Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

গাইবান্ধায় কালো মেঘ চাষে কৃষকের মুখে ফুটেছে হাসি

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার বিভিন্ন  অঞ্চলে বাণিজ্যিকভাবে কালোমেঘ চাষের উজ্জ্বল সম্ভবনা রয়েছে। লাভজনক হওয়ায়  অনেক কৃষক কালো মেঘ চাষ করছে।ইউনানি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবেও এখন গাইবান্ধায় কালোমোঘ ব্যবহার হচ্ছে।চিকিৎসা বিজ্ঞানের মতে, কালোমেঘ জ্বর থেকে শুরু করে অজীন, যকৃতের গোলযোগসহ অনেক জটিল ও কঠিন রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখে। কালোমেঘের বৈজ্ঞানিক নাম এন্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা। কালোমেঘ গাছ আধামিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়। কান্ড শাখা-প্রশাখা চারকোণাকৃতি, নরম ও সবুজ। মরিচ পাতার সদৃশ কালোমেঘ পাতার অগ্রভাগ ও বোঁটার দিকে ক্রমশ সরু এবং বর্ণ গাঢ় সবুজ।বাংলাদেশের সর্বত্র কালোমেঘ জন্মে। কালোমেঘের পাকা বীজের রং হালকা খয়েরি। বর্ষার পর থেকে শীতকাল পর্যন্ত ফুল ও ফল হয়।

 সাধারণত জুন-জুলাই মাস চারা লাগানোর উপযুক্ত সময়। তবে পরিপক্ব বীজ মাটিতে পড়ে আপনা আপনি কালোমেঘ গাছ জন্মে। তুলনামূলকভাবে এটি ছায়াযুক্ত জায়গাতে বেশি জন্মায় বলে অন্য গাছের নিচে এবং সাথী ফসল হিসেবেও এর চাষ করা যায়। সামান্য মাটি খুঁড়ে বীজ বপন করলে ফলন বাড়ে। কালোমেঘ অঞ্চলভেদে কল্পনাথ হিসেবেও পরিচিত। অনেকে অত্যধিক তেতো স্বাদের এ গাছ শুকিয়ে চিরতা বলে বিক্রি করে থাকে।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ  উপজেলার  বিভিন্ন এলাকায় কালোমেঘের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে।জানা যায়, এই এলাকায় কালোমেঘ চাষের অগ্রপথিক কুঞ্জমহিপুর গ্রামের ক্ষুদ্র ভেষজ ব্যবসায়ী দিনেশ ।তিনি ১২ বছর থেকে কালো মেঘ ও তুলসী চাষ করছেন।তিনি জানান বীজ রোপনের পর থেকে ৬ মাসের মধ্যে পরিপক্ক হয়।কালো মেঘ ফসলে তেমন কোন রোগ বালাইও হয় না। অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে কোন সমস্যা হয় না। সাথী ফসল হিসেবে কোন রকম খরচ ছাড়াই প্রতি বিঘায় ১৫ থেকে ২০ মণ কালোমেঘ উৎপাদন করা হয়। 

যার বজারমূল্য মণপ্রতি চার হাজার টাকা। ভরা মওসুমে এ মূল্য দাঁড়ায় ১৪০০ থেকে ১৬০০ টাকা মণ। কৃষকরা জানান, সাধারণত বৈশাখ মাসে এ বীজ বপন করা হয়। পরিপক্ব হয় কার্তিক-অগ্রহায়ণ মাসে।এই ফসলে কোন রাসায়নিক সারের প্রয়োজন হয় না।

বিক্রি করতে কোন অসুবিধা হয় না দেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার, একমির প্রতিনিধিরা যোগাযোগ করে সরাসরি জমি থেকে নগদ মুল্যে এই ফসল নিয়ে যায়।সাদুল্লাপুর উপজেলার ঈদিলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন স্বল্প খরচে অধিক লাভের আশায় কৃষকরা এই কালোমেঘ চাষের উপর ঝুকে পরেছেন।

সাদুল্লাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা  কালোমেঘ বা চিরতার মধ্যে বহু মূল্যবান ক্যাফেইন রয়েছে। প্যারাসিটামলসহ অর্ধশতাধিক এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও হারবাল ওষুধ তৈরিতে ক্যাফেইন গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।


আরও খবর



মাছের সাথে এ কেমন শত্রুতা ! পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

আব্দুল হান্নানন:ব্রাহ্মনবাড়িয়া জেলার  নাসিরনগর উপজলায় পুকুরে বিষ  প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

২৮ এপ্রিল ২০২৩ রোজ শুক্রবার রাতে উপজেলার পূর্বভাগ  ইউনিয়নের কিপাতনগর  এলাকায় এ ঘটনা    ঘটেছে।  জানা  যায়, কিপাতনগর গ্রামের সাখাওয়াত সেলিমের ৫ বিঘা একটি পুকুরে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা বিষ ঢেলে মাছ নিধন করে ফেলে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার কারনে আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হয় সেলিম। 

মোঃ সাখাওয়াত সেলিম  বলেন,বাড়িতে ছোট বোনের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম।ব্যস্ততার সূযোগে দুষ্কৃতকারীরা রাতে পুকুরে বিষ প্রয়োগ করে এ অপকর্ম করে।এতে আমার  প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সেলিম আরো  জানায়, সকালে থানা পুলিশ, স্থানীয় চেয়ারম্যান মেম্ভার সহ গন্যমান্য ব্যাক্তি ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিয়ে নিয়র ব্যাস্ত থাকার কারনে দেরীতে হলেও আমরা মামলার প্রস্তুতি গ্রহণ নিয়েছি।কে বা কারা এমন জগন্য কাজ করতে পারে আমাদের  প্রাথমিক ভাবে একটা ধারনা হয়ে গেছে।সেলিম বলেন হয়তোবা ছোট বোনের বিয়ের দাওয়াত কে কেন্দ্র করে কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মোরেলগঞ্জে ৩০ জন ইমামদের নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৫০জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে ৩০ জন ইমামদের নিয়ে বাল্যবিবাহ রোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আবু সালেহ রফিফ, গাউছুল হক হাওলাদার, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রিপন হালদার। ২ মে থেকে ১১ মে পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এ সময় ইমামগন স্ব স্ব মসজিদে জুমার নামাজ শেষে বাল্য বিবাহ রোধে আলোচনা করবেন বলে অঙ্গীকার করেন। এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর



ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

প্রকাশিত:শনিবার ১৩ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও এগিয়ে আসছে। এ কারণে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর এবং কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

এ ছাড়া মোংলা সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।

বিস্তারিত আসছে..


আরও খবর



পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন গ্রেফতার

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৪৭জন দেখেছেন

Image
গাইবান্ধা সংবাদদাতা:গাইবান্ধার পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন ওরফে ককটেল মিলনকে (৩৮) কে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। ১ মে সোমবার দুপুরে পৌরশহর হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মিলন কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের আজগার আলী মাস্টারের ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।তিনি আরো বলেন তাজুল ইসলাম মিলন ওরফে ককটেল মিলনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ  অসংখ্য সন্ত্রাস নাশকতা জ্বালাও পোড়াও মামলা চলমান রয়েছে।

আরও খবর



ঠিকাদার লাপাত্তা রাস্তার খোয়ার ধূলায় অতিষ্ঠ পথচারীরা নানা রোগে আক্রান্ত

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মুল রাস্তার কাজ ফেলে রেখে লাপাত্তা দিয়েছেন ঠিকাদার বলে অভিযোগ উঠেছে। পিচ ঢালা রাস্তা, পুরাতন খোয়া পাথর উল্টিয়ে উধাও হয়েছেন ঠিকাদার। প্রচন্ড খরতাপে ও পানি না দেওয়ার কারনে লালচে খোয়ার ধূলাই চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারীরা। সাদা পোশাক পরা অবস্থায় ওই রাস্তায় যাওয়া মানেই লালচে আকার ধারন করা। তানোর টু রাজশাহী রাস্তার কালিগঞ্জ আল মদিনা হিমাগার থেকে গাগরন্দ আদিবাসী পাড়া  ২ কিলোমিটার ও কালিগঞ্জ মোড় থেকে সরনজাই পর্যন্ত ২২ শো কিলোমিটার রাস্তার এমন করুন অবস্থা হয়ে পড়ে রয়েছে। ফলে দ্রুত রাস্তা দুটিতে পিচ ঢালাই  শেষ করার দাবি উঠেছে জোরালো ভাবে।

জানা গেছে, গত কয়েক মাস আগে উপজেলা বাসির শহরে যোগাযোগের মুল রাস্তা।  রাস্তাটির পিচ খোয়া উল্টিয়ে ডাবলু বিএম করে রাখা হয়েছে। কালিগঞ্জ আল মদিনা হিমাগার থেকে গাগরন্দ আদিবাসিপাড়া মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটি এখন যে চরম অস্তির কারন হয়ে পড়েছে। কারন রাস্তায় তিল পরিমান পানি দেওয়া হচ্ছে না। ছোট বড় যান চলা মাত্রই ধূলায় একাকার হয়ে পড়েছে।
পথচারী মুসলেম, শাওন, টুটুল, দেলোয়ারসহ অনেকে জানান, দীর্ঘ প্রায় ২ মাস ধরে পড়ে আছে। ট্রাক বাস যাওয়া মাত্রই লালচে ধূলায় আরো কোন গাড়ী নিয়ে যাওয়ার উপায় নেই। বাস, ট্রাক যাওয়ার আধা ঘন্টা পর রাস্তাটি দিয়ে চলাচল করা যায়। রাস্তার দূ ধারে ধানের সবুজ পাতা লালচে হয়ে পড়েছে। দেখে মনে হবে লাল ধান রোপন হয়েছে।

গাগরন্দ মোড়ের ব্যবসায়ী সাজ্জাদ বলেন, রাস্তার ধূলার কারনে দোকান বন্ধ রাখতে হচ্ছে। শুধু তাই না গাগরন্দ প্রাথমিক স্কুলে শিক্ষার্থীরা আসছেনা। দিনরাত সমান তালে চলে ছোট বড় মাঝারি যানবাহন। রাস্তার পার্শ্বের ঘর বাড়ির দেয়াল লালচে হয়ে পড়েছে। পিচ দিতে দেরি হলেও নিয়োমিতপানি দিলে এত ধূলা উড়তো না। আর খোয়ার ধূলা নাক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে সর্দি কাশিতে আক্রান্ত হয়ে  পড়েছেন অনেকে। উপজেলার সকল কর্মকর্তা এরাস্তা দিয়ে দুবেলা শহরে যাতায়াত করেন। তারপর কোন নজরদারি নেই।ওই এলাকার জনসাধারণ জানান, দ্রুত রাস্তার পিচ ঢালায় শেষ না হলে সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি দেওয়া হবে।রাস্তার কাজ করছেন শহরের ঠিকাদার লিটন।সে জানায় ২ কিলোমিটার রাস্তার বিপরীতে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ। কিন্তু সবকিছুর বাড়তি দাম প্রচুর লোকসান হচ্ছে। তবে অল্প দিনের মধ্যে কাজ শেষ করা হবে।এদিকে কালিগঞ্জ হাটের মোড় থেকে সরনজাই পর্যন্ত ২২০০ মিটার রাস্তটিও ডাবলু বিএম করে রাখার কারনে খোয়ার ধূলায় অতিষ্ঠ জনসাধারন। রাস্তার দূপাশে বোর ধান রোপন করা আছে। ধানের পাতা লাল হয়ে পড়েছে। 

রাস্তার কাজটি করছেন শহরের ঠিকাদার বোরহান। তিনি জানান, ডাবলু বিএম করে রাখতে হয়। তাহলে রাস্তা টিকসই হয়। রাস্তার কাজ মানেই লোকসান। তারপরও করতে হবে। ২২ শো মিটার রাস্তার বিপরীতে প্রায় ৯০ লাখ টাকা বরাদ্দ।৪২ শো মিটার রাস্তা এখন গলার কাটা হয়ে পড়েছে পথচারীদের কাছে।উপজেলা প্রকৌশলী বলেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করার জন্য এবং  নিয়োমিত পানি দিতে বলা হয়েছে। কিন্তু পানি দেয় নি। কাজ শিডিউল অনুযায়ী বুঝে না পেলে বিল দেওয়া হবে না।মেডিকেলের এক চিকিৎসক বলেন, খোয়ার ধূলা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য মারাত্মক ক্ষতিকর খোয়ার লালচে ধূলা এবং  শিশুদের জন্য আরো ভয়ংকর। জনবহুল রাস্তা দ্রুত কাজ শেষ করতে হবে, না হলে নিয়োমিত পানি দিতে হবে। এধূলার কারনে সর্দি কাশি ও শ্বাসকষ্টের রোগী বেড়ে গেছে।

আরও খবর