

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক:সৌদি প্রো লিগের নতুন মৌসুমে পরপর দুই ম্যাচে হেরেছে আল-নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে দলটি। আর চেনা হাসিতে মেতে উঠেছেন ম্যাজিক বয় রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহ-এর বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক ফরোয়ার্ড।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল-নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় নাসর। দলের হয়ে একাই ৩টি গোল করেছেন রোনালদো। আর জোড়া গোল করেন তার নতুন সঙ্গী সেনেগাল তারকা সাদিও মানে। এর মধ্যে একটি গোলে সহায়তা করেছেন রোনালদো।
ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করে আল নাসর। বায়ার্ন মিউনিখ থেকে প্রো লিগে আসা সেনেগাল স্টার সাদিও মানে দলকে প্রথম লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের ৩৮ মিনিটে ওই রোনালদো পেয়ে যান গোল। দলকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোল করেন পর্তুগিজ যুবরাজ। দলকে তুলে নেন বড় জয়ের পথে।
দলের পক্ষে চতুর্থ গোল করেন সাদিও মানে। ম্যাচের ৮১ মিনিটে গোল করেন সাবেক এই লিভারপুল তারকা। যদিও সেনেগালের এই তারকার সামনেও এ দিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল। তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল সিআরসেভেনের সামনে। আর সেই সুযোগটিই কাজে লাগান তিনি। আল নাসরের হয়ে শেষ গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিক সূচক গোলটি আসে ম্যাচের ৯৬ মিনিটে। তার দুই গোলে সহায়তা দেন সৌদির ফরোয়ার্ড আব্দুররহমান গারিব।
৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট এবং বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) করোবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়।
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শহরে ‘শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক ঋণচুক্তি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও ফ্রান্সের এয়ার বাস ডিফেন্স অ্যান্ড এসএএস-এর মধ্যকার বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম এর সঙ্গে সহযোগিতার সম্মতিপত্র স্বাক্ষর হয়েছে।
এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠক করেন। বৈঠকের পর এসব চুক্তি সই হয়।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনবার্সন ও বিকল্প কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিক্ষুকদের মাঝে রিক্সা দোকান ও গরু ছাগল বিতরণ বিতরণ করা হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সভা কক্ষে এ বিতরণী অনুষ্ঠান হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোলায়মান হোসেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জামাল উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নুরসহ আরও অনেকে। পরে উপস্থিত অতিথিবৃন্দ ভিক্ষুক ও তাদের পরিবারের মাঝে রিক্সা ও দোকানঘর তুলে দেন।
-খবর প্রতিদিন/ সি.ব
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বিনোদন ডেস্ক:শাকিব খান-বুবলীর সম্পর্কের বরফ গলতে শুরু করেছে! অন্তত সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি দেখে তেমনটাই আন্দাজ করা যায়। তবে উপলক্ষ তাদের সন্তান শেহজাদ খান বীর।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৮ মিনিটে বুবলী নিজের ফেসবুক পেজে ১১টি ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো বীরের স্কুলে তোলা।
ছবির ক্যাপশন থেকে জানা যায়, আজ বীরের স্কুলের প্রথম দিন ছিল। তাই তাকে নিয়ে স্কুলে যান এই তারকা দম্পতি। তখন এক ফাঁকে নানা মুহূর্তের ছবি ফ্রেমবন্দী করেন তারা।
দিনটিকে আবেগময় জানিয়ে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ, আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিনটির কথা স্মরণ করে তিনি আরও লিখেছেন, ‘এখনও মনে হয় এই তো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছ। আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা। ভীষণ ভালোবাসি তোমাকে।
সবশেষ নেটিজেনদের কাছে ছেলের জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।
এদিকে, কয়েকদিন আগে প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ঘরে জন্ম নেওয়া আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ঘুরে এসেছেন শাকিব। গুঞ্জন রটেছিল, অপুর সঙ্গে সংসার শুরু করবেন তিনি।
অন্যদিকে বুবলীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি শাকিবের। তবে তারা আলাদা থাকছেন। সন্তানের কারণে তাদের দেখা হয়। যদিও মাঝে বুবলী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি একাই বীরের মা ও বাবা।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে; মাগুরার জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ আতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, ইনসেপ্টার ডিজিএম জাহিদুল আলম,,জেলা ক্রীড়া সংস্থার সাধাধারণ সম্পাদক মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এ ফুটবল লীগে মোট ১২ টি ফুটবল দল অংশগ্রহন করছে। দলগুলো হচ্ছে আছাদুজ্জামান স্পোটস একাডেমী, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র,অগ্রগামী স্পোটিং ক্লাব, নাজমুল স্মৃতি সংসদ, শেখ জামাল ক্রীড়া চক্র, মাগুরা জেলা পুলিশ,মাগুরা সমাজ কল্যাণ সংসদ, বেরইল সুন্দরবন ক্লাব, শ্রীরামপুর ফ্রেন্ডস ক্লাব,রূদ্র দ্রুব স্পোটিং ক্লাব ও জোকা খেলোয়াড় কল্যাণ সমিতি। লীগের উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোটস একাডেমী ও নাজমুল স্মৃতি সংসদ মুখোমুখি হয়।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩