Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

গ্রিসের প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: গ্রিসের উত্তরে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। একে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম রেল দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর জেরে ইতোমধ্যে দেশটির পরিবহনমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে এতেও দেশটির জনগণের মধ্যে ক্ষোভ কমেনি।

এবার ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। তিনি সংঘর্ষে ৫৭ জন নিহতের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কিরিয়াকোস লেখেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসেবে সবার কাছেই দায়বদ্ধ, তবে বিশেষ করে দুর্ঘটনার শিকার যারা হয়েছে তাদের স্বজনদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা মনুষ্য ত্রুটির আড়ালে থাকতে পারি না, পারবো না। দুটি ট্রেন ভিন্ন ভিন্ন গন্তব্যের দিকে চলা একই লাইন দিয়ে ছুটে যেতে পারে না এবং কেউ বিষয়টি খেয়াল করল না তা সম্ভব হতে পারে না।

তবে গ্রিসের প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া সত্ত্বেও গতকাল প্রতিবাদের নেমেছে প্রতিবাদকারীরা। বিক্ষোভকারী স্লোগান দেন, ‘এই অপরাধ লুকানো যাবে না, আমরা নিহতের কণ্ঠস্বর হয়ে থাকব।’ তবে পুলিশ বিক্ষোভ দমাতে টিয়ার গ্যাস ছুড়েছে বলে সিএননের প্রতিবেদনে বলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে সাড়ে ৩০০ যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের এই সংঘর্ষ হয়। বিবিসি জানিয়েছিল, এতে যাত্রীবাহী ট্রেনটির প্রথম দুটি বগিতে আগুন ধরে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়।


আরও খবর



ভালোবাসা কোনো বাধা মানে না

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সিনেমার চেয়ে গত কয়েক দিন ধরে সাবেক স্বামী শাকিব খান ও তার অপর সাবেক স্ত্রী শবনম বুবলী ইস্যুতেই বেশি আলোচনায় অপু বিশ্বাস। ব্যক্তিগত জটিলতার ভিড়ে এ চিত্রনায়িকাকে দেখা গেল নববধূ সাজে। আর ক্যাপশনে জুড়ে দিলেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না’সহ কয়েকটি লাইন।

গতকাল শুক্রবার অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং ভারি গহনায় দেখা গেছে। মাথায় রয়েছে বিয়ের মুকুট। অর্থাৎ একদম নববধূর সাজে হাজির হয়েছেন নায়িকা।

ছবিগুলোর ক্যাপশনেও রহস্য তৈরি করেন অপু। তিনি লেখেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না।  সব বাধা ও প্রাচীর পেরিয়ে এটি তার প্রত্যাশার লক্ষ্যে পৌঁছাবেই।

অপুর এ নববধূ সাজে পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে অনেক ভক্তই তাকে অভিনন্দন জানাচ্ছেন। আবার নববধূর সাজে হাজির কেন তাদের প্রিয় নায়িকা, সে বিষয়েও অনেকের মনে জেগেছে কৌতুহল।

এদিকে, জানা গেছে গত বুধবার (নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশগ্রহণ করেন অপু বিশ্বাস। সে ফটোশুটের ছবিই তিনি গতকাল পোস্ট করেছেন।

অপু বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছি। দারুণ শুট হয়েছে।  দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে।


আরও খবর



আইপিএল শেষ, ইংল্যান্ডে রওনা হয়েছেন মোস্তাফিজ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: মাত্র দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়েই চলতি মৌসুমের আইপিএল শেষ হয়েছে মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালস ছেড়ে ইংল্যান্ডে রওনা হয়েছেন মোস্তাফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরেই ইংল্যান্ডের পথে এ পেসার।

ইংল্যান্ডে রওনা দিয়ে বিমানে বসে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘এখন জাতীয় দায়িত্ব পালনের সময়। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে। বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন।

এর আগে, দিল্লি শিবির ছাড়ার আগেও রিকি পন্টিংয়ের সাথে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘সুন্দর সব স্মৃতির জন্য ধন্যবাদ। কিংবদন্তিদের সাথে একই ড্রেসিংরুম ভাগ করে নেয়াটা আনন্দের ছিল। পরবর্তীতে দেখা হওয়ার আগে আপাতত বিদায়।

এবারের আইপিএল মোটেও ভালো কাটেনি মোস্তাফিজের। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে পান রোহিত শর্মার উইকেট। আর দ্বিতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

এই নিয়ে টানা দুই মৌসুম দিল্লির হয়ে খেললেন মোস্তাফিজ। গত মৌসুমে শুরুর দিকে ভালো করলেও শেষের দিকে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশি এই পেসার। তারপরও তাকে দলে রেখে দেয় দিল্লি। এর আগে মুম্বাই ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও খেলেছেন মোস্তাফিজ।


আরও খবর



ঢাকার বাতাস আজ সহনীয়

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য বলছে, ঢাকার বাতাস আজ সহনীয়। বায়ুর মানের স্কোর হচ্ছে ৯১। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার বাতাসের দূষণমাত্রা মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা ২২ মিনিটে আইকিউএয়ার’র সূচক থেকে জানা গেছে এ তথ্য। একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো। নতুন করে দূষণের শীর্ষে চলে আসা শহরটির স্কোর হচ্ছে ১৫৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির দূষণের স্কোর হচ্ছে ১৩৯ অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য সেখানকার বায়ু অস্বাস্থ্যকর। এরপরের অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। সম্প্রতি বেশ কিছুদিন ধরে দূষণের তালিকায় শীর্ষ স্থানে উঠে আসে এই শহর। তারপরের অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আরও খবর



শাকিবের বক্তব্যের জবাবে যা বললেন বুবলী

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বাস্তব জীবনে দীর্ঘদিন ধরেই তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে দাম্পত্যকলহ চলছে। দুই তারকার সম্পর্ক নিয়ে শোবিজে জল কম ঘোলা হয়নি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খান স্পষ্টভাবে জানিয়েছেন বুবলীর সঙ্গে সব অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে তার।

এবার তারই জবাবে চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না..

আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?

কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি!

শেহজাদ এর মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই। কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব..

আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদসহও একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি...

শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি..

কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনো আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?

এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..

আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..

বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি...

আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনো এ রকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না..

সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন। তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়...

অনেকটা সময় পার হয়ে গেছে নিজের জীবনটাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল...

এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাব। কিন্তু বিনীত অনুরোধ করব, আবার কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না..

এবং শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..

ঈদে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি। সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ছিলেন শবনম বুবলীর চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা।


আরও খবর



দৌলতপুরের চিলমারী এখন আতংকের জনপদ, রাত নামলেই লুটপাট পুলিশের ভূমিকা রহস্য জনক

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

খন্দকার জালাল উদ্দীন দৌলতপুর,কুষ্টিয়া : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন এক আতঙ্কের জনপদে রুপ নিয়েছে। রাত নামলেই লুটপাট হচ্ছে চিলমারী গ্রামটিতে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান ও রাশিদুল ইসলাম শিকদার বলেন মন্ডল বংশের লোকজন সাথে আমাদের শিকদার ও খান বংশের লোকজন প্রায় দুই মাস যাবত বিবাদ চলে আসছে। দুই মাসে প্রায় ছোট বড় সংঘর্ষে ৬ টি মামলা হয়েছে দৌলতপুর থানায়। গত ২৫ রমজান এম পি সরওয়ার জাহান বাদশাহ্#৩৯;র বাড়িতে সমস্যা সমাধানের জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস- চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ উপজেলার সকল জনপ্রতিনিধিদের উপস্থিতে সালিশি বৈঠক হয়।ইফতারীর কারনে বিরতি দিলে মন্ডল পক্ষের নেতৃত্ব দানকারী চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলদের

নিয়ে চলে যায়। চলে গিয়ে চেয়ারম্যান এর নেতৃত্বে আমাদের উপর দফায় দফায় হামলা চালায় এবং চিলমারী বাজারে আমাদের শিকদার ও খানদের লোকজন কে তাড়িয়ে দেয়। আমরা ঈদের বাজার টা প্রর্যন্ত করতে পারিনাই। আমরা কোন প্রকার গ্যাঞ্জাম করতে চাই নাই, আমাদের দেওয়ালে পিট ঠেকে গেলে আমাদের লোকজনের সাথে মন্ডলের লোকজনের সংঘর্ষ হয়। উভয় গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অনেক লোকজন গুরুতর আহত হয়। আগুন লাগার কারনে মন্ডল গ্রুপের ৩ জন মারা য়ায়।বিষয়টি খুব দুঃখজনক। এই ঘটনা সংঘটিত হওয়ার পরে আমাদের লোকজনেরা বাড়িঘর ছাড়া। আমরা বাড়ি ঘরে না থাকার সুযোগে চেয়ারম্যান আব্দুল মান্নানের নেতৃত্বে মন্ডল গ্রুপের লোকজন প্রতিরাতে আমাদের ও আমাদের আত্মীয় স্বজনদের বাড়িঘরে লুটপাট করেছে । আমাদের শুধু না আমাদের আত্মীয় স্বজন হলেই তাদের ও রেহাই নাই। তাদের গরু ছাগল ও বাড়ি ঘরের মালামাল লুটপাট করে নিচ্ছে। রাত নামলেই মনে হচ্ছে চিলমারী লুটের রাজ্যে পরিণত হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।লুটপাট হয়ে যাওয়া বাড়ির মালিক,জাহাঙ্গীর শেখ, শহীদ শেখ, সিরাজ শিকদার, মুঞ্জিতল খা ,বশির,

শিপন শিকদার, মসলেম শিকদার, সালাম শিকদার, হাফিজুর খা , লৎফর খা . রুহুল আমীন,ছাহোর ব্যাপারী, নূরু মোল্লা, জমির মোল্লা,মমিন খা, হাজ্জিত খা, হানাবাদ খা, বাচ্চু খা, মোশাররফ শেখ ,কুদ্দুস শেখ, রহিম শিকদার সহ আর অনেক বাড়ি লুটপাট হয়েছে গত ছয় দিনে । সর্বশেষ ৫ তারিখ রাতে আওয়াল খা, মুন্না দোকানদার, আমেনা দর্জীর বাড়ি লুটপাট হয়েছে বলে জানান এলাকাবাসী।এ বিষয়ে লুট হওয়া পরিবারে সদস্য জাহাঙ্গীরের স্ত্রী মানসুরা ও শহিদ শেখের স্ত্রী সেফালি বলেন, পুলিশ পাহারা অবস্থায়, আমরা ঘুমিয়ে ছিলাম হঠাৎ মাঝরাতে মন্ডলদের লোকজন আমাদের

মারপিট করে গরু সহ বাড়ির উল্লেখযোগ্য মালামাল নিয়ে যায়। আমরা তো কোন মারামারি করি নাই, তাহলে আমাদের মালামাল লুট করবে কেন। পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসী নানা প্রশ্ন তুলেছে, অদৃশ্য কারণে পুলিশ পক্ষপাতিত্ব করছে।এ বিষয়ে আমরা থানা পুলিশের সহযোগিতা নিতে চাইলে চেয়ারম্যান আব্দুল মান্নান বাঁধা প্রদান করে থানায় যেতে দেয় নাই। আমাদের মালামাল ও গরু উদ্ধার সহ সঠিক বিচার দাবি

করছি।চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে এটা গুজব ছড়ানো হচ্ছে। আমার নেতৃত্বে কোন কিছু হচ্ছে না, আমি এর সাথে সম্পৃক্ত না। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়ন আছে। তবে সেখানে কোন ব্যক্তি যদি লুটপাটের ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর