Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

গ্রামীণফোনের সিম বিক্রিতে বাধা নেই

প্রকাশিত:সোমবার ০২ জানুয়ারী 2০২3 | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি। গতকাল রোববার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ফলে অপারেটরটির সিম বিক্রিতে আর কোনো বাধা থাকল না।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘মানসম্মত সেবা নিশ্চিতে যে কয়েকটি শর্ত ছিল গ্রামীণফোন তার সবকটি পূরণ করেছে। সেজন্যই তাদের এই সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সেবার মানের প্রশ্নে চলতি বছরের ২৯ জুন গ্রামীণফোনের সব রকমের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা আবার প্রত্যাহার করা হয়। পরে সম্প্রতি সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেওয়া হয় গ্রামীণফোনকে। এরমধ্যে ২০২২ সালের ২৫ নভেম্বর বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে সেবার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পূরণ করার কথা জানায় অপারেটরটি।

বিটিআরসির চেয়ারম্যানকে দেওয়া ওই চিঠিতে গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান বলেছিলেন, ‘সেবার মান্নোয়নে বিটিআরসির দেওয়া কেপিআই এবং গ্রামীণফোনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। শুধু তাই নয়, বিটিআরসির পরামর্শ অনুযায়ী মানোন্নয়ন করে নিয়মিতভাবে হালনাগাদ অবস্থা জানানো হয়। আরও মানোন্নয়নের প্রয়োজন হলে যৌথ ড্রাইভ টেস্ট করে তা যাচাইয়ের কথাও তখন বলেছিলেন গ্রামীণফোন সিইও।’


আরও খবর



যুক্তরাষ্ট্র বলে-কয়ে কিছু করে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর প্রায়ই হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। এসব ক্ষেত্রে তারা কাউকে জানিয়ে কিছু করে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।  

বাংলাদেশের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা হবে কি না, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমরা জানি না। ওরা (যুক্তরাষ্ট্র) বলে-কয়ে তো কোনো দিন কিছু করে না। তবে আমাদের কৃষিমন্ত্রী বলেছেন, “দেশে স্যাংশনের কোনো কারণই নেই।” এটা যদি হয়, তাহলে খুব দুঃখজনক হবে।

এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘আমেরিকা তো প্রায়ই হাজার হাজার স্যাংশন দিয়েই যাচ্ছে। উই হোপ, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এসব করবে না।

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে লেখা প্রতিবেদনে দেশের একটি দৈনিক পত্রিকা মিথ্যা তথ্য দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে যে তথ্য দিয়েছে, সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারা জীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।


আরও খবর



সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ২ কোটি ৪০ লক্ষ টাকার এলএসডি উদ্ধার, আটক-১

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় দুই কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৪ বোতল এলএসডি মাদকসহ সাহেব আলী (৪৫) নামের  এক ব্যক্তি আটককে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে। শুক্রবার (১২মে) ভোররাতে তাকে ওই মাদকসহ সীমান্ত থেকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-তার নেতৃত্বে পুলিশ ওই এলএসডি মাদকসহ সাহেব আলীকে আটক করে। একই সময়ে ১০০গ্রাম গাঁজাসহ কেঁড়াগাছির কাকডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে নাজমুল হোসেন (২৭) কে আটক করা হয়। এঘটনায় পৃথক ভাবে দুটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরও খবর



‘আরআরআর’ খ্যাত অভিনেতা মারা গেছেন

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা রাজা মৌলির ‘আরআরআর’ সিনেমাটি ভারতকে বিশ্বের কাছে আলোকিত করেছে। এই সিনেমার মাধ্যমে দেশটি অস্কার জিতেছে। কিন্তু এবার এল দুঃসংবাদ। এতে দিল্লির কর্তৃত্ববাদী গভর্নরের ভূমিকায় অভিনয় করা খল-অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, গত রোববার রাতে রে স্টিভেনসনের মৃত্যু হয়। তবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘আরআরআর’ সিনেমার টিম। টুইটার হ্যান্ডেলে স্টিভেনসনের একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘আমাদের ‘আরআরআর’ টিম রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।

স্টিভেনসন ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছিলেন। এ ছাড়া এইচবিও’র ‘রোম’ এও দেখা গেছে তাকে।

উল্লেখ্য, ১৯৬৪ সালের উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্ম স্টিভেনসনের। ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল পড়ালেখা এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করেছেন তিনি। এরপর ১৯৯৮ সালে ‘দ্য থিওরি অফ ফ্লাইট’ এর মাধ্যমে হলিউডে ডেবিউ করেন তিনি।


আরও খবর



মুখ খুললেন বুবলী, অবৈধ সম্পর্ক নিয়ে

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও ঢালিউডে নিজের অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। অপু বিশ্বাস থেকে শুরু করে পূজা চেরি- নানা ইস্যুতে সরগরম ছিল মিডিয়া পাড়া। সম্প্রতি কয়েকদিন ধরে দেশে টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ইস্যু।

সম্প্রতি গণমাধ্যমের সামনে এসে শাকিব খান স্পষ্ট বলেছেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।’

তবে গতকাল রোববার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলীর বিরুদ্ধে আরও কিছু প্রশ্ন তুলেছেন শাকিব খান। এবার শাকিবের সেই প্রশ্নের জবাব দিলেন চিত্রনায়িকা বুবলী। তার কিছু প্রশ্নের মধ্যে একটা ছিল অবৈধ সর্ম্পক নিয়ে।

সেই প্রশ্নের জবাবে বুবলী বলে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই হাস্যকর আর কমন একটা কথা। কারণ কোনো পুরুষ কোনো মেয়েকে অপমান করতে চাইলে বা হেয় করতে চাইলে সবার আগে মেয়েটিকে তার চরিত্র নিয়ে আঘাত করে। কারণ, এটার কোনো প্রমাণ দরকার হয় না জাস্ট বলে দিলেই হয় যেটা খুব বাজে মানসিকতার পরিচয়। আর আপনাদের শাকিব খান তাই করেছেন।

তার ভাষ্য মতে, ‘শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছি। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছি।

আমি অনেক বছর ধরে ফিল্মে কাজ করি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ কখনো আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি। কোথাও কোনো আড্ডাতেও আমাকে দেখেনি। কারণ আমি ওভাবেই আমার জীবন ধারণ করি। তাছাড়া সবাই এটা খুব ভালোভাবেই জানে কাকে কে কাঁদা ছুড়ে মারছে।


আরও খবর



আইপিএল পুরস্কারে কে কত টাকা পেলেন

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:গুজরাট টাইটান্সকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। এ জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে রেকর্ড পঞ্চমবার শিরোপা ঘরে তুললো মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলে এতদিন ৫টি শিরোপা জিতে এককভাবে শীর্ষে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই এর আগে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

এবারের আইপিএলে মোট ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি প্রাইজমানি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  যেখানে শিরোপা জেতা চেন্নাই সুপার কিংস প্রাইজমানি হিসেবে জিতেছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা। আর রানার্সআপ গুজরাট টাইটান্স পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা।

আইপিএলে কে কত টাকা পুরস্কার পেয়েছেন এক নজরে দেখে নিন :

চেন্নাই সুপার কিংস : ২৫ কোটি ৯৪ লাখ টাকা।

গুজরাট টাইটান্স : ১৬ কোটি ৮৬ লাখ টাকা।

তৃতীয় স্থান মুম্বাই ইন্ডিয়ান্স : ৯ কোটি ৭ লাখ টাকা।

চতুর্থ স্থান  লখনৌ সুপার জায়ান্টস : ৮ কোটি ৯৭ লাখ টাকা।

ফেয়ার প্লে দিল্লি ক্যাপিটালস : শুধু ট্রফি

টুর্নামেন্ট শেরা শুভমান গিল : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামি : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সেরা উদীয়মান জয়শাওয়াল : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

গেম চেঞ্জার  শুভমান গিল : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সুপার স্ট্রাইকার গ্লেন ম্যাক্সওয়েল : ১২ লাখ ৯৬ হাজার টাকা ও গাড়ি।

সর্বোচ্চ চার শুভমান গিল : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সর্বোচ্চ ছক্কা ফাফ ডু প্লেসি : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সবচেয়ে দীর্ঘ ছয় ডু প্লেসি : ১২ লাখ ৯৬ হাজার টাকা।

মৌসুম সেরা ক্যাচ রশিদ খান: ১২ লাখ ৯৬ হাজার টাকা।

সেরা পিচ ও গ্রাউন্ড ওয়াংখেড়ে ও ইডেন গার্ডেন্স : ৬৪ লাখ ৯৬ হাজার যৌথভাবে।


আরও খবর