Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

গ্র্যাজুয়েট হলেন সাকিব আল হাসান।

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: মাঠের বাইরের বিতর্ক ছাপিয়ে নিজ পারফরম্যান্সে উজ্জ্বল সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট-বলে আলো ছড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ ম্যাচের পরদিন আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান তিনি।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন সাকিব।

সাকিব সমাবর্তনে অংশ নিয়ে বলেন, ‘আমার সকল কোচ-টিচারকে আমি ধন্যবাদ জানাই। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতে না। এআইইউবিকে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাকে সমর্থন করেছে। শুধু আমাকে না, আমাদের ক্রিকেট দলের অনেকেই এখানে পড়াশোনা করছে।’

তিনি আরও বলেন, ‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।’


আরও খবর



কোন ষড়যন্ত্রে কাজ হবেনা তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে পড়ুন: আব্দুল আওয়াল মিন্টু

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৪৭জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: এখনো সময় আছে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরে পড়ুন।  দেশের জনগন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গন আন্দোললনের মাধ্যমে তানেক জিয়াকে দেশের মাটিতে এনে এ সরকারের পতন ঘটিয়ে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনবে আর গনতান্ত্রীক সরকার প্রতিষ্ঠা করবে কেন ষড়যন্ত্রে কাজ হবেনা।  চলমান আন্দোলনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিএনপি ঘোষিত ১০দফা দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপি আয়োজিত  গন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এ কথা বলেন। তিনি বলেন দেশের জনগন আর দেরি করবেনা তারা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি আদায় করে ঘরে ফিরবে। সময় হয়ে গেছে স্বৈরাচার সরকারের পতনের ঘন্টা বেজে গেছে, শুধু সময়ের ব্যাপার এ সরকারের বিদায় তরান্বিত করতে তিনি দেশ প্রেমিক জনগনকে সামনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহবান জানান। দেশ বিদেশ আর এ সরকারকে দেখতে চায়না। জোর করে আর ক্ষমতায় থাকা যাবেনা বুঝতে পেরে তারা আবোল তাবোল বকছে। তাদের আর কোন সুয়োগ দেয়া যাবেনা। শান্তিপূর্ণ আন্দোলনেই তাদের পতন হবে।

১৯ মে শুক্রবার বিকেল তিনটায় জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ সভাপতিত্ব করেন।জেলা বিএনপি সদস্য সচিব মোঃ আখতার হোসেনের সঞ্চালনায় বিশাল এ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নেওয়াজ হালিমা আরলী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওবায়দুল হক চান্দ, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবাক আহসান হাবীব কিশোর, যুগ্ম আহবায়ক , খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক,  মিঠুন রায় চৌধুরী এড রোনুজ্জামান খান,, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল, বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলার শ্রীপুর,মহম্মদপুর,শালিখা উপজেলা বিএনপির,নেতৃবুন্দ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, জেলা যুব দলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।


আরও খবর



ইসরায়েলি বিমান হামলা গাজায়, নিহত বেড়ে ৩০

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। তাছাড়া আহত হয়েছে ৯০ জনেরও বেশি। গত মঙ্গলবার থেকে এই হামলা শুরু করে দখলদার বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের এক কমান্ডার ও তার ডেপুটিসহ ছয় শিশু এবং তিন নারী রয়েছে।

গত আগস্ট থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মিশরের মধ্যস্থতা চেষ্টা সত্ত্বেও কোনো পক্ষই উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে একটি বিমানঘাঁটি পরিদর্শনে যেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমরা আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় ধরনের প্রচারণার শীর্ষে রয়েছি। হামলা শুরু হওয়ার পর সেখানের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সীমিত করে দেওয়া হয়েছে মানুষের চলাফেরা।

অবরুদ্ধ অঞ্চলটির বেশকিছু স্থানে এ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের (পিআইজে) স্থাপনা লক্ষ্য করে।


আরও খবর



আইএস প্রধানকে হত্যার দাবি এরদোয়ানের

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হোসেন আল-কুরেশিকে সিরিয়ায় এক অভিযানে হত্যা করেছে তুরস্কের বাহিনী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল রোববার এক ঘোষণায় এ দাবি করেছেন। খবর বিবিসির।

সম্প্রচার মাধ্যম টিআরটি তুর্ককে এরদোয়ান বলেন, শনিবার তুরস্কের সরকারি গোয়েন্দা সংস্থা এমআইটির অভিযানে আইএস নেতাকে হত্যা করা হয়েছে। তবে এ অভিযান সম্পর্কে আইএস-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এ ছাড়া বিবিসিও বলছে, তারা এরদোয়ানের এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

এরদোয়ান বলেন, এমআইটি গোয়েন্দা সংস্থা বহুদিন ধরে কুরেশির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। কোনো ধরনের বৈষম্য ছাড়া আমরা সন্ত্রাসী সংস্থাগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যাবো।

সিরিয়ান সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, তুর্কি সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় জানদারিস শহরের কাছে এ তুরস্কের বাহিনী এ অভিযান পরিচালনা করে।

গত নভেম্বর আইএস তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশির মৃত্যুর খবর ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি তাকে হত্যা করা হয়। তার স্থলে আবু হোসেন আল-কুরেশির নাম ঘোষণা করা হয়।


আরও খবর



দাবানলে পুড়ছে কানাডার আলবার্টা, জরুরি অবস্থা

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্টা প্রদেশজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে করে অন্তত ২৫ হাজার লোককে তাদের বাড়ি ছাড়তে হয়েছে। এ নিয়ে পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলবার্টার প্রধান ড্যানিয়েল স্মিথ এমন পরিস্থিতিটিকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করেছেন। রাজ্যের এডসন শহরের ৮ হাজারের বেশি বাসিন্দাকে অনতিবিলম্বে শহর ছাড়তে বলা হয়েছে।

ড্যানিয়েল স্মিথ বলেন, একটি উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় দাবানল সৃষ্টির কারণ। এতে এখন পর্যন্ত কমপক্ষে এক লাখ ২২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। অনেক এলাকার আগুন নিয়ন্ত্রণের বাইরে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে প্রবল বাতাস রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে ড্রেটন উপত্যকা। এটি প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে। এ ছাড়া প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেকের পরিস্থিতিও শোচনীয়। সেখানে অন্তত ২০টি বাড়ি পুড়ে গেছে।

দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার নিযুক্ত করা হয়েছে। সেইসঙ্গে ফেডারেল সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে।


আরও খবর



অপরাধী যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না: আইজিপি

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জলদস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে যে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছেন এর আলোকে আমরা কাজ করছি। যদি কোনো অপরাধী ভালো পথে ফেরত আসতে চায়, তাহলে তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। কারণে আমরা দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা করতে পেরেছি।

যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে কেউ অপরাধে জড়িয়ে যাচ্ছে কিনা তা আমরা নজরে রাখছি। গতকাল বুধবার ( মে) বিকেল ৩টার সময় কক্সবাজার জেলা পুলিশের কার্যালয় প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।রোহিঙ্গা ক্যাম্পসহ দেশে নানা অপরাধের বিষয়ে আইজিপি জানান, মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সব আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সকলে মিলে দেশে ভালো কাজগুলো করছি। যেখানে অপরাধ  সংগঠিত হচ্ছে সেখানে পুলিশ পৌঁছে যাচ্ছে। অপরাধ করে কেউ ছাড় পাবে না। যে যত বড় অপরাধী হোক না কেন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।তিনি আরও জানান, বিভিন্ন কৌশলে প্রথমে আমরা অপরাধীদের তালিকা করি।

অপরাধের প্রমাণ পেলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে। কোনো ঘটনা সংগঠিত হলে কাউকে আমরা ছাড় দিচ্ছি না। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। যে আইন-শৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় আইজিপি জানান, ঘটনাটি আমি শুনার পর ডিআইজিকে দ্রুত তদন্ত করতে বলেছি এবং সিআইডির টিম পাঠিয়েছি। ঘটনায় সকল ডিপার্টমেন্ট গুরুত্ব সহকারে কাজ করছে।

ঘটনায় বেশ কয়েকজন আসামি ধরা পড়েছে। তারা ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ঘটনায় তদন্ত চলছে। আমরা আশা করছি এই তদন্তে ভালো কিছু আসবে।টেকনাফে অপহরণের ঘটনায় পুলিশপ্রধান জানান, এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। এসব ঘটনায় যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য সবাইকে অনুরোধ করবো প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আমাদের জানান।এ সময় এডিশনাল  আইজিপি (ক্রাইম)মোহাম্মদ আতিকুল ইসলাম, এডিশনাল আইজিপি(এপিবিএন) ডক্টর হাসান উল হায়দার , কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট  প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন


আরও খবর