
নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের ১০৩ নম্বর ও ১০১ নম্বর কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং করে দুইজনকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে ইসি। এক কমিশনার এ তথ্য জানিয়েছে।
ইসি জানায়, গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে একজনকে তিন দিন আটক রাখার আদেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট। ইসি ঢাকা থেকে সিসিটিভি দেখা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এছাড়া, ১০১ নম্বর কেন্দ্রে আব্দুর রহিম নামে একজন আটক করা হয়েছে। গোপন কক্ষে প্রবেশ ও ভোটদানে প্রভাবিত করায় তাদের আটক করা হয়েছে বলে জানায় ইসি।
উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনার পালা। ভোট হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে, কে হচ্ছেন গাজীপুরের পরবর্তী মেয়র।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।