

সোমবার ২৯ মে ২০২৩
সোমবার ২৯ মে ২০২৩
সোমবার ২৯ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক: চলমান আন্দোলনকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
হাসপাতালে কিছু সময় আ স ম আব্দুর রবের পাশে অবস্থান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য শায়রুল কবির খান।
পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আ স ম আব্দুর রবকে দেখতে এসেছিলাম। তিনি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। এদেশের স্বাধীনতা যুদ্ধে আসম আব্দুর রব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করতে কাজ করেছিলেন। তিনি এখনো এই বয়সে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘আপনারা জানেন গণতন্ত্র মঞ্চের অন্যতম সদস্য তার দল। আমরা তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছি। সেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি।’
ফখরুল বলেন, ‘আশা করি, দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন, তার যে নেতৃত্ব তা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। মানুষকে মুক্ত হতে সহায়তা করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আ স ম আব্দুর রব অসুস্থ হলেও আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটবে না। ওনার দল রয়েছে, তাদের সঙ্গে উনি কথা বলছেন, সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
‘আমরা এই আন্দোলনকে মনে করছি মুক্তির আন্দোলন। আমরা আশাবাদী ১৯৭১ সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ঠিক একইভাবে গণতন্ত্রের সংগ্রামে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবেন’, যোগ করেন মির্জা ফখরুল।
মঙ্গলবার ৩০ মে ২০২৩
মঙ্গলবার ৩০ মে ২০২৩
রিয়াদ হোসাইন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল , স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের ৩০জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা স্যানিটারি অফিসার শুভঙ্কর চন্দ্র দাস, গলাচিপা থানা প্রতিনিধি এস আই উজ্জ্বল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
সোমবার ২৯ মে ২০২৩
আদালত প্রতিবেদক: রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জামিননামা দাখিল করে জামিন চেয়েছেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিননামা দাখিলের অনুমতি চান। সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীর মাধ্যমে তিনি এ আবেদন করেন।
বিচারক মো. আছাদুজ্জামান শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় জামিননামা দাখিলের অনুমতি দেন। এরপর আইনজীবীরা আসামি পক্ষে আত্মসমর্পণ পূর্বক একটি জামিনের আবেদন দাখিল করেন।
এর আগে গত ২ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মতিউর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। সে অনুযায়ী আদালত আগামী ১৬ আগস্ট এ আবেদনের শুনানির দিন ধার্য করে সিএমএম আদালত থেকে মামলার নথি তলব করেন। ওইদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান।
এর আগে গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।
মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক। এ মামলায় শামসুজ্জামানও জামিনে আছেন।
মঙ্গলবার ৩০ মে ২০২৩
মঙ্গলবার ৩০ মে ২০২৩
বিনোদন ডেস্ক:সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। একদিকে লাগাতার প্রাণনাশের হুমকি অন্যদিকে বক্স অফিসে বেশ দুঃসময় যাচ্ছে বলিউড ‘ভাইজান’ সালমান খানের। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ বক্স অফিসে আশানুরূপ প্রভাব ফেলতে পারেনি। মন্দার বাজারে এবার মোটা অঙ্কের বিনিময়ে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি সারলেন ভাইজান।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এর সঙ্গে আগামী ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সালমান।
সেই চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে আগামী পাঁচ বছর সালমানে যেসমস্ত সিনেমা মুক্তি পাবে, সেগুলোর রাইটস থাকবে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের কাছে। এই চুক্তির আওতায় পড়েছে সম্প্রতি মুক্তি পাওয়া সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটিও। অবশ্য এই সিনেমার ডিস্ট্রিবিউটারও ছিল জি।
উল্লেখ্য, সালমানের সঙ্গে জি-এর সম্পর্ক অবশ্য এই প্রথম নয়। এর আগেও ‘রাধে’ মুক্তি পেয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্মে। সেই সিনেমা ডিজিটাল দুনিয়ায় এতটাই সাড়া ফেলে দিয়েছিল যে, প্রথম দিনে সার্ভার ক্রাশ করে যায়। এরপর সূরজ বরজাতিয়া ও করণ জোহরের সঙ্গেও সালমানের নতুন একটা কাজ করার কথা রয়েছে।
সোমবার ২৯ মে ২০২৩