Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ফকির বেশেও শেষ রক্ষা হলোনা খুনির, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ:নওগাঁর মহাদেবপুরে ফকির বেশেও  শেষ রক্ষা হলোনা খুনি মোজাম আলী (৫৫)। অবশেষে  তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। গ্রেপ্তারকৃত মোজাম আলী উপজেলার চকগোবিন্দ গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা আনুমানিক ১টার দিকে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে মহাদেবপুর থানার খোশালপুর-মহাদেবপুর গামী পাকা রাস্তায় চকগোবিন্দ নামক স্থানে চাকুর আঘাতে চকগোবিন্দ গ্রামের সানাউল্লাহর ছেলে আবদুস সালামের পিঠে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায় একই গ্রামের মোজাম আলী। সাথে সাথেই আবদুস সালামকে রক্তাক্ত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোজাফফর হোসেন বলেন, এঘটনায় নিহতের ছেলে সুমন বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে মূল আসামিকে আটক এবং মামলার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর হয়। এরপর সোমবার বিকেলে ঘটনায় জড়িত এজাহারভূক্ত ১নং আসামি মোজাম আলীকে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউপি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে ফকিরের ছদ্মবেশ ধারণ করে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর



দাপটে চাচাদের প্রতারণায় নিঃস্ব এতিম ভাতিজা

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউনিয়নের (ইউপি) চৌবাড়িয়া  গ্রামের বাসিন্দা মৃত লহির উদ্দিনের পুত্র আলতাজ উদ্দিন প্রামানিক ও আতাউর রহমান প্রামানিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তাদের ভাই প্রয়াত আব্দুল হামিদ ওরফে মুন্তাজের পুত্র ভাতিজা সাজ্জাদ হোসেন সুমন তাদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।  আলতাজ ও আতাউরের এই প্রতারণার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড় বইছে। ঘটনা তদন্ত করে আলতাজ ও আতাউরের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন চৌবাড়িয়ার জনগণ।জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা মৌজায়, খতিয়ান নম্বর ৬৯ ও আরএস-৭৭১ নম্বর দাগে ২৩ শতক সম্পত্তি রয়েছে, এর মধ্যে ৪ শতক সম্পত্তি রাস্তার মধ্যে পড়েছে।

জানা গেছে, মালশিরা গ্রামের মৃত সখাতুল্লাহ মন্ডলের পুত্র রজব আলী মন্ডলের কাছে থেকে ক্রয় করেছেন  চৌবাড়িয়া গ্রামের মৃত লহির উদ্দিন প্রামানিকের পুত্র আব্দুল হামিদ ওরফে মুন্তাজ ও এন্তাজ। যাহার দলিল নম্বর ১২২৫ তারিখ ১৯/০২/১৯৮৬ ইং। আদালতের আদেশ মুলে এসব সম্পত্তির খাজনা-খারিজও করা হয়েছে যাহার খারিজ কেস নম্বর (৭৩৩ IX-I) ২০২২-২৩ এবং (১০১২IX-I)২০-২২-২৩। উক্ত সম্পত্তির ওপর ১৬টি দোকান ঘর রয়েছে। কিন্ত্ত বিগত ২০১৮ সালে লহির মন্ডল মারা গেলে  তার দুই পুত্র আলতাজ ও আতাউর উক্ত সম্পত্তি হাতিয়ে নিতে নানা অপতৎপরতা শুরু করে। এমনকি খারিজ বাতিলের আবেদন করেছেন। হাটের ব্যবসায়ী তৌহিদুল, আসাদুল ও শাহীন বলেন, সম্পত্তির মালিক সুমন।কিন্ত্ত সুমনের দাদা মারা যাবার পর তার দুই চাচা আলতাজ ও আতাউর দোকানের ভাড়া আদায় শুরু করেছে, এমনকি আতাউর বিশাল সারের গুদাম করে রেখেছেন। এবিষয়ে সাজ্জাদ হোসেন সুমন বলেন, তার দাদা মারা যাবার পর তার দুই চাচা আলতাজ ও আতাউর উক্ত সম্পত্তি হাতিয়ে নিতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এমনকি দোকান থেকে গত ৫ বছরে ভাড়া বাবদ প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে সেই টাকায় তার বিরুদ্ধে কাজ করছে। শুধু তায় নয় দোকানদারকে হুমকি দিয়েছে তারা যদি সুমনকে ভাড়া দেন তাহলে তাদের দোকান ছেড়ে দিতে হবে। আবার কয়েকজনের কাছে থেকে জামানত বাবদ বড় অঙ্কের অর্থ নিয়েছেন। এছাড়াও তিনটি পুকুরের কোনো হিস্যা দিচ্ছে না, আবার আলতাজ মিথ্যা তথ্য দিয়ে মালশিরা মৌজার বড় পুকুর অবস্থিত গভীর নলকুপের অপারেটর থেকে তাকে সরিয়ে দিয়েছে। সুমন বলেন, আলতাজ ও আতাউরের চাপে তার বাবা অকালে মারা গেছে তবে সম্পত্তি হাতিয়ে নিতে এক চাচাকে শারীরিকভাবে অসুস্থ করে রেখেছে আলতাজ ও আতাউর যা গ্রামের সকল মানুষ জানেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আলতাজ উদ্দিন প্রামানিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আতাউর রহমান প্রামানিক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাতিজা সুমন জালিয়াতি করে এসব সম্পত্তি খাজনা-খারিজ করেছেন। তিনি বলেন, খাজনা-খারিজ বাতিলের আবেদন করা হয়েছে, আগামিতে শুনানি হবে।এছাড়াও যে তহসিলদার খাজনা-খারিজ করেছে সে এখন জেল-হাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, বিগত ২০১৮ সালে আলতাজ ও আতাউরের পিতা লহির উদ্দিন মারা যাওয়ার পর থেকে ভাতিজা সুমনের উপর মানুষিক নির্যাতন শুরু হয়। শুধু মাত্র সম্পদ নিয়েই চলে এমন অমানবিক নির্যাতন। সুমন একজন এতিম ছেলে। আলতাজ ও আতাউর আপন চাচা। তারা আগলে রাখবে ভাতিজাকে। সেটা না করে মৃত ভায়ের সম্পদ কিভাবে দখল করা যায় এচিন্তায় মরিয়া। তাদের তো টাকা ও সম্পদের অভাব নাই। তাহলে আপন ভাতিজার সাথে এমন নির্যাতন কেন। যারা নিজের ভাই ভাতিজার সম্পদ নিতে মরিয়া হয়ে উঠে, তারা কিভাবে জনগণের প্রতিনিধির স্বপ্ন দেখান।

আরও খবর



চাঁদপুরে স্ত্রীও শাশুড়ি হত্যা মামলায়: মামুন মোহনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

চাঁদপুর প্রতিনিধি:চৌধুরী ইয়াসিন ইকরাম  চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায়  স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীন  হত্যা মামলায়  আসামী আল মামুন মোহনকে  মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

রোববার  ( ২৬ নভেম্বর )  দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ২ )  শাহেদুল করিম।

আসামীর উপস্থিতিতে রায় দেয়া হয়।২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ায় সেলিম খানের ৩য় তলার বসত বিল্ডিংয়ের নিচতলায় সামনে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়ীকে চুরি দিয়ে আঘাত  করে নিহত করেন।

মামলায় ২৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন।রাষ্ট্র পক্ষে ছিলেন এডিশনাল পিপি  অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া,  এপিপি  অ্যাড: দেবাশীষ কর মধু ও অ্যাডঃ জসিমউদদীন ( ২)।

আসামি পক্ষে ছিলেন অ্যাডঃ সেলিম আকবর,  অ্যাডঃ সফিকুল ইসলাম ভুইয়া।


আরও খবর



কলারোয়ার কয়লায় কাত্যায়নী পূজা: পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় ৭দিন ব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা। উপজেলার কয়লা ইউনিয়নের কয়লা দাস পাড়া সনাতন যুব সংঘের আয়োজনে ওই পূজা অনুষ্ঠিত হবে। পূজায় বিশেষ আকর্ষণ রয়েছে-বিশাল জলাশায়ের উপর দিল্লির অক্ষয় ধাম মন্দিরের আদলে ডেকোরেশন দ্বারা মায়ের মন্ডপ তৈরী ও পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে চড়ে ভক্তদের সুদর্ষন আকর্ষণীয় শাবু দিয়ে নির্মিত প্রতিমা দর্শনে, ডিজিটাল লাইটিং ও আলোক সজ্জা প্রত্যাহ সন্ধা আরতীর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জীবন্ত কাত্যায়নী প্রতিমার ডিসপ্লে। আর এগুলা পরিচালনায় থাকবেন পুতুল সিকদার। কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের সভাপতি জয় দাস জানান-এখানে ৬বছর ধরে কাত্যায়নী পুজা অনুষ্ঠিত হতে আসছে। এবছর ভিন্ন ধরনের আয়োজন। সকল ভক্তবৃন্দের নজর কাড়বে। আগামী ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের পরে শ্রী শ্রী কাত্যায়নী দেবীর ষষ্ট্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশন্ত এবং সায়ংকালে দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস। তিনি আরো বলেন-বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ৬দিন ব্যাপী ৬ষ্ট তম শ্রী শ্রী কাত্যায়নী পূজা। জগতের কল্যাণময়ী শ্রীশ্রী কাত্যায়নী দেবী ভক্তের জন্য হৃদয় থেকে অশুভ শক্তি বিনাশ করে যেখানে শুভ শক্তি ও ভক্তির উন্মেষ ঘটানো। কাত্যায়নী দেবীর আবিরর্ভাব হচ্ছে ধরাধামে তাই আমরা কয়লা দাসপাড়া সনাতম সম্প্রাদায় এলাকায় মাতৃভক্তবৃন্দ তার নিকট আধ্যা শক্তির আগমন ও অশুভ শক্তি বিতাড়িত করা এবং শ্রী শ্রী কাত্যায়নী মায়ের আরোধনা করার জন্যই শ্রী শ্রী কাত্যায়নী চ‚জা মন্ডপে দেবীকে আহবান করে পূজা আর্চনার আয়োজন করছি। বর্তমানে শত শত ভক্তবৃন্দ এই কাত্যায়নী পূজা মঞ্চ ও বিশাল জলাশায়ের উপর দিল্লির অক্ষয় ধাম মন্দিরের আদলে ডেকোরেশন দ্বারা মায়ের মন্ডপ তৈরী ও পদ্মা সেতুর উপরে মেট্রোরেলে চড়ে ভক্তদের সুদর্শষ আকর্ষণীয় শাবু দিয়ে নির্মিত প্রতিমা দর্শনে, ডিজিটাল লাইটিং ও আলোক সজ্জা প্রত্যাহ সন্ধা আরতীর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জীবন্ত কাত্যায়নী প্রতিমার ডিসপ্লে দেখার জন্য ভিড় জমাচ্ছে। এতিমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু পরিদর্শন করেছেন।


আরও খবর



সহিংসতার অভিযোগ

সারাদেশে র‌্যাবের হাতে গ্রেপ্তার ৫২২ জন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিএনপি-জামায়াতের আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে সারাদেশে ৫২২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা এবং নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ২৮ অক্টোবর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস হামলা চালানো হয়। এছাড়া গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করাসহ প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়। পরে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটায়।

খন্দকার আল মঈন বলেন, ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, রাজধানীর যাত্রাবাড়ী থেকে থানা আহ্বায়ক এবং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিটু এবং খুলনার রূপসা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়ে।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত সর্বমোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ২৮ অক্টোবর থেকে হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৫২২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মহাদেবপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ:নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ শ্রীমতি শিউলি রাণী সরকার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের তেজপাইন গ্রামের পরিতোষ চন্দ্র সরকারের স্ত্রী। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

ভীমপুর ইউপি সদস্য বিপুল কুমার জানান, তাদের সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মঙ্গলবার বিকেলে শিউলিকে তার নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো (দড়ি দেওয়া) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনেরা আহাজারী শুরু করেন। এতে প্রতিবেশিরা ছুটে এলে তিনি বেঁচে আছেন মনে করে দ্রুত দড়ি কেটে তাকে নিচে নামানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমজনকে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আরও খবর