেও আমরা বিরাট সম্ভাবনার জায়গায় এসেছি।

পরে তিনি নারায়ণগঞ্জের নানা উন্নয়নের কথা তুলে ধরে তিনি স্থানীয়দের দাবিকৃত মেট্টোপলিটন পুলিশিং ব্যবস্থা করতে নির্বাচনের পর বিশেষ নজর দেওয়ার কথা জানান।

দেশে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।


আরও খবর



সন্ধ্যা ৬টার মধ্যে ৮ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে তীব্র বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে হতে পারে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক-সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেওয়া অপর এক বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এতে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ফেনী, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলারসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


আরও খবর



এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ২১ দিনে যত আয়

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জনসাধারণের জন্য গত ৩ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। সড়কটি খুলে দেওয়ার পর  ২১ দিনে ৬ লাখ ২১ হাজার ১৫২টি যানবাহন চলাচল করেছে। এ থেকে প্রায় ৫ কোটি টাকার বেশি টোল আদায় করা হয়েছে।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আখতার গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোট ৬ লাখ ২১ হাজার ১৫২টি যানবাহন চলাচল করেছে।

গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। এরপর তার বহরে থাকা ২৫টি গাড়ির জন্য ৮০ টাকা হারে দুই হাজার টাকা টোল পরিশোধের মধ্য দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন।

পরেই দিন ৩ সেপ্টেম্বর সকাল ৬টায় বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ। এক্সপ্রেসওয়ে হয়ে বিমানবন্দর থেকে ফার্মগেটে পৌঁছাতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট।

এদিকে ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বাস চলাচল শুরু করেছে। যাত্রীরা এখন মাত্র ৩৫ টাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হচ্ছেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চালুর প্রথম ৫ দিনে আয় হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ১২ হাজার টাকা করে আয় হচ্ছে। এই সময়ে বিআরটিসি বাসে সাড়ে ১৫ হাজার যাত্রী চলাচল করেছেন বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।


আরও খবর

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

ডলারের দাম ফের বাড়িয়েছে ব্যাংক

সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩




ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক পলিথিনে ভর্তি ড্রেনের বেহাল অবস্থা

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image
সাব্বির খান, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ড্রেনেজ ব্যবস্থা বেহাল অবস্থা। প্লাস্টিক পলিথিনে ভর্তি হয়ে রয়েছে ড্রেন। এতে ড্রেনের স্বাভাবিক পানি চলাচল ব্যহত হয়ে পড়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন গিয়ে এলাকার ড্রেনে এ দৃশ্য দেখা যায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ডাস্টবিন সুবিধা নেই। এতে শিক্ষার্থীরা বিভিন্ন খাবার জাতীয় পণ্যের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন যেখানে সেখানে ফেলে দেয়। এগুলো বৃষ্টির পানিতে ড্রেনে গিয়ে পড়ছে। ফলে ড্রেনগুলো এমন বেহাল দশায় পরিনত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী কবির হোসেন বলেন,  আমাদের বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত জঘন্য  অবস্থা রয়ে গেছে ড্রেনেজ ব্যবস্থার মধ্যে যেখানে এক বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা যেখানে পানি স্রোতের মত যেতে পারে। সব জায়গাতে পলিথিন প্লাস্টিক ভরে গিয়েছে ড্রেনেজ সিস্টেমের মধ্যে। প্রশাসনকে যতদ্রুত সম্ভব হয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের জনবহুল এলাকাগুলোতে ডাস্টবিনের ব্যবস্থা করলে এ সমস্যাগুলো কমে যাবে। প্রশাসনের নিকট দ্রুত পর্যপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান শামছুল ইসলাম জোহা বলেন, আমাদের ড্রেনেজ ব্যবস্থা যথেষ্ট উন্নত তবে লোকবল সংকটে এমন হয়েছে। বিষয়টা সম্পর্কে আমার জানা ছিল না। আমি যতদ্রুত সম্ভব ড্রেন পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করব।

আরও খবর



ভারত যাচ্ছে ৫ হাজার টন ইলিশ

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পূজার আগে পাঁচ হাজার টন ইলিশ রপ্তানিতে ছাড় দেওয়া হবে। এই রপ্তানির একটা বড় অংশ যাবে ভারতের পশ্চিমবঙ্গে। এ ছাড়া ইউরোপ ও আমেরিকায় ভারতীয় ও বাংলাদেশি গ্রাহকদের জন্যও পাঠানো হবে এসব ইলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেখানে বাণিজ্যমন্ত্রী ঘোষণা করেন, পূজার আগে পাঁচ হাজার টন ইলিশ রপ্তানিতে ছাড় দেওয়া হবে। এই রপ্তানির একটা বড় অংশ যাবে ভারতের পশ্চিমবঙ্গে। 

গত কয়েক বছর ধরেই পূজার আগে পশ্চিমবঙ্গের ইলিশপ্রেমীদের মনে রেখে রপ্তানিতে ছাড় দিয়েছে বর্তমান সরকার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

কিন্তু গতবারের থেকে বাংলাদেশে এবার ইলিশের উৎপাদন অনেকটাই কম হয়েছে। সাগরে প্রচুর ইলিশ মিললেও নদীতে তাদের ঝাঁকের দেখা সেভাবে মেলেনি। নদীতে মাছ না-মেলায় বাংলাদেশের বাজারে ইলিশের দামও এ বার অনেকটাই বেশি। এর পরও ইলিশ রপ্তানির এরকম সিদ্ধান্তে মন্ত্রী বলেন, ইলিশ আমরা নিয়মিত রপ্তানি করি না। শুধু যেসব দেশের বাঙালি আমাদের মতো ইলিশ ভালোবাসেন, তাদের জন্য উৎসবের শুভেচ্ছা হিসেবে ইলিশ রপ্তানি করা হয়।

দেশে প্রতি বছরে ছয় লাখ টন ইলিশ উৎপাদিত হয় জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সেই হিসেবে প্রতিদিন গড়ে দু’হাজার টন ইলিশ ধরা হয়ই। সেই হিসেবে এবার পাঁচ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে।


আরও খবর