Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

গাংনী(মেহেরপুর)প্রতিনিধিঃনানীকে হাসপাতালে নেয়ার পথে শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুই নাতী মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এরা হচ্ছেন ভোরের ডাক পত্রিকার সাংবাদিক জুরাইস ইসলাম(৪০) ও আজকের দর্পন পত্রিকার সাংবাদিক আব্দুল আলীম(২৭)। সোমবার সন্ধ্যায় গাংনীর বাঁশবাড়িয়া তেলপাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। আহত জুরাইস ইসলাম জানান, সাংবাদিক আলীমের নানী আমেনা খাতুন হঠাত অসুস্থ হয়ে পড়লে ইজিবাইকে করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। নানীকে জিবািইকে প্রেরণ করার পর মোটরসাইকেল যোগে আলীম ও জুরাইস মেহেরপুরে যাবার সময় হঠাত একটি শিয়াল তাদের সামনে এসে পড়লে শিয়ালের সাথে তাদের ধাক্কা লেগে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। পথচারীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে দুজনই শঙ্কামুক্ত।


আরও খবর



মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু কবে, জানালেন কাদের

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করা হবে। আর ২০২৪ সালের মধ্যে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা হবে।

আজ শুক্রবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে আগামীকাল শনিবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে তৈরি করা হয়েছে 'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে'। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও এখন পর্যন্ত ৬৫ শতাংশ কাজ শেষ করা হয়েছে। আগামীকাল শনিবার প্রকল্পের প্রথম ফেজ উদ্বোধন করা হবে।

দ্বিতীয় ফেজের কাজও পুরোদমে চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যেদিকে উদ্বোধন হচ্ছে না, সেখানেও অনেক কাজ শেষ হয়ে গেছে। আশা করছি, ২০২৪ সালে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করতে পারব।’

তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণাঞ্চলের মানুষ সুবিধা পাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকার মানুষও একইরকম সুবিধা পাবে। এখন এই ১১ দশমিক ৫ কিলোমিটার উদ্বোধন হলে দুই ঘণ্টার পথ মাত্র ১০ মিনিটে যাওয়া যাবে।

এ সময় মেট্রোরেল প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। এতে আমরা যথেষ্ট সুফল পাচ্ছি। ১৬ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন উত্তরা, মিরপুর, মতিঝিল রুটে চলাচলকারী সব নাগরিক এর সুফল ভোগ করতে পারবেন।’


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




তানোরে পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের বিভক্ত কমিটি

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:আবারো রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপিকে) বিভক্ত করে   একই মঞ্চে বিভক্ত  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে পাচন্দর উত্তরের সভাপতি করা হয় বর্ষিয়ান ব্যক্তি আলহাজ্ব ইসরাইল হোসেনকে ও সম্পাদক করা হয় একরামুল হককে এবং দক্ষিণের সভাপতি চেয়ারম্যান আব্দুল মতিনকে সম্পাদক করা হয় সহিদুল ইসলামকে। ওই মঞ্চে পাঁচন্দর ইউপির কৃষকলীগ উত্তর শাখার  সভাপতি সিরাজ উদ্দিন সম্পাদক জামাল উদ্দিন টিয়া, দক্ষিণ শাখার  সভাপতি আব্দুর রব সাধারণ সম্পাদক  সোহরাব আলী।

যুব মহিলালীগের উত্তর শাখার  সভাপতি শামিমা বেগম সম্পাদক  সানোয়ারা বেগম, , দক্ষিণ শাখার সভাপতি সাজেদা বেগম, সম্পাদক ববিতা বেগম।শনিবার দুপুরের দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে সকালের দিকে অবিভক্ত পাচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজন ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধুরী। ইউপি চেয়ারম্যান অবিভক্ত ইউপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও রেজাউল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন জাতীয় সঙ্গীত এবং জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা শরিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। অতিথি হিসেবে ছিলেন, মহিলা লীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কৃষকলীগ সভাপতি প্রধান শিক্ষক রাম কমল সাহা, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, সহসভাপতি ওহাব হোসেন লালু, তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সম্পাদক মোহাম্মাদ আলী মুন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপির সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর রেজা, পাঁচন্দর ইউপি সেচ্ছাসেবক লীগ সভাপতি রাব্বি আল আমিন, প্রমুখ।

একই দিন শনিবার বিকেলের দিকে বাঁধাইড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জুমার পাড়া স্কুল মাঠে  ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউপির সভাপতি দয়াল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি। প্রথম অধিবেশনে বাঁধাইড় ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে কমিটির নাম ঘোষণা করা হয়। ইউপির সভাপতি হিসেবে নির্বাচিত হন চেয়ারম্যান আতাউর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষক   রবিউল হাসান। কৃষকলীগ সভাপতি করা হয় মুক্তার হোসেন,  সম্পাদক শ্রী ভঞ্জন কুমার মাহাতো। বাঁধাইড় ইউপির যুব মহিলা লীগ সভাপতি হিসেবে নির্বাচিত হন শিরিন আকতার, সম্পাদক হিসেবে  রজনী খাতুন নির্বাচিত হন।

এসময় বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর

বিপদজনক সংযোগ সড়কে বাধ্য হয়ে চলাচল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তার সহ আটক ৪

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১১২জন দেখেছেন

Image
শামীম হাসান, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯০ (নব্বই) কেজি তামার তারসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের  অভ্যন্তরে লেবার কলোনি এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ঐ ৪ সদস্যকে আটক করে রামপাল থানা পুলিশ।

আটকরা হলেন, উপজেলার রামপাল সদর ইউনিয়নের  শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের পুত্র মোঃ লিটন হাওলাদার(৪০), রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের বজলুর শেখের পুত্র মোঃ সোহাগ শেখ(২৩), কালিকাপ্রসাদ গ্রামের মোঃ মোজাম শেখের পুত্র মোঃ নাকির শেখ(২৩) ও গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের মালেক মোল্লার পুত্র খান জাহান মোল্লা (২৮)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বুধবার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনি এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময়ে ৯০ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের  ৪ সদস্যকে আটক করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার  মূল্য  প্রায় ৯০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ বুধবার (৩০ আগষ্ট)  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ: শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলা জীবন গঠনে ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে সাহায্য করে। তিনি ২ সেপ্টেম্বর শনিবার রাতে খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এই সরকারের আমলে কওমী মাদ্রাসার সনদ স্বীকৃতি পেয়েছে। মাদ্রাসার শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করা হয়েছে। স্কুল কলেজের পাশাপাশি সকল মাদ্রাসাতেও কম্পিউটার শিক্ষার জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গীরব অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য উপবৃত্তি চালু করেছে। শিক্ষার মানউন্নয়নে ভালো পরিবেশ প্রয়োজন। এজন্য দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমীন, জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ফজলুর রহমান শরীফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইয়াহ ইয়া মোল্লা। অনুষ্ঠানে কেসিসি’র ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনিরা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মহেশ^রপাশা শহিদ জিয়া কলেজের সভাপতি কাজী নাসিবুল হাসান সান্নু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দাউদ হায়দার, মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, বিদ্যোৎসাহী সদস্য মোঃ রুহুল আমীন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছিফুর রশীদ আছিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উর্ধ্বমূখী সম্প্রসারিত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় এককোটি ৭২ লাখ টাকা।

আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নবীনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে এক লাখ গাছের চারা বিতরণ করছেন উপজেলা প্রশাসন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ন,বীনগর ব্রাহ্মণবাড়ীয়া,প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আনন্দ র্যালী,তিন দিনব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭সেপ্টেম্বর) বেলা ১১টায় আনন্দ র্যালী শেষে উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আনুষ্ঠানিক মেলা উদ্বোধন করেন পৌর মেয়র এডঃ শিব শংকর দাস।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইনুল হক চৌধুরীর সঞ্চালনায় এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর সভার মেয়র এডঃ শিব শংকর দাস,উপজেলা নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সামসুল আলম সরকার,নবীনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এম কে জসিম উদ্দিন, মাদকাসক্ত নবীনগর চাই সভাপতি কাউছার আলম, নবীনগর প্রেসক্লাবের সহ সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সাংবাদিক গোলাম মোস্তফা,ইউপি চেয়ারম্যান লাল মিয়া,জসিম উদ্দিন আহমেদ,এম আর মজিব,নুর আজম সহ আরো অনেকেই।

বক্তারা বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের এক রোল মডেল।যোগাযোগ ব্যবস্থা,শিক্ষান্নোতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ,বেকার সমস্যা দূরীকরণ,দারিদ্র বিমোচন, ভূমিহীন ও আশ্রয়হীনদের পূণর্বাসনসহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন পেয়েছে বলে দাবি করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামীম বলেন,এবারের উন্নয়ন মেলাটি ভিন্ন রকমের। প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপি(১৭—১৯সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে এ মেলা চলবে। মেলার বিভিন্ন স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মের পাশাপাশি সরকারী বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা যেমন ভূমি উন্নয়ন কর,ই পর্চা,নামজারীসহ  মোবাইল ফোনের মাধ্যমে সেবা পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের নিকট তুলে ধরাই এ মেলার উদ্দেশ্য। 

সেই লক্ষ্যে জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক সাংবাদিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সচিব এবং উদ্যোক্তাদের এখানে সম্পৃক্ত করা হয়েছে।পরে এ দিবসটি উপলক্ষে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে,ইউনিয়ন পরিষদের মাধ্যমে নতুন করে এক লাখ ফলজ বনজ ও ঔষধি গাছ বিতরণ করার ঘোষণা দেন।তার অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে একটি করে গাছ উপহার দেন তিনি।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নবীনগর থানা প্রেসক্লাবের সহ সভাপতি হেদায়েত উল্লাহ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর