Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

GP Stars will enjoy exclusive perks at Gloria Jean’s Coffees every Friday

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

[Dhaka, February 16, 2023] Grameen phone recently signed an MoU with popular brand Gloria Jean’s Coffees for its most loyal customers. There is hardly anything that initiates a conversation better than a freshly brewed cup of coffee. Celebrating this union between coffee and conversation, the two brands joined hands to offer coffee connoisseurs one complimentary coffee or enjoy flat 10 percent discount at any Gloria Jean’s Coffees outlets every Friday.

The MoU was signed by Mr. Enamul Kabir, GM, Operations of Gloria Jean’s Coffees and Sabbir Ahmed, Head of Marketing, Premium Segment on behalf of their respective organizations. The two brands held an exclusive brewing experience for 25 selected GP Star customers at the Gulshan 2 outlet of Gloria Jean’s Coffees on February 11, 2023. Guests learned the art of preparing and serving coffee first-hand from the house’s team of experienced baristas! The one-of-a-kind experiential journey presented the guests the opportunity to wear the shoes of professional baristas. With hands-on training, they learnt the differences among beans and tasted the variety of coffee prepared in the event. Grameen phone plans to continue offering such experiences to its loyal customers.

The partnership is offering first 25 GP Star customers a free cup of coffee while for all the GP Star customers, there will be 10 percent discount on all Gloria Jean’s Coffees outlets every Friday.

On this regard, Sabbir Ahmed, Head of Marketing, Premium Segment, said, “Nothing accompanies conversations better than a cup of coffee. We know how important it is to initiate a quality conversation and that sometimes get easier with a good cup of coffee. By this exclusive Barista training session with Gloria Jean’s, we would like to delight the GP Star customers who are coffee connoisseurs”.

Enamul Kabir, General Manager, Operations, Gloria Jean’s Coffees, said, ‘’The partnership between Grameen phone and Gloria Jean’s Coffees explores a unique avenue. This is the first time we are offering barista training. Besides, GP Star customers are also enjoying special ‘Fantastic Friday’ privilege at our outlets. We are hopeful this partnership will open newer windows of collaboration.

The GP Star customer must be present at the outlets to claim any of the offers each Friday. An individual GPStar is eligible for one complimentary coffee each Friday but can avail the 10% discount as many times as they want. Customers can enjoy the complimentary coffee by typing STAR COFFEE and sending it to 29000. They can claim the offer upon showing the reply text at any of the Gloria Jean's Coffees outlet. To avail the 10% discount, customers need to type FANTASTIC 1 for Badda branch, FANTASTIC 2 for Dhanmondi branch, FANTASTIC 3 for Gulshan 1 branch and FANTASTIC 4 for Gulshan 2 branch and send it to 29000. More details of the offer can be found here.


আরও খবর

German award nomination for Bangladeshi film for eco-friendly filmmaking

রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩

Berger’s Rupali Chowdhury featured in TIME magazine

শনিবার ০৪ ফেব্রুয়ারী ২০২৩




বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ। আসন্ন এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এই সিরিজের সূচি ও ভেন্যু আগেই চূড়ান্ত করা হয়েছিল। এবার ম্যাচ শুরুর সময় নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে। প্রতিদিন সকাল ১০টা থেকে খেলা শুরু হবে। তবে বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলে রশিদ খানরা ভারতে গিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। এরপর আবারও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ খেলতে আসবে আফগানিস্তান।

আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এই ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।


আরও খবর



বাংলাদেশে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় পাকিস্তান

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সফর করতে অস্বীকার করায় আগামী বিশ্বকাপে এর প্রভাব পড়বে। এমনটি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। যদিও পাকিস্তান ইতোমধ্যে একটি ‘হাইব্রিড’ ফরম্যাট উপস্থাপন করেছে। যেখানে বলা হয়েছে এশিয়া কাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে (আয়োজক পাকিস্তান) ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে।

এ নিয়ে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে শেঠি বলেন, ‘এখন ভারত যদিও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় ও হাইব্রিড মডেলে রাজি হয়, তবে আমরাও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে (আয়োজক ভারত) নিরপেক্ষ ভেন্যুতে খেলবো। পাকিস্তান তাদের ম্যাচগুলো ঢাকা অথবা অন্য কোথাও খেলতে পারে, ভারত রাজি হলে, চ্যাম্পিয়নস ট্রফিতেও একইরকম। অন্য সব দল পাকিস্তানে খেলতে আসবে, শুধু ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এই পদ্ধতিটিই এই অঞ্চলের রাজনৈতিক বৈরিতার সমাধান হতে পারে।’

শেঠি আরও জানান, ভারতীয় ক্রিকেট বোর্ড এমনকি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা করছে। তিনি বলেন, ‘যখন আমরা জানতে পেরেছি পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে হতে পারে, আমি হেসেছি ও নিজেকে বলেছি “এটা নিশ্চিত যে আমরা এবার ভারতে যাচ্ছি না। আসলে যদি বলা হতো চেন্নাই বা কলকাতায়, তাহলেও বিষয়টি মানা যেত।

পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘আমি কোনো রাজনীতির ভেতর ঢুকতে চাই না। তবে এখানে রাজনীতির গন্ধ আছে, কেননা এই একটি শহর যেখানে আমাদের নিরাপত্তার শঙ্কা রয়েছে। ব্যাপারটি এমন যে, আমরা আহমেদাবাদে খেলতে আসছি, আর তারা আমাদের দেখে নেবে। কেননা জানেন তো সেখানের ক্ষমতায় কে?


আরও খবর



বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ১১তম, শীর্ষে দিল্লি

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এলো ভারতের রাজধানী দিল্লি। আর দূষণ মাত্রা কিছুটা কমে ঢাকার অবস্থান এখন ১১তম। আজ বুধবার সকাল ৮টা ৩৯ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২১৭। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। শহরটির স্কোর হচ্ছে ১৯১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘অস্বাস্থ্যকর’।

রাজধানী ঢাকা রয়েছে ১১তম স্থানে। ঢাকার বায়ুর মানের স্কোর হলো ১৩৮ অর্থাৎ এখানকার বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। বিশেষ করে যাদের অ্যাজমা, ফুসফুসজনিত রোগ রয়েছে তাদের জন্য ঢাকার বাতাস ক্ষতিকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আরও খবর



রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃরূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ কোটি ৩৩ লক্ষ ৩৮ হাজার ৭ শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভূঞা  এ  বাজেট  ঘোষণা  করেন । বাজেটে রাস্তাঘাট, কালভার্ট, মেরামত ও নির্মাণ,  পানিসরবরাহ,  পানি নিষ্কাশন,মাদক বিরোধী গণসচেতনতা বৃদ্ধি, খেলাধুলা,  বিনোদন সহ সার্বিক উন্নয়নে  ব্যয় ধরা হয়েছে ৪ কোটি১০ লক্ষ ৮৬ হাজার  ২০ টাকা। 

উদ্বৃত্ব ধরা হয়েছে ২২ লক্ষ  ৫২ হাজার ৬৮০ টাকা। উন্মুক্ত  বাজেট ঘোষণা  অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন ইউপি সদস্য আলহাজ্ব রমজান আলী, আওলাদ হোসেন আলমগীর  হোসেন,রিটন প্রধান, মোরশেদ  আলম, আব্দুল্লাহ আল মামুন  দোলন,আব্দুল  কাইয়ুম,   মনির হোসেন,  জাকিয়া  সুলতানা,  জিন্নাত আরা জিসান,  জাহানারা, ইউনিয়ন পরিষদের সচিব  মোঃ হাবিবউল্লাহ মিয়া ,  রূপগঞ্জইউনিয়ন  ছাত্রলীগের সভাপতি  আব্দুল আজিজ,  রূপগঞ্জ ইউনিয়ন  তাঁতীলীগের সাধারণ সম্পাদক  সোহেল প্রধান  প্রমুখ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



দাম না কমলে পেঁয়াজ আমদানি দু-একদিনের মধ্যে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:দু-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে রংপুর এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে। আমরা লক্ষ্য রাখছি। আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি দু-একদিনের মধ্যে দাম না কমে তাহলে পেঁয়াজ আমদানি করা হবে।

চিনির দামের বিষয়ে মন্ত্রী বলেন, ‘চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে। আশা করছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি আমার দায়িত্বে নেই। কাঁচাবাজারের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচাবাজার ওঠা-নামা করে, কখনো শাকসবজির দাম বাড়ে আবার কমে।

তিনি আরও বলেন, ‘শুধু পেঁয়াজ এবং চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দাম বাস্তবায়নে চেষ্টা করছে।

ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘ তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। পরিস্থিতি বিবেচনায় আমাদের তা সহ্য করতে হবে। বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি, সাবেক যুবলীগ নেতা মহসিনুল বারী শিমুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর