Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নোমান আল মাহমুদকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।


আরও খবর



শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। এতে দেশটিতে ইশিকাওয়া প্রিফেকচারে অবস্থিত শিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গড়বড় হয়েছে। সেইসঙ্গে হতাহত ও ভবন ধসের খবরও পাওয়া গেছে। খবর জাপান টাইমসের।

তবে আজ শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের পর দেশটিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে দেশটির আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে ইশিকাওয়া প্রিফেকচারে সুজু শহরের কাছে আহতের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ভবনও ধসে পড়েছে।

সুজুর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অন্তত তিনটি বাড়ি ধসে পড়েছে এবং এতে দুইজন আটকা পড়েছে। জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় দুপুর ২ টা ৪২ মিনিটে ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপ সাগরের জাপান উপকূলে ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।

শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেন, ভূমিকম্পে পর পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তবে এতে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।

আজ শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।


আরও খবর



আমি তো সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি : পাপন

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাত্রা শুরু করেন নাজমুল হাসান পাপন। তারপর থেকে এখনো পর্যন্ত এই দায়িত্বে আছেন পাপন। তবে শুধুমাত্র ক্রিকেটই নয়, আরও কয়েকটি কাজের সঙ্গে যুক্ত তিনি। কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পাপন, আছে ওষুধের ব্যবসাও। তবে ক্রিকেটেই বেশি সময় দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাপন। বক্তব্যে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে পাপন বলেন, ‘আমি আপনারেদকে একটা কথা বলি। আমি অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িত, আপনার সেটি সবাই জানেন। তবে ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু কঠিন। আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে। পরিবার থেকেও তো ধৈর্য্যের একটা সীমা আছে। এখন তো আর কেউ কথাই বলে না বলতে গেলে।

নিজের ব্যস্ততার প্রসঙ্গ টেনে বিসিবি সভাপতি আরও বলেন, ‘কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। আমার অবস্থা হলো এমন। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায়ও সময় দিতে হয়।

পাপনকে অনেকেই রাগী ভাবেন, যেটি নিয়ে আক্ষেপ তার। নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই জানত আমি একজন মিশুক মানুষ। ক্রিকেটে আসছি বলে (সবাই) ভাবে আমি রাগী। আচ্ছা আমি রাগী হলাম কবে? সেদিন একটি পারিবারিক অনুষ্ঠানে গেলাম। সবাই দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। আমি তাদেরকে কাছে আসতে বলেছি। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় সবাই বলছিল, আমরা ভয় পাচ্ছিলাম। আচ্ছা, আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি।



আরও খবর



পলাশবাড়ীতে পানের বরজে অগ্নিকান্ড! অসহায় কৃষকের পাশে নেই কৃষি বিভাগ

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা জগরজানি গ্রামে রফিকুল ইসলাম এর পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে পানের বরজে আগুন লেগে যায়। ৭ মে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে। 

জগরজানি গ্রামের লাভলু মিয়া বলেন পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে একটি পাখি উড়ে যাওয়ার সময় লেগে যায় এবং বিকট শব্দ হয়।কিছুক্ষণ পরে পানের বরজের উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখতে পাই। অতিরিক্ত দাপদাহের কারনে সহজেই আগুন লেগে যায়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই।

পান বরজের মালিক রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অল্পের জন্য আল্লাহ বাচাইছে, না হলে আমাদের দুই ভাইয়ের বাড়ি সহ পানের বরজ পুরে ছারকার হতো।তিনি বলেন পানের বরজে আগুন লাগার বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে তারা ব্যবস্থা নিবেন বলে জানান।

পানের বরজে আগ্নিকান্ডের ঘটনার কি পরামর্শ প্রদান করা হয়েছে ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার ফাতেমা কায়সার মিশু ফোন রিসিভ না করায় মতামত গ্রহণ করা সম্ভব হয় নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি।দ্রুত কৃষি পরামর্শ প্রদানের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ প্রদান করা হবে।


আরও খবর



নাব্যতা সংকটে গাইবান্ধায় শত-কোটি টাকা ব্যায়ে নির্মিত নৌ-টার্মিনাল অকেজো!

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৪৮জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা: পরীক্ষামূলকভাবে এ নৌরুটে চারটি ছোট লঞ্চ চলাচল শুরু করলেও নাব্যতা সংকটে এখন তা চলছে না। ফলে সরকারের মেগা প্রকল্প থেকে কাঙ্খিত সুফল পাচ্ছেন না মানুষ। সরেজমিনে বালানীঘাট টার্মিনাল ঘুরে দেখা যায়,সেখানে নির্মাণ করা হয়েছে বাস টার্মিনাল, টোল আদায় বুথ, পুলিশ ব্যারাক, ফায়ার সার্ভিস, আধুনিক ডিজাইনের মসজিদ, খাবার হোটেল, আনসার ব্যারাকসহ বেশকিছু নান্দনিক স্থাপনা। 

তবে এতকিছুর মধ্যে শুধুমাত্র খাবার হোটেল চালু থাকলেও অন্য কিন্তু রয়েছে বন্ধ। তাই সরকারের এতটাকা ব্যয়ে সদন অবকাঠামোগুলো এখন জনমানবহীন পড়ে আছে। বালাশীঘাটে থেকে জামালপুরে যাওয়ার জন্য নৌকার জন্য অপেক্ষারত রাজু জানান বলেন,"আমি ময়মনসিংহে ব্যাবসা  করি। আমরা নিরাপদে এ নৌরুটে পারাপার হতাম ফেরিতে।বর্তমানে কয়েকটি ছোট লঞ্চ চলাচল করছিল। কিন্তু সেগুলো ও এখন বন্ধ। এ কারণে আমাদের নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।অপরদিকে সামাটা ফুলছড়ি আসনের এমপি মাহামুদ হাসান রিপন বলেন, নৌ পরীক্ষামূলকভাবে ছোট কয়েকটি লঞ্চ চলাচল শুরু করলে ও নদীতে চর ভেসে ওঠায় লঞ্চগুলো আর চলাচল করতে পারছে না। এ নৌরুট কে বিশেষ গুরুত্ব দিয়ে যদি দেখা হতো তাহলে দুপাশের মানুষ দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে।

পথ তৈরির যুক্তি দেখিয়ে ২০১৮ সালে বাহাদুরাবাদ ফেরিঘাট চালুর ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ করা হয়। ২০১৭ সালের অক্টোবরে একনেকের
সভায় বালাপী-বাহাদুরাবাদ নৌ-রুট টি আবার ও চালু উত্তরের আট জেলায় যোগাযোগ সহজ করতে গাইবান্ধার বালাসী  থেকে জামালপুরের বাহাদুরাবাদ নৌরুটে ফেরি সার্ভিসের জন্য মেগা প্রকল্প চালু করা হয় । ১৯৫ কোটি টাকা ব্যায়ে দু পার্শ্বে ঘাট ও নৌ টার্মিনাল  নির্মাণ করা হয়। 

 শুধু মাত্র নাব্যতা সংকটের কারনে অনুপযোগী বলে জানায় বাংলাদেশীণ নৌ-
পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পঞ্চ সার্ভিস চালু করলে সেটিও মুখ থুবড়ে পড়েছে।খোঁজ নিয়ে জানা যায়, ১৯৩৮ সালে বালাসীঘাট  ও বাহাদুরাবাদ ঘাট চালু করা। এ দুই ঘাটে ফেরি সার্ভিসের মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ চালু ছিল। 

১৯৯০ সালে নদীর নাব্যতা সংকটের অজুহাতে তিস্তামুখ ঘাটটি স্থানান্তর করা হয়। নতুন করে সেখানেও ব্যয় করা হয় প্রায় ৩০ কোটি টাকা। নির্মাণ করা রেলস্টেশন থেকে বালাসীঘাট পর্যন্ত কিলোমিটার রেলপথ। সেখানেও কয়েক বছর চলার পর যমুনায় নানা হ্রাসের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যমুনা  বহুমুখী সেতু চালু হওয়ার পর ২০০০ সাল থেকে পুরোপুরি এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। 

তবে প্রয়োজনের তাগিদে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ঝুঁকি
নিয়ে পারাপার হতেন এ অঞ্চলের মানুষ। এদিকে বঙ্গবন্ধু সেতুর উপর যানবাহনের চাপ কমাতে বিকল্প করতে ফেরিঘাট টার্মিনাল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১২৪ কোটি ৭৭ লাখ টাকা। পরে দুই দফায় প্রকল্প ব্যয় বাড়িয়ে দাঁড়ায় ১৯৫ কোটি ২৭ লাখ টাকা। ২০২১ সালের মধ্যে বেশ কিছু স্থাপনা নির্মাণ কাজ শেষ হলে হঠাৎ করে বিআইডব্লিউটি এর কারিগরি কমিটি নাব্যতা  সংকটের কারনে ২৬ কিলোমিটার বিশাল দূরত্বের নৌপথসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নৌরুটমটি চলাচলের অনুপযোগী বলে ঘোষণা করে। পরীক্ষামূলকভাবে এ নৌরুটে চারটি ছোট লঞ্চ চলাচল শুরু করলেও নাব্যতা সংকটে এখন তা চলছে না।


আরও খবর



নাসিরনগরে ১০০ পিস ইয়াবা সহ দুলাভাই ও শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

মোঃ আব্দুল হান্নানঃব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে ১০০ পিস ইয়াবা সহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এর মাঝে একজন হলেন ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য  হাসিনা বেগমের ছেলে মোঃশিপন মিয়া  ও অন্যজন হলেন তার বোন জামাই।

জানা গেছে সিপন মিয়া দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক কাজের অন্তরালে মাধক বিক্রি করে আসছে। গত ২৬ মে ২০২৩ তারিখে নাসির নগর থানার এস আই মোঃ নুর আলম ও এ এস আই সফিকুল ইসলাশ,গোপন সংবাদের ভিত্তিতে সিফন ও তার বোন জামাইকে ১০০পিস ইয়াবা ও একটি মটর সাইকেল সহ ধরমন্ডল বাজার থেকে সন্ধ্যা ৬টার দিকে আটক করে। পরে তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর