Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

ফুটবলাররা মাঠেই ইফতার করতে পারবেন

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৬৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক : রমজান মাস আসতে আর কয়েকদিন বাকি। তবে ইউরোপসহ বিভিন্ন দেশে এ সময় মাঠে ফুটবল খেলা গড়ায়। যেখানে খেলে থাকেন অনেক মুসলিম ফুটবলাররা। এদের অনেকে আবার রোজা রেখেই ম্যাচ খেলে থাকেন। ম্যাচ চলাকালীনই রোজা ভেঙে ইফতার করেন তারা।

তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ইফতারির সময় কিছুক্ষণের জন্য খেলায় বিরতি দেওয়া হবে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস।

শুধুমাত্র প্রিমিয়ার লিগেই প্রচুর মুসলিম খেলোয়াড়ের খেলে থাকেন। যাদের মধ্যে অন্যতম লিভারপুলের মোহামেদ সালাহ, চেলসির এনগোলো কন্তে, ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজরা।

জানা যায়, আগামী এক মাস ইফতারির সময় ম্যাচে বিরতি দেওয়ার ব্যাপারে রেফারিং বডি থেকে ম্যাচ অফিসিয়ালদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে তরল জাতীয়, যেমন এনার্জি জেলস বা এর সম্পূরক কিছু দিয়ে যেন রোজা ভাঙতে পারেন ফুটবলাররা। তবে ম্যাচ শুরুর আগে যেসব খেলোয়াড়ের বিরতি প্রয়োজন ক্লাবগুকে তাদের একটি তালিকা রেফারিকে দিতে হবে।

আগামীকাল থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে রমজান। এই মাসের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। যদিও এই ম্যাচে বিরতির প্রয়োজন হবে না। কারণ ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সাড়ে ১২টায়।


আরও খবর



মাগুরার মহম্মদপুরে ক্ষরায় পুড়ছে ক্ষেতের বাদাম ফলন বিপর্যয়ের সম্ভাবনা

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

মাগুরা থেকে সাইদুর রহমান: মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর  বুকে জেগে ওঠা বালুচর গুলোতে প্রতিবারের মত এবারও বাদামের প্রচুর আবাদ হয়েছে। তবে খরতাপে পুড়ে যাচ্ছে বাদামগাছ। নষ্ট হচ্ছে শত শত বিঘা চরের জমির বাদাম। এতে ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের কৃষকেরা।

এদিকে খরার কারণে বাদাম উৎপাদন কমার আশঙ্কা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। মধুমতি নদীর রায়পুর ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, মধুমতি নদীর চরের মধ্যে শতাধিক বিঘা জমিতে চিনাবাদাম রোপণ করা হয়েছে। সেই বাদামের জমির অধিকাংশ বাদাম গাছ রোদে পুড়ে শুকিয়ে গেছে। ফলে জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে বাদাম।

রায়পুর গ্রামের কৃষক আসাদ মোল্লা জানান, গত বছর তিনি এক একর জমিতে বাদাম চাষ করেন। ভালো ফলন হওয়ায় এবার করেছেন দুই একর জমিতে। কিন্তু বৃষ্টি না আসায় প্রায় খেতের অধিকাংশ বাদামগাছ রোদে পুড়ে গেছে। লাভের পরিবর্তে এবার লোকসান গুনতে হবে।

হরিণাডাঙ্গা গ্রামের কৃষক সোবাহান মিয়া জানান, তাঁরা দুই ভাই মিলে ৩০ শতাংশ জমিতে বাদাম চাষ করেছেন। খরচ হয়েছে প্রায় ৬ হাজার টাকা। কিন্তু বৃষ্টির অভাবে খেত শুকিয়ে বাদাম নষ্ট হয়ে যাচ্ছে।

মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন, খরার কারণে বাদামগাছ শুকিয়ে  যাচ্ছে। এটা প্রাকৃতিক বিষয়। বৃষ্টির পানির বিকল্প নেই।বৃষ্টি না হওয়ায় সৃষ্ঠ খরার কারণে এবার ফলন কম হতে পারে।


আরও খবর



স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে  অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১৩ ও ১৪ মে দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এক জরুরি বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়।


আরও খবর



পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ভেড়া ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধি- পত্নীতলায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সোমবার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর কার্যালয়ে সমতল ভূমিতে বসবাসরত  অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়  ৪০০ জন সুফলভোগীর মাঝে বাড়ন্ত স্ত্রী ভেড়া ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ এবং এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার । এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কুবরা মুক্তা, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী প্রমূখ ।পরে অতিথিবৃন্দ উপকার ভোগীদের মাঝে দুটি ভেড়া ও অন্যান্য সামগ্রী তুলে দেন ।

আরও খবর



ইউক্রেনে রকেট হামলায় এএফপি’র সাংবাদিক নিহত

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে রকেট হামলায় আরমান সল্ডিন নামে এএফপি’র এক ভিডিও সাংবাদিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার চাসিভ ইয়ারের কাছে তিনি নিহত হন। খবর সিএনএন’র। এ ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপি’র সাংবাদিকরা এ কথা জানিয়েছেন।

গত কয়েকমাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মূল কেন্দ্র বাখুমুতের কাছে বিকেল ৪টা ৩০ মিনিটে রকেটের আঘাতে সোল্ডিন নিহত হন। এএফপি’র এক দল সাংবাদিক ওই সময়ে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে ছিলেন। সে সময়ে সোল্ডিন (৩২) যেখানে শুয়ে ছিলেন তার কাছেই রকেট আঘাত হানলে তিনি প্রাণ হারান। তবে বাকী সাংবাদিক অক্ষত রয়েছেন।

এএফপি চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেছেন, আরমানকে হারিয়ে পুরো সংস্থা বিধ্বস্ত।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোল্ডিনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাহসের প্রশংসা করেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে সোল্ডিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কাছে চাসিভ ইয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন।

তিনি বিশ্বকে সত্য জানাতে তার জীবন উৎসর্গ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সারাজেভোতে জন্ম নেয়া সোল্ডিন ফরাসি নাগরিক। এএফপি’র রোম ব্যুরোতে ২০১৫ সালে কাজ শুরু করেন। তিনি গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনে ছিলেন। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি পূর্ব ও দক্ষিণের যুদ্ধ ক্ষেত্রগুলোতে নিয়মিতই আসা যাওয়া করতেন।


আরও খবর



রূপগঞ্জে গাউছিয়া ডুলুরদিয়া রাস্তার বেহাল দশা, জন দুর্ভোগ চরমে

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের  গাউছিয়া মার্কেট থেকে ডুলুরদিয়া দুই কিলোঃ রাস্তাটি খানাখন্দে একেবারেই বেহাল দশা। যানবাহন ও পথচারীদের চলাচলে রাস্তাটি একেবারেই অযোগ্য হয়ে পড়ায় এলাকার জন দুর্ভোগ চরমে। 

গাউছিয়া মার্কেট থেকে কালি রফিকের বাড়ি পর্যন্ত রাস্তায় খানাখন্দভরা দুই কিলোমিটার রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক গ্রামের প্রায় দশ হাজার লোক চলাচল করে থাকে। রাস্তাটি পাকা করার জোর দাবী এলাকাবাসীর।


এলাকাবাসীর অভিযোগ রাতের অন্ধকারে রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ একমাত্র খানাখন্দের কারণে এ রাস্তায় রিক্সা, অটো রিক্সা, সিএনজি নিয়ে চলাফেরা করা সম্ভব হচ্ছেনা।


এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন বলেন, আমরা কয় বছর আগে রাস্তা পাকার কাজ করেছি। তবে এখানে অবৈধ গ্যাস সংযোগকারীরা রাতের অন্ধকারে রাস্তা কেটে গ্যাস সংযোগ নিয়েছে। যে কারণে রাস্তার এ অবস্থা হয়েছে৷ আমাদের এ রাস্তার কাজ অতি সত্ত্বরই ধরা হবে


কালি এলাকার রিক্সা চালক শফিক বলেন, দুই তিন বছর আগে রাস্তা পাকা করা হয়েছিল। ঐ সময় আমরা অনেক আরামে চলাচল করছি। আমাদের দাবী রাস্তা পাকা করার। আমরা মন্ত্রীর এলাকার লোক তার পরও এ রাস্তা খানাখন্দভরা এটা মানা যায় না। আমরা এই রাস্তা অতিসত্তর পাকা করার দাবী করছি। 


ডুলুরদিয়া এলাকার হাফিজ বলেন আমরা এ রাস্তা দিয়ে চলাচল করি। রিক্সায় বা অটোতে উঠলে খানাখন্দের ফলে ঝাঁকুনি খেয়ে শরীর ব্যাথা হয়ে যায়৷ এলাকার কোন অসুস্থ রোগী নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় না।  হাইওয়ে সড়কে উঠতে হয় যেখানে রিক্সা বা থ্রী- হুইলার উঠা একেবারেই নিষেধ।  আমরা কোথায় যাব৷ আমরা এর সমাধান চাই।  

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর