
স্পোর্টস ডেস্ক : রমজান মাস আসতে আর কয়েকদিন বাকি। তবে ইউরোপসহ বিভিন্ন দেশে এ সময় মাঠে ফুটবল খেলা গড়ায়। যেখানে খেলে থাকেন অনেক মুসলিম ফুটবলাররা। এদের অনেকে আবার রোজা রেখেই ম্যাচ খেলে থাকেন। ম্যাচ চলাকালীনই রোজা ভেঙে ইফতার করেন তারা।
তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ইফতারির সময় কিছুক্ষণের জন্য খেলায় বিরতি দেওয়া হবে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস।
শুধুমাত্র প্রিমিয়ার লিগেই প্রচুর মুসলিম খেলোয়াড়ের খেলে থাকেন। যাদের মধ্যে অন্যতম লিভারপুলের মোহামেদ সালাহ, চেলসির এনগোলো কন্তে, ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজরা।
জানা যায়, আগামী এক মাস ইফতারির সময় ম্যাচে বিরতি দেওয়ার ব্যাপারে রেফারিং বডি থেকে ম্যাচ অফিসিয়ালদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে তরল জাতীয়, যেমন এনার্জি জেলস বা এর সম্পূরক কিছু দিয়ে যেন রোজা ভাঙতে পারেন ফুটবলাররা। তবে ম্যাচ শুরুর আগে যেসব খেলোয়াড়ের বিরতি প্রয়োজন ক্লাবগুকে তাদের একটি তালিকা রেফারিকে দিতে হবে।
আগামীকাল থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে রমজান। এই মাসের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। যদিও এই ম্যাচে বিরতির প্রয়োজন হবে না। কারণ ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সাড়ে ১২টায়।