
সদরপুর প্রতিনিধি:ফরিদপুরের সদরপুর উপজেলায় নির্মাণাধীন সেতুর কাজ চলার সময় মাটি ধসে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগেরহাট জেলার মোল্যারহাট থানার উদয়পুর গ্রামের আলামিন খার ছেলে জাবেদ খা (২৩), ফরিদপুর জেলার কোতয়ালী থানার কবিরপুর গ্রামের আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), ফরিদপুর জেলার কোতয়ালী থানার কুফুর দিয়া গ্রামের ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২১)।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল বলেন, ‘এ ঘটনায় আমরা মর্মাহত। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে, তারা তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং উদ্ধার কাজে সহযোগিতা করি। প্রাথমিক তথ্য বিবরণী শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠান হবে।
সদরপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার আ. সালাম খান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাটির নিচে চাঁপা পরা ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, আমিরাবাদ ভাষানচর-কৃষ্ণপুর সড়কে ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ করা হচ্ছে। প্রজেক্টটি বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল এমডি ইমতিয়াজ আসিফ কনাস্ট্রাকশন।